Asma's Cooking
হোমমেড খাবার, ফ্রোজেন ফুড, ডেজার্ট আইটেম, পিঠা পুলি, কেক, পিজা নিশ্চিন্তে ডেলিভারি দেয়া হয় always fresh food
☘️প্রয়োজনীয় টুকিটাকি ঘরোয়া টিপস:
💥 নিমপাতা ভেজানো বা সেদ্ধ পানিতে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না।
💥 মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। তারপর নিশ্চিন্তে ঘুমান।
💥 রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মত ভিনেগার ঢেলে দিয়ে রাখুন। সকালে দু’মগ পানি ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।
💥 দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ায় মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।
💥 বাচ্চাদের ঘরে মাছি, পিঁপড়ে হয়। যদি লবন ,সেনিটাইজ বা সেভলন ছিটিয়ে ঘর মোছা যায়, পিঁপড়ে মাছি কম হবে।
💥 অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না।
💥 নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না।
💥 গ্যাস ওভেন-এ রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে লবন ছিটিয়ে দিন। ওভেন ঠাণ্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালভাবে মুছে দিন।
💥 সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে লবন পানি ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।
💥 বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ঐ জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে চুন গুঁড়ো করে নারকোল তেল এবং সাবান মিশিয়ে মিশ্রণটি লাগান, ফুটো বন্ধ হয়ে যাবে।
💥 আস্ত ধনেতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না। ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনে পাতার চাষ হবে আপনার বাগানে।
💥 অ্যাকোরিয়ামের পানি ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার কাজ করবে।
💥 কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ঐ ফেলে দেওয়া খোসাই গোলাপ গাছের সেরা সার।
💥 ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ঐ চা’পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা’পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
💥 কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পড়লে যে ধোঁয়া হবে তাতে সবংশে মশা পালাবে।
💥 লোডশেডিঙের সময় যদি হ্যারিকেন বা কাঁচ ঢাকা বাতিদানি জ্বালান তবে তার ওপর দু-একটা ব্যবহৃত মশা মারার রিপেলেন্ট রেখে দেবেন। আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে।
💥 প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।
💥 ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন।
এর ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
💥 মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫/৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর পানি বদলে দেবেন। পানি অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনা চারাও গজিয়ে যাবে।
সংগৃহীত।।
#প্রয়োজনীয়_কিছু_টিপস
#কিচেন #টিপস #কিচেনটিপস
আলহামদুলিল্লাহ। ৮০ পিস ক্ষির পাটিসাপটা ও ৫০ পিস চালের রুটি ডেলিভারি ডান।
আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারি সম্পন্ন হয়েছে
আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারি ছিলো #ইউনিক হসপিটালে। আজকে ছিলো।
ক্ষীর পাটিসাপটা
পাক্কান পিঠা
পুডিং
চিকেন মোমো
যে কোন হোম মেইড খাবার ও পিঠা পুলির জন্য ফোন করুন 01718439125
আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারিতে ছিলো
পাক্কান পিঠা
চিকেন মোমো
আমের কিসমিস
সিঙ্গারা
তালের পিঠা
হোম মেইড খাবারের জন্য ইনবক্স করুন
আমি পাশের বাড়ির ভাবি
আমি যখন কাজে বের হই, আমার স্ত্রী প্রতিদিন সকালে তখন মনে করিয়ে দেয়, আমি কিছু একটা ভুলে গেছি..
কখনও গাড়ির চাবি, কখনও বা বাড়ির চাবি।
এবং বেশিরভাগ সময় সে আমাকে আমার মোবাইল ফোন, বা গাড়ির নথির কথা মনে করিয়ে দেয়.. এবং বলে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি এবং স্মৃতিশক্তি হ্রাসে ভু-গছি!
আমি এই উপহাসের অবসান করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি যা ভুলে যাই তা লিখে রাখলাম।
সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হওয়ার আগে কাগজটা হাতে নিয়ে সব চেক করতে লাগলাম।
মনে মনে খুশি হয়ে বাসা থেকে বের হলাম.. মনে হলো- আজকে আমি বিজয়ী!
আমি গাড়ির ইঞ্জিন চালু করে রওনা হয়ে গেলাম। মাত্র কয়েক সেকেন্ড পরেই বউয়ের ফোন বেজে উঠলো।
বললাম:
"আজ আমি ব্যর্থ হইনি যে তোমার কাছে লজ্জা পেতে হবে। আমি আজ কিছুই ভুলিনি !
