Barishal University Islamic Library

A Trusted Islamic Book Sharing Platform for Barisal University (BU) Students.

28/06/2024

ট্যাবু ভাঙার নামে কিশোর-কিশোরীদের একত্রে বসিয়ে ঋতুস্রাবের গল্প বলতে উদ্বুদ্ধ করছে আমাদের পাঠ্যবই। আবার উপদেশ দেওয়া হচ্ছে, ঋতুস্রাবের প্যাড কেনার প্রয়োজন হলে মাকে নয়, বাবা অথবা বড় ভাইকে বলো। শুধু তাই নয়, কোনো কোনো বিশেষ স্কুলে উদযাপন করে ছাত্র-ছাত্রীর হাতে একত্রে তুলে দেওয়া হচ্ছে প্যাড।
সৃষ্টির সূচনাকাল থেকেই ঋতুস্রাবের ট্যাবু ছিল। তাতে পৃথিবীর বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলে আমাদের জানা নেই। আর সব ট্যাবুই ক্ষতিকর নয়। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে, যেগুলোতে আমরা আড়াল রাখি। ভরা মজলিশে আমরা স্বশব্দে বায়ু ত্যাগ করি না। এটা আমাদের শালীনতা, সুরুচিবোধ। ঋতুস্রাবের বিষয়টিও অমন।
বর্তমান পৃথিবীতে যারা ঋতুস্রাবের কথিত ট্যাবু ভেঙেছে বা ভাঙতে পারেনি, তাদের কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে? মূলত জাগতিক উন্নয়নের ক্ষেত্রে ঋতুস্রাবের ট্যাবু ভাঙা না-ভাঙার সরাসরি কোনো সম্পর্কই নেই।
আমাদের মেয়েরা ঋতুস্রাব বিষয়ে সচেতন হোক, আমরাও চাই। কিন্তু এর সঙ্গে উঠতি বয়সী কিশোরদের জড়ানো কেন! এর মাধ্যমে যে আমাদের চিরায়ত শালীনতাবোধের শেকড় কাটা হচ্ছে, সচেতন মানুষ মাত্রই তা বুঝতে পারেন।
এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই, নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইতে স্থান পেয়েছে অশ্লীলতায় ভরপুর নারী সাজা পুরুষদের অন্তর্বাসের ওয়েবসাইটের কিউআর কোড, যা শরীফার গল্পের থিমের সাথে মিলে যায়।
এছাড়াও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, স্বাস্থ্য সুরক্ষা বইগুলোর মাধ্যমে কোমলমতি শিশুদেরকে অবাধ মেলামেশার উস্কানি দেয়া হচ্ছে, পরিবার-ব্যবস্থাকে উপস্থাপন করা হচ্ছে নেতিবাচকভাবে।
শালীনতাবোধ আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। আমাদের পরিবারিক বন্ধন এখনো যে পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে টিকে আছে, এর মূলে রয়েছে শালীনতার চর্চা। এই শালীনতা ধ্বংস হলে এদেশের হৃৎপিণ্ডে যে গভীর ক্ষত তৈরি হবে, সেই ক্ষত সারাবার কোনো ওষুধ পাওয়া যাবে না।

লিখেছেন শ্রদ্ধেয় শায়েখ Ahmadullah হাফিজাহুল্লাহ্

26/06/2024

এক বসায় সর্বোচ্চ কত ঘন্টা একটানা ইসলামিক বই পড়ার রেকর্ড আছে আপনার?
এতেই বুঝা যাবে বই পড়ার প্রতি আপনার নেশা কতটুকু?!

