Aminul Islam Farzai

Bangladesh I am Aminul Islam Farazi. This is my page. Hopefully from now on you will follow my page and like and comment.

08/02/2023

প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নীতিমালা চূড়ান্ত

দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে চূড়ান্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি নীতিমালা। শিক্ষকেরা যোগ্যতা অনুযায়ী এখন অধিদপ্তরের পরিচালক পর্যন্ত হতে পারবেন। সেই সঙ্গে তৈরি হচ্ছে ৬৫ হাজার বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ। চলতি মাসে এই নীতিমালার বাস্তবায়ন শুরু হবে।

দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৪ লাখের মতো। প্রাথমিকের শিক্ষকদের বেশিরভাগই সহকারী শিক্ষক পদে চাকরি করে অবসরে যান।

পদোন্নতির সুযোগ না থাকায় শিক্ষকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। সেই সঙ্গে মেধাবীরা আকৃষ্ট হচ্ছে না এই পেশায়।

এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের পদোন্নতির জন্য গত বছরের মে মাসে নীতিমালার খসড়া তৈরি করে। কিন্তু, নানা জটিলতায় চূড়ান্ত হচ্ছিল না। মন্ত্রণালয় বলছে, এরইমধ্যে সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। চলতি মাসে এর বাস্তবায়ন হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ বলেন, নীতিমালা অনুযায়ী, শিক্ষকেরা পদোন্নতি পেয়ে যোগ্যতা অনুযায়ী তৃতীয় গ্রেডের কর্মকর্তা পর্যন্ত হতে পারবেন। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হবে।

শিক্ষাবিদ অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান বলছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টির ফলে মেধাবীরা শিক্ষকতায় আসবে। সেই সঙ্গে শিক্ষকদের বেতন কাঠামোও উন্নত করার আহ্বান তাদের।

এদিকে, ১৮ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ খালি। সেগুলোও দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

18/07/2022

বরিশাল সদর

28/03/2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা অাপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

27/03/2022
09/03/2022

স্কাউটিং কি এবং কেন?
প্রশ্ন : স্কাউটিং কী?

উত্তর : স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।

প্রশ্ন : স্কাউটিং কেন?

উত্তর : যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।

প্রশ্ন : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের মূলনীতি কী?

উত্তর : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন নিম্নেবর্ণিত ৩টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত –

স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্নিক দিক),
নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক),
অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।
প্রশ্ন : স্কাউটিং এর মূলনীতিকে ইংরেজীতে কী ভাবে বলা হয়?

উত্তর : স্কাউটিং এর ৩টি মূলনীতিকে ইংরেজিতে বলা হয় –

Duty to God,
Duty to Self and
Duty to Other.
প্রশ্ন : স্কাউটিং পদ্ধতি কী?

উত্তর : স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদানগুলি হচ্ছে :

প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
হাতে কলমে শিক্ষা।
ছােট ছােট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন – ষষ্টক/উপদল পদ্ধতি)।
ক্রমােন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)।
বয়স্ক নেতার সহায়তা।
প্রকৃতি পর্যবেক্ষণ।
প্রতীকি কাঠামাে।
প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য যথাক্রমে :

শেখার জন্য কাজ।
উপার্জনের জন্য শেখা।
বাঁচার জন্য উপার্জন।
সেবা কাজের জন্য বাঁচা।
প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য যথাক্রমে :

নাগরিকত্ববােধ উন্নয়ন।
বুদ্ধিমত্তার উন্নয়ন।
শারীরিক উন্নয়ন।
আধ্যাত্নিক উন্নয…
সৃজনী শক্তির বিকাশ সাধন।
নেতৃত্ববােধের বিকাশ সাধন।
সমাজ উন্নয়ন।
আত্ননির্ভরশীলতা।
প্রশ্ন : স্কাউটিং কবে থেকে শুরু হয়?

উত্তর : ১৯০৭ সাল থেকে স্কাউটিং শুরু হয়।

প্রশ্ন : কোথা থেকে স্কাউটিং শুরু হয়?

উত্তর : লন্ডনের পােল হারবারে অবস্থিত ব্রাউনসী দ্বীপ থেকে স্কাউটিং শুরু হয়।

প্রশ্ন : স্কাউট আন্দোলন কে শুরু করেন?

উত্তর : রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ের (Robert Stephenson Smyth lord Baden Powell) নামের একজন ব্যক্তি স্কাউট আন্দোলন শুরু করেন।

প্রশ্ন : বাংলাদেশে স্কাউটিং এর কয়টি শাখা আছে?

উত্তর : বাংলাদেশে স্কাউটিং এর তিনটি শাখা আছে।

প্রশ্ন : স্কাউটিং এর শাখাগুলি কী কী?

উত্তর : স্কাউটিং এর শাখাগুলি যথাক্রমে :

কাব স্কাউট।
স্কাউট ও
রােভার স্কাউট।
প্রশ্ন : কাদের কাব স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর প্রাথমিক স্তর ৬ থেকে ১০+ বৎসর বয়সী শিশুদের কাব স্কাউট বলা হয়।

প্রশ্ন : কাদের স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর মাধ্যমিক স্তর ১১ থেকে ১৬+ বৎসর বয়সী কিশাের-কিশােরীদের স্কাউট বলা হয়।

প্রশ্ন : কাদের রােভার স্কাউট বলা হয় ?

