Voice of Ovi

Voice of Ovi

You may also like

Md. Rayhan
Md. Rayhan
PULOK
PULOK

আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করিনা।

03/05/2024

মামুনুল হকের মুক্তির পর বক্তব্য
শেয়ার করতে কেউ ভুলবেন না

30/09/2023

খ্রিস্টা/ন ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম
তার ইসলামে ফিরে আসার গল্প বলতে গিয়ে বলেন,
আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম।
আমরা গি/র্জার কাছে জি/শু খ্রিস্টের
একটি মূর্তি অতিক্রম করছিলাম।
ছেলে আমাকে জিজ্ঞেস করল: বাবা, এটা কে?
আমি বললাম: ইনি ঈ/শ্বরের পুত্র!
আবার প্রশ্ন করল: কেন তাকে ক্রুশবি/দ্ধ করা হয়েছে?
তার শরীর ক্ষত-বি/ক্ষত এবং দেখতে কী দুর্বল,
তার জন্য আমার খুব মায়া হচ্ছে!
আমি বললাম: তাকে ক্রুশবি/দ্ধ করা হয়েছে।
যে অপরাধীরা তাকে বিশ্বাস করেনি
তারা তার সাথে এমনটা করেছে!
আমার ছেলে আমাকে বলল:
কেন তার বাবা তাকে রক্ষা করেননি?
অথবা তিনি নিজে একজন শক্তিশালী দে/বতা হয়ে
নিজেকে কেন রক্ষা করেননি?
আমি বললাম: আমাদের পাপের প্রা/য়শ্চিত্ত করার জন্য
ঈ/শ্বর এটা বেছে নিয়েছেন!
আমার ছেলে আমাকে বলল :
কেন তার বাবা তাকে রক্ষা করেননি?
অথবা তিনি নিজে একজন শক্তিশালী দে/বতা হয়ে
নিজেকে কেন রক্ষা করেননি?
আমি বললাম: আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য
ঈ/শ্বর এটা বেছে নিয়েছেন!
তিনি তার ছেলেকে ক্রুশবিদ্ধ করতে রাজি হন,
কারণ তার ক্রুশবি/দ্ধ হওয়া ছিল আমাদের জন্য
একটি উৎসর্গ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত!
ছেলে আমাকে বলল: বাবা, আপনি কি এতে রাজী হবেন যে,
লোকেরা আমাকে শু/লিতে চড়াবে
এবং আমাকে কারো জন্য শাস্তি দিবে!
আর প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও
আপনি তা প্রতিহত করবেন না!
আমাকে রক্ষা করবেন না!!
আমি বললামঃ অবশ্যই না!
আমার ছেলে বললঃ তাহলে ঈ/শ্বর কীভাবে
তার পুত্রের সাথে এমনটা করলেন?
তিনি তো পু/ত্রকে শাস্তি না দিয়ে,
মানুষের হাতে লা/ঞ্ছিত না করেও
আমাদের পাপ ক্ষমা করতে পারতেন!
আমার কাছে এর কোন উত্তর ছিল না!
উত্তর না পেয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম।
আলহামদুলিল্লাহ।
আমি এখন একজন গর্বিত মু/সলিম।

31/08/2023

একযোগে ২৯ ছাত্রলীগ নেতার পদত্যাগ

25/08/2023

কারো সম্পর্কে খারাপ ধারণা করবেন না কখনো।

19/08/2023
14/08/2023

এটা ভুমিকম্প ছিলো না,
এটা ছিলো কুরআনের পাখির বিদায়....

14/08/2023

এ শোক কি আজ আর ফুরাবে!
পৃথিবী কেঁপে উঠে আপনার বিদায় হলো!
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন।

আপনার বিদায়ে স্তব্ধ হৃদয়,

সত্যিই বিদায়টা বেদনাদায়ক, বিনা মেঘে বজ্রপাতের মতো। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়!
রহিমাহুল্লাহ! তিনি একজন মেধাবী দূরদর্শী আলেম ছিলেন, দেশ জাতি ও মুসলিম উম্মাহর এক মূল্যবান সম্পদ ছিলেন। ইতিহাসে থাকবে, বাংলাদেশ একজন সাইদিকে পেয়েছিলো।

আগামীর বিশ্ব নির্মানে ওনার ত্যাগ আল্লাহ কবুল করুন।

14 August 2023

14/08/2023

👉👉ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এখন বুঝতে পেরেছি কেন আল্লাহ ভূমিকম্প দিয়েছেন। আল্লাহ তুমি কোরআনের পাখিকে জান্নাত দান করুন। 🙏

07/08/2023

নাস্তিকদের এভাবেই শাস্তি হওয়া উচিৎ।
এদের কোন মানবতা নেই এদের কোন ধর্ম নেই
এরা সবার শত্রু এরা জাত শত্রু।

17/07/2023

হিরো আলম কে গনপিটুনি। এরই নাম কি গণতন্ত্র।

15/07/2023

সিলেট যাওয়ার পথে

15/07/2023

আমি খালেদা জিয়া হমো

15/07/2023

আজব মানুষ আমরা,, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি...🍁🥀

আওয়ামী লীগের শান্তি সমাবেশে 'চেয়ার ছোড়াছুড়ি' | awamilig somabesh | Kalbela News 12/07/2023

আওয়ামী লীগের শান্তি সমাবেশে 'চেয়ার ছোড়াছুড়ি' | awamilig somabesh | Kalbela News ়ামী লীগের শান্তি সমাবেশে 'চেয়ার ছোড়াছুড়ি'Kalbela is a Multimedia News Portal. Subscribe to Kalbe...