বউ বলে উঠলো: "বাড়ি ফিরে এসো, আজ শুক্রবার!
#সংগ্রহীত
আমার বাবার জন্য সকালের নাস্তা
জীবন সহজ নয়;জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে,কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে ।
আলহামদুলিল্লাহ। ৩০ প্যাকেট চিকেন বিরিয়ানি ভেলিভারি দিলাম।
হোম মেইড খাবারের জন্য ইনবক্স করুন
বরিশাল এর বিখ্যাত খাবার চালের রুটি। এটা দিয়ে হাঁসের মাংস দারুন জমে
আলহামদুলিল্লাহ। ডেলিভারি সম্পন্ন করলাম। আজকের ডেলিভারিতে ছিলো
ফ্রোজেন সিঙ্গারা, গজা, চালের রুটি, মোমো, আমসত্ব।
(পিকচারে সিঙ্গারার রিভিউ আছে)
যে কোন হোম মেইড খাবারের জন্য ইনবক্স করুন। অথবা ফোন করুন 01718-439125 ।
আজকের ডেলিভারিতে ছিলো চালের রুটি। যা বরিশাইল্লাদের প্রিয় খাবার
#মোমো #মোমোদিবস
একদিকে ১০০ মোমো সেল করার রেকর্ড আছে।
হোম মেইড খাবারের সুনাম এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যারা এটাতে একমত তারাই হোম মেইড খাবার উপর ঝুঁকে পড়েছে বেশি। আজকে মোমো দিবস। আপনিও অর্ডার করতে পারেন অথবা ফোন করুন 01718-439125
আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারি সম্পন্ন করলাম। আজ ছিলো
ওয়েলকাম কেক-২ পাউন্ড
নকশি পিঠা -৩ কেজি।
সম্মানিত ক্লাইন্ট যাদের অর্ডার আজ নিতে পারিনি তাদের কাছে দুঃখিত।
হোম মেইড খাবার ও পিঠা পুলির জন্য অনন্য Asma's Cooking । অর্ডার করতে ইনবক্স করুন
আলহামদুলিল্লাহ। একদিনের মধ্যে ৩ কেজি নকশি পিঠা একদম একা হাতে বানিয়ে ঘরের রান্না বান্না সামলিয়ে আজ সকালে বিয়ে বাড়ির উদ্দেশ্যে ডেলিভারি দিলাম। ধন্যবাদ Roksana Ive আপুকে। আপুর মাধ্যমে আপুর বন্ধু অর্ডারটা করেছিলেন
আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারি সম্পন্ন হলো। আজ ছিলো
আমসত্ব
তালের পিঠা
আমের আচার
পাক্কান পিঠা
সিঙ্গার
আলহামদুলিল্লাহ। আজকের ভেলিভারি সম্পন্ন হলো। আজকের ডেলিভারিতে ছিলো।
কলাপাতায় তালপিঠা
কাঁঠাল পাতায় তালের কোন
আমের কাঁচা ঝুড়ি আচার।
আমসত্ব
অর্ডারের জন্য ফোন করুন 01718-439125
এক টুকরো আমসত্ব খেলে আপনি আমের থেকেই ৭ গুন বেশি পুষ্টি গ্রহন করবেন তাও এই আমের সিজন শেষ হবার পরেও। আমার বেবি একটুকরো আমসত্ব খেয়ে বলছে আগামী বছর আম খাব না। সব আম দিয়ে আমসত্ব করে রাখবা। এত্ত এত্ত মজা এই আমসত্ব।
তাই ইনসআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর আরো বেশি করে আমসত্ব তৈরি করে রাখতে হবে কারন যে পরিমাণ চাহিদা সে পরিমান তৈরি করতে পারি না। এবার ১৫ কেজি আমসত্ব তৈরি করেছিলাম সব প্রায় শেষের দিকে। তাই আপনার পছন্দের আমসত্ব এখনি অর্ডার করতে ইনবক্স করুন অথবা মেসেজ করুন 01718-439125
মানুষকে আনন্দ দিতে হবে। বড় কিছু করতে হবে না এ জন্য। ছোট ছোট কাজ করে মানুষকে আনন্দ দেয়া যায়। আপনারাও ভালো লাগবে।
❤️❤️❤️❤️🌷
আমসত্বে আছে আমের থেকে ৭ গুন বেশি পুষ্টি আর তাছাড়া আমের সিজন শেষ হলে আম প্রিয় মানুষের জন্য আমসত্ব তো আছেই তাহলে আর চিন্তা কিসের।
বড়রা সহ ছোটদের দারুন পছন্দ হলো এই আমসত্ব। বাচ্চাদের হাতে চকলেট না দিয়ে আমি সবসময়ই আমসত্ব দিয়ে থাকি আর আমার বাচ্চারাও চকলেট এর কথা বেমালুম ভুলে গেছে যেদিন থেকে আমি আমসত্ব বানিয়ে ফ্রিজ ভরে রেখে দেই। সারা বছর খাওয়ার উপযোগী করে।
