The Republic Voice of Bd News

The Republic Voice of Bd News

You may also like

Bilia
Bilia
Md.Imtiaj Uddin
Md.Imtiaj Uddin

The REPUBLIC VOICE OF BD NEWS

20/10/2023

কক্সবাজার রুটের ট্রেনের সম্ভাব্য সময়সূচী।

1.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

2.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী

3.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

4.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

5.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস 🔥

6.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস 🔥

7.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

8.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

9.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার

10.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

11.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস 🔥

12.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

13.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

14.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

15.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।

16.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস 🔥

17.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার

18.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

06/04/2023

উড়িরচরে শ্বশুরের হাতে গৃহবধূ খুনের অভিযোগ

সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শ্বশুরের হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে।

সূত্রমতে পারিবারিক গৃহবিবাদে এ খুনের ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম বিবি কুলছুমা বেগম আফরিনা। বয়স ১৯ বছর। পিতা আনোয়ার হোসেন।

গত ১৬ জানুয়ারি ২০২৩ কুলছুমার বিয়ে হয়। ঘটনার সময় কুলছুমার স্বামী স্বাধীন শান্ত (২২) চট্টগ্রাম ছিল।

ঘটনা শুনে উড়ির চর পুলিশ পাড়ির লোকজন নিহত কুলছুমার লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসে। লাশ যখন সন্দ্বীপের দিকে রওনা হচ্ছিল তখন বেলা ৪ টার দিকে ঝড়ের কবলে পড়ে। পরে লাশ নিয়ে দীর্ঘাপাড় হয়ে রাত ৯টায় সন্দ্বীপ থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নিহত কুলছুমার পিতা আনোয়ার বলেন আমার মেয়ে একমাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়ের বিয়ে হয়েছে এখন ৩ মাস। মেয়েকে মানসিক টর্চারে রেখেছে তারা।

এ ঘটনায় গৃহবধূর শশুর কারি ও শাশুড়ীকে সন্দ্বীপ থানার হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন ঘটনা জানার পর উড়ির চর পুলিশ পাড়ির ইন্সপেক্টর লাশ উদ্ধার করে। আমরা দীর্ঘাপাড় কুল থেকে লাশ রিসিভ করে থানায় নিয়ে এসে অভিযুক্তদের হেফাজতে রেখেছি।
তথ্যঋণ: ইলিয়াছ সুমন। ছবি: ফেসবুক থেকে নেয়া।

01/06/2021

বড় পরিসরে আসছে নির্বাচন ভোটের তারিখ নির্ধারণ হবে ২-৩ জুন।

জুন-জুলাই মাসে বড় পরিসরে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১ পৌরসভা এবং প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে জুনের মাঝামাঝি। জুলাইয়ের তৃতীয় অথবা শেষ সপ্তাহে জাতীয় সংসদের তিন শূন্য আসনে উপনির্বাচন ও বড় পরিসরে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে বড় পরিসরে ইউপি ভোট আসন্ন ঈদুল আজহার আগে না পরে হবে সেই সিদ্ধান্ত হবে আগামী কমিশন বৈঠকে। এ ছাড়া কয় ধাপে জুলাইয়ে ইউপি ভোট হবে সেই সিদ্ধান্ত আসতে পারে কমিশন বৈঠক থেকে।

ইসির কর্মকর্তারা বলছেন, স্থগিত লক্ষ্মীপুর-২ উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি ও ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে ১০/১২ দিন সময় লাগবে। এক্ষেত্রে ২/৩ জুন এ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হলে ১২ থেকে ১৪ জুনের মধ্যে এ নির্বাচনের তারিখ হতে পারে। তারা বলেন, বড় পরিসরে ইউপি ও তিনটি আসনের উপনির্বাচন করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। তবে ঈদের আগে ১৫ জুলাইয়ের মধ্যে এ নির্বাচন করতে হলে ২/৩ জুন তফসিল ঘোষণা করতে হবে। আর ঈদের পরে ২৯ জুলাইয়ের মধ্যে ভোট করতে হলে জুনের মাঝামাঝিতে তফসিল দিলেও চলবে। কেননা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই ঈদুল আজহা হতে পারে। দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে অর্ধেকের বেশির মেয়াদ জুলাই মাসে শেষ হবে। নির্বাচন উপযোগী সব ইউপিতে ভোট জুলাই মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। দেশে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় গত ১১ এপ্রিল নির্ধারিত সব নির্বাচন ১ এপ্রিল স্থগিত করে নির্বাচন কমিশন। ওই দিন বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে। ১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। ভোটের তারিখের ১০ দিন আগে এসব নির্বাচন স্থগিত করা হয়। ভোট স্থগিত করার দিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দেশের অবস্থা স্বাভাবিক হলে নির্বাচন যে অবস্থায় বন্ধ হয়েছিল, সেখান থেকে ভোটের প্রক্রিয়া আবার শুরু করা হবে। ওই সময় নির্বাচনী এলাকায় প্রচারে ছিলেন প্রার্থীরা। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই জুলাইয়ের মাঝামাঝি সংসদীয় আসনের উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের তারিখ ঠিক করা হবে আগামী ২/৩ জুন কমিশন সভায়। একই দিন আটকে থাকা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ আসনের আটকে থাকা উপনির্বাচন জুনের মাঝামাঝি হতে পারে। আর বাকি তিন আসনের ভোট ঈদের আগে বা পরে হতে পারে। গত ২৪ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসির ৮০তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, জুলাইয়ের মাঝামাঝি শূন্য আসনের উপনির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। ২ জুন কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হবে। স্থগিত থাকা ইউপি নির্বাচনের বিষয়েও ওই সভায় সিদ্ধান্ত আসতে পারে। শূন্য হওয়া যে চারটি সংসদীয় আসনে উপনির্বাচন হবে সেগুলো হচ্ছে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কুয়েতের আদালতে দন্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় নির্বাচনটি স্থগিত করা হয়। এ ছাড়া গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে; ৪ এপ্রিল ঢাকা-১৪ এর আসলামুল হকের মৃত্যুতে এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ এর আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে- সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩ আসনের মতো ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন প্রথম ৯০ দিনের মধ্যে হবে না। পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসন দুটির উপনির্বাচন অনুষ্ঠানে ২৫ মে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সেই হিসাবে ঢাকা-১৪ আসনের উপনির্বাচন ২ জুলাই এবং কুমিল্লা-৫ আগামী ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠানের সম্ভাবনা না থাকায় কমিশন দুটি আসনের উপনির্বাচনের জন্য আরও ৯০ দিন সময় বাড়িয়েছে। নতুন করে ৯০ দিন বাড়ানোর ফলে ঢাকা-১৪ আসনে আগামী ৩০ সেপ্টেম্বর এবং কুমিল্লা-৫ আসনে ১০ অক্টোবর পর্যন্ত ভোট পেছানোর সুযোগ তৈরি হয়েছে। তবে জুলাইয়ে করলেও আইনি কোনো জটিলতা হবে না। এর আগে লক্ষ্মীপুর-২ এবং সিলেট-৩ আসনের উপনির্বাচনও একই কারণে পিছিয়ে দিয়ে পরবর্তী ৯০ দিন সময় নিয়েছেন সিইসি।

