Dr. Kh Anas Ridoan
To co-operate with the public to take homeopathic treatment
সতর্কবার্তা ! সতর্কবার্তা!!
¤
বশির সাহেব রাতে খাওয়া দাওয়ার পর নিয়ম-মাফিক ঘুমাতে গেলেন। সকালে উঠে খেয়াল করলে তার সারা শরীর যেন পুড়ে যাচ্ছে! জ্বর! মাথায় ভার হয়ে কি যেন চেপে আছে! নাক নিয়ে কাচা -সর্দিস্রাব। ছুটে এসেছেন ডাক্তার খানায়।। খোজ নিয়ে জানা গেলো সারা রাত চালিয়েছেন ফ্যান।
¤
তোয়া । বয়স আর কতো হবে?! এই ৬ মাস। সকাল থেকে গলা ব্যথা সহ হঠাত্ হঠাত্ জ্বর। ছুটে এসেছেন চেম্বারে ।
¤
আবহাওয়ার এসেছে পরিবর্তন, গরমের তাপদাহ শেষে বর্ষা, এখন বর্ষা শেষে এসেছে হেমন্তর শিশির ভেজা হালকা জলীয় হালকা শুষ্ক ঠান্ডা । দিনের বেলা হালকা গরম রাতের বেলা ঠান্ডা । যদিও আবহাওয়াটি দারুন , তবে এই আবহাওয়ায় সতর্ক না হলে রোগ ও চেপে বসবে দারুন ।
¤
প্রতিবছর হেমন্তর এই আবহাওয়ায় এক জ্বরো-হাওয়া বয়ে যায় । বেড়েছে জ্বরের প্রকোপ।চেম্বারে আসা রোগীদের ৬০% জ্বরে আক্রান্ত । সতর্ক থাকুন ।
!!!!! সতর্কতা !!!!
# রাতে পরিমিত ফ্যান চালান, শীত লাগলে অফ রাখুন।
# নির্দিষ্ট সময়ে গোসল করুন, বেলা গড়িয়ে গোসল করবেন না।
# সকালে ঠান্ডা খাবার এড়িয়ে চলুন ।
# বরফ/ আইসক্রিম/ আইস করা যে কোন খাবার এড়িয়ে চলুন।
# আবহাওয়া পরিবর্তনে নিয়ম মাফিক জীবন যাপন করুন।
¤
জ্বর হলে কি করবেন?
# জ্বর ভাব বোঝার সাথে সাথেই হোমিও লক্ষন অনুযায়ী মেডিসিন নিলে প্রাথমিক পর্যায়ে খুব দ্রুতই জ্বর ঠান্ডা কাশি আরোগ্য হয়। এমন এলোপ্যাথি থেকে ও দ্রুত কাজ করে। (পরীক্ষিত)
# আপনার পাশর্বর্তী ক্লাসিকাল ভালো হোমিও ডাক্তার এর শরণাপন্ন হন । বিস্তারিত জানিয়ে চিকিত্সা নিন।
#হোমিওপ্যাথিক চিকিত্সা নিন! সুস্থ জীবন যাপন করুন।
--
হোমিওপ্যাথ-
ডাঃ আনাস রিদওয়ান
ডি,এইচ,এম,এস (ঢাকা)
দাঁতে দাঁত চেপে কিছু দিন ধৈর্য ধরেন , আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ......
