DWT

DWT

I'm a content creator with a passion for education.

16/02/2023

Vocabulary building is no longer difficult. Let's see, how...

Train - প্রশিক্ষণ দেওয়া।
Trainer - প্রশিক্ষক।
Training - প্রশিক্ষণ।
Trained - প্রশিক্ষিত।
Trainee - প্রশিক্ষণার্থী।
Trainable - প্রশিক্ষণযোগ্য।
Trainant - প্রশিক্ষক।

16/02/2023

Let's enrich our vocabulary in an easy way.

Enter (v) - প্রবেশ করা।
Entrance (n) - প্রবেশ।
Entry (n) প্রবেশ।

Entertain (v) বিনোদন দেয়া।
Entertainment (n) বিনোদন।
Entertainer (n) বিনোদনকারী।
Entertained (adj.) বিনোদিত।
Entertaining (adj) চিত্তবিনোদক।

15/02/2023

আসুন তুলনামূলক সহজ উপায়ে শব্দ শিখি।

Let's enrich our vocabulary in an easier way.

Create (v) - সৃষ্টি করা।
Creative (adj.) - সৃষ্টিশীল /সৃজনশীল।
Creatively (adv.) - সৃজনশীলভাবে।
Creativity (n) - সৃজনশীলতা।
Creation (n) - সৃষ্টি।
Creature (n) - জীব/সৃষ্টি জীব।

Now, let's produce sentence with every word.

Rifat creates a boat - রিফাত একটি নৌকা তৈরি করে।
He is a creative person - সে একজন সৃজনশীল মানুষ।
He does everything creatively - সে সবকিছু সৃজনশীলভাবে করে।
I appreciate his creativity - আমি তাঁর সৃজনশীলতার প্রশংসা করি।
He is proud of his wonderful creation - সে তাঁর বিস্ময়কর সৃষ্টি নিয়ে গর্বিত।
Man is the best creature on the earth - মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব।

14/02/2023

IELTS জানা অজানা কথা .
1. সুইডেনে পড়তে চাইলে কি সত্যি IELTS করা বাধ্যতামূলক ?
অতীতে সুইডেনে IELTS করা বাধ্যতামূলক ছিল না। তখন যারা IELTS স্কোর তুলতে পারেন নাই , ফলে অন্য দেশে ভর্তির সুযোগ পান নাই। তারা গণহারে বিভিন্ন আসল বা নকল পেপার জমা দিয়ে সুইডেনে পড়তে গেছেন। এদের অনেকের ইংলিশ এর অবস্থা এতটাই খারাপ যে , এদের পক্ষে পড়ালেখা করা সম্ভব হয় নাই। ফলে সুইডেনের ইউনিভার্সিটি গুলি ত্যাক্ত বিরক্ত হয়ে নানা মিটিং আলোচনা করে , শেষে সিদ্ধান্ত নেয় যে , বাংলাদেশী সবার জন্য সুইডেনের যেকোন ইউনিভার্সিটি এর যেকোন বিষয়ে পড়তে চাইলে IELTS করা বাধ্যতামূলক। তবে অল্প কিছু ব্যাতিক্রম আছে , সেগুলি লেখার নিচের অংশে আছে।

2. ভাই কয়েকবছর আগে তো ঝিকিমিকি আপা কোন IELTS না করেই সুইডেনে পড়তে গেছে তবে আমি পারবো না কেন ?
ঘটনা সত্য। তবে আসল ব্যাপার হলো , সুইডেনে প্রায় প্রতি বছর আইন কানুন এবং ভর্তি প্রক্রিয়া পরিবর্তন করা হয়। তাই অতীতে কে কি করেছে , সেটি দেখে লাভ নেই। আপনি শুধু যে সেমিস্টারে বা বছরে ভর্তি হবেন , সেই সেমিস্টার বা বছরের আইন কানুন দেখুন।