20/06/2024

তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবার মাঝে কোন কল্যান নেই।বরং সৎকাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ,কিয়ামাতের দিন,ফেরেশতা, আল্লাহর কিতাব, ও নবীদেরকে মনেপ্রাণে মেনে নিবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় ধনসম্পদ আত্মীয়স্বজন, এতিম মিসকীন, মুসাফির সাহায্যপ্রার্থী ও ক্রীতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে।আর নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে।।যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক ও বাতিলের সংগ্রামে সবর করবে তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুক্তিকামী।

সুরা বাক্বারা -১৭৭

19/06/2024

কীসের অপেক্ষা করছেন আপনি?
এখনই বলুন 'আস্তাগফিরুল্লাহ'।

আপনার জিহ্বা দিয়ে বলুন। অন্তর দিয়ে বলুন। হৃদয় থেকে বলুন। যে-গুনাহর ব্যাপারে আপনি মনে করেন যে, ক্ষমা অসম্ভব, সেই গুনাহর জন্যই বলুন, 'আস্তাগফিরুল্লাহ'। আপনার ভেতরটা যেন চিৎকার করে 'আস্তাগফিরুল্লাহ' বলে ডেকে ওঠে। এ চিৎকারের মাধ্যমে দৃঢ় বিশ্বাস রাখুন যে, মহাক্ষমাশীল আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন।

—তিনিই আমার রব বই থেকে ♡

16/06/2024

। তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম।

পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহিমায় আলোকিত হোক আপনার জীবন।

16/06/2024

অর্ধাঙ্গিনীকে কষ্ট দিই না যেনো। যাকে বিয়ে পূর্ন হবো, তাকে আঘাত দিই কী করে! আমরা দুজন তো এখন একজনই, দুই দেহে একই প্রাণ। আপন সত্তাকে কি আক্রমণ করা যায়? নিজেকে কি হত্যা যায়? আমিই তো সে! সে ই তো আমি!

বই : জীবন যদি হতো নারী সাহাবীদের মতো

10/06/2024

Marriage is the one & only way for true love.


'আকাশের ওপারে আকাশ' বই থেকে...

Photos from Barishal University Islamic Library's post 10/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ফ্রি মিক্সিং পরিবেশে ক্যাফেটেরিয়াতে খাওয়ার সময় অধিকাংশ নারী শিক্ষার্থীদের (মুসলিম/অমুসলিম /যেকোন ধর্মের) অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে যেসব মুসলিম নারী শিক্ষার্থীরা নিকাব-হিজাব, পর্দা মেইনটেইন করেন তাদের আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়। ইতোপূর্বে এই সমস্যা সমাধানে একটি লিখিত আবেদন পত্রও কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ অবশেষে, এই অস্বস্তিকর পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ক্রমে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে পর্দাবৃত একটি (Only Female Zone / নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) স্থান নির্ধারণ করে দিয়েছেন। ধন্যবাদ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
আরো যা কিছু প্রযোজ্য -

- এই স্থানটি শুধুমাত্র বায়োলজিকাল নারী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং তারাই প্রবেশের জন্য অনুমতি প্রাপ্ত।

- প্রথম কথা হলো এই পর্দাবৃত স্থানে ছেলেদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

- এই স্থানটি ফাঁকা থাকা অবস্থায়ও কোন ভাই এর ভেতরে প্রবেশ করতে পারবেন না (সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ)।

- কোনো আপু তার হাজবেন্ড বা ভাই যেই হোক না কেন, কোনো পুরুষ মানুষকে সেখানে এলাউ করতে পারবেন না।

- কাপল / বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড /জাস্ট ফ্রেন্ড এরূপ যে কোন সম্পর্ক নিয়ে এর ভিতরে অবস্থান করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

- ভেতরে আপুরা অবস্থান করার সময়ে বাইরে থেকে কোন ভাই উঁকিঝুকি করলে পিক /ভিডিও /প্রমাণ সহ প্রশাসনের নিকট তাকে অভিযুক্ত করা হতে পারে৷ সুতরাং সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।

⚠⚠ উপরে উল্লেখিত বিষয় গুলোর কোনটার ব্যত্যয় ঘটলে সরাসরি সিসিটিভি ফুটেজ কিংবা পিক/ভিডিও/প্রমাণ সহ প্রশাসনকে অবহিত করা হবে। প্রমান সহ বিস্তারিত অভিযোগ করুন ILHAM - ইলহাম পেইজের ইনবক্সে।