:
যারা টোটালি হস্তমৈথুন ছেড়ে দেবেন তাদের জন্য সতর্কবার্তা এই যে , আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ নিয়মিত হস্তমৈথুন করে আসছেন , সেহেতু হস্তমৈথুনের কারনে আপনার দেহ মন এই কাজে অভ্যস্থ হয়ে গেছে ৷
:
এখন যেহেতু আপনি হস্তমৈথুন করবেননা , তাই বীর্যগুলো বের করার স্বাভাবিক কোনো রাস্তা না থাকায় সেগুলো আপনার শরীরে থেকেই যাচ্ছে, যার কারনে আপনি
1) পূর্বের তুলনায় অধিক উত্তেজনা বোধ করতে পারেন এমনকি প্রস্রাবের আগে বা পরে হালকা পরিমানে সাদা পানি ( মনি ) বের হতে পারে ৷
2) ঘন ঘন স্বপ্নদোষ হতে পারে , এমনকি আপনার স্বপ্নের কথা মনে নাও থাকতে পারে ৷
3) কখনো কখনো উত্তেজনা ছাড়াই বীর্যপাত হতে পারে , বিশেষত গোসল করতে গেলে ৷
4) শরীরে প্রচন্ড ব্যথা করতে পারে, বিশেষত দুই বাহু , দুই রান
, কোমর ৷
5) শরীর ম্যাজ ম্যাজ করতে পারে , মন মেজাজ খিটখিট থাকতে পারে, বেশি বেশি রেগে যেতে পারেন ৷
6) কারো কারো শরীর প্রচন্ড দুর্বল লাগতে পারে এমনকি হাত পা ঝিন ঝিন করতে পারে , ঝিঁঝিঁ ধরতে পারে ৷
7) প্রচন্ড মাথা ব্যথা থাকতে পারে ৷
কারো মাঝে উপরিক্তো লক্ষণগুলো প্রকাশ পেলে ভয়ের কারন নেই ৷ আমি আবারো জোর গলায় বলছি এতে ভয়ের কিছু নেই , আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন ৷ সুতরাং সামনের কয়েকটা দিন যদি আপনি দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারেন তবেই আপনি জিতে গেলেন ৷ আর যদি সহ্য না করতে পারেন তবে হেরে গেলেন ৷ মনে রাখবেন , হস্তমৈথুন ছাড়ার চেষ্টায় এই 90 থেকে 100 টা দিনই সবচেয়ে ক্রিটিক্যাল মানে জটিল ৷ এই ক্রিটিক্যাল সময়টা পার হলেই আপনি বেঁচে গেলেন , আর হস্তমৈথুন করতে মন চাবেনা ৷
অপারেশন ছাড়া শুধু হোমিও চিকিৎসার মাধ্যমে
পাইলস ও ফিশ্চুলা এর রোগী সুস্থ্য হওয়া সম্ভব ।
অনেক রোগী এখন সুস্থ্য আছেন
আলহামদুলিল্লাহ
#কেইস হিস্ট্রি-09
#৩১ অক্টোবর-২০২১
#স্বাভাবিক জ্বর নাকি টাইফয়েড???
নাম- আজিল হক। বয়স-৬৫+
#
২৬ দিন যাবৎ জ্বর নিয়ে এসেছিলেন আমার চেম্বারে । হালকা শীতের এক সকালে ।সাথে উনার স্ত্রী ।উপাকে ভ্যানে শুইয়ে রাখা হয়েছে ।উঠার মতো শক্তি প্রায় শেষ হতে চলেছে। এলোপ্যাথিক চিকিত্সা চলছে কিন্তু জ্বর যাচ্ছে না।নেহাতই গরিব মানুষ-পল্লী চিকিত্সা নিচ্ছেন কোন পরীক্ষা নিরীক্ষা করেন নাই । জ্বরের পর থেকে খাবার গন্ধ লাগে - লাগলেই বমি/বিবমিষা। যদি জোর করে খায় পরক্ষণেই উঠে যায় । এই একটি লক্ষনই একটি ঔষধ বলে দেই- কিন্তু হোমিওপ্যাথিক চিকিত্সা তো একক লক্ষন অনুযায়ী হবে না। তাই বিস্তারিত শুনলাম ।
#চিকিত্সা-
--●-Colchicum -200 ----- 31-10-2021
তিন দিন পর সাক্ষাত।
3-11-2021 -- অবস্থা স্বাভাবিক । জ্বর নেই ।রুচি ফিরেছে। শরীর হালকা দুর্বল। আর কোন ঔষধ প্রয়োজন নেই।
বি:দ্র: হোমিওপ্যাথি তরুণ রোগে দ্রুত ও অভাবনীয় ফল দেয়।
কিডনির অসুখ সম্পর্কে সচেতন থাকুন!!