3. আমার জীবনের সব পড়ালেখা ইংরেজিতে , আমি তো খাই ঘুমাই ইংরেজিতে এমনকি আমার ইউনিভার্সিটি এর সার্টিফিকেটে লেখা আছে মিডিয়াম অব ইন্সট্রাকশন বা MOI ইংরেজি , আমি কি IELTS ছাড়া সুইডেনে যেতে পারবো ?
Please note that, starting with admission to autumn semester 2020, students with a degree from Bangladesh no longer meet the English requirement through university studies taught in English ,,,,,,(ডাক্তারদের জন্য ৫ নম্বর দেখুন ).....Neither a formal university transcript or degree certificate stating that the language of instruction for the programme was in English, nor a degree from a university where English is the only language of instruction, will be sufficient.
অর্থাৎ সহজ ভাষায় হলো ,, মিডিয়াম অব ইন্সট্রাকশন বা MOI ইংরেজি বা এরকম কোন কাগজ দিয়ে সুইডেনে ভর্তি হতে পারবেন না।

4. আমি তো অনার্স করেছি ইংরেজি বা ইংরেজি বিষয়ে , আমার কি আসলেই এটি লাগবে ?
সুইডেনের ইউনিভার্সিটি এডমিশনে লেখা আছে , সুইডেনের অনার্স এর সমকক্ষ যদি আপনার অনার্স করা থাকে অর্থাৎ English is the main subject তাহলে আপনার IELTS করা লাগবে না। বাস্তবে এটি শুভঙ্করের ফাঁকি বা ভুয়া আইন। কারন হলো সুইডেনে ইংলিশ লিটারেচার বা এ জাতীয় বিষয়ে পড়তে হলে প্রায় প্রতিটি ইউনিভার্সিটি এর ওয়েব সাইটে লেখা আছে যে , তো IELTS লাগবেই , শুধু যে লাগবে তা না বরং কমপক্ষে স্কোর ৭ থাকতে হবে। বাস্তবে এই সমস্যায় বা ভুল বুঝার কারনে বহু ছাত্রছাত্রী সুইডেনে ভর্তি হতে পারে না। তাই সমাধান একটাই IELTS ভালো স্কোর তুলুন।

5. আমি তো এলোপ্যাথি , হোমিওপেথি , হেকিমি , জাদুবিদ্যা ইত্যাদির ডাক্তার, আচ্ছা ডাক্তারদের কি IELTS করা বাধ্যতামূলক ?
আপনি ডাক্তার হলেই হবে না। বরং যেখান থেকে ডাক্তারি পাশ করেছেন সেটি যদি "World Directory of Medical Schools " এর রেজিস্টার্ড প্রতিষ্ঠান হয় তবে সেক্ষেত্রে আপনার IELTS করা লাগবে না। তবে ভালো স্কোর করা থাকলে আপনার ভর্তির সম্ভবনা অনেক বেশি থাকে।

6. স্কলারশিপ পেতে কি আসলেই IELTS লাগে , স্কলারশিপের কোথাও তো এটি লাগবে দেখনি , সত্যি কন ঘটনা কি ?
ভাইরে ভাই আগে তো মন দেয়া নেয়া তারপর না হয় অন্য কিছু। সুইডেনে আগে আপনাকে ভর্তি হতে হবে তারপর স্কলারশিপ এবং তারপর ভিসা। ভর্তির আগে স্কলারশিপ বা ভিসার প্রশ্নই আসে না। আর ভর্তির জন্য IELTS লাগবে। তবে হ্যা স্কলারশিপের জন্য আলাদা করে IELTS লাগে না।

7. আমার বউ , প্রেমিকা , হাজব্যান্ড মানে ইয়ে হাজব্যান্ডের বন্ধু আমার স্পাউস হিসেবে সুইডেনে যেতে চায়। মোদ্দা কথা , স্পাউস এর জন্য কি IELTS করা বাধ্যতামূলক ?
প্রেম আমার উপরে পরেছে ,, গরিব বড়লোক শিক্ষা দীক্ষা দিয়ে ,,এগুলি দিয়ে কি হবে ! প্রেম মানে না কোন আইন। তাই সুইডেন সরকার সেটি বুঝেই সহজ আইন করেছে। অর্থাৎ স্পাউস এর জন্য IELTS করা বাধ্যতামূলক না। তবে আপনার স্পাউস যদি সুইডেনের ইউনিভার্সিটি তে পড়তে চান তবেই শুধু IELTS করা বাধ্যতামূলক। অবশ্য সুইডেনে গিয়েও স্পাউস ভিসায় থাকা যে কেউ IELTS করতে পারবেন।

8. ভিসা পাবার জন্য IELTS করা বাধ্যতামূলক নাকি ?

