Liyam Village Cup

Liyam Village Cup

Liyam Club+: The official home of the Liyam Village Cup

Photos from Liyam Village Cup's post 25/02/2024

চিম্বুক হিল ইয়াং স্পোর্টিং ক্লাব এর
সম্ভাবনাময় খেলোয়াড়, ১৬ মাইল, বাগান পাড়া
নিবাসী উদ্দীপ্ত তরুণ মেনথন ম্রো এর
অকাল প্রয়াণে লিয়াম ভিলেজ কাপ পরিবার
গভীরভাবে মর্মাহত। এবং তার শোক
সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
প্রকাশ করছি। 😭

উল্লেখ্য, তার নিকটস্থ বন্ধু ও পাড়াবাসীর সূত্র
মারফত জানা যায় মেনথন ম্রো আজ
বিকেলের দিকে চিম্বুক সড়কে
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর
আহত হয় এবং পরে তাৎক্ষণিকভাবে
বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য
চিটাগং মেডিকেল কলেজ হসপিটালে
নিয়ে যাওয়া হলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

২৫ ফেব্রুয়ারি ২০২৪

16/02/2024

Finally The Champion Kurang Para SC 💪

2 month’s completion

Photos from Liyam Village Cup's post 09/02/2024

লিয়াম ভিলেজ কাপ–২০২৩ সুষ্ঠু ও সফলভাবে
সম্পন্ন করতে যাঁদের অবদান কখনো ভুলবার মতো
নয়। দায়িত্বে এমন নিষ্ঠাবান ও নিঃস্বার্থ সহকর্মী
জীবনে খুব কমই দেখেছি।

আশা করি, আমাদের খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে!

Photos from Liyam Village Cup's post 08/02/2024

যে দলগুলো এখনো সার্টিফিকেট পান নাই, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আগামী আসরে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

24/01/2024

টংকাবতী একাদশের দুর্দান্ত খেলোয়াড় চেয়ারম্যান
মাংয়ং ম্রো প্রদীপ

24/01/2024

ধন্যবাদ পত্র

Photos from Liyam Village Cup's post 18/01/2024

গোল্ডেন ক্লাব 🆚 ৯ মাইল ইয়াং স্পোর্টিং ক্লাব
কারা জিতেছিল কমেন্টে লিখুন ⤵️

18/01/2024

শুভ সকাল, রাওয়ুং!
আজকের পর থেকে গেল লিয়াম ভিলেজ কাপ- ২০২৩ আসরের যাবতীয় ভিডিও, ইমেজ এই পেইজে আপলোড করা হবে।

সুতরাং, আপনার দল, পাড়া, সংগঠন ও সমর্থক মহলের জন্য আগামী ২০২৫ এর এলভিসি ২য় আসরের টিকেট পেতে নিয়মিত সাথেই থাকুন। কেননা ২০২৫ এ আরও জমকালো টুর্ণামেন্ট আয়োজনের ভিশন রয়েছে আমাদের। হ্যা, আরেকটু গোছালোভাবে, আরেকটু পরিপক্ব হয়ে, আরেকটু বিচক্ষণতার সঙ্গে এবং নতুন স্লোগান, নতুন স্বপ্ন নিয়ে।

গ্রামীণ ফুটবলকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরব, মাদকমুক্ত সমাজ গড়ব।

13/12/2023
Photos from Liyam Village Cup's post 12/12/2023
10/12/2023

সর্বোচ্চ গোলদাতা লড়াইয়ে যারা.....

Photos from Liyam Village Cup's post 10/12/2023

ফাইনাল ও তৃতীয় স্থানে মুখোমুখি যাঁরা।

বি:দ্র: প্রধান অতিথি, রেফারি ও কমিটিদের ব্যস্ততা মাথায় রেখে খেলার সূচী নির্ধারণ করা হবে এবং নির্ধারিত তারিখটি সময় মোতাবেক জানানো হবে। ফাইনাল ও থার্ড প্লেসের খেলা একই দিনে হবে।

05/12/2023

সেমিফাইনালে যাঁরা মুখোমুখি হচ্ছেন।

Photos from Liyam Village Cup's post 29/11/2023

সবাই সবান্ধবে আমন্ত্রণিত।

Photos from Liyam Village Cup's post 28/11/2023

কোয়াটার ফাইনালের ম্যাচ সূচীসমূহ।

Photos from Liyam Village Cup's post 28/11/2023

“সুস্থ যুবসমাজ জাতি ও সমাজের দর্পণ” এই
স্লোগানকে সামনে রেখে লিয়াম ভিলেজ
কাপ-২০২৩— এইবারের প্রথম আসরটিতে
উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন উদ্দীপ্ত
তারুণ্যের মূর্তপ্রতীক, ক্রীড়াপ্রেমী, স্মার্ট
যুবসমাজের আইকন এবং ০৫ নং টংকাবতী
ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান
জনাব মাংয়ং ম্রো প্রদীপ।