উত্তর : স্কাউটিং এর শেষ স্তর ১৭ থেকে ২৫ বৎসর বয়সী যুবক-যুবতীদের রােভার স্কাউট বলা হয়। এরা সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

প্রশ্ন : স্কাউটিং এ এডাল্ট লিডার কাদের বলা হয়?

উত্তর : স্কাউটিং এ অভিজ্ঞ শিক্ষক, নেতৃত্বদানকারী অভিজ্ঞ ব্যক্তিবর্গকে এ্যাডাল্ট লিডার বলা হয়।

প্রশ্ন : স্কাউটসের মূলমন্ত্র বা মটো কী?

উত্তর : স্কাউটসের মূলমন্ত্র বা মটো “সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”।

প্রশ্ন : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো কেমন হবে?

উত্তর : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো – Do your best to be prepared for service.

প্রশ্ন : রােভার স্কাউটদের মটো কী?

উত্তর : রােভার স্কাউটদের মটো “সেবা” (Service)।

প্রশ্ন : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে কী ভাবে ব্যাখ্যা করা যায়?

উত্তর : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা যায় –

S = smart = চটপটে।
C = Clever = চালাক অথবা Careful = যত্নশীল।
O = Obedient = বিশ্বস্ত।
U = Universal =সার্বজনীন অথবা Unity = একতাবদ্ধ।
T = Truthful = সত্যবাদী।
Related Articles
স্কাউট শাখা
স্কাউট স্তর বা ব্যাজ
উপদল পদ্ধতি
ট্রুপ মিটিং
স্কাউটস পোশাক
দীক্ষা ও ব্যাজ প্রদান

08/03/2022

স্কাউট তালি বাজাও জোরে।

06/03/2022

মাত্র ১০টি খাবারে সকল সমাধান। জেনে নিন যে ১০ টির খাবারে আপনার রূপ, লাবন্যতা ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

১. গাজর - গাজরে আছে এন্টি অএক্সিডেন্ট, ফাইবার ও ভিটামিন-এ যা ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে ও ঠোঁটের রঙ গোলাপি করে।
২. লেবু - লেবুতে ভিটামিন সি থাকায় ত্বকের পাশাপাশি চুল মসৃন করে।
৩. দুধ - দুধ এন্টি-এজিং এর কাজ করে এবং আদর্শ খাবার হওয়ায় চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে।
৪. মাছ - মাছে ভিটামিন ই ও উচ্চমানের প্রোটিন থাকায় মাছ চুলের বৃদ্ধির পাশাপাশি ত্বকের ক্ষেত্রে উপকারী।
৫. গ্রীন টি - নিয়মিত দুধ চায়ের বদলে গ্রীন টি পান করা উপকারী। স্কিনের কালো দাগ দূর করার পাশাপাশি এন্টি-এজিং এর কাজ করে।
৬. বাদাম - প্রতিদিন সকালে অথবা মধ্য সকালে বাদাম খাদ্যতালিকায় রাখলে ত্বকের উজ্জ্বলতার পাশাপাশি চুলের ঘনত্ব বৃদ্ধি পায়।
৭. পানি - পানির অপর নাম জীবন। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহনে স্কিন অনেক সুন্দর হয়।
৮. টমেটো - টমেটোতে থাকা ভিটামিনস, মিনারেলস ও এন্টি-অক্সিডেন্ট ত্বকের সকল সমস্যার সমাধান করে।
৯. আমলকী - আমলকীতে ১০০% ভিটামিন সি থাকায় ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। চুল পড়া বন্ধ করে।
১০. মিষ্টি আলু - নিয়মিত মিষ্টি আলু গ্রহনে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়।

রুবাইয়া রীতি
পুষ্টিবিদ, ফরাজী হাসপাতাল লিঃ

Page: Rubaia Reety

06/03/2022

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে।
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে।
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে।
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে।
*সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। আল কুরআন তিলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে।
তিরমিজি (৫৫৬৭৩)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন!

03/03/2022

👉দুনিয়াতে চার হাজারের বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক ভাষায় হয়। 🥀
সুবহানাল্লাহ!💖

27/02/2022

**যা পেলাম যা হারালাম **
আমিনুল ইসলাম ফরাজী
======================

বাস্তবে নয় অনলাইনে
দেখি সবার মুখ,
এটাইতো হলো ফেসবুক।
কাজ কর্ম ফেলে,
ফেসবুকটা খেয়ে
ফেলেছেন সব গিলে।
কাউকে করেছেন অলস,
আর অধিকাংশ হয়েছেন অবোধ!
নেই সিনিয়র,নেই জুনিয়র
ফেসবুক আড্ডায় সেলফিতে
আজ সবাই একাকার।
বাস্তবতায় চলছে হাহাকার!
রাজনৈতিক নেতাদের
হাই-হ্যালো আর
প্রচার প্রসার চলছে
ফেসবুকে রাজনীতি।
থেমে নেই প্রচারে
চিকিৎসক আর
কোম্পানি গুলোর নীতি।
ফেসবুক আমাদের
দিয়েছেন যাহা,
দ্বিগুণ চারগুন বা
তারও অধিক নিয়েছেন তাহা।
সময় অর্থ সব নিয়েছেন লুটে,
মোবাইল কোম্পানি গুলো
আমাদের চেপে ধরেছেন টুটি।
ফেসবুক দেখি বাস্তবে
দেখিনা আর বন্ধুদের মুখ।

27/02/2022

🇧🇩🇧🇩🇧🇩কি হবার কি হচ্ছে🇧🇩🇧🇩 🇧🇩

🇧🇩 বিধান হলো টাকা দিয়ে যাকাত আদায় করা , আর আমরা শুরু করলাম লুঙ্গি-শাড়ি বন্টন!