□■
যদিও এটি সাইলেন্ট ডিজিজ ধীরে ধীরে নানান রোগলক্ষনের মাধ্যমে কিডনি রোগ সৃষ্টি হতে পারে। এর প্রধান লক্ষনগুলো নিম্নরূপ 👇
১. কম বা বেশি প্রস্রাব
২.ফেনা যুক্ত প্রস্রাব
৩. হাত-পা ফুলে যাওয়া
৪.কোমর ব্যাথা
৫. খিদে না লাগা
৬. ঘুমের গন্ডগোল
৭. ক্লান্তিবোধ।
উপরোক্ত লক্ষনগুলো দেখতে পেলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
Dr. Kh Anas Ridoan
Reg-38480
Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH.
#হোমিওপ্যাথিক ঔষধের দ্রুত ও অভাবনীয় সাফল্য -02
#কেস হিস্ট্রি- 02
#স্বপ্নদোষ ও প্রস্রাবে জ্বালা
রোগীর নাম : _____চৌধুরী __(ছদ্মনাম)
বয়স : 17 বছর
#
মাগরিবের সালাত শেষে চেম্বারে বসে আছি। অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোন পিক-আপ করলাম । পরিচয় দিলেন। চিনতে পারলাম ।উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক । আমার বেশ পরিচিত । জানালেন, উনার ছোট ছেলের জন্য একটু সময় দিতে পারবো কিনা । আমি বললাম কি হয়েছে ? । জানালেন কয়েকদিন হয়ে গেলো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা । হসপিটাল থেকে ঔষধ এনে খাচ্ছে, কোন উপকার হচ্ছে না। বছর দুয়েক আগে এমন সমস্যা ওর হয়েছিলো আমি জানতাম ।কারন ঐ সময়ে ও যখন ডাক্তারের কাছে গেছিলো আমি তখন পড়াশোনার সুবাদে ক্লিনিকের পাশে থাকতাম ।সেই জন্যই আসলে এখন আমার কাছে পরামর্শ নেওয়া । আমি অল্প কিছু সমস্যা শুনে বললাম- ছেলেকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। ডাক্তার সাহেব কে পেতে হলে ও তো আগামী কাল সকাল। তবে রাত টা হোমিও ঔষধ খাইতে।যদি হোমিও ঔষধ কাজ করে তো আর যাওয়া লাগবে নাহ ।ইনশাআল্লাহ । আর যদি না হয় তাহলে পরে ব্যবস্থা নিবেন।
#
ছোট ভাই টা কিছুক্ষণ পর আসলো। এসেই বললো - ভাই আমি এতো দুর্বল যে , এই পর্যন্ত আসতেই আমার অবস্থা কাহিল । অনেক কষ্টে পৌছাইলাম। আমি সাহস দিলাম! বললাম! সব ঠিক হয়ে যাবে ।ইনশাআল্লাহ 💝
#
রিপোর্ট সংগ্রহ শুরু করলাম । যা পেলাম তার সারমর্ম--
গত ১০ দিন যাবৎ একাধারে প্রতিরাতে স্বপ্নদোষ ।যদিও এটা আমি ধারনা করি নাই ওর আম্মুর বলা থেকে । আমি ভেবেছিলাম সাধারন মুত্রে জ্বালা নাক্স অথবা ক্যান্থারিসের হবে। এই ১০ দিন যাবৎ প্রস্রাবের শুরুতে জ্বালা। মুত্র ঘন ঘন ,ঘোলা প্রস্রাব একটু সাদা রংয়ের। প্রস্রাবের সময় ঝাকি , পরে মাথা ঘোরা। অতিরিক্ত দুর্বলতা । কানে শো-শো শব্দ ,চোখ ঝাপসা ।মুত্র বেগ সামলানো যাচ্ছে না । মাজা ব্যাথা । পিপাসা স্বাভাবিক । গ্যাস্ট্রিক-মাঝে মাঝে বড়ি খাই। মল - স্বাভাবিক । তবে রং কালো। ক্ষুধা লাগছে তবে রুচি কম। সর্দি-ঠান্ডা স্বাভাবিক । এলার্জি নেই। আচিল টিউমার নেই। আঘাত নেই। দাউদ নেই।
