atikulislamsrower78
Nothing.
সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস...
দেশ মাতৃকার নিরাপত্তায় নিয়োজিত সকল
সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি জানাই
গভীর শ্রদ্ধা ও অভিনন্দন।🇧🇩🇧🇩🇧🇩
🫵আপনি কার পক্ষে..?
কোন দেশের আর্মি বেশি স্মার্ট..?
নারী যৌবন বয়সে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার আবেদন করে!
–প্রিয় বোন.🤗
রাস্তাঘাটে ছেলেরা
ওয়াও,নাইস,জোস্ বললে
সেটা ইভটিজিং 🙂
–আর ফেসবুকে ছবি আপলোড দিলে
যখন ছেলেরা ওয়াও,নাইস,জোস্
কমেন্ট করে,,,,তখন তার রিপ্লাই আসে
Thank you vaiya.🙂
–বাহ বাহ কি অসাধারণ তাই না 🙂
বলছি কি আপু
ন্যাকামি টা এবার থামান।
- দিন "ফুরিয়ে" যাচ্ছে...😢
ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে,
এত আনন্দ, কোলাহল, শখের বাড়ি, সবকিছুই লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলীলে...
তাই ফিরে আসুন রবের কাছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমিন.🥀🌹
মানুষ যেথায় আটকে যায় ⁉️
আপনি কি জানেন বিমানসেনাদের কাজ কি???
তারা কি করে থাকে??
তাদের দ্বায়িত্ব কি???
যদি না জেনে থাকেন তাহলে আর দেরি না করে চলুন আজ জেনে নেই
বাংলাদেশ বিমান বাহিনীর পদবীসমূহ দুই ভাগে বিভক্ত।
একটি অফিসারদের (কর্মকর্তা) পদবী এবং অন্যটি বিমানসেনাদের পদবী।
বিমানসেনা (ইংরেজীতে এয়ারম্যান) মানে বৈমানিক বোঝায় না, বোঝায় স্থলে কাজ করা কর্মচারীদের।
কারণ সকল বিমান চালকই অফিসার হয়ে থাকে
বিমানসেনারা বিমান বাহিনীর মূল চালিকা শক্তি । তারা যুদ্ধ বিমানকে সার্বক্ষণিক সচল রাখেন। সার্বক্ষণিক দেশের আকাশ সীমা রক্ষায় তথা দেশ রক্ষায় বিমান বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার লক্ষ্যে যুদ্ধ বিমানের টেকনিক্যাল ক্রুটি সমাধান, বিমান উড্ডয়নের পূর্বে পরিদর্শন, বিমানের ওভার হোলিং কাজ সম্পাদন, বিমানকে যুদ্ধসাজে সজ্জীতকরণ (যেমন বিমানে কামান, বোম্ব, মিসাইল, রকেট সংযুক্তকরণ এবং রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনীর সকল অস্ত্র ও গোলাবারুদ সচল রাখা, অাবহাওয়া পূর্বাভাসের উপাত্ত গ্রহণ, এয়ার ট্রাফিক কট্রোল, টেলিকমিউনিকেশন, প্রশাসনিক কার্য সম্পাদন, বিমান বাহিনীর ইউনিট সমূহে নিরাপত্তা দায়িত্ব পালন, চিকিৎসা সহকারী হিসেবে দায়িত্ব পালন সহ সরকার কর্তৃক প্রদত্ত যেকোন কার্য সম্পাদন এবং জাতীয় দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা ইত্যাদি।
এসি-২ থেকে এলএসি পদবীধারী ব্যক্তিগণকে সাধারণ বিমানসেনা, কর্পোর্যাল ও সার্জেন্টদেরকে এনসিও (নন কমিশন্ড অফিসার) এবং ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদবীধারী ব্যক্তিদেরকে জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) বলা হয় । যদিও সকলেই বিমানসেনা ।
নিম্নে বিমানসেনাদের পদবী উল্লেখ করা হলো :
মাস্টার ওয়ারেন্ট অফিসার
সিনিয়র ওয়ারেন্ট অফিসার
ওয়ারেন্ট অফিসার
সার্জেন্ট
কর্পোর্যাল
এলএসি (লীডিং এয়ারক্র্যাফটম্যান)
এসি-১ (এয়ারক্র্যাফটম্যান-১)
এসি-২ (এয়ারক্র্যাফটম্যান-২)
আর মাত্র কয়েক দিন- তাহলে আবেদন শেষ