🇧🇩বলা হল খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে, আর আমরা শুরু করলাম টাকা দেয়া!

🇧🇩 বিধান হলো আউয়াল ওয়াক্তে সালাত শুরু করা , আর আমরা শুরু করলাম দেরী করে পড়া!

🇧🇩 বিধান হলো হল ঝাড়-ফুঁক করতে,( কুরআনের আয়াত এবং সহিহ হাদিসের দুয়া দিয়ে) আমরা শুরু করলাম তাবিজ বিক্রি!

🇧🇩 বিধান হল সালাত আল্লাহর সন্তষ্টির জন্য আদায় করা, আমরা লোক দেখানো নামাজ শুরু করলাম।

🇧🇩বলা হল দ্রুত ইফতার করার জন্য, আর আমরা শুরু করলাম দেরীতে করা!

🇧🇩বলা হল শবে কদর তালাশ করার জন্য, আর আমরা তালাশ শুরু করলাম শবে বরাতের!

🇧🇩বলা হল কুরআন পাঠ করতে, আর আমরা করছি কোরান খতম বানিজ্য।

🇧🇩 বলা হল পরিবারের সবার জন্য নিজে দোআ করতে, আর আমরা শুরু করলাম হুজুর ভাড়া করা!

🇧🇩 বলা হল মাইয়েতের জন্য সাদকায়ে জারীয়া করার জন্য, আর আমরা শুরু করলাম কুলখানী!

🇧🇩বলা হল দ্বীনকে খন্ড খন্ড না করতে, আর আমরা করলাম অসংখ্য ভাগ!

🇧🇩বলা হল ওয়ালীমায় ছেলের বাড়িতে মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম মেয়ের বাড়িতে খাওয়া!

🇧🇩বলা হল মোহরানা দিতে, আমরা শুরু করলাম যৌতুক নিতে!

🇧🇩 বলা হল মসজিদ নির্মান করে ভালো মুসল্লী তৈরী করতে। আমরা ভালো মুসল্লী তৈরী বাদ দিয়ে ঝকঝকে তকতকে টাইলস্ লাগানো মসজিদ নির্মানে মনোযোগী হয়েছি।

🇧🇩 বলা হল সামর্থ না হওয়া পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করা, আমরা শুরু করলাম নাবালক অবস্থায় বিয়ে দ্রুত দেয়া!

🇧🇩 বলা হলো নাবালক, এতিম, ভাই বোনের হক দ্রত আাদয় করে দিতে আমরা তা ঘ্রাস করে যাচ্ছি।

🇧🇩বলা হলো সুদ হারাম আমরা সুদের মহাজন সেজে আছি।

27/02/2022

📚 #শিক্ষাক্রমঃ
"""""""""""""""""""""""""
শিক্ষাক্রম হলো শিক্ষা পরিকল্পনা; যা বাস্তবায়নের জন্য বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত
যাবতীয় শিখন-শেখানো কার্যাবলি।

📚 #যোগ্যতা_ভিত্তিক_শিক্ষাক্রমঃ
""""""""""""""""""""""""""""""""""""""""
যে শিক্ষাক্রমে প্রাথমিক স্তরের শিক্ষা শেষে প্রত্যেক বিষয় ও শ্রেণির নির্ধারিত অর্জন উপযোগি যোগ্যতাগুলো ক্রমানুসারে অর্জন করার লক্ষ্যে বিন্যস্ত করা হয়েছে তাকে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলে।

📚 #শিখনক্রমঃ
"""""""""""""""""""'
কোন একটি প্রান্তিক যোগ্যতা অর্জনের জন্য শ্রেণিভিত্তিক প্রারম্ভিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ঐ যোগ্যতার বিভাজিত অংশের ক্রমবিন্যাশকে শিখনক্রম বলে।

📚 #আবশ্যকীয়_শিখনক্রমঃ
""""""""""""""""""""""""""""""""""""
প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রণীত শিখনক্রম গুলোর মাধ্যমে শিশুরা তাদের জন্য নির্ধারিত যোগ্যতাগুলো অবশ্যই পুরাপুরিভাবে শিখবে বলে আশা করা যায়। এ কারণে এ শিখনক্রমগুলোকে আবশ্যকীয় শিখনক্রম বলে।

📚 #যোগ্যতাঃ
""""""""""""""""""
পঠন পাঠনের মধ্য দিয়ে কোন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে আয়ত্ব করার পর শিশু তার বাস্তব জীবনে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারলে সেই জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে যোগ্যতা বলে।

📚 #শ্রেণি_ভিত্তিক_অর্জনউপযোগী_যোগ্যতাঃ
""""""""""""""""""""""""""""""""""""""""""""'""""""""""""
কোন শ্রেণিতে কোন্ কোন্ যোগ্যতা শিক্ষার্থীগণ কতটুকু অর্জন করবে- যোগ্যতার প্রকৃতি ও শিক্ষার্থীর সাধারন শিখন ক্ষমতা অনুসারে তা বিভাজন ও বিন্যস্ত করা হয়। এভাবে শ্রেণি অনুসারে যোগ্যতা সমূহের বিভাজন ও বিন্যাসকে শ্রেণি ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা বলে।

📚 #প্রান্তিক_যোগ্যতাঃ
"""""""""""""""""""""""""""""
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা যে চিহ্নিত অর্জনযোগ্য যোগ্যতাগুলো ( জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি) অর্জন করবে বলে নির্ধারিত রয়েছে, সে গুলোকে প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা।

27/02/2022

দলিল রেজিস্ট্রি করার সময় সতর্কতা!!