#
একটি ঔষধ সিলেক্ট করলাম । 200 শক্তি তখনি একবার দিলাম ।তারপর পরের দিন থেকে সকাল সন্ধ্যা খেতে বললাম । পরের দিন সকালে রিপোর্ট পেলাম গত রাতে সপ্নদোষ হয়নি। প্রস্রাবের জ্বালা অনেকটাই কম। রাতে একবার খেয়ে ঔষধ বন্ধ রাখতে বললাম । সম্পূর্ণ ঔষধ খাওয়া লাগে নাই।
আলহামদুলিল্লাহ 💝 আর কোন ঔষধ দিতে হয়নি।। রোগী এখন সম্পূর্ণ সুস্থ ।
#
বি:দ্র: সতর্কতার কারনে ঔষধের নাম দেওয়া হলো না।
অনেকে বলেন হোমিওপ্যাথি অনেক ধীরে কাজ করে।তাদের বলি আমি অনেক রোগীতে এতো অভাবনীয় ফল এতো দ্রুত পেয়েছি। মাঝে মাঝে নিজেই অবাক হয়েছি। এতো দ্রুত কিভাবে সম্ভব । এটি ও তেমন একটি কেস। মুল বিষয় হচ্ছে শারীরিক, মানসিক ও ধাতুগত লক্ষন মিলিয়ে ঔষধ সিলেক্ট হওয়া। অনেকে ঔষধ সিলেক্ট করতে না পেরে মিশ্র ঔষধ ব্যবহার করেন। যেটা মুলত হোমিওপ্যাথির অপব্যবহার । এমন ঔষধে সাময়িক উপশম হয় বটে কিন্তু আদর্শ আরোগ্য হয়না। রোগী দের বলবো- এমন মিশ্র প্যাথি হোমিও ডাক্তার এড়িয়ে চলুন।নিজের ক্ষতি করবেন না । ক্লাসিকাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্বরনাপন্ন হোন।
লেখক-
ডা: আনাস রিদওয়ান
ডি এইচ এম এস (ঢাকা)
রেজি নং- 38480
♂️ প্রিম্যাচিউর ইজাকুলেশন ও তার চিকিৎসা ♂️
সারাবিশ্বে কোটি কোটি রোগীর অভিযোগ প্রিম্যাচিউর ইজাকুলেশন (Premature Ej*******on) বা দ্রুত বীর্যপাত নিয়ে।
অনেকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে যেতে লজ্জা বোধ করেন এবং এমন একটা সময়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন, যখন সারিয়ে তোলা বেশ কঠিন বিষয় হয়ে যায়। ফলে বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
◾ Premature Ej*******on বা দ্রুত বীর্যপাত কি?
সঙ্গমের জন্য আদর্শ সময় কত মিনিট এটা সঠিকভাবে বলা মুশকিল, তবে বিশেষজ্ঞদের মতে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে অথবা প্রবেশের পরে এক থেকে দেড় মিনিটের মধ্যেই যদি বীর্যপাত বা ইজাকুলেশন হয়ে যায়, তবে তাকে সাধারণত দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা হয়।
◾Premature Ej*******on বা দ্রুত বীর্যপাতের কারণ কি?