তাই দ্রুত পছন্দ মাফিক ট্রেড গুলোতো আবেদন করে ফেলুন।
www.joinbangladeshairforce.mil.bd
যাদের বিমান বাহিনীতে জব করার ইচ্ছে।
আসুন জেনে নেই বিমানবাহিনীতে বিমানসেনাদের ট্রেড ভিত্তিক কাজঃ০-
#টেকনিক্যাল: এই ট্রেড এর মধ্যে বিভিন্ন ভাগ থাকে,
যেমন,,
১।এয়ারফ্রেম ফিটার,
২। ইঞ্জিন ফিটার,
৩।ইন্সট্রুমেন্ট ফিটার,
৪।রেডিও ফিটার,
৫।আর্মেন্ট ফিটার,
৬।জেনারেল ইঞ্জিনিয়ারিং,
৭।গ্রাউন্ড সিগন্যালিং,
৮।রাডার অপারেটর,
৯।এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ সহকারী,
১০।আবহাওয়া সহকারী এবং
১১।লজিস্টিক সহকারী বাণিজ্য। বিমান এর সকল ইঞ্জিনিয়ারিং কাজ গুলো সম্পন্ন করে থাকে টেকনিক্যাল ট্রেড এর বিমান সেনারা।
#নন-টেকনিক্যাল: কথার মধ্যেই কিন্তু বুঝা যাচ্ছে এদের কাজ কি ;
১। অফিসিয়াল কাজ
২। এয়ারক্রু
৩। ফটোগ্রাফি, ক্যাটারিং ইত্যাদি কাজ গুলো করে থাকেন এই ট্রেড এর বিমান সেনারা ।
(মেকানিকাল ট্রান্সপোর্ট অপারেটর) এই ট্রেড এর কাজ গুলো বাহিনীর সকল বাস,মাইক্রো, কার্গো সহ সকল পরিবহন এর মেকানিকাল ও ইঞ্জিনিয়ারিং সাইট গুলো দেখা শুনা এন্ড সেই পরিবহন এর ড্রাইভিং করা ।
#মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট: (সহকারী ডাক্তার) বিমান বাহিনী এর বিভিন্ন ইউনিট বা বেজ এ সহকারী ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করা, সিএমএইচ এ গেলে আপনি তাদের দেখতে পারবেন।
#প্রভোস্ট: এই ট্রেড এর বিমান সেনা রা বিমান বাহিনী এর পুলিশ নাম এ পরিচিত ।
ক্যান্টনমেন্ট এরিয়া এর ভিতরে রাইট আর্মস এ লাল ব্যাজ (প্রভোস্ট)এরা ভীষণ চৌকষ এয়ার পুলিশ অর্থাৎ ট্রাফিক লেন ও বিমান সেনা ভর্তি করে থাকেন ।
#মিউজিক: এটা নিয়ে বেশি কিছু বলার দরকার পড়বে না এটার কাজ কম বেশি সবাই জানেন বিভিন্ন অনুষ্ঠানে বাদ্য যন্ত্র বাজানো।
#খেলোয়াড়: সবাই জানেন এদের শুধু খেলাধুলা করতে হয়। এখানে আপনি যে কোনো খেলোয়াড় পেশায় যোগদান করতে পারবেন । যাদের সার্টিফিকেটে থাকবে তাদের অংগ্ৰাধিকার দেয়া হবে ।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ প্রস্তুতি :
১। টেকনিক্যাল
২। চিকিৎসা সহকারী
৪। এমটিওএফ
৫। প্রভোস্ট
৬। নন-টেকনিক্যাল
৭। নন-টেকনিক্যাল/ টেকনিক্যাল (প্লেয়ার)
৮। মিউজিক
আবেদন এর যোগ্যতাঃ
বয়সঃ- ১৬-২১ বছর
MTOF ট্রেডে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এবং Medical Assistant Trade এ ৪ বছর MATS সম্পন্নকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৬ বছর।
জিপিএ (এসএসসি) -৩.৫০, MTOF ট্রেডে ৩.০০
উচ্চতাঃ- ছেলে -৫'৪", শুধু মাত্র প্রভোস্ট ট্রেডে ৫'৮"
পরীক্ষার ধাপ সমূহঃ-
১। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি ও কাগজপত্র চেক-আপ।
২। লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি তে)
৩। মেডিক্যাল চেক-আপ
৪। গোয়েন্দা ভাইভা
৫। ভাইভা
৬। ফলাফল ঘোষণা
৭। ব্লাড টেস্ট ও ডোপ টেস্ট।
৮। এপয়েন্টমেন্ট লেটার
লিখিত পরিক্ষায় যা যা থাকেঃ
১। Technical Trade, MTOF, IT
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
পদার্থ ও গনিত -৫০
২। Medical Assistant