জাযাকুমুল্লাহু খইরন।

09/06/2024

যে বই পড়ে আপনার চিৎকার করে কান্না করা উচিত সে বই হচ্ছে "অবক্ষয়কাল"
বিশ্বাস করেন, বই পড়তে গেলে একবারও কান্না আসবে না কারণ এই বইটা সম্পূর্ণ মাথায় ধারণ করার মতো একটা বই। এটার সাথে অন্তরের কোনো ফাংশন নেই, আবার আছেও!
অন্তর কেঁদে উঠবে যখন আপনি পড়বেন "আর তারপর শুরু হয় আসমান থেকে উত্তপ্ত পাথরবৃষ্টি!" কি, মনের মধ্যে একবারও আসে না যে কেন এই বছর এতো পাথরবৃষ্টি (শিলা বৃষ্টি) হলো? যে রকম পাথরবৃষ্টি বাবা, মা এবং নানীরা তাদের সারাজীবনেও দেখেননি!
নিশ্চয়ই আমাদের পাপের শাস্তি ছিলো এটা...

আল্লাহুমাগফিরলী!
খুব খুব কান্না পাবে তখন যখন চিন্তা করবেন সেইজ লিলি ব্লেয়ারের মতো আমাদের চারপাশের বাচ্চাগুলো কীভাবে ব্রেইনওয়াশড হচ্ছে। কীভাবে স্কুলের ছোট্ট বাচ্চাটার জীবন স্কুল কর্তৃপক্ষ নষ্ট করে দিয়েছে.....
বিশ্বাস করেন, আজ আপনারা যারা বকাঝকা করছেন তাদেরকে, যারা এই এলজি টিভি সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছেন..... বিশ্বাস করেন, অবক্ষয়কাল বইটা একবার পড়লে আপনাদের কাছে এটা মনে হবে যে এই সতর্ককারী মানুষগুলোর কীভাবে শুকরিয়া আদায় করা যায়। আদৌ কি তাদের শুকরিয়া আদায় করা সম্ভব হবে? আমার তো মনে হয় হবে না।
এই বইটি কারা পড়বেন : মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান। তরুণ-তরুণী, যুবক-যুবতী, বয়স্ক সবাই সবাই সবাই!!! সবাই পড়বেন বইটি.....
মুসলিমদের জন্য যেমন এটা হারামের চেয়েও হারাম। ঠিক তেমনি অন্য কোনো ধর্মের মানুষও কি চাইবে তাদের সন্তান নষ্ট হয়ে যাক.... চোখের সামনে নিজের সন্তান বিকৃত মস্তিষ্কের হয়ে যাক? নাহ, কেউই এমনটা চাইবে না।
তাহলে অবশ্যই অবশ্যই বইটি আপনার জন্য পড়া জরুরি। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আশেপাশের মানুষের জন্য, পুরো কওমের জন্য আমাদের সতর্ক হতে হবে। নয়তো মা'আযাল্লাহ.... না জানি কখন আমাদের উপর পাথরবৃষ্টির আযাব নেমে আসবে!
বইটি পড়তে পড়তে মনে হচ্ছিলো এই বইটা গল্প হলেও পারতো, কিন্তু না বইয়ের প্রতিটা পৃষ্ঠা বাস্তব, প্রতিটা লাইন বাস্তব! কী ভয়ংকর বাস্তব, আল্লাহু আকবার!
বইয়ের একেবারের শেষের লাইনটা পড়ে টপ টপ করে কান্না চলে আসে..... "মহান আল্লাহ সাক্ষী, আমি পৌঁছে দিয়েছি; এবং সকল প্রশংসা তাঁরই।" লেখক তো পৌঁছে দিয়েছেন... কিন্তু আমি! আমি কি করছি.... আপনি কি করছেন? কি কান্না করতে ইচ্ছে করে না চিৎকার দিয়ে? যদি চলে আসে কওমে লূতের শাস্তি, কোথায় পালাবো আমরা? কী হবে আমাদের? আল্লাহুমাগফিরলী!
বি:দ্র: ২০২২ থেকে নন-অ্যাকাডেমিক বই পড়া শুরু করেছি। এই প্রথম ৩৫০+ পৃষ্ঠার বই এতো তাড়াতাড়ি পড়ে শেষ করেছি.... মাত্র ১০/১২ দিন লেগেছে প্রতিদিন এক ঘণ্টার মতো..... কী যেন আছে বইটাতে যা আমাকে বইটা পড়ার জন্য আটকে রেখেছিল •_•
aisi masterpiece book parhi nehi kabhi....
"বোন Ashayat Sultana Sumaiya এর তরফ থেকে। বারাকাল্লাহু ফীক!
#অবক্ষয়কাল
#পাঠকের_কথা