এসময় লিয়াম ক্লাব এর প্রধান উপদেষ্টা
ও ৩০৯ নং দক্ষিণ হাঙর মৌজার হেডম্যান
জনাব পারিং ম্রো, গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদ
এর মেম্বার জনাব ঙানরাও ম্রো, টংকাবতী
ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব য়াংঙি ম্রো,
জনাব য়ংঙি ম্রো, জনাব রেংরু ম্রো এবং
বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন এর
সভাপতি জনাব চ্যংলক ম্রো প্রমুখও
উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন
জনাব মাংয়া ম্রো এবং সভাপতিত্ব করেন
লিয়াম ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব
তনয়া ম্রো রাজ।

৪ নভেম্বর ২০২৩, ১৬ মাইল, চিম্বুক,
টংকাবতী, বান্দরবান।

Photos from Liyam Village Cup's post 26/11/2023

লিয়াম ভিলেজ কাপ-২০২৩ এ অংশগ্রহণকারী
৪০ টি দলের গ্রুপ ছবিগুলো।

Photos from Liyam Village Cup's post 26/11/2023

কোয়াটার ফাইনালে মুখোমুখি হচ্ছে যাঁরা.....

তারিখ ও সময় আগামী ২৯/১১/২০২৩ তারিখে জানানো হবে।



ছবি : মেনরাও ম্রো,
সদস্য, এলভিসি-২০২৩ পরিচালনা কমিটি

পরিচালক, সীতা ম্লা

13/11/2023

যে স্বপ্ন নিয়ে “লিয়াম ভিলেজ কাপ” প্রবর্তন করেছি, সে স্বপ্ন হয়তো অপূর্ণই থেকে যাবে। যে জাতি স্বপ্নই চেনে না সেই জাতিকে নিয়ে স্বপ্ন দেখা যে কতটা দুরূহ সেটা বারবার লক্ষ্য করলাম।

বলার সময় সবাই সুন্দর খেলা উপহার চায়, কিন্ত সুন্দর খেলা উপহার দিতে গিয়ে রেফারিকে যে কঠোর ও দায়িত্ববান হতে হয় তা ভুলে যায় বেমালুম। কারণ সুন্দর জিনিসটা এমনে এমনে আসে না, এর পিছনে কঠোরতা নিহিত রয়েছে। আর এই জিনিসটাই অনেকেই বুঝতে পারে না বা বুঝতে পারলেও বুঝতে চায় না।

এই পর্যন্ত লিয়াম ভিলেজ কাপ চলছে নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে। ঘোলা পানিতে মাছ ধরার জন্য কেউ ঘাপটি মেরে আছে, কেউ বা শুধু অপেক্ষা করছে যেন লিয়াম ভিলেজ কাপ ব্যর্থ হয়।
তবুও মহান সৃষ্টিকর্তা যেন আমার সহায় হোন।
রক্তের বিনিময়ে হলেও যেন এই যাত্রার স্বপ্ন, এই যাত্রার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। এই যাত্রার এই স্বপ্ন পূরণে মরতে আমি প্রস্তুত। একটি জাতিকে একটি স্বপ্ন দেখানোর জন্য মরতে আমি তৈরি। অন্তত আমার জীবনের বিনিময়ে হলেও তারা যেন স্বপ্ন দেখতে শেখে।

প্রবর্তক
লিয়াম ভিলেজ কাপ

05/11/2023

সর্বশেষ পরিবর্তিত রুটিন।

একই সাথে দুঃখ প্রকাশ করছি যে, সাময়িক বিড়ম্বনার জন্য। কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা ভেবেই সিদ্ধান্তটা পরিবর্তন করতে হয়েছে আমাদের।

Photos from Liyam Village Cup's post 02/11/2023

লিয়াম ভিলেজ কাপ-২০২৩ এর শুভ উদ্বোধনকে সফল করবার জন্য ০৫ নং টংকাবতী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাংয়ং ম্রো প্রদীপ মহোদয়ের সাথে সভাপতি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ।

০২ নভেম্বর ২০২৩

Photos from Liyam Village Cup's post 02/11/2023

সকলকে সবান্ধব আমন্ত্রণ।

Videos (show all)

টংকাবতী একাদশের দুর্দান্ত খেলোয়াড় চেয়ারম্যানমাংয়ং ম্রো প্রদীপ#archive_lvc_2023
#archive_lvc_2023
বাইট্টা পাড়া ঈগল স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রুইয়ুং ম্রো এর বক্তব্য –
লিয়াম ভিলেজ কাপ-২০২৩ এর ড্র অনুষ্ঠান স্থান : কুইন'স হিল চিম্বুক রেস্টুরেন্ট৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার।

Telephone

Website

Address

Chimbuk, 16 Miles, Tangkaboti
Bandarban
4600