ভিসা পাবার জন্য IELTS করা বাধ্যতামূলক না। তবে ভাইবা নিলে যদি বুঝতে পারে আপনার ইংলিশের অবস্থা ভালো না , তবে ভিসা দিবে না। তাই আগে থেকেই ভালো আত্ম বিশ্বাস থাকা ভালো যেটি আপনাকে দিবে ভালো IELTS স্কোর।

9. ধরেন IELTS করলাম ,,,তাতে কি হলো , মানে ইয়ে আমাকে আসলে কমপক্ষে কত স্কোর করতে হবে , ঐ ভাইয়া তো বললো ৬ হলেই হবে , আসল কত লাগবে ?

এখানে অনেকে ভুল বুঝে , কারন অনেক ইউনিভার্সিটি এর ওয়েব সাইটে লেখা থাকে , ভর্তির জন্য "English 6" লাগবে। আসলে এটির মানে IELTS 6 নয় , বরং
For English 6: an overall score of IELTS Academic 6.5 and no section below 5.5
কিছু বিষয়ে ভর্তি হতে আরো ভালো স্কোর লাগে , সেখানে সাধারণত লেখা থাকে যে
For English 7: an overall score of IELTS Academic 7.0 and no section below 6
মনে রাখতে পারেন যে , বেশিরভাগ বিষয়ে ভর্তির জন্য IELTS স্কোর ৬.৫ থাকলেই আবেদন করা যায়।

10. আচ্ছা IELTS না করে কোন ইংলিশ কোর্স করে কি সুইডেনে যাওয়া যাবে না ?

সম্ভব। তবে গুলিস্থানের বা ফার্মগেটের আলকুদ্দুস দরদিয়া ইংলিশ একাডেমি থেকে সার্টিফিকেট আনলে হবে না। রবং IELTS এর বিকল্প হিসাবে এই কোর্সগুলি করলেও হবে।
TOEFL iBT, Cambridge Michigan Language Assessments, PTE Academic,
Cambridge ESOL,
এরকম কোন সার্টিফিকেট যদি থাকে এবং তা যদি IELTS 6.5 এর সমকক্ষ হয় তবে ভর্তি হতে পারবেন।

11. সুইডেনের ইউনিভার্সিটি তে শুরুতে ইংলিশ কোর্স করলে বা পাথওয়ে প্রোগ্রামে যাওয়া যাবে কি ?
সুইডেনের কিছু ইউনিভার্সিটি তে শুরুতে ইংলিশ কোর্স করলে বা পাথওয়ে প্রোগ্রামে যাওয়া যায় , তবে মূলত এগুলি ইউরোপের ছাত্রদের জন্য , বাংলাদেশের জন্য না। এটি আমার ধারনা। আমি এই জীবনে কিছু ভুয়া এজেন্সি এবং ভুয়া স্টুডেন্ট ছাড়া সত্যিকার কাউকে এইভাবে ইংলিশ কোর্স বা পাথওয়ে প্রোগ্রামে সুইডেনে যাবার চেষ্টা করতে দেখিনি।

12. IELTS মেয়াদ কতদিন থাকতে হবে ? ভুয়া রেজাল্ট দিয়ে কি ভর্তি হওয়া যাবে?
ভুয়া IELTS রেজাল্ট দিয়ে ভর্তি হওয়া এখন আর সম্ভব না। কারন IELTS রেজাল্ট অনলাইনে ভেরিফাই করা হয়। IELTS রেজাল্ট মূলত ২ বছর পর্যন্ত মেয়াদ থাকে। তবে বাস্তবে আপনার রেজাল্ট যতদিন পর্যন্ত অনলাইনে ভেরিফাই করা সম্ভব ততদিন পর্যন্ত সুইডেনে ভর্তি আবেদন করা যায়। মূলত অটাম সেশনের জন্য ফেব্রুয়ারি /মার্চ মাসে ভেরিফাই করা হয় , আর স্প্রিং সেশনে সেপ্টেম্বর/অক্টবরে ভেরিফাই করা হয়।

13. আমি লন্ডন এ কোর্স করেছি , সুদানেও গিয়েছি , আমার জন্য কি IELTS ছাড়া সুইডেন হবে ?