Photos from Barishal University Islamic Library's post 07/06/2024

হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ..... উম্মু সালামাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা যিলহাজ্জ মাসের (নতুন চাঁদ দেখতে পাও) আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে।

(সহিহ মুসলিম ৫০১৩)

05/06/2024

যেসব বোনেরা নিজেদেরকে আড়াল করে রাখেন তাদের জন্য কম্বাইন্ড প্রতিষ্ঠান কেমন ভয়ানক হয়ে উঠতে পারে?!

শিকারি যখন জানে শিকার কখন আসবে, কোথায় থাকবে, প্রতিনিয়ত কোথায় গেলে পাওয়া যাবে তখন সেটা কতটা ভয়ানক হতে পারে সেটা ভাবতে পারেন। পর্দা করে সহশিক্ষায় গেলেও কি আপনি নিরাপদ?

লেখা: মায়রাজ হোসাইন ভাই

04/06/2024

প্রিয় পাঠক,
ট্রা';ন্স;'জে'ন্ডা''র ও স' 'মো_খা*মিদের থাবা থেকে আগামী প্রজন্ম ও সমাজকে বাঁচানোর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ দিচ্ছি।

ভয়ঙ্কর চক্রান্ত নিয়ে দেশের রাজধানী ঢাকায় ওরা ব্যাপকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে যাচ্ছে। ওদের পেইজে এক পোস্টও দিয়েছে আগামী ৭ জুনের বিষয়ে।

ওদের পেইজের লিংক দিচ্ছি। আপনারা প্রত্যেকে রিপোর্ট করুন। কেউ রিয়েক্ট দিয়ে বা ওদের পেইজ শেয়ার দিয়ে ওদের উপকার করে বসবেন না।

পেইজ লিংক: https://www.facebook.com/dhkpride

Fraud or Scam ক্যাটাগরিতে রিপোর্ট দিন। একেকজন ৫/১০ টা করে রিপোর্ট দিন।

PLZ SHARE THIS POST >>

01/06/2024

Where is গায়রত?!


🗣 মাওলানা আনিসুর রহমান আশরাফী হাফি:

31/05/2024

একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ১০টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০টি রহমত বর্ষণ করেন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৪৮৫)

🖇️দরুদ পাঠে গুনাহ মাফ হয়

আনাস ইবন মালিক (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তাঁর ওপর ১০ বার রহমত নাজিল করবেন, তাঁর ১০টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য ১০টি মর্যাদা উন্নীত করা হবে।’ (সুনানে নাসায়ি, হাদিস : ১২৯৭)

🖇️দরুদ পাঠকারীর জন্য ফেরেশতাদের দোয়া

দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিআহ (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব, বান্দা চাইলে তার পরিমাণ (দরুদ পাঠ) কমাতেও পারে বা বাড়াতেও পারে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৯০৭)

🖇️দরুদ পাঠ না করায় অভিসম্পাত

যে ব্যক্তি নবী (সা.)-এর নাম শুনে দরুদ পাঠ করল না; তার প্রতি আল্লাহর রাসুল (সা.) অভিসম্পাত করেছেন।
আল্লাহ তাআলা আমাদের রাসুল (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার তাওফিক দান করুন, আমিন।

31/05/2024

অনির্দিষ্ট কারণবসত আজকের পাঠচক্র স্থগিত করা হল।

28/05/2024

দেশটা লণ্ডভণ্ড হয়ে গেছে।
তবে সেটা ঘূর্ণিঝড়ে নয়, বেহায়াপনায়!