আর আমার তৈরি আমসত্ব প্রিমিয়াম কোয়ালিটির যা আপনি বাজারের সাথে তৈরি আমসত্ব এর সাথে কোনভাবেই মিলাতে পারবেন না।
বাজারের গুলো আমাদের মত যত্ন সহকারে কখনো প্রসেসিং করে না
তাই প্রিয় সন্তানের হাতে আমসত্ব তুলে দিতে চাইলে Asma's Cooking থেকে অর্ডার করুন।
অলয়েজ ফ্রেশ এন্ড টেষ্টি
আলহামদুলিল্লাহ। গত দুই দিনের অর্ডার ডেলিভারি হলো।
কলা পাতায় তাল পিঠা
কাঠাল পাতার তালের কোন
পাক্কান পিঠা
ঝাল কুলি
ভেজিটেবল রোল
পাটিসাপটা পিঠা
স্পাইসি স্যান্ডউইচ
সিঙ্গারা
এককেজি আমসত্ব
বিস্কি
বার্গার
যে কোন হোম মেইড খাবারের জন্য ইনবক্স করুন
আলহামদুলিল্লাহ। আজকের delivery হলো কলাপাতার তালপিঠা। মাসআল্লাহ সবাই খেয়ে খুব মজা পেয়েছেন। দারুন দারুন রিভিউ দিয়েছেন।
রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। আজ শুক্রবার বর আসবেন না দেখে খালি আলু ভাতে দিলাম আর ডাল।
ওমা দেখি দুপুরের দিকে চলে আসছে। তাড়াহুড়ো করে বালচাও বানিয়ে দিলাম, আলুভর্তা তো ছিলই, ডিম ভেজে দিলাম, ঢেঁকি শাক ভেজে দিলাম আর কাঁচা আম তেলের আচার।
আলহামদুলিল্লাহ। এত মজা খেলাম সবাই। একদম প্লেট ভর্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ভেলিভারিতে ছিলো
গজা
বার্থডে কেক
আমসত্ত্ব আমের আচার
জলপাইর আচার
আচারগুলো সব ফ্রান্সে চলে যাবে আলহামদুলিল্লাহ
#আমসত্ব হলো আমের থেকে ৭ গুন বেশি পুষ্টিকর একটি খাবার। তাই শিশু সহ বৃদ্ধ সবাই খেতে পারে অনায়াসে।
আমার আমসত্ত্বের মধ্যে কোন কেমিক্যাল নেই । নেই কোন কৃত্রিম রং।
তাই এটা আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন সারা বছর।
কিন্তু আপনি যদি বাজারের আমসত্ত্ব কিনেন সাথে পাবেন ফ্রি কেমিক্যাল। অস্বাস্থকর পরিবেশে তৈরি করা ধুলো ময়লা বালু। সাথে পাবেন ফ্রি কৃত্রিম রঙ মিশানো আমসত্ত্ব।
তাই বাজারের কেমিক্যাল মিশ্রিত আমসত্ত্ব না খেয়ে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির হোমমেইড আমসত্ব পরিবারের প্রিয় মানুষের হাতে তুলে দিন
কোন একদিন এক আপুর বাসায় সুরমা মাছ খেয়েছিলাম। এই মাছের নাম আমি জীবনেও শুনি নাই আর খাই ও নাই। কিন্তু মাছ টা এত্ত মজা লাগছিলো যে আমি বারবার খেতে চাইছিলাম। জামাইকে বললাম এই মাছ এনে দাও।
জামাই আজ বাজার থেকে এই মাছ কিনে এনে বললেন, বাজারের সবচেয়ে কম দামি মাছ। এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেলা।
অন্যন্যা মাছের সাথে এই সুরমা মাছ এক কেজি আনছেন। সবগুলো ফ্রাই করে রেখে গোসলে গেলাম। গোসল নামাজ সেরে খেতে বসে দেখি সবচেয়ে ছোট মাছটা আমার জন্য এক কোনায় পড়ে রইছে।
অর্ডারের জন্য ইনবক্স করুন Asma's Cooking এ
হাজবেন্ড এর কর্মস্থলে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি একটা ছোট রাইস কুকার ছাড়া কিছুই নেই।
সেই রাইস কুকার এ ভাত, ডিম, শাক, ডাল রান্না করে খেলাম। বাইরে থেকে কোন বাজার করিনি। ঘরে যা ছিলো আর ছাদ থেকে লাউ শাক নিলাম শুধু। আর পরের দিন উনার হাতে বরশি দিয়ে ধরা মাছ আর লাউ পাতা। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ।
আসলে খুব কষ্ট করে হাড়ি পাতিল না থাকলে কোন রকম রান্না করে খেলে তৃপ্তিটা বহু গুণ বেড়ে যায়।