দুনিয়ার বহুদেশের পানি খাওয়া মানুষ হতে পারেন আপনি , তবে সুইডেনে ভর্তি হতে চাইলে নিচের দেশগুলির কোন একটিতে আপনাকে অনার্স অথবা মাস্টার্স লেভেলে কমপক্ষে ১ বছর পড়ালেখা ইংরেজিতে করতে হবে অর্থাৎ কমপক্ষে ৬০ সুইডিশ ক্রেডিট এর সমকক্ষ সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আপনি IELTS ছাড়াই সুইডেনে ভর্তি হতে পারবেন।
Austria, Belgium, Bulgaria, Croatia, Cyprus, Czech Republic, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Poland, Portugal, Romania, Slovakia, Slovenia, Spain, Iceland, Liechtenstein and Norway, Switzerland, USA, Australia, New Zealand, Jamaica, or English speaking parts of Canada
এই লিস্টের বাহিরে কোন দেশ হলে সেটা গ্রহনযোগ্য হবে না।

14. আমার পোলা বা কন্যার বয়স ৭/৮/৯/১০/১১/১২/১৩/১৪/১৫ , আচ্ছা আমার পোলা বা কন্যা কি IELTS ছাড়াই সুইডেনের স্কুলে ভর্তি হতে পারবে , নাকি তাকেও ?
সুইডেনের বড় বড় অল্প কিছু শহরে শুধু ইংলিশ স্কুল আছে। বেশিরভাগ শহরে ইংলিশ স্কুল নেই। তবে চিন্তার কিছু নেই। আপনার ৭ থেকে ১৫ বয়সী সন্তান সুইডেনে গেলে , স্কুল থেকেই প্রথমে সুইডিশ ভাষা শিখিয়ে দিবে। এরপর স্বাভাবিকভাবেই সুইডিশ ভাষায় পড়ালেখা করতে পারবে। বাচ্চারা খুব দ্রুত ভাষা শিখে যায়। বাচ্চাদের জন্য IELTS করা লাগবে না।

15. সুইডেনে কি IELTS করা যায় ? গেলে কিভাবে, খরচ কেমন , সহজ নাকি কঠিন ?
হ্যা সুইডেনেও করা যায়। বাংলাদেশের মতই একই সিস্টেম। নিজেকে যোগ্য করে এরপর পরীক্ষা দেয়া। সুইডেনের স্টকহোম , গোথেনবার্গ এবং মালমো-লুন্ড শহরে এই পরীক্ষা দেয়া যায় , পরীক্ষার ফি প্রায় ৩৫ হাজার বাংলাদেশী টাকার কাছাকাছি।

IELTS নিয়ে আপনার মনে যত কথা আছে , কুকথা , ভালো কথা , জানা অজানা কথা ,,,সব কিছু মন্তব্যের ঘরে নিঃসঙ্কোচে লিখুন।
Collected from Sanjida apu

©ফরহাদ প্রধান ভাই

#সুইডেন

14/02/2023

Let's learn some few common vocabularies in an easy way:

Examine -পরীক্ষা করা।
Examinee -পরীক্ষার্থী।
Examination- পরীক্ষা।
Examiner - পরীক্ষক।
Exam - পরীক্ষা।

13/02/2023

One of the best ways to learn vocabulary in English is converting one word into different parts of speech. Take the word 'COMPETE' as an example :
* compete is a verb - প্রতিযোগিতা করা।
* noun form is competition - প্রতিযোগিতা।
* another noun form is competitor - প্রতিযোগী
* adjective of the word is competitive - প্রতিযোগিতামূলক।

Here, we got specific words from the same root.

Let's make sentences with every word

1. Rifat compete with Reza - রিফাত রেজার সাথে প্রতিযোগিতা করে।
2. Competition is not desired everywhere - সব জায়গায় প্রতিযোগিতা কাঙ্খিত না।
3. Runa is my competitor in the class - ক্লাসে রুনা আমার প্রতিযোগী।
4. Graduates need to go through competitive exam to get a good job - একটি ভাল চাকরি পেতে গ্র্যাজুয়েটদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।

Want your business to be the top-listed Media Company in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rupatoli
Barisal
8200