হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট
একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্? একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান
আমার শাশুড়ীমা খুবই আশংখ্যাজনক অবস্থায়..বি আই এইচ এস হাসপাতালে (টেকনিক্যাল) আই সি ইউ তে লাইভ সাপোর্টে তিন দিন থাকার পরে আজ রাত ৮ঃ৩৫ মিঃ সবাইকে কাদিয়ে আমাদের এতিম করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছন। ডাক্তারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্বামী, তিন কন্যা ও এক ছেলে সহ অনেক নিকটাত্নীয় রেখে গেছেন।
সকল শুভাকাঙ্ক্ষী, সুভানুধ্যায়ী সহ সকলের নিকট তাহার পরমাত্মার মঙ্গল কামনার জন্য প্রার্থনা কামনা করছি।
দিব্যান লোকান স্ গচ্ছতু ॥🙏🙏🙏
৫২ এর সকল ভাষা শহীদের প্রতি হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।
May the New Year bring you happiness, peace, and prosperity. Wishing you a joyous 2023
পরম সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভাল একটি দিন কাটল। গতকাল ০৯/০৯/২০২২ তারিখ রোজ শুক্রবার বেলা ২.০০ ঘটিকার সময় "পশ্চিম কারফা ঠাকুর বাড়ী সর্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের নির্মান কাজ উপলক্ষ্যে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সিঙ্গাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার হরেন্দ্র-মালতী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শ্রী কিরণ চন্দ্র বালা =২০,৫০৫/- (বিশ হাজার পাঁচশত পাঁচ) টাকা অনুদান প্রদান করেন। সংগঠনের পক্ষ হতে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রী স্বদেশ কুমার বিশ্বাস ও শ্রী অমূল্য বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী ভীষ্মদেব বাড়ৈ, শ্রী জলধর বৈদ্য, শ্রীমতি সন্ধ্যা বালা, কবি শ্রী রবীন্দ্রনাথ সরকার, মন্দির কর্তৃপক্ষ শ্রী প্রফুল্ল ব্যানার্জী, শিক্ষক শ্রী শান্তি রঞ্জন দে, শ্রী পরেশ ব্যানার্জী, শ্রী নিহার ব্যানার্জী, শ্রী শংকর মজুমদারসহ এলাকার ভক্ত বৃন্দ। এ সময় শ্রী শ্রী গোবিন্দের প্রার্থনা ও আরতির মাধ্যমে দানবীর শ্রী কিরণ চন্দ্র বালা মহাশয়, তাঁর ভগ্নি শ্রী মতি সন্ধ্যা বালা এবং তাঁদের পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া মন্দিরের অনুদানকারী শ্রী আকুল বালা, শ্রী বিষ্ণুপদ, শ্রী ভীষ্মদেব বাড়ৈ সহ সকলের কল্যাণ কামনা করা হয়।
আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দির কর্তৃপক্ষকে, বিশেষ করে শ্রী শান্তি রঞ্জন দে Shanti Dey এবং নীহার ব্যানার্জীকে আমাকে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনের এ মহৎ সুযোগটুকু দেবার জন্য। মন্দিরটির জন্য আমরা আপনাদের আশীর্বাদ কামনা করছি।
পরম সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভাল একটি দিন কাটল। গতকাল ০৯/০৯/২০২২ তারিখ রোজ শুক্রবার বেলা ২.০০ ঘটিকার সময় "পশ্চিম কারফা ঠাকুর বাড়ী সর্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের নির্মান কাজ উপলক্ষ্যে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সিঙ্গাপুর প্রবাসী হরেন্দ্র-মালতী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ইন্জিনিয়ার শ্রী কিরণ চন্দ্র বালা =২০,৫০৫/- (বিশ হাজার পাঁচশত পাঁচ) টাকা অনুদান প্রদান করেন। সংগঠনের পক্ষ হতে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রী স্বদেশ কুমার বিশ্বাস ও শ্রী অমূল্য বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী ভীষ্মদেব বাড়ৈ, শ্রী জলধর বৈদ্য, শ্রীমতি সন্ধ্যা বালা, কবি শ্রী রবীন্দ্রনাথ সরকার, মন্দির কর্তৃপক্ষ শ্রী প্রফুল্ল ব্যানার্জী, শিক্ষক শ্রী শান্তি রঞ্জন দে, শ্রী পরেশ ব্যানার্জী, শ্রী নিহার ব্যানার্জী, শ্রী শংকর মজুমদারসহ এলাকার ভক্ত বৃন্দ। এ সময় শ্রী শ্রী গোবিন্দের প্রার্থনা ও আরতির মাধ্যমে দানবীর শ্রী কিরণ চন্দ্র বালা মহাশয়, তাঁর ভগ্নি শ্রী মতি সন্ধ্যা বালা এবং তাঁদের পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া মন্দিরের অনুদানকারী শ্রী আকুল বালা, শ্রী বিষ্ণুপদ, শ্রী ভীষ্মদেব বাড়ৈ সহ সকলের কল্যাণ কামনা করা হয়।
আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দির কর্তৃপক্ষকে, বিশেষ করে শ্রী শান্তি রঞ্জন দে Shanti Dey এবং নীহার ব্যানার্জীকে আমাকে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনের এ মহৎ সুযোগটুকু দেবার জন্য। মন্দিরটির জন্য আমরা আপনাদের আশীর্বাদ কামনা করছি।
অদ্য ০২/০৬/২০২১ তারিখ রোজ বৃহস্পতি বার কুড়লিয়া "বালা ভবনে" প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা বৃত্তি প্রদান, ধর্মীয় উপাসনালয় নির্মাণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২২।
অনুষ্ঠানে সার্বিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতা করেন প্রয়াত হরেন্দ্রনাথ বালার সুযোগ্য সন্তান, সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শ্রী কিরণ চন্দ্র বালা। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং সোনারতরী এডুকেশন এন্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ। অনুষ্ঠান সমন্বয়ে অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাস্টের সভাপতি শ্রী কিরণ চন্দ্র বালা, সহ আরো অনেকে।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক শ্রী ভরত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ এইচ এন সরকার এবং প্রধান আলোচক শ্রীমৎ আচার্য প্রভুপাদ নিরাঞ্জন দাস ব্রহ্মচারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ, রামশীল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী জয়দেব বালা, অবঃ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শ্রী শশাঙ্ক শেখর কৃর্তনিয়া, রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী সুখেন্দু শেখর বৈদ্য ও সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের প্রভাষক শ্রী দীনেশ চন্দ্র জয়ধর।
অনুষ্ঠানে সমস্ত বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত হরেন্দ্রনাথ বালা মহাশয় এর আত্মার শান্তি কামনা করেন, এছাড়া তাঁর সুযোগ্য সহ-ধর্মিনী শ্রীমতি মালতী বালা এবং তাঁদের সুযোগ্য সন্তানদের জন্য প্রার্থনা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহমূলক উপদেশ প্রদান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত সকল ছাত্রীদের মাঝে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা উপকরণ (ব্যাগ) বিতরনের কিছু অংশ।
১৯৫২ সালের সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ব্যস্ত মানুষের ব্যস্ততা শেষ হয়,
আর ব্যস্ততার অভিনয়ে ব্যস্ততা বাড়তেই থাকে...
কাজ সময়ের মাঝে করতে পারার চেষ্টায় যে ব্যস্ততা, আর কাজ করতে না পেরে সময় নষ্ট করে অজুহাত দেবার ব্যস্ততা! এই দুটো কখনোই এক না...
যোগ্য মানুষ ব্যস্ত হয়ে কাজ শেষ করে, আর অযোগ্য মানুষ ব্যস্ততার অজুহাত দিয়ে কাজ কে দূরে রাখে!
ব্যস্ততায় যেমন সময় শেষ হয়, তেমনি সময়ের সাথেই ব্যস্ততা কমে...