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রতিবছর আমাদের দেশে ৩৫ হাজার কোটি টাকার ফসল মাঠ থেকে সংগ্রহের পর নষ্ট হয়ে যায়। এটা কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবারই একটা কষ্টের কারণ।
আর এই ক্ষতি আমরা হয়তো ১০০% বন্ধ করতে পারবো না কিন্তু সরকার চাচ্ছে আমরা যেন অন্তত ৫% এই ক্ষতি কমিয়ে আনতে পারি।
তাই ফসল মাঠ থেকে সংগ্রহের পর এটা কিভাবে সংরক্ষণ করা যায় তার উপরে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে হাতে-কলমে একটা প্রশিক্ষণ পেয়েছি পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে। ইনশাল্লাহ এটা কাজে লাগিয়ে দেশের সম্পদ আমরা রক্ষা করব।
উম্মে আসমা
ছবিতে Asma's Cooking এর প্রিমিয়াম কোয়ালিটির #আমসত্ব
আমরা যখন কোন টিমে কাজ করি মানে টিম ওয়ার্ক সেখানে কিন্তু অফিসিয়াল কাজের পাশাপাশি ব্যক্তিগত অনেক নোটিশ থাকে প্রত্যেকের জন্য।
টিম ওয়ার্কের সময় আপনি বুঝতে পারবেন
কে আপনাকে পছন্দ করে কে আপনাকে পছন্দ করে না।
কে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে কে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না।
এই টিমে কে আপনাকে সদস্য হিসেবে চাচ্ছে কে চাচ্ছে না।
কে আপনাকে সম্মান করছে কি আপনাকে সম্মান করছে না।
কে আপনাকে ঈর্ষা করছে কে ঈর্ষা করছে না।
আরো আরো অনেক কিছু নোটিশ করে আমি ধারাবাহিকভাবে লিখব ইনশাল্লাহ ।
তো যত বেশি টিম ওয়ার্ক করবেন তত বেশি নিজেকে বুঝতে পারবেন যে আপনি মানুষ হিসেবে সবার কাছে কেমন।
ছবিতে আজকের ভেলিভারির
ভেজিটেবল রোল
গজা
আলহামদুলিল্লাহ। #আম কিসমিস একদম রেডি ডেলিভারির জন্য। এটার এত চাহিদা ছিলো যে ২ লট শেষ করে এটা ৩য় লট বানালাম আলহামদুলিল্লাহ। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে অর্ডারটা এসেছে।
#আমকিসমিস
#আমের
Mango Ice-cream
বরিশালের গুঠিয়ার দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য গুঠিয়ার সন্দেশ স্বাদে ঘ্রাণে এক অনন্য ও দেশ জোড়া খ্যাতিতে আজ বিখ্যাত গুঠিয়া।
এই সন্দেশে- উপরে কিশমিশ দেওয়া। দূর থেকে দেখলে মনে হয় ডালিতে ঝরা শিউলি ফুল সাজিয়ে রাখা। একটু কাছে এলে টাটকা গরুর দুধের ঘ্রাণ। অনন্য স্বাদের এই সন্দেশের নামকরণ এলাকার নামেই। দেশজোড়া সেই সন্দেশের খ্যাতি।
গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত এই সন্দেশ বরিশালের প্রায় ৬০ বছরের ঐতিহ্য। নাম শুনলেই সবার মাথায় চলে আসে খাঁটি ছানা দিয়ে তৈরি এই খাবারটির লোভনীয় স্বাদের কথা। অনেকের মতে গুঠিয়া ইউনিয়নটি আজ খ্যাতি লাভ করেছে এই সন্দেশের জন্যই।
বরিশাল থেকে গুঠিয়া ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। দূরত্বের কথা ভুলে ভোজনবিলাসীরা ছুটে যান এই সন্দেশের স্বাদ নিতে। কারণ অত্যন্ত মুখরোচক এই সন্দেশে খাঁটি ছানা ও চিনি ছাড়া অন্য কিছুই ব্যবহার করা হয় না। এই সন্দেশের আরও বিশেষত্ব হলো এর থেকে গরুর টাটকা দুধের ঘ্রাণ পাওয়া যায়।
বরিশালের উজিরপুর উপজেলার একটি ইউনিয়নের নাম গুঠিয়া। বেশ বছর কয়েক আগে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদ ও কমপ্লেক্সের জন্য বাংলাদেশ সহ বিশ্বে আলোচনায় এসেছে এই এলাকাটি। কিন্তু গুঠিয়ার সুখ্যাতি সুস্বাদু এই সন্দেশের জন্য। আছে।
তথ্য: গুগল
Presentation with Bangladesh Bank.