কোন দলিল আইনগত ও যথাযথ পদ্ধতিতে সম্পাদনের পর রেজিস্ট্রি করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমেই জমির সব দলিল-দস্তাবেজ ও মালিকানা যাচাই করতে হবে। দলিলটি সম্পাদনের ক্ষেত্রে খসড়াটি ভালো করে যাচাই করতে হবে।

দলিলে কোন ভুল থাকলে ও রেজিস্ট্রি হলে এটি সংশোধনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেক ক্ষেত্রেই করের মাত্র কমানোর জন্য জমির দাম কম দেখানো হয়। এতে ভবিষ্যৎে কিছু প্রতিকার পেতে ঝামেলা হয়।

দলিল রেজিস্ট্রি হওয়ার পরপরই নকল তুলতে হবে এবং এটি তুলে ভালোভাবে পর্যবেক্ষন করতে হবে যে ভুল ক্রটি আছে কিনা। দলিল রেজিস্ট্রি করার সময় একটি রশিদ দেয়া হয়।

এই রশিদ মূল দলিল উঠানোর সময়ে দেখাতে হয়। কোন সম্পত্তির আংশিক এক জায়গায় এবং বাকি অংশ অন্য জায়গায় পড়লে বেশীর ভাগ অংশ যে এলাকায় পড়বে, সেখানকার সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে।

কোন বিশেষ কারণে দলিলদাতা বা গ্রহীতা অসুস্থ হলে সাব-রেজিস্টারকে বাসায় নিয়েও রেজিস্ট্রি করা যায়।

মনে রাখতে হবে দলিল কার্যকর হয় দলিল সম্পাদনের তারিখ থেকেই অর্থাৎ যে তারিখে দলিলটি সম্পন্ন করা হয়েছে, সেই তারিখ থেকে, দলিল রেজিস্ট্রির তারিখ থেকে নয়।

বাংলাদেশের বাইরে দলিল সম্পাদন করা হলে দলিলটি যেদিন বাংলাদেশে পেছৈাবে, সেই তারিখ থেকে চার মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে।

24/02/2022

♥®♥পুরুষের ৪ বিয়ের সুন্নাত, এইটা তো সবাই জানেন! বাকিগুলা জানেন?
না জানলে আসেন জেনে নেই.....♦

১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত।

২. ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত।

৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত।

৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত।

৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।

৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।

৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত।

৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।

৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।

১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।

১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।

১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।

১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।

১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।

১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।

১৬. স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।

১৭. স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত।

১৮. স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।

অনেক পুরুষই আছেন, যারা এগুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না।

কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তুত।
বাকিগুলা জেনে তারপরে ৪টা বিয়া কইরেন..
আর সব স্ত্রীকে আলাদা বাসস্থান, সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোড়ায়ে যেতে হবে রবের সামনে, পারবেন তো?

স্ত্রীর অধিকারগুলা ভালোভাবে আদায় করেন,
দুনিয়াটা জান্নাত হবে
পরকালটাতেও রবের সান্নিধ্য পাবে।
ইনশাআল্লাহ

23/02/2022

#দেওয়ানী আদালতের শ্রেনী বিভাগ ও বিচারিক ক্ষমতাঃ-

১. সহকারী জজ আদালত (Assistant Judge Court) –

আগের ২,০০০০০ টাকা পর্যন্ত । মূল্যমান সর্বোচ্চ পনের লক্ষ টাকা পর্যন্ত।

★মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারেন কোন আপীল বা রিভিশন গ্রহন করতে পারেন না।

২. সিনিয়র সহকারী জজ আদালত(Senior Assistant Judge Court)-

আগের ২,০০০০১ থেকে ৪,০০০০০ টাকা পর্যন্ত। মূল্যমান পনের লক্ষ টাকা থেকে পচিশ লক্ষ টাকা পর্যন্ত,

★মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারেন কোন আপীল বা রিভিশন গ্রহন করতে পারেন না।

৩. যুগ্ন জেলা জজ আদালত (Joint District Judge Court) –

আগের ৪,০০০০১- অসীম। মূল্যমান পচিশ লক্ষ টাকা থেকে অসীম,

★মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারেন কোন আপীল বা রিভিশন গ্রহন করতে পারেন না।

৪. অতিরিক্ত জেলা জজ আদালতঃ

এই আদালত কোন আপীল বা মূল মোকদ্দমা বিচারের জন্য সরাসরি গ্রহন করতে পারেন না।

★জেলা জজ আদালতে দাখিলকৃত দরখাস্ত নিষ্পত্তির জন্য এই আদালতে প্রেরন করা হয় ।

জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন হয়ে থাকে।

৫. জেলা জজ আদালত (District Judge Court) –

আগের আপীল এখতিয়ার ৫,০০,০০০ টাকা ।মূল্যমান ৫ কোটি টাকা পর্যন্ত।

জেনে রাখা প্রয়োজন-
--------------------------
সহকারী জজ ও সিনিয়র সহকারী জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল হবে জেলা জজের আদালতে।