▪️বিশেষজ্ঞদের মতে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের অনেক কারণ রয়েছে। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, ঘুমের অভাব, সঠিক যৌন শিক্ষার অভাব, পারিবারিক কলহ ইত্যাদি।
▪️এরপর আসে বিভিন্ন ওষুধ। অনেক ওষুধের সাইড ইফেক্টের কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে থাকে।
▪️ বিভিন্ন ধরনের রোগ যেমন- ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, টেস্টোস্টেরন হরমোনের ইমব্যালান্স, মুত্রথলির সংক্রমণ, সিফিলিস, গনোরিয়া ইত্যাদির কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে থাকে।
▪️এছাড়াও স্মোকিং ও অ্যালকোহল গ্রহণ করা, এই দুটো অভ্যাস যাদের থাকে, তাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে।
◾চিকিৎসাঃ
আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এই সমস্যার কার্যকরী সমাধান রয়েছে।হোমিওপ্যাথি লক্ষন ভিত্তিক চিকিত্সা পদ্ধতিতে লক্ষন বুঝে একটি মাত্র ঔষধ খেতে হয়,সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া হোমিও ঔষধ সেবন করা যায় না । সাধারণত Acid Phos, Agnus Cast, Damiana, Graphites, Lycopodium Cl, Natrum Mur, Nux Vomica, Selenium, Sulphur, Titanium, Yohimbinum, Zincum Met সহ আরও অনেক ওষুধ লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়। একজন দক্ষ ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক যাবতীয় লক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করে থাকেন। তাই এই ধরনের সমস্যা সমাধানে অবশ্যই একজন দক্ষ, অভিজ্ঞ ও গভঃ রেজিঃ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিবেন।
Note: চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর জীবন যাপন ও নিয়মিত শরীরচর্চা করা অত্যন্ত জরুরি। এছাড়া এমন অনেক খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত রোধ করতে সহায়তা করে। যেমন -খেজুর, গাজর, ডিম, দুধ, তরমুজ, কলা, পালং শাক, সূর্যমুখী ফুলের বীজ, চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও মিষ্টি কুমড়ার বীজ। এছাড়াও রসুন, আদা, লবঙ্গ, দারুচিনি, ডার্ক চকোলেট, অ্যাভোকাডো ইত্যাদি দ্রুত বীর্যপাত রোধে সহায়ক ভূমিকা পালন করে।
ধন্যবাদ সবাইকে......
ডাঃ খোঃ আনাস রিদওয়ান
ডি,এইচ,এম,এস (বি,এইচ,বি,ঢাকা)
রেজিঃ নং -38480
গভঃ রেজিঃ হোমিওপ্যাথ
চেম্বারঃ ১.হোমিও সেবা , আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা।
--বয়স বাড়িয়ে আবার কোমানোর কোন উপায় আছে??🙂
-
না মানে! রোগী ডাক্তারের নাম শুনে আসে কিন্তু ডাক্তারের বয়স কম দেখে বলে--
আপনিই কি ডাক্তার?😶
কি একটা অবস্থা !🙂😶
#কেইস হিস্ট্রি- ০৮
-
# পলিপাস, পাইলস ও লিউকোরিয়া
-
নাম- মিহি (ছদ্মনাম) বয়স-23 বছর।
-
সময় তখন বেলা 11 টা । চেম্বারে বসে আছি, বেশ গরম পড়ছে। ভদ্রমহিলা ও উনার স্বামী আসলেন, বললেন ভাইজান অনেক দুর থেকে আপনার নাম শুনে এসেছি , উনার মামী এখানে আগে চিকিত্সা নিয়েছেন ।উনি আসতে বলেছেন । বললাম বসুন। উনি বসে নিম্নোক্ত সমস্যা বর্ননা করলেন।
-
আমার সাদাস্রাব (লিউকোরিয়া) ভাঙ্গে ও সেইজন্য ভিশন চুলকায়,এটা অনেক দিন যাবৎ আছে। মলদ্বারে চামড়া খানিকটা বৃদ্ধি পেয়েছে, নিচে ঝুলে থাকে। আর মলদ্বারে গুটি - মল শেষে বোঝা যায় । আমার পলিপাসের সমস্যা আছে, ঠান্ডা লেগেই থাকে। আমার শরীর সব সময় আগুনের মতো গরম থাকে কিন্তু থার্মোমিটার দিয়ে মেপে কখনো জ্বর পাইনি । ব্লাড প্রেসার হাই। এগুলো বলে থামলেন। বললাম আর কোন সমস্যা আছে?