আমের টক,ঝাল, মিষ্টি আচার
আমের ম্যাসড আচার
আমের ক্যান্ডি
আমের কিসমিস
টক ঝাল মিষ্টি আমসত্ব
টক ঝাল আমসত্ব
টম মিষ্টি আমসত্ব
আমের সিজন শুরু হয়েছে বৈকি কিন্তু শেষ হতে কতক্ষন কিন্তু এই সব কিছু সংরক্ষণ করে রাখা যাবে সারা বছর। আর নিজেদের খাবার ও অতিথি আপ্যায়ন এর তুলনা হয়না।
এখন আপনিই ভাবুন কোনটা কোনটা আপনার সংগ্রহে থাকবে আর আপনাকে সবাই সৌখিন নারী হিসেবে ভূষিত করবেন।
মনে রাখবেন এই আমের সিজনে অতিথিকে একটু আচার না খাওয়ালে উনারা কিন্তু আপনাকে একদম বেগুন বলে আখ্যায়িত করবেন 🤣🤣🤣🤣।
তাই অর্ডার করে এখনি রেখে দিন আপনার সংগ্রহশালায়
আলহামদুলিল্লাহ। দুইটা অর্ডার আসছে ঢাকা থেকে আজ কুরিয়ার করব ইনশাল্লাহ।
একদম ১০০% পিওর আমসত্তা পেতে ইনবক্স করুন
মাছ মাংস ছাড়াও তরি তরকারী দিয়ে মজা করে ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আমসত্ব ভেলিভারি শুরুহয়ে গেলো। চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি সেল শুরু করবো কারন গত বছর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল এবং অনেকেই চেয়েছিলেন কিন্তু শেষে দিতে পারিনি। যাই হোক এই তিনজন খুব রিকোয়েস্ট করাতে সেল শুরু করলাম তার মধ্যে ফাষ্ট ক্রেতা হলেন আমার হাজবেন্ড। প্রথম ধাক্কাতেই ৩০০ টাকার কিনে নিলেন এবং বললেন কর্মস্থলে নিয়ে যাবেন কিন্তু কেনার এক ঘন্টার মধ্যে সব খেয়ে শেষ করে ফেললেন যা শিশুদেরকেও হার মানিয়েছেন। এখন ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে আছেন কি করবেন আবার কিনবেন নাকি ফ্রি কিছু টা পাবেন কিন্তু আমি তো ফ্রিতে এত কষ্টের আমসত্ব কাউকেই দিবনা। শেষমেষ মেয়ে বললো আমাকে ১০০ টাকার দাও। সেটা বাবাকে দিব।
ছবিতে ভেলিভারি দেয়ার আমসত্বের ছবি।
আলহামদুলিল্লাহ। ভেলিভারি ডান। এরকম সুন্দর ফ্রেস হোম মেইড ফ্রুট কেক নিতে ইনবক্স করুন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
8200
Guthiya
Barisal, 8200
ইনান মিষ্টি সমাহার এ আপনি পাচ্ছেন গুঠ?
Barisal
পেটুক ভাই-Petuk Bhai basically an online food shop in Barishal where people get home
New Circular Road, Peshkar Bari, Barishal
Barisal, 8200
A change you can see.....
Mathbaria
Barisal, 1234
All types of delicious food are available at Anand's establishment