আর যেখানে শুধুই ব্যস্ততা থাকে সময় থাকে না, সেখানে কাজ কতটুকু থাকে সেটাই ভাববার বিষয়।
কারন যে কাজ চলছে, তা শেষ হলেই সে কাজের ব্যস্ততা শেষ। তখন অন্য কাজ শুরু, অন্য ব্যস্ততা শুরু... এর মাঝে অল্প একটু সময় থাকে।
যে সময়ে হয় ব্যস্ততার গল্প ;)
কাজের ব্যস্ততা নাকি ব্যস্ততার অভিনয়?
যদি কাজের ব্যস্ততা থাকে, তাহলে ব্যস্ততার গল্প না হয়ে হবে সফলতা অথবা ব্যর্থতার গল্প।
আর যদি ব্যস্ততার অভিনয় হয় তাহলে সেই ব্যস্ততার মাঝে গল্পটা হয় সমস্যা অথবা হতাশার গল্প।
তাই ব্যস্ততা শেষ হলেও, অভিনয় শেষ হয়না...
শারদীয় শুভেচ্ছা।
সবাইকে সাদর আমন্ত্রণ----
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
শোক সংবাদ
৩নং জল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সুলতা বৈদ্য (ঢালী) সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন।
বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো!
এই ৪০ কোটি শুক্রাণু, মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু।
আর বাকিরা ? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়।এই ৩০০-৫০০ শুক্রাণু, যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে।তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি, অথবা আমরা সবাই।
কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?
১। আপনি যখন দৌড় দিয়েছিলেন" তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা,তবুও আপনি জিতেছিলেন।
২। আপনি যখন দৌড় দিয়েছিলেন"তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।
৩। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।
৪। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।
- এর পর, বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি মারা যান নি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন ।
- বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন ।
- বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায়। আপনি এখনো বেঁচে আছেন ।
- অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। আপনার কিছুই হয় নি ।
- বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন ।
আর আজ......
আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন ? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন ? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।
কেনো একজন আপনার লাইফ থেকে চলে গেলে,
সেটা মেনে নিতে পারেন না?
কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন??
কেনো বলেন আমি আর বাচতে চাইনা?
কেনো বলেন আমি হেরে গিয়েছি?
এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন?
আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন,শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার। মনের চাওয়া কে সব সময় মূল্য দিন, সব সময় আল্লাহ কে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,
শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন- আপনি জিতবেন!!!!
https://alormukh.com/archives/3083
উজিরপুরে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট’র ব্যতিক্রমী উদ্যোগ আজ কুড়লিয়া “বালা ভবনে” প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হরেন্দ্র-মালতী কল্যা...
উজিরপুরে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট’র ব্যতিক্রমী উদ্যোগ আজ কুড়লিয়া “বালা ভবনে” প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হরেন্দ্র-মালতী কল্যা...
#শ্রী_কিরণ_চন্দ্র_বালার_পৃষ্ঠপোষকতায়_হরেন্দ্র_মালতী_কল্যাণ_ট্রাস্ট_এর_উদ্যোগে_একটি_ব্যতিক্রম_উদ্যোগ
অদ্য ১১/০৬/২০২১ তারিখ রোজ শুক্রবার কুড়লিয়া "বালা ভবনে" প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, ধর্মীয় উপাসনালয় এবং গৃহহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২১।