দাবির পরিমাণ ৫ কোটি টাকা পর্যন্ত হলে, যুগ্ম জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল হবে জেলা জজের আদালতে।

এর বেশি হলে তা যাবে হাইকোর্ট বিভাগে।

অন্য কিছু বলা না থাকলে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রায় বা আদেশের বিরুদ্ধে আপীল হবে

হাইকোর্ট বিভাগে।

★সাধারণত এই আদালত কোন মোকদ্দমা বিচারের জন্য গ্রহণ করতে পারেন না ।

★রিভিশন এখতিয়ার, দেওয়ানী বিষয়বস্তুর আপীল যার মূল্যমান সর্বোচ্চ পাচ কোটি টাকা
, প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি।

২) উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি,

৩) রিভিশন- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ,

৪) আপীল- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ,

চ) স্মল কজেস কোর্ট- স্মল কজেস আদালত ক্ষুদ্র মামলা নিস্পত্তি করে থাকে যার মূল্যমান সর্বোচ্চ পচিশ হাজার টাকা।

ছ) পারিবারিক আদালত- পারিবারিক আদালত অধ্যাদেশ,১৯৮৫ অনুযায়ী অত্র আইনের অধীনে দায়েরকৃত পারিবারিক বিষয়াদি সংক্রান্ত বিষয়াদি যথাক্রমে- তালাক, দেনমোহর, ভরনপোষন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং নাবালকের অভিভাকত্ব সংক্রান্ত বিষয়াদির মামলার বিচার অত্র আদালতে সম্পন্ন হয়

দেওয়ানী আদালত (সংশোধনী) আইন ২০০১ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন
দেওয়ানী আদালত পাঁচ প্রকার যেসব আদালতে দেওয়ানী মামলা করা যায়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগেও দেওয়ানি মামলা পরিচালিত হয়।
তবে নিম্ন আদালতে মামলার রায়ের পর কেবল উচ্চ আদালতে আপিল অথবা রিভিশনের পরিপ্রেক্ষিতে মামলা পরিচালিত হয়।
১)জেলা জজ আদালত।
পাঁচ লাখ (পাঁচ কোটি টাকা, নতুন আইন কার্যকর হওয়ার পর) টাকা পর্যন্ত মূল্যমানের মামলার আপিল জেলা জজ আদালতে দায়ের করতে হয়।
জেলা জজ আদালত তাঁর নিম্ন আদালতের মোকদ্দমা স্থানান্তর সম্পর্কিত দরখাস্ত, রিভিশন শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করতে পারেন। পারিবারিক আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে জেলা জজ আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে থাকেন।
২)অতিরিক্ত জেলা জজ আদালত-
অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারিক ক্ষমতা জেলা জজের সমান। তবে কোনো মোকদ্দমা বা আপিল এ আদালতে সরাসরি দায়ের করা যায় না। জেলা জজ আদালতে দাখিল করলে জেলা জজ আবেদনটি নিষ্পত্তির জন্য এ আদালতে প্রেরণ করেন। অতিরিক্ত জেলা জজের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। জেলা জজ যেসব মোকদ্দমা, আপিল ও রিভিশন হস্তান্তর করেন সেগুলো বিচার করতে পারেন।
৩)যুগ্ম জেলা জজ আদালত।
তিনি দেওয়ানী মোকদ্দমার সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারক। এ আদালত চার লাখ এক টাকা
(পচিঁশ লাখ এক টাকা হতে, নতুন আইন কার্যকর হওয়ার পর) থেকে অসীম মূল্যমানের বিষয় বস্তুর মূল মোকদ্দমা গ্রহণ ও বিচার নিষ্পত্তি করতে পারেন।
এছাড়া জেলা জজ আদালত বিচার নিস্পত্তি জন্য প্রেরন করা আপিল শুনানী ও নিস্পত্তি করেন।
বিচারক হিসেবে আরো পরিচালনা করে থাকেন অর্থঋণ আদালত আইনের যাবতীয় মোকদ্দমা।
৪) সিনিয়র সহকারী জজ আদালত। আর্থিক এখতিয়ার দুই লাখ টাকা হতে চার লাখ টাকা পর্যন্ত।
(পনেরো লাখ এক টাকা থেকে পচিঁশ লাফ, নতুন আইন কার্যকর হওয়ার পর) পর্যন্ত মূল্যমানের মূল মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারেন।
এছাড়া সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হলে স্মল কজেজ কোর্টের অধীন মোকদ্দমা পরিচালনা করিয়া থাকেন।
সম্পত্তি, অফিস, ব্যক্তিগত অপকার, ক্ষতিপূরণ ও ধর্মীয় অধিকারসংক্রান্ত যাবতীয় মোকদ্দমা সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ আদালতে দায়ের করা হয়।
৫) সহকারী জজ আদালত! আর্থিক এখতিয়ার - দুই লাখ টাকা পর্যন্ত।
বিচার করতে পারেন ১৯৯১ সালের ভাড়া নিয়ন্ত্রণ আইনের মোকদ্দমা,
১৯৮৫ সালের পারিবারিক আদালতের যেকোন মুল্যের মোকদ্দমা, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার,বিবাহ বিচ্ছেদ,খোরপোষ,অভিভাবকত্ত ও মোহরানা সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ ও নিস্পত্তি করতে পারেন!
সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞা, চুক্তি কার্যকর, দলিল, চুক্তিপত্র, লিখিত অঙ্গীকারপত্র ইত্যাদি রদ ও রহিত, যেকোনো কর্তৃপক্ষের অবৈধ আদেশ রদ ও রহিত, দখল পাওয়া, সম্পত্তি বা অফিস সংক্রান্ত কোনো অধিকার সম্পর্কে ঘোষণা পাওয়া, টাকা আদায়, সম্পত্তি অগ্রক্রয়, নির্বাচন সংক্রান্ত মোকদ্দমা দায়ের করা যায়।
দেওয়ানী মামলার ধরন
দেওয়ানী মামলার অনেক ধরন রয়েছে। আর্থিক ক্ষতিপূরণের মামলা, সব ধরনের স্বত্ব, মানবিক সম্পর্ক (পিতা-পুত্র, স্বামী-স্ত্রীর সম্পর্ক) নিয়ে বিরোধ, মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনা করার অধিকার, ভোটাধিকার ইত্যাদি।
আর্থিক ক্ষতিপূরণের মামলা
সম্পত্তির অধিকারের মামলা
সব ধরনের স্বত্ব কোনো ব্যক্তি ব্যবসা-বাণিজ্য বা ট্রেড লাইসেন্স এবং বইয়ের স্বত্ব কাউকে দেওয়ার পর
ভরণপোষণের অধিকার
প্রার্থনার অধিকার
ভোটাধিকার

