Tibbe Nabobe

Tibbe Nabobe

Treatment With Islamic Ayurbadik.

21/08/2022

রাতে ঘুমানোর আগে অবশ্যই পড়ুন।

11/08/2022
18/12/2021

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি জানেন যে মধু এক প্রকার কিন্তু হাকীমী শাস্ত্রে মধু আট প্রকার।যথা:(১)মাক্ষিক মধু, (২)ভ্রমার মধু,(৩)ক্ষৌদ্র মধু,(৪)পৌত্তিক মধু,(৫) ছাত্র মধু,(৬)আর্ঘ মধু ,(৭)উদ্দালক মধু,(৮)দাল মধু।

06/12/2021

অল্প খরচে পুষ্টিকর হালুয়া তৈরি করুন

07/11/2021

শিশুকাল থেকেই নিয়মের অনুসারী হতে হবে। আবেগ বা স্ফুর্তি ও আমোদ প্রমোদে নিয়ম লঙ্ঘন করবেনা । কিছু ছাত্র ছাত্রীদের দেখা যায় যে সারাটি বছর অনর্থক, গল্প গুজব ও অশ্লীল আলোচনা, মোবাইল, আড্ডা ইত্যাদিতে সময় নষ্ট করে আর পরীক্ষার সময় সারারাত জেগে চোখ লাল করে পরীক্ষার হলে প্রবেশ করে।নিয়ম অনুযায়ী চলা উচিত প্রতি নিয়ত রাত ১০/১১ টার মধ্যে ছাত্র ছাত্রীরা আর জনসাধারণ ইশার নামাজের পর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পরবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে। সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে ফযর নামাজ আদায় করবে। অন্য ধর্মের হলেও সূর্য ওঠার আগে উঠবে শিশুদেরও উঠবে।

03/11/2021

সুনিদ্রা স্বাস্থ্যের পক্ষে অমৃত তুল‍্য, শুধু ব্যায়াম, বিশ্রাম, পুষ্টিকর আহার-বিহাব দিয়ে দেহ ও মন সতেজ থাকতে পারে না। উপযুক্ত সুনিদ্রার অভাবে মন ও মস্তিষ্ক দিনে দিনে দুর্বল ও গরম হয়ে পড়লে, বিভিন্ন প্রকার মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে নিদ্রাহীন ব্যক্তি পাগল পর্যন্ত হয়ে যায়। অতএব প্রত্যেকটি নারী ও পুরুষের দৈনিক ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত। এর থেকে বেশী ঘুমিয়ে অলস ও অকর্মণ্য হওয়া উচিত নয়। পক্ষান্তরে তদপেক্ষা কম নিদ্রা গিয়ে স্বাস্থ্য নষ্ট করাও উচিত নয়।(বেহেশতী দেওর) আমার এ বিষয়ে পারে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন।

31/10/2021

শায়খ আবু বকর সিরাজ র. বর্ণনা করেছেন, যদি কেউ পুরা বিসমিল্লাহ ৬২৫ বার লিখে নিজের সাথে রাখে তবে সকল লোকের মনে তার প্রভাব বসে যাবে এবং কেউ তার অনিষ্ট করতে পারবে না। পরীক্ষা করে দেখা গেছে।
বিসমিল্লাহ বারো হাজার বার এই নিয়মে পাঠ করবে যে, এক হাজার বার হলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিজের মকছুদের জন্য দোয়া করবে । এই নিয়মে বারো হাজার বার খতম করলে যত বড় মকছুদই হোক না কেন, খোদার ইচ্ছায় পুরা হবে।

Want your practice to be the top-listed Clinic in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রাতে ঘুমানোর আগে অবশ্যই পড়ুন।

Category

Website

Address

Bhola
Barisal