Mirza MB
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirza MB, Blogger, UAE, Rak, Dubai.
আলহামদুলিল্লাহ
দেশ স্বাধীন🇧🇩
#১দফা১দাবি #নইলে_দ্রুত_গদি_ছাড়ো
আমরা সকল প্রবাসীরা শিক্ষার্থীদের সাথে একমত
✍️ আজ ৩০ই জুলাইয়ের কর্মসূচি ⛔
রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে, আজ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছে ছাত্রসমাজ✊
#কোটাআন্দোলন২০২৪
#বাংলাদেশকোটাআন্দোলন
#নইলে_দ্রুত_গদি_ছাড়ো
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পর্যারের একজন কর্মকর্তা বিষয়টি দ্য মিরর এশিয়াকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম দফায় বৈঠকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পারায় রাত ১১টায় দ্বিতীয় দফায় বৈঠতে বসেন। দ্বিতীয়বার বসেও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এর আগে গণভবনে বৈঠক করেন।
ওই কর্মকর্তা জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা স্পষ্টতই তিনভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক ভাগ সরকার নির্দেশ মেনে আন্দোলন দমনের পক্ষে। আরেক পক্ষ আন্দোলনকারীদের সমর্থন দেয়ার পক্ষে মত দেন। তৃতীয় একটি পক্ষ কাউকেই সমর্থন না দিয়ে নিরপেক্ষ অবস্থানে সেনাবাহিনীকে থাকার পরামর্শ দিয়েছেন।
তৃতীয় পক্ষের মত হচ্ছে কোনো পক্ষে জড়িয়ে গেলে সেনাবাহিনীর সুনাম নষ্ট হবে। এছাড়াও ভবিষ্যতে সেনা সদস্যদের নানা ধরনের সমস্যার মুখোমুখী হতে হবে। জাতিসংঘের শান্তি মিশন, বিদেশ প্রশিক্ষণে ঝামেলা হতে পারে বিবেচনা করে তৃতীয় পক্ষও সরকারের নির্দেশ মেনে আন্দোলন দমনের বিরোধীতা করেন। একই সঙ্গে আন্দোলনকারীদের পক্ষেও না যেতে মত দিয়েছেন। তারা সেনাবাহিনীকে রাজনীতি না জড়ানোর পরামর্শ দেন।
বৈঠকে বিভিন্ন ডিভিশনের জিওসি ও পদাতিক ডিভিশনের সেনা কর্তারা সেনাপ্রধান ওয়াকার উজ জামানের উপস্থিতিতে অংশ নেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে সেনানিবাসের বিভিন্ন ইউনিটেও বৈঠক হয়েছে বলে ওই সূত্রে জানা গেছে।
রেফারেন্স: TMA
সবাই এই ছবিটা ডাউনলোড করে পোস্ট করতে থাকুন ভাইরাল করুন প্রবাসীরা
প্রিয় বাংলাদেশ কে ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যাদের সুযোগ আছে লিখে টুইট করুন , ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন।
বন্ধু আর আমি 🇦🇪❤️❤️
🚫নিউজ দেখলাম দুবাইতে বাইক রাইডার এর সার্কুলার দিয়েছে। অনেকেই হুমড়ি খেয়ে পড়তে আগ্রহ নিয়ে। সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বললাম বাকিটা আপনার ডিসিশন।
👉প্রথমে ভিসা, টিকেট করে দুবাই আসতে হবে, এসে লাইসেন্স করতে হবে । এটার সম্পূর্ণ টাকা আপনাকে পে করতে হবে।
👉যদি কোন কোম্পানির মাধ্যমে আসেন তারা আপনাকে লেবার ক্যাম্পে রাখতে চাইলে বস্তিতে বসবাস করার অভ্যাস করে আসতে হবে ।
👉এক মাস বসে থাকা লাগবে ইমারত আইডির জন্য।
👉আইডি আসার পর মোটরসাইকেল এর ফাইল খুলতে হবে।
👉বাইকের ট্রেনিং এবং পরীক্ষা কয় মাস লাগবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে।
👉লাইসেন্স পাবার পর তারা আপনাকে যে কোন এক জব দিবে যেমন Talabat, Noon, Deliveroo, Careem Delivery,
👉খাওয়া খরচ এবং পেট্রোল খরচ প্রায় ৩০ হাজার টাকা।
👉থাকা(রুম) নিজের হলে ১১/১২ হাজার টাকা লাগবে।
👉নিউজ দেখলাম স্যালারি হিসেবে দিবে ৮৩,০০০ টাকা, থাকা, খাওয়া, পেট্রোল, ট্র্যাফিক ফাইন শেষে কত বাচে হিসাব করেন।
👉 যেখানেই থাকবেন ১ রুমে ৬/৮/১০ জন থাকে।
👉রাস্তায় বাইক চালাতে গেলে ট্র্যাফিক ফাইন আসলে সেটা আপনাকে দিতে হবে।
👉প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি এবং ২ ঘণ্টা আসা যাওয়া মোট ১৪ ঘণ্টা ডিউটির ভিতর থাকতে হবে, ২৫০-৩০০ কিমি বাইক রাইড করা লাগবে।
👉কোম্পানি নানান কারণে এটা ওটা অজুহাত দিয়ে টাকা কাটবে আপনার স্যালারি থেকে।
👉গরম এর তাপমাত্রা ৫০° এর আশেপাশে থাকে সারা বছর। ২-৩ মাস ঠাণ্ডা থাকে।
👉কতদিন লাগবে ভিসা, লাইসেন্স এবং চাকরি হইতে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ওদের কথা কাজে মিল থাকে না। মিনিমাম ৬ মাস বাড়ি থেকে টাকা এনে খাওয়ার মত ব্যাকাপ নিয়ে আসতে হবে।
👉 চাইলেই চাকরি ছাড়তে পারবেন না মিনিমাম ১ বছর করা লাগবে।
এখন সিদ্ধান্ত আপনার।
_ লাগা দুবাই 🤩🤐🤐
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Dubai
2.5
Dubai
Dubai, 00000
off-roading enjoy the 4x4 videos, follow the for more upcoming post and live events
Dubai
•Cordon Bleu Paris alumna •Gourmet Traveller •Serial Expat •Hotelier Wife •Slummy Mummy •Polyglot
Dubai, 0000
Our aim is to benefit humans through beneficial knowledge. Humans should uncover the realities.
Dubai
MS Dubai is a personal blog of Muhammad Sajjad, Photographer, Film Maker, Drone Pilot currently working in Khaleej Times news daily in Dubai, United Arab Emirates
Dubai
Dubai, 0000
We are Kerala Myanmar family living in Dubai. We love to share our experience with you on our trips,