11/07/2023

শান্তির সুবাতাস কি মধুর সুর।

11/07/2023

বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

22/06/2023

মাসাআল্লাহ""''💗

24/04/2023

সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশ

বাবাকে এক ছেলের জিজ্ঞাসা!!
-“বাবা, সফল জীবন কাকে বলে?"

বাবা (সরাসরি উত্তর না দিয়ে) বললেন/
- “আমার সাথে চলো, আজ ঘুড়ি উড়াবো। তখন বলবো।"

বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মনযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছু ওপরে উঠার পর বাবা বললেনঃ
- “এই দেখো ঘুড়িটা অতো উচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না, এই সূতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা?"

ছেলে,
“তা ঠিক, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো!"

বাবা আলগোছে সূতোটা কেটে দিলেন। ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেন ...

"শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি; সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমনঃ
■ ঘর,
■ মা-বাবা,
■ পরিবার,
■ অনুশাসন,
■ সন্তান ইত্যাদি।

আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সূতোর ঘুড়ির মতই!

জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।"

18/04/2023

আগামীকাল সকাল ১০ টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।

গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।

সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।

শায়খ আহমাদুল্লাহ

16/04/2023

👉ডিজিটাল বাংলাদেশ
ও মিয়ারা বিদ্যুৎ লাগবেনি বিদ্যুৎ 😡😡😡😡😡😡😡

14/04/2023

ইমামদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ।

14/04/2023

ইমাম মোয়াজ্জিন সাহেবদেরকে আমরা নিজেদের গোলাম মনে করি |

11/04/2023

kisi ka vai kisi ka jaan First Review |

10/04/2023

দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর এই ৫২ বছরে আমরা কি পেলাম?

10/04/2023

১৭ রমাদ্বান ঐতিহাসিক বদর দিন ,,

মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য নিয়ে ১০০০ মু*শ***দের বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছিলো।

আল্লাহু আকবার।🤎

09/04/2023

ফিলিস্তিন বনাম ইসরাইল| রমজানে কেন ফিলিস্তিনিদের উপর ইজরায়েলের বর্বর হামলা| জবাব আছে কি??

08/04/2023

youtube Studio setup|| রুম লাইটিং|| হার না মানা গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা

Want your public figure to be the top-listed Public Figure in Azmiriganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মামুনুল হকের মুক্তির পর বক্তব্য শেয়ার করতে কেউ ভুলবেন না
নাস্তিকদের এভাবেই শাস্তি হওয়া উচিৎ।এদের কোন মানবতা নেই এদের কোন ধর্ম নেইএরা সবার শত্রু এরা জাত শত্রু।
হিরো আলম কে গনপিটুনি। এরই নাম কি গণতন্ত্র।
আমি খালেদা জিয়া হমো
শান্তির সুবাতাস  কি মধুর সুর।
মাসাআল্লাহ""''💗
ইমামদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ।
ইমাম মোয়াজ্জিন সাহেবদেরকে আমরা নিজেদের গোলাম মনে করি |
kisi ka vai kisi ka jaan এত সস্তা রিভিউ 😄😄
স্বাধীনতার 50 পেরুলে ও আমরা কি পেলাম🤔🤔
রমজানে কেন ফিলিস্তিনিদের উপর ইজরায়েলের বর্বর হামলা

Category

Telephone

Website

Address

SFC
Azmiriganj
3360

Other Public Figures in Azmiriganj (show all)
Ovi Vai Ovi Vai
Azmiriganj

আমি নিজের মতো করে চলতে ভালোবাসি।

মোঃ কালাম মিয়া মোঃ কালাম মিয়া
Azmiriganj, রনিয়া,আজমিরীগঞ্জ,হবিগঞ্জ

আসসালামু আলাইকুম

𝐎𝐯𝐢 𝐕𝐚𝐢 𝐎𝐯𝐢 𝐕𝐚𝐢
Azmiriganj

সফলতা তখনই আসবে যখন কঠোর পরিশ্রম করবেন।

Arfin Nazrul 0.2 Arfin Nazrul 0.2
Azmiriganj

নতুন পেজ সবাই ফলো করবেন প্লিজ 🙂

Khalifanagar খলিফানগর Khalifanagar খলিফানগর
Azmiriganj Upazila
Azmiriganj, 3300

Welcome to Khalifanagar, Along with the construction of a mosque, a new area has been named, Khalifanagar Ajmiriganj-Paharpur Road Ajmiriganj- Habiganj

Alamin Husen Alamin Husen
Azmiriganj

Simple man