14/05/2021

জরুরী বিভাগে একজন এক্সিডেন্ট রোগী আসলো, আসতেই শুরু হয়ে যায় ইমারজেন্সীতে দায়িত্বরত ব্যক্তি আর রোগীর লোকের মধ্যে দর কষাকষি।

এত টাকা হলে, এই রোগীর কাটাছেড়া সেলাই হবে বা ট্রিটমেন্ট শুরু করবে এবং রাজি থাকলে, প্রয়োজনীয় সুই সুতা বা অন্যান্য জিনিস নিয়ে তারাই কাটাছেড়া সারাতে থাকবে। হাসপাতালেই তারা সব সরিয়ে রাখছে।

আর রাজি না থাকলে, একটা লম্বা লিস্ট ধরিয়ে বলে, যান এগুলা ফার্মেসী থেকে কিনে আনেন (অথচ সুই-সুতা, স্যাভ্ললন,হেক্সিসোল সকল সরকারি হাসপাতালের জরুরী বিভাগের অবিচ্ছেদ্য অংশ, যা সরকার বহন করে)। কিনে নিয়ে আসলেও, তারা তাল বাহানা করে, রোগীকে ধরবে তো ধরবে না, এমন।

এই দুই শর্তের চিপায় পড়ে, রোগীর লোক বাধ্য হয়ে ১ম শর্ত মেনে, দায়িত্বরর ব্যক্তিদের মধ্যে ড্রিল করে, রোগীর ট্রিটমেন্ট করায়। ড্রিলের মূল্য টা ৫০০ থেকে ২০০০ টাকা বা ততোধিকও হয়।

রোগী এখানে নিরুপায়, কারন রোগীর সিরিয়াস কন্ডিশন, রোগীর অভিভাবক কোনোভাবেই মেনে নিতে পারে না।

এখানে কর্তৃপক্ষের সমাধান কি? রোগী ক্যানো জরুরী বিভাগে এসে ওয়ার্ড বয়দের নিকট নিরুপায় হয়ে থাকে? আর কতগুলা আন্সার সদস্য তো আছেই, অর্থ ভাগ নিশ্চয় পায়। আর দালাল দের কথা কি বলবো... ছবিটিতেও একজন দালাল আছে। অনেকেই হয়তো চিনে যাবে দেখেই।

ছবিটি আজ রাত ১১ টার।
জরুরী বিভাগ।
গাজীপুর সদর হাসপাতাল বা তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।

সদর হাসপাতাল হোক, দালাল মুক্ত।

Want your public figure to be the top-listed Public Figure in UAE ?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা সন্তান লেখক রিয়াদ রহমানের উপর সন্ত্রাসী হামলার নেপথ্যের কথা।

Category

Telephone

Website

Address

Ajman City. Uae
Uae
UAE

Other Artists in Uae (show all)
Stylus Stylus
UAE
Uae

Hey ... I draw and paint, film the process then turn it into a montage that is sure to inspire you.

JVL Creates JVL Creates
Dubai
Uae

Photography l Videography l Graphics

Zerah art & mineral gallery Zerah art & mineral gallery
Dubai UAE
Uae, 1111

original art painting and minerals sale

Xtattik_ Tattoo Hub Xtattik_ Tattoo Hub
Abu Dhabi
Uae

TATTOO ARTIST ��

Md Shamsul Haque Pier Md Shamsul Haque Pier
Abu Dhabi
Uae

Md Shamsul Haque Pier

Noushad Cp Noushad Cp
Uae
Uae

Rhomz Vlog Rhomz Vlog
Abu Dhabi
Uae, 00000

When people hate you for no reason, remember God loves you for no reason.

khabi mil to zra, khabi mil to zra,
UAQ
Uae

� Art maker

Gary McGovern Photography Gary McGovern Photography
Dubai
Uae

Gary McGovern is a creative photographer that specialise in high end bespoke digital photography.

Cyriac Thomas Photography Cyriac Thomas Photography
Dubai
Uae

Light makes photography. Know light. Embrace it. Admire it. Love it.

Mustafa Photography Mustafa Photography
Al Ain
Uae

Prince Sohel feni Prince Sohel feni
Dubai
Uae

সত্যের পথে অবিচল