👉লাইক,কমেন্ট ও শেয়ার করবেন।

22/02/2022

টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন– জননী তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল- জি স্যার। আমার একটা দুই বছরের ছেলে আছে।
টিচার চট করে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন- আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন – মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাস্টার।
যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখ। মেয়েটা বোর্ডে গিয়ে দশ জন মানুষের নাম লেখল।
টিচার বললেন: এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো।
সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন – লিস্ট থেকে পাঁচ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, আর ক্লাসমেটদের নাম মুছে দিলো।
টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো তিন জনের নাম মুছ। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিলো বিষয়টাকে। খুব মনযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে।
সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছলো। এবং বাবা আর মায়ের নামও মুছে দিলো। এখন মেয়েটা রীতিমত কাঁদছে।
যে মজা দিয়ে ক্লাশটা শুরু হয়েছিলো, সেই মজা আর নেই। ক্লাশের অন্যদের মাঝেও টানটান উত্তেজন। লিস্টে আর বাকী আছে দুইজন। মেয়েটার হাজবেন্ড আর সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইলো। কারো নাম মুছতে সে আর পারছেনা। টিচার বললেন – মা গো, এইটা একটা খেলা। সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি!!!
মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিলো। টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফ্ট বের করে বললেন– তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেলো তার জন্য আমি দুঃখিত।
আর এই গিফ্ট বক্সে দশটা গিফ্ট আছে। তোমার সব প্রিয়জনদের জন্য।
এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে। মেয়েটা বলল- প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম।
কারন তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইলো। পরে যখন আরো তিন জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না। আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে?
আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই দুইজন থেকে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না।
পরে ভেবে দেখলাম, ছেলেতো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে। কিন্তু ছেলের বাবাতো কোন দিনও আমাকে ছেড়ে যাবে না।https://www.facebook.com/aminu.islamfarazi
সংশোধিত

06/02/2022

আমিনুল ইসলাম ফরাজী ও কিছু কথা।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আলহাজ্ব মাস্টার মোঃ নূরুল হক ফরাজীর ৫ ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে আমিনুল ইসলাম ফরাজী। হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০০ সালে এস এসসি ও ২০০২ সালে পাতারহাট সরকারি আরসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।বরিশাল সরকারি বিএম কলেজ থেকে বিএ অনার্স ও কৃতিত্বের সাথে এম এ ফার্স্ট ক্লাস ১৬তম জাতীয় বিশ্ববিদ্যালয় অর্জন করেন।আমিনুল ইসলাম ফরাজী একজন অনন্য প্রতিভাবান ব্যক্তি যিনি বরিশাল ল,কলেজ থেকে কৃতিত্বের সাথে এল এল বি পাশ করে বরিশাল জজকোর্টে ওকালতি প্রাকটিস করতেন বাবা মায়ের অনুরোধে পেশা ছেড়ে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।তিনি বর্তমানে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলফাতুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য মিঃ ফরাজী হাইস্কুল ও কলেজ নিবন্ধন পাশ করেন এমনকি পর পর দুটো কলেজের প্রভাষক পদে নিয়োগ পেয়েও যোগদান করেননি থেকে গেলেন বাবা ও নানার পেশা প্রাথমিক বিদ্যালয়ে।আমিনুল ইসলাম ফরাজী একজন স্কাউটার, আইসিটি এক্সপার্ট, একজন ছড়াকার, সোসাল মিডিয়াতে নিয়মিত শিক্ষকদের সুখ দুঃখ নিয়ে কলাম লিখে থাকেন।ব্যক্তিগত জীবনে আমিনুল ইসলাম ফরাজী বিবাহিত ও এক সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমিনুল ইসলাম ফরাজীর মত হাজারো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন এদেরকে যথাযথ সম্মান ও সম্মানী দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবী ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়া। আমিনুল ইসলাম ফরাজীর একটা শ্লোগান জয় হোক শিক্ষক মর্যাদার।
Aminul Islam Farazi https://www.facebook.com/aminu.islamfarazi

