Ei Somoy
এই সময়ের মুক্তচিন্তা
ব্রেকিং নিউজঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক ই-ইলাহী গ্রেফতার
রাতের শহরে যা হচ্ছে..
গালুয়ার সেই নিখোঁজ ইজিবাইক চালক জাহাঙ্গীরের বস্তা বন্দী
দেহ উদ্ধার
এলপিজির দাম ১২ কেজিতে
৪৪ টাকা বাড়ল
রাজধানীর বংশাল থেকে আটক হাজী সেলিম।
#হাজীসেলিম
জোয়ারে’র নৌকায় উঠে হ্যাডাম হারালেন ওমর?
#শাহজাহানওমর #রাজনীতি #গণঅভ্যুত্থান
I gained 26 followers, created 11 posts and received 10 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের বৈঠক চলছে।
খাল অভিশাপের অবসান খনন শুরু, উচ্ছেদ হবে কবে?
#ঝালকাঠি #উচ্ছেদ
খাল খনন শুরু
#ঝালকাঠি #পৌরসভা #খাল
ঝালকাঠির খাল পুন:খনন শুরু হচ্ছ...
ঝালকাঠি’র নলছিঠি উপজেলার ১নং ভৈরবপাশা ইউপি’র একটি গ্রাম,লক্ষনকাঠি।
এ গ্রামকে দুই ভাগে ভাগ করেছেমেম্বাররা।
পশ্চিম অংশের ট্যাক্সর টাকাও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করেনি ইউনিয়ন পরিষদ ।
এ বৈষম্যর কারনে পশ্চিম লক্ষনকাঠির মানুষ অবহেলিত থেকে যাচ্ছে দীর্ঘকাল যাবৎ।
লক্ষনকাঠির উন্নয়ন যেটা হচ্ছে। সেটা পুর্ব লক্ষনকাঠি হচ্ছে।
গত ৪০ বছরে কোন মাটির কাজও হয়নি লক্ষনকাঠি গ্রামের পশ্চিম অংশে।
তবে ভোটার সংখ্যা প্রায় সমান সমান।
লক্ষনকাঠি প্রাথমিক স্কুল আছে,মাদ্রাসা আছে, স্কুল মাঠও আছে, কমিউনিটি ক্লিনিক আছে, বড় চওড়া চওড়া রাস্তাও আছে, প্রতিবছর মাটির কাজও হয় সেখানে । প্রতিবছর ইটসলিংএর কাজ হয়। এমনকি কচু গাছও কাটে ইউনিয়ন পরিষদর মাধ্যমে।
অথচ পুর্ব অংশে প্রত্যেক বছরই রাস্তাসহ সকল অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।
পুর্ব অংশে প্রায় পত্যেক বাড়ীর সামনে মসজিদ রয়েছে, তা বলা যায় প্রায় ৫/৬ টি। প্রায় মসজিদে সরকারি অনুদান পায়।
কিন্তু পশ্চিম অংশে অত্র গ্রামের অর্ধক ভোটার রয়েছে। সেখান একটি মসজিদ রয়েছে। সেই সরকারি কোন অনুদান নেই দীর্ঘ বহুকাল যাবৎ।
কয়েকজন’র কাছে জানতে চাইলাম সরকারি অনুদান আছে এই মসজিদে,কখনও পেয়েছে। মসজিদের নাম পশ্চিম লক্ষনকাঠি বায়তুল আমান জামে মসজিদ। তারা জানায় সরকার আমাদের মসজিদে কোন অনুদান দেয়নি।
কতটা হাস্যকর বিষয় ,সরকার এই মসজিদে কোন অনুদান দেয়না। এই মসজিদের বয়স প্রায় ১০০ বছরেরর বেশি । সরকারি অনুদান নেই।
একজন মুছুল্লি জানাল ২৩ সালে ১টন টি আর পেয়েছে। তাতে আবার ১০ হাজার টাকা খরচ হয়েচে। প্রশ্ন হলো আমাদের চেয়ার ম্যান এই পশ্চিম লক্ষনকাঠি’র কোন উন্নয়ন করতে চান কেন?
পশ্চিম অংশের ট্যাক্সের টাকাটা তো অবকাঠামো গত উন্নয়নে ব্যায় করতে পারেন।
এ বৈষম্য থেকে মুক্তির উপায় কি?
করোনা কালীন অক্সিজেন যোদ্ধা এবং রক্ত যোদ্ধা রবিন দাসের স্টেশন রোড এলাকার ভাড়া বাসা থেকে সোমবার সকালে গলায় ফাঁস দেওয়া মৃত/দেহ উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ।
রবিন দাস পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত রাদের শাম এর বড় ছেলে।
এলাকাবাসী জানিয়েছে নিহত রবিন দাস বাসায় ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতেন।
রবিন দাসের মা গতকাল রবিবার এক আত্মীয়র বিবাহ অনুষ্ঠানে চলে গেছেন। বাসায় ছোট ভাই রনি দাস শীল কে নিয়ে রাতে ছিলেন।
রবিন দাস আকড়াবাড়ী মার্কেটে আই ফ্যাশনের মালিক।
রবিন দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
https://dokhinercrime.com/news/news-2023102639
ঝালকাঠিতে সরকারি রাস্তা কেটে ও খালে বাধঁ দিয়ে শতাধিক পরিবার জিম্মি ঝালকাঠিতে সরকারি রাস্তা ও খাল ভরাট করে প্রায় দুইশত পরিবারকে জিম্মি করে চড়ম ভোগান্তির শিকারের অভিযোগ পাওয়া গেছে। ...