27/05/2024

বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন-

❝ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❞

23/05/2024

আগামীকাল শুক্রবার সাপ্তাহিক পাঠচক্রের ৭ম আসরে দেখা হবে, ইনশাআল্লাহ।

📍 সেন্ট্রাল ফিল্ড, বরিশাল বিশ্ববিদ্যালয়
⏱️ আসরের নামাজের পর।

22/05/2024

আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র ক্ষমা ও মহা পুরস্কার আসলে কাদের জন্য ঠিক করেছেন স্বয়ং আল্লাহ নিজেই তার ১০ টি মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। যেমন :

‌1. মুসলমান পুরুষ ও মুসলাম নারী
‌2. মুমিন পুরুষ ও মুমিন নারী
‌3. অনুগত পুরুষ ও অনুগত নারী
‌4. সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী
‌5. ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী
6‌ .বিনীত পুরুষ ও বিনীত নারী
‌7. দানশীল পুরুষ ও দানশীল নারী
‌8. সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী
‌9. লজ্জাস্থান হেফাযতকারী পুরুষ ও লজ্জাস্থান হেফাযতকারী নারী
‌10. (আল্লাহকে) অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী।

সূরা : আহযাব
আয়াত : ৩৫

একটু চিন্তা দেখুন তো এর মধ্যে ঠিক কয়টা গুণ আপনার মধ্যে বিদ্যমান আছে?

22/05/2024

দিল্লীর "অ*খ*ণ্ড ভা*র*ত" প্রতিষ্ঠার মিশনে শামিল হয়ে দেশীয় সংখ্যালঘু হি*ন্দু সম্প্রদায় আমাদের মুসলিম বোনদের বেগায়রতীকে পুঁজি করে সম্ভ্রমহানির এক লোলুপ নেশায় মেতে উঠেছে।

19/05/2024

❝ সকল অভিযোগ আল্লাহর কাছে। সাহায্যও তাঁর নিকটে। ভরসা তাঁর উপরেই। তিনি ছাড়া কোনো শক্তি আর সামর্থ্য নেই ❞ !

- (হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।)


বই : ঈমান ভঙ্গের কারণ।
সম্পাদনা : মুফতি হারুন ইজহার হাফি:

📘মেল জোনের স্থায়ী বুকলিস্ট লিংক :
https://www.facebook.com/groups/buislamiclibrary/permalink/2330000010522745/?app=fbl

Photos from Barishal University Islamic Library's post 19/05/2024

রাফাহ শেষ করে দিয়েছে, উত্তর গাজ্জাহ শেষ করে দিয়েছে অতপর গোটা পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে।

ওয়াল্লাহি! এটাই সত্য কথা।

16/05/2024

আগামীকাল শুক্রবার সাপ্তাহিক পাঠচক্রের ৬ষ্ঠ আসরে দেখা হবে, ইনশাআল্লাহ।

📍 সেন্ট্রাল ফিল্ড, বরিশাল বিশ্ববিদ্যালয়
⏱️ আসরের নামাজের পর।

14/05/2024

মেল জোনের আপডেট বুকলিস্ট দেখুন
প্রথম কমেন্টে -

আপনার পছন্দের বইটি নিতে ইনবক্স করুন।

14/05/2024

রাফাহ থেকে সব রকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার তিনদিন পর আজ প্রথমবারের মতো আমার মায়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হলাম।

কথার শুরুতেই আমার মা খুব ব্যথাতুর কন্ঠে আমাকে প্রশ্ন করলেন; তুমি কি বলতে পারো, ঠিক কী কারণে আরব-বিশ্ব আমাদেরকে ছেড়ে চলে গেলো?