- একটু গ্যাসের সমস্যা, গন্ধ ঢেকুর উঠে মাঝে মাঝে ।
এবার আমার জিজ্ঞাসা শুরু করলাম-
পিপাসা-কম, ক্ষুধা- স্বা:ঘাম-স্বাভাবিক, ঘুম-স্বাভাবিক,ঘুমের ভিতর দাঁত-খিটমিট করে, মুত্র-কিছুদিন আগে ইনফেকশন-এখন স্বাভাবিক ।মল-ক্লিয়ার।ভোরবেলা মলবেগ ।মাসিক - ক্লিয়ার তবে পিল সেবন করে।লবন-স্বাভাবিক ।গোসল-শীত লাগে।নখ সাদা হয়ে থাকে ।আঁচিল/ টিউমার-নেই।দাউদ- একবার হয়েছিল- মলম ব্যবহার ।কৃমি- ছিলো এখন বড়ি খায়। রাগ বেশি।দাত দিয়ে রক্ত পড়ে।
-
সিলেক্টেড মেডিসিন- চিকিত্সা শুরু জ্বিলকদ মাসের 22তারিখে-
Sulp-----M/5 ---(22/11/1444)
জিলহজ্জ মাসের 6 তারিখ রোগীর কথা--
সব দিক থেকে ভালো আছি। পলিপাস কম, স্রাব ও চুলকানি নেই। মলদ্বারে গুটি টা হালকা আছে ।
Sulp---M/6 ---(6/12/44)
Sulp---M/7 --(20-12-44)
রোগীর ভাষ্য-
সবদিক থেকে ভালো আছি।আলহামদুলিল্লাহ ।
😶😶
#কেস_হিস্ট্রি- ০১
# #
রোগীর নাম: তানজিল খোন্দকার ।
বয়স : ৫৫ বছর।
ঠিকানা: বৈঠা পাড়া ,হরিণাকুন্ড, ঝিনাইদহ ।
প্রধান সমস্যা: শরীরের বিভিন্ন জায়গায় এসিড পুড়ে সেই সব স্থানে গোস্ত পচে ক্ষত । প্রচুর গন্ধ বের হয়। পায়ের পাতা অপারেশন করে অর্ধেক কেটে ফেলেছে ।এখন আবার অপারেশন করতে হবে ।
# # # #
রোগী আসলে দুর-সম্পর্কের আত্মীয় । কিছু দিন আগে এসেছিলেন কিছু সাহায্যের জন্য ।জিজ্ঞাসা করলাম কি হয়েছে!? উনি জানালেন-- শরীরের বিভিন্ন স্থানে এসিডের ছিটা লেগেছিল । হাতে ও পায়ে বেশি পড়েছিলো। পুড়ে যাওয়া থেকে একপর্যায়ে পচন শুরু। এম,বি,বি,এস ডাক্তারের পরামর্শে একবার অপারেশন করা হয়েছে - পায়ের অর্ধেক কেটে ফেলে দিয়েছে ।কিন্তু উপকার কিছু হয়নি। এন্টিবায়োটিক চলছে কিন্তু পচন চলমান, সেই সাথে গোস্ত পচে প্রচুর দুর্গন্ধ । কাছে কেউ ঘেঁষতে চাইনা। আবার অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে ৪০ হাজার টাকা প্রয়োজন ।
খাওয়া দাওয়ার পর কিছু সাহায্যে দিয়ে যাওয়ার সময় বললাম -- ১ বছর যাবৎ চিকিত্সা হচ্ছেন! উপকারের ভিতর উল্লেখ যোগ্য আপনি এক পায়ের অর্ধেক হারিয়েছেন । যদি টাকা যোগাড় করতে না পারেন তো এই অধম কে একবার স্বরন করবেন ।ইনশাআল্লাহ আপনার পা সুস্থ হয়ে যাবে । এমন কি অপারেশনের পর ও যদি ঘা না শুকায় তো দেখা করবেন।
# #
১০/১২ দিন পর উনি আসলেন আমার চেম্বারে । বললেন হোমিও ই খাবো। হসপিটাল তো একবছর ধরে ঘুরছি। বিস্তারিত শুনলাম ।