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
পদার্থ ও গনিত -৫০, জীববিজ্ঞান -২৫
৩। নন টেকনিক্যাল ট্রেড, খেলোয়াড় ও প্রভোস্ট
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
সাধারণ জ্ঞান -৫০
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
www.joinbangladeshairforce.mil.bd
পরীক্ষার কেন্দ্রঃ বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫
যে কোনো বিষয় জানতে নক করতে পারেন
ইনশাআল্লাহ আপনাকে হেল্প করতে পারবো ।
ধন্যবাদ
#বিমানসেনা
তোমার সুন্দরি বা!ন্ধবীকে আমার হাতে তুলে দেও;
তোমায় ১কেজি কাঁচামরিচ দিবো..! 🥹😒
Sena⚔️
সৌদি আরবে সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এখানে আপনারা কে কি দেখতে পাচ্ছেন..?
Army..
🇧🇩
মানুষের উপর জোর খাটাতে নেই।🙂
না বন্ধুত্বে,
না ভালবাসায়, ❤️
না অন্য কোন সম্পর্কে।
আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে.....
কি রে.? আমাকে বলিস নি কেন.? 🤨
জিজ্ঞেস করতে নেই।
কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে..
কি ব্যাপার? রিপ্লাই দেন না কেন?
বলে আবাও মেসেজ দিতে নেই।
কেউ ছেড়ে যেতে চাইলে.. হাজারটা যুক্তি দেখিয়ে...
আটকে রাখার চেষ্টা করতে নেই। 😐
জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না।😒
আর কাছের মানুষদের কাছে..
জোর করা লাগেনা। ❤️
লেখা: সংগৃহীত
🇧🇩⚔️🇧🇩
BD Army
নতুন রিক্রুট সেনাসদস্যের একাংশ।
ছবিতে আর্মির পোশাক পরিহিত যে ব্যক্তিকে আপনারা দেখছেন তিনি একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, যা কিনা তার পোশাকের ব্যাচ এবং স্টার দেখেই বোঝা যায়। তিনি ছাত্র-ছাত্রীদের সাথে লাইনে না দাড়ালেও তাকে কেউ একটা প্রশ্নও করতে যাবেনা বরং তাকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাবে। আজ সকালে বিষয়টি দেখে অভিভূত হয়ে তার পারমিশন ছাড়ায় দুটো ছবি তোলা হয়েছে আপনাদের মাঝে একটা চিত্র তুলে ধরার জন্য।
At Bangladesh University of Professionals
29.03.2023
Platforms of Bangladesh Navy
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করে ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সবাইকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা।
বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
#বাংলাদেশ #বঙ্গবন্ধু #স্বাধীনতাদিবস #মুক্তিযুদ্ধ #মুক্তিযোদ্ধা #শহীদ #রাষ্ট্রপতি #প্রধানমন্ত্রী #শ্রদ্ধানিবেদন #স্মৃতিসৌধ #সাভার
নতুন নিয়মে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
⚔️🪖⚔️
😍..🌙
তাদের কে বলে দিও। দেশের জন্য সামরিক বাহিনীর সকল সদস্যরা সব সময় প্রস্তুত আছে।🪖⚔️🪖
তবে আমরা যুদ্ধ চাইনা, আমরা শান্তি চাই ♥️
বাংলাদেশ বিমান সেনা সার্কুলার ✈️✈️
Bangladesh Navy..⚓
Bangladesh Army..⚔️🖤
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
BNCC Platoon, Gov't BM College, Barishal
Barisal, 8200
Bangladesh National Cadet Corps (Naval Wing), Gov't BM College, Barishal.
Barisal
বিএনসিসি জীবনের স্বর্ণালী সময়ের স্মৃতিগুলোকে এই পেইজে তুলে ধরার চেষ্টা করব। আপনি আমন্ত্রিত