27/01/2022

BE VERB
I am a farmer.
আমি একটা কৃষক।
I am being a farmer.
আমি কৃষক হচ্ছি।
I have been a farmer.
আমি কৃষক হয়েছি।
I have been being a farmer for long time.
আমি কৃষক হচ্চি অনেকদিন যাবত।
I was a farmer.
আমি কৃষক ছিলাম।
I was being a farmer.
আমি কৃষক হচ্চিলাম।
I had been a farmer।
আমি কৃষক হয়েছিলাম।
I had been bring a farmer for long time.আমি কৃষক হয়ে আসতেছিলাম।
I will be a farmer.
আমি কৃষক হব।
I will be being a farmer.
আমি কৃষক হতে থাকব।
I will have been a farmer.
আমি কৃষক হয়ে থাকব।
I will have been being a farmer for long time.আমি কৃষক হতে থাকব অনেকদিন যাবত।
2.HAVE VERB
I have a car.
আমার গাড়ি আছে।
I am having a car.
আমার গাড়ি হচ্চে।
I have been a car.
আমার গাড়ি হয়েছে।
I have been having a car for long time.আমার গাড়ি হচ্চে অনেকদিন যাবত।
I had a car.
আমার গাড়ি ছিল।
I was having a car
আমার গাড়ি হচ্চিল।
I have had a car
আমার গাড়ি হয়েছিল।
I had been having a car for long time.আমার গাড়ি হচ্চিল অনেকদিন যাবত।
I will have a car.
আমার গাড়ি থাকবে।
I will be having a car.
আমার গাড়ি হইতে থাকবে।
I will have had a car.
আমার গাড়ি হয়ে থাকবে।
I will have been having a car for long time.আমার গাড়ি হইতে থাকিবে।
4.there
4.there are a tree in our home
আমাদের বাড়িতে একটা গাছ আছে।
there are being a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হইতেছে।
there has been a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হয়েছে।
there has been being a tree in our home.আমাদের বাড়িতে একটা গাছ হয়ে আসছে।
there were a tree in our home
আমাদের বাড়িতে একটা গাছ ছিল।
there were being a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হচ্চিল।
there had been a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হয়েছিল।
there had been being a tree in our him for long time.
আমাদের বাড়িতে একটা গাছ হইতেছিল অনেজদিন যাবত।
there will be a tree in our home
আমাদের বাড়িতে একটা গাছ থাকবে /হবে।
there will be being a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হতে থাকবে।
there will have been a tree in our home.
আমাদের বাড়িতে একটা গাছ হয়ে থাকবে।
there will have been being a tree in our home for long time.
আমাদের বাড়িতে একটা গাছ হইতে থাকিবে অনেকদিন যাবত।
5.Strong verb
I speak English
আমি ইংরেজি বলি।
I am speaking English
আমি ইংরেজি বলতেছি।
I have spoken English
আমি ইংরেজি বলেছি।
I have been speaking English.
আমি ইংরেজি বলা চলতেছে।I spoke English
আমি ইংরেজি বললাম।
I was speaking English
আমি ইংরেজি বলিতেছিলাম।
I had spoken English
আমি ইংরেজি বলেছিলাম।
I had been speaking English
আমি ইংরেজি বলা চলতেছিল।
I will speak English
আমি ইংরেজি বলব।
I will be speaking English
আমি ইংরেজি বলতে থাকব।
I will have spoken English
আমি ইংরেজি বলে থাকব।
I will have been speaking English
আমি ইংরেজি বলা চালিয়ে যেতে থাকব।
English is spoken.
ইংরেজি বলা হয়।
English is being spoken
ইংরেজি বলা হচ্চে।
English has been spoken
ইংরাজি বলা হয়েছে।English has been being spoken
ইংরেজি বলা চলছে।
English was spoken
ইংরেজি বলা হল। English was being spoken.
ইংরেজি বলা হচ্চিল।
English had been spoken
ইংরেজি বলা হয়েছিল।
English had been being spoken
ইংরেজি বলা হওয়া চলছিল।
English will be spoken
ইংরেজি বলা হবে।English will be being spoken
ইংরেজি বলা হতে থাকবে।English will have been spoken
ইংরাজি বলা হয়ে থাকবে।
English will have been being spoken
ইংরেজি বলা হতে থাকবে।