#
একটি ঔষধ নির্বাচন করলাম । ১৫ দিনের জন্য দিলাম ।আর ১৫ দিন পর আসতে বললাম ।
আশ্চর্যেরবিষয় হলো আমি নিজেও রোগীর অবস্থা দেখে অবাক । রোগী প্রায় সুস্থ । ক্ষত গুলো প্রায়ই শুকিয়ে গেছে। এমন কি যে গন্ধে মানুষ কাছে ভিড়ছিলো নাহ। সেই গন্ধের কোন অস্তিত্ব নেই। আমি নিজেই অবাক হলাম এতো দ্রুত এক বছরের পচনশীল গোস্ত সুন্দর ভাবে শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ 🖤
আরো একডোজ ঔষধ দিলাম আর বললাম সম্পূর্ণ সেরে গেলে আর আসার প্রয়োজন নেই।
এই রোগী থেকে আমার সব থেকে বড় পাওয়া টা হলো তার সুস্থতার পরের দোয়া 🖤
#
বি:দ্র:
কিছু কথা বলা দরকার! প্রথমদিন ইচ্ছে করলে ঔষধ দেওয়া যেতো কিন্তু রোগীর ইচ্ছে ছিলো ভিন্ন তাই ঔষধ দেই নি। যদি ও সেটা তারজন্য ভালো হতো ।
ডা: আনাস রিদওয়ান
ডি,এইচ,এম,এস (বি,এইচ,বি,ঢাকা)
এম,টি আই,এস( ইবি)
রেজি নং- 38480
ঠিকানা:ওসমানপুর বাজার,আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা
#
রিপোর্ট খাওয়ায় ছবি দেওয়া হলো না
It was a special day😍😍
a charming Sunset
Work is so interesting. I could stare at it all day long.
🤩🤩
Better to remain silent and be thought a fool, than to speak and remove all doubt.
😎
আসসালামু আলাইকুম
কেমন আছেন সাবাই?
Click here to claim your Sponsored Listing.
Contact the practice
Telephone
Website
Address
Alamdanga
Chuadanga, Alamdanga, Bademazu Tower Para
Alamdanga, 7210
Greetings and salam assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu to all from Maa Pharmacy You will
2'nd Floor, Drive Liakot Tower, Hazi More, Chuadanga
Alamdanga, 7210
ডাঃ খালিদ একজন দক্ষ ইএনটি এবং হেড -নেক সার্জন।
Chuadanga, Alamdanga, Valaipur
Alamdanga, 7210
ডা: মো :মিজানুর রহমান হোমিওপ্যাথিক চিকিৎসক, বি,এ অনার্স ফিজিক্স ঢাকা, এল এইচ এম পি খুলনা 01922372788
Gobindopur/stand , Chuadanga
Alamdanga, 7210
Provision of people's fundamental requirement of health care is the prime vision of Noor Mohammad Memorial - Pvt. Hospital.
Puraton Polli Biddut Office. Fire Service Side . Alamdanga Chuadanga
Alamdanga
College Para, Chuadanga
Alamdanga, 7210
আপনার রোগের বিস্তারিত বর্ননা #CALL আথবা, #SMS এর মাধ্যমে জানান।