NexusNet

NexusNet

You may also like

Kabir Vi-1
Kabir Vi-1

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NexusNet, Social Media Agency, Banani.

15/04/2024

অনলাইনে ব্যবসা শুরু করার আগে একবার অন্তত আমার এই পোস্টটা পড়ে নেওয়া উচিত, কেন তার প্রধান কারণ হচ্ছে অনলাইনে ব্যবসা শুরু করার আগে আপনাকে অনেক মানুষ অনেক ধরনের প্রলোভন দেখাবে। যেমন:

এক মাসে ১০ লক্ষ টাকা সেল
ছয় মাসে ১ কোটি টাকা সেল
ঘরে বসে কোটি কোটি টাকা ইনকাম করুন ইত্যাদি।
ইদানিং একটি ডায়লগ খুব বিখ্যাত হয়ে গিয়েছে সেটি হচ্ছে “অনলাইনে এক মাসে ১০ লক্ষ টাকার সেল আর নতুন বিবাহিত দম্পতির কাছে প্রথম মাসে বাচ্চার আবদার” একই বিষয়।

সবাই যদি সবকিছু পারতো তাহলে, আজকে বাংলাদেশে এত বেকার থাকত না। কেউ কোনদিন ইচ্ছাকৃতভাবে বেকার থাকতে চায় না।

আজকের পোষ্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন ঘটনা কি? তবে পোস্টটি একটু বড় হবে অনুরোধ করবো, আপনার ভবিষ্যতকে সুনিশ্চিত করার জন্য পোস্টটিকে মনোযোগ দিয়ে পড়বেন এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।

শুরুতেই আপনাদেরকে কয়েকটি এক্সপার্টদের মতামত জানিয়ে দিচ্ছি;

(i) ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি, পৃথিবীর সবথেকে বড় বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠানের মধ্যে একটি তারা বলছে, যারা অফলাইনে ব্যবসা করছে তাদের থেকে যারা অনলাইনে ব্যবসা করছে, তাদের একটি করে কাস্টমার নিয়ে আসতে অনেক টাকা খরচ করতে হয়।

(ii) হার্ভার্ড বিজনেস রিভিউ, পৃথিবীর সবথেকে বড় বিজনেস লার্নিং প্ল্যাটফর্ম, তারা বলছে অনলাইনে ব্যবসা শুরু করা সহজ কিন্তু এখানে অনেক বেশি প্রতিযোগীর কারণে অনেকেই টিকে থাকতে পারে না।

শুরুতেই তো কিছু এক্সপার্টদের মতামত জানিয়ে শুরু করলাম, এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ জেনে নিন কেন আপনাকে অনলাইনে ব্যবসা শুরু করার আগে এসব বিষয়ে ভাবা উচিত?

👉 যে কেউ চাইলেই অনলাইনে ব্যবসা শুরু করতে পারে, যার কারণে এখানে প্রতিযোগী অনেক বেশি, তাই সহজে সবাই এই সমস্ত প্রতিযোগীদের সাথে পেরে উঠতে পারে না। তাই আপনি নতুন ব্র্যান্ড হিসেবে অনলাইনে দাঁড়ানোর বা শুরু করার আগে আপনাকে এই পয়েন্টটি সবার আগে ভাবতে হবে।

👉 শুরুতেই মার্কেটিংয়ে অনেক টাকা খরচ করতে হবে, না হলে আপনি কাস্টমার নিয়ে আসতে পারবেন না, আর প্রথাগত ব্যবসার থেকে এখানে কাস্টমার নিয়ে আসতে এবং তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে অনেক টাকা খরচ করতে হয়।

👉 আপনার ব্র্যান্ডের সচেতনতা এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস বাড়াতে অনেক বেশি সময় লাগে। কনটেন্ট মার্কেটিং, কমিউনিটি বিল্ডিং এবং পার্সোনালাইজ সেবা প্রদান করতে অনেক বেশি অর্থ, সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়।

তাই শুরুতে সবাই এই বিষয়গুলো না জানার কারণে তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়।

👉 ইনভেন্টরি, ওয়্যারহাউজ এবং শিপিং এগুলোকে ম্যানেজ করা কিছু কিছু ক্ষেত্রে অনেক জটিল হয়ে যায়। তাই আপনাকেও শুরু করার আগে এই বিষয়গুলোকে আমলে নেওয়া উচিত।

👉 প্রোডাক্টের রিটার্ন নিয়ে অনেকেই ভাবে না। সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে এটি। তাই আপনাকেও শুরু করার আগে এই বিষয়গুলোকে আমলে নেওয়া উচিত।

👉 তথ্য সংগ্রহ করা এবং তথ্যকে বিশ্লেষণ করা কিছু ক্ষেত্রে জটিল হয়ে যায়, বিশেষ করে ছোট উদ্যোক্তার জন্য অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই ক্ষেত্রে।

👉 তথ্যের গোপনীয়তা এবং সিকিউরিটি নিয়ে কাজ করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, এই চ্যালেঞ্জগুলোর কথা অনেকেই আপনাকে জানাবে না কিন্তু এগুলো আপনাকে সমাধান করতেই হবে।

👉 একটি ফিজিক্যাল স্টোরের অনুপস্থিতিতে, কাস্টমারের ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করা এবং বিশ্বস্ততা তৈরি অনেকটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। এর সাথে আরেকটি বিষয় যুক্ত করে দিচ্ছি সেটি হচ্ছে ব্যবসায় রিপিট কাস্টমার নিয়ে আসাটাও অনলাইন ব্যবসা ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

👉 কাস্টমার যদি নিজে থেকে আপনার কাছ থেকে কোন কিছু নিতে না আসে, তাহলে আপনাকে মার্কেটিং এর পিছনে অনেক টাকা খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি বারবার বিজ্ঞাপন দিয়ে তাকে প্রোডাক্ট বিক্রি করার জন্য উৎসাহী করেন সে ক্ষেত্রে আপনার খরচ অনেক বৃদ্ধি পাওয়া শুরু করবে।

এই বিষয়টিতে অনেকে নজর দেয় না বলে কিছুদিনের মধ্যে তাদেরকে ঝড়ে পড়তে হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটি হল, অনলাইনে শুরু করা সহজ এবং ঝরে পড়াও খুব সহজ। তাই আপনার আশেপাশে দেখবেন শুরু তো সবাই করে কিন্তু টিকে থাকতে পারে না।

এই পোস্টটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জানানো, এটা ঠিক এখানে নেতিবাচক বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, এরপরেও কিন্তু অনেকে অনলাইনে ব্যবসা শুরু করছে এবং টিকে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার যদি সঠিক কলাকৌশল এবং বাস্তবায়ন করার ক্ষমতা থাকে তাহলে আপনি এখান থেকে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন।

© Mokhter Hossain

10/04/2024
06/04/2024

সকল সমস্যার সমাধান এখানেই। দেরি না করে এখনই মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01511-931423 !!

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Banani?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Banani
1204

Other Social Media Agencies in Banani (show all)
Rezwan Digital Rezwan Digital
Flat 8B, House 143, Road 27, Block A
Banani, 1213

Results-oriented Digital Transformation Consulting with almost two decades of proven track record.

Trio Bpo Trio Bpo
House-45, Road-17
Banani, 1213

Digital SkillSpace Digital SkillSpace
Road#17/A, Block#E, Dhaka
Banani, 1213

We are dedicated to building your career as an IT Professional, Freelancer or a top IT entrepreneur.