অনুষ্ঠানে সার্বিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতা করেন প্রয়াত হরেন্দ্রনাথ বালার সুযোগ্য সন্তান, সোনারতরী'র উপদেষ্টা, সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শ্রী কিরণ চন্দ্র বালা। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং সোনারতরী এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ। অনুষ্ঠান সমন্বয়ে অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি শ্রী প্রেমানন্দ বালা, সাংগঠনিক সম্পাদক অমূল্য রতন বিশ্বাস, সহ-সাংগঠিন সম্পাদক শ্রী গৌরাঙ্গ বাড়ৈ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্রী কিশোর চন্দ্র বালা।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন অদম্য মেধাবী শিক্ষার্থী শ্রীমতী দীপা সমদ্দার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক শ্রী ভরত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ আচার্য প্রভুপাদ নিরাঞ্জন দাস ব্রহ্মচারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ ও সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের প্রভাষক শ্রী দীনেশ চন্দ্র জয়ধর।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনারতরী এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সম্মানিত সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিজয়কৃষ্ণ বিক্রম, উপদেষ্টা শ্রী বিবেকানন্দ বৈদ্য এবং উপদেষ্টা শ্রীমতি চন্দনা বিশ্বাস। এছাড়া আরও বক্তৃতা করেন- শহীদ স্মরণিকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব সরদার জহির উদ্দিন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পরিমল রায়, মশাং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুধীর রঞ্জন হালদার,
কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ফণিভূষণ হালদার, সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ, হাবিবপুর এর প্রভাষক শ্রী অনিল চন্দ্র হালদার, সহকারি শিক্ষক শ্রী পার্থসারথি হালদার, শ্রী অশ্বজিৎ হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী রমনী রঞ্জন বিশ্বাস, শ্রী জলধর বালা প্রমূখ। অদম্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মেডিকল কলেজের শিক্ষার্থী শ্রী অনিক বিশ্বাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি শিক্ষার্থী শ্রীমতি গীতা মন্ডল।
এ ব্যতিক্রম ধর্মী মহতী অনুষ্ঠানে উনত্রিশ জন সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়, এছাড়া দুইটি ধর্মীয় উপাসনালয় নির্মাণের জন্য আর্থিক সহায়তা, একজন গৃহহীন মানুষকে গৃহ উত্তোলন-এ সহায়তা এবং একজন রোগক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমস্ত বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত হরেন্দ্রনাথ বালা ও মালতী রানী বালা এর আত্মার শান্তি কামনা করেন, এছাড়া তাঁদের সুযোগ্য সন্তানদের জন্য প্রার্থনা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহমূলক উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানে দেশ ও দশের শান্তিকামনা সহ বিশিষ্ট চিকিৎসক মহাত্মা শ্রী সুধাংশু কুমার রল্লভ মহাশয় এর জন্য প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত নরেন্দ্রনাথ বিশ্বাস, প্রয়াত সুরেন্দ্রনাথ বৈদ্য, প্রয়াত বলরাম বিশ্বাস, প্রয়াত সত্যেন্দ্রনাথ সরকার, প্রয়াত যতীন্দ্রনাথ সরকার, প্রয়াত নারায়ন চন্দ্র বাড়ৈ, প্রয়াত নকুল চন্দ্র বিশ্বাস, প্রয়াত মহারাজ মন্ডল প্রমুখ ব্যক্তিত্বকে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।
উজিরপুরে হরেন্দ্র-মালতী কল্যাণ ট্রাস্ট’র ব্যতিক্রমী উদ্যোগ অনলাইন ডেস্ক ॥ বরিশালের উজিরপুর উপজেলার কুড়লিয়া “বালা ভবনে” প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর পঞ্চম মৃত্যু.....
কিরন চন্দ্র বালার পৃষ্ঠপোষকতায় হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে একটি ব্যতিক্রম উদ্ আজ (১১ জুন) শুক্রবার কুড়লিয়া “বালা ভবনে” প্রয়াত হরেন্দ্র নাথ বালা মহাশয় এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হর...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Kuralia, Pirerpar, Wazirpur, Barishal-8221
Barishal
Natullabad
Barishal, 8205
"A reliable way of delivering specific products to the right place at low cost and quickly anywhere in Barisal city"
Bangladesh, Barisal City Corporation
Barishal, 8200
প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।
Barishal, Mahendigonj , Alimabad
Barishal, 8274
আমরা দাড়াঁলে হারবেনা দেশ, কারন তরুন?
Bishop's House, 05 Sadar Road, Barishal-8200
Barishal, BISHOP'SHOUSE,05SADARROAD,BARISHAL-8200
The Commission for Social Communication is one of the Diocesan Commission of the Barishal Catholic Diocese. The aims and objectives of this page is to communicate with others and t...