24/01/2022

🍁দোয়া কবুল হওয়ার স্থান, ক্ষেত্র ও সময়ঃ
আল্লাহ আমাদেরকে আমল করার তৌওফিক দান করুন 🤲
১) সূরা ফাতিহা পাঠ করার পর, সূরা বাক্বারার শেষ দু আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়।{ মুসলিম-৮০৬}
২) কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। {মুসলিম -৬৮২২}
৩) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যাক্তির দোয়া কবুল হয়। {তিরমীযি-৩৪৪৮}
৪) সন্তানের জন্য বাবা-মা এর দোয়া কবুল হয়। {তিরমীযি ৩৪৪৮}
৫) পিতা-মাতার জন্য নেককার সন্তানের দোয়া কবুল হয়। {আবু দাউদ-২৮৮০}
৬) আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। {তিরমীযি- ৩৫৮৫}
৭) বিপদগ্রস্ত অসহায় ব্যাক্তির দোয়া কবুল হয়। {সূরা নমলঃ ৬}
৮) সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়, রাসুলুল্লাহ সাঃ বলেন : সিজদায় বেশি বেশি করে দোয়া কর কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়। { নাসায়ী - ১০৪৫}
৯) ( আরাফাহ, মুজদালিফা, মিনা) হজ্জের স্থানসমূহে দোয়া কবুল হয়। {ইবনে মাজাহ- ২৮৯২}
১০) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দোয়া কবুল হয়। {ইবনে মাজাহ - ২৮৯৩}
১১) উমরাহ করার সময় উমরাহকারীর দোয়া কবুল হয়। { নাসায়ী -২৬২৫}
১২) আযানের পর দোয়া কবুল হয় { তিরমীযি -২১০}
১৩) বৃষ্টি বর্ষনকালে দোয়া করলে দোয়া কবুল হয়। { আবু দাউদ - ২৫৪০}
১৪) শেষ রাতের দোয়া ( তাহাজ্জুদের সময়কার ) দোয়া কবুল হয়। { বুখারী -১১৪৫}
১৫) জুম্মা দিনের দোয়া কবুল হয়, বিশেষ করে আসরের শেষ দিকের মূহুর্তের দোয়া কবুল হয়। { নাসায়ী -১৩৮৯}
১৬) লাইলাতুলকদরের রাত্রির দোয়া কবুল হয়। {বুখারী ও মুসলিম }
১৭) আযান ও ইকামাতের মধ্যেবর্তী সময়ের দোয়া কবুল হয়। { আহমাদ - ৬৮৯}
১৮) ফরয নামাজের শেষে দোয়া কবুল হয় ( সালাম ফিরানোর আগে) । { তিরমীযি - ৩৪৯৯}
১৯) মুসাফিরের দোয়া (সফর অবস্থায় ) দোয়া করলে দোয়া কবুল হয়। { তিরমীযি ৩৪৪৮}
২০) রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। { ইবনে মাজাহ -১৭৫২}
২১) দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। { তিরমীযি -৩৫০৫}
(দোয়া ইউনুস --- লা ইলাহা ইল্লা-আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জুলিমিন)
২২) জমজমের পানি পান করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। { ইবনে মাজাহ -৩০৬২}
২৩) দু হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় কারণ আল্লাহ তায়া’লা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। { আবু দাউদ - ১৪৮৮}
২৪) বিপদগ্রস্ত হলে যে দোয়া পরা হয় ( ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এবং ( আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা....) তখন দোয়া কবুল হয়। { মিশকাতুল মাসিবাহ-১৬১৮}
২৫) ন্যায়পরায়ন শাসকের দোয়া কবুল হয়। { তিরমীযি -২৫২৬}

24/01/2022

Collected

পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক!

১. কথা হজম করতে শিখুন ! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

Want your public figure to be the top-listed Public Figure in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Barisal
8270

Other Public Figures in Barisal (show all)
Funy Bangla Funy Bangla
Girja Mohalla
Barisal, 8200

Amanullah Razib (Gsm-extreme) Sonia Telehome Islimia Market, Girja Mohalla, Barisal, Bangladesh. Cell: +8801711979843, +8801611979843 YM: [email protected] E-mail: s...

ভালোবাসি হাসতে কিংবা- হাসাতে ভালোবাসি হাসতে কিংবা- হাসাতে
Barisal, 4321

"ভালোবাসি হাসতে কিংবা─ হাসাতে!"

𝗠𝗶𝗺 𝗔𝗸𝘁𝗲𝗿シ︎ 𝗠𝗶𝗺 𝗔𝗸𝘁𝗲𝗿シ︎
Barishal
Barisal

Please follow my page

Asad Dairy Asad Dairy
Shapleza
Barisal

Hi, this is Asad. I am a youtuber.I have a YouTube channel. this name is SN Asad Official. Always S

Tanjil ahmed sabuz Tanjil ahmed sabuz
Patuakhali Highway
Barisal, 8640

Own creation for entertaining public

শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা
Bamna, . Barguna
Barisal, 7003

Is the page created especially For status,,. Here you will find the latest s stats videos.keep an eay on this page.

Atif Islam Atif Islam
Barisal

I'm Only One

SM Tuhin Shikder Somun SR SM Tuhin Shikder Somun SR
Barisal

I am a simple boy. I dont have attitude.

Life line Life line
Barisal

The Official page Of Life Line.This page is operate by Life Line &co-Admin.

The Diamond Sword The Diamond Sword
Barisal, 8622

হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম

জোনাকির আলো জোনাকির আলো
Barishal
Barisal, BARISHALSADOR

ٱلْحَمْدُ لِلَّٰ 😇 𝙸'𝚖 𝚊 𝚜𝚕𝚊𝚟𝚎 𝚘𝚏 𝙰𝚕𝚕𝚊𝚑 & 𝚄𝚖𝚖𝚊𝚑 𝚘𝚏 𝙼𝚘𝚑𝚊𝚖𝚖𝚊𝚍 (ﷺ) 🥀