-শাইখ মাহমুদ আল হাসানাতের'
আরবী পোস্ট থেকে অনুবাদকৃত ||

13/05/2024

২০,০০০ টাকা মূল্যমানের এক মেগা রিভিউ প্রতিযোগিতা চলছে সত্যায়ন প্রকাশনে। ১ম বিজয়ী পাবেন নগদ ৫০০০ টাকা, ২০০০ টাকার বই, ঈদ সালামী, লেখকের অটোগ্রাফ আরো অনেক কিছু। এভাবে মোট ১০ জন পাবেন।

আপনি কি অংশ নিয়েছেন? সময় কম আছে। মিস করা মনে হয় ঠিক হবে না।

বিস্তারিত দেখুন এই লিঙ্কে- https://www.facebook.com/sottayonprokashon/posts/459593106449579

বিনামূল্যে বইটির পিডিএফ পেতে আবেদন করুন এই লিঙ্কে-

https://forms.gle/TmjegkkhPjELBF856

সত্যায়ন প্রকাশনসত্যায়ন প্রকাশন

12/05/2024

আলহামদুলিল্লাহ! "আগন্তুক" এক দ্বীনি ভাই বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরিকে ভালবেসে একসেট বই হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা ভাইয়ের সহীহ নিয়াতক্র কবুল করে নিক এবং দুনিয়াবী ও পরকালীন সফলতা দান করুক। আমীন।


আসলে এই ভালবাসা গুলো কখনোই ভুলবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা কখন কোন প্রিয় বান্দাকে, ঠিক কোন কাজের জন্য যে কবুল করে নেন তা বলা খুবই মুশকিল। ভাগ্যও লাগে। দেখেন তো আমাকে আপনাকে কোন কোন ভালো কাজের জন্য কবুল করেছেন। কোন কোন সাদকায়ে জারিয়া মূলক কাজ আপনার দ্বারা জমিনে করিয়ে নিয়েছেন?!


পছন্দের বই পড়তে চাইলে পেইজের ইনবক্সে মেসেজ করুন। শীঘ্রই আপনার হাতে বইটি পৌঁছিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

11/05/2024

সত্যিকারের রিজাল- পুরুষ‼️

পুরুষ মানুষ মাত্রই নারীদের প্রতি আকর্ষণ রয়েছে। কোনো মেয়ে পাশ দিয়ে হেঁটে গেলে হৃৎপিণ্ডের ধুপধুপানি শুরু হয়ে যায়। যদিও আমরা নারী সঙ্গ পেতে চাই- যেটা পুরুষের স্বাভাবিক ফিতরাত- কিন্তু আমরা এমন একটা সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে আমরা কেউ বিয়ে করতে রাজি নই। আমরা গার্লফ্রেন্ড বানাব, হাঁটে-মাঠে-ঘাটে-লিঠনের ফ্ল্যাটে ঘুরে বেড়াব, সব ঠিক আছে! কিন্তু বিয়ে? নো ওয়ে! বিয়ে, সংসার, স্ত্রীর প্রতি দায়বদ্ধতা, স্যাকরিফাইস, জীবনের চ্যালেঞ্জ এবং নানান দুঃখকষ্টের এই যে পথ-সেটা কেবল একজন রিজাল-সত্যিকারের পুরুষই পাড়ি দিতে পারে। এরাই হলো 'real man'। আর এ পথ যারা পাড়ি দিতে চায় না, যারা দায়িত্ব নিতে চায় না, এরা হলো male! সমাজে আজ চারদিকে শুধু 'Male', যার কারণে সহজলভ্য হয়েছে যিনা। কেউ আজ দায়িত্ব নিতে চায় না। তরুণরা লুকিয়ে বিয়ে করে, সবার অগোচরে, অনেক সময় ছেলে-মেয়ে উভয়ের পরিবারের অগোচরে। আবার সবার অগোচরে ছেড়েও দেয়। এরা দ্বীন নিয়ে তামাশা করে। নিজের পরিবারের কাছে, সমাজের কাছে বিয়ের কথা বলার মতো, নিজের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তোলার মতো 'পৌরুষ' এদের নেই।

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না। একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়। সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে। সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে। সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়। সত্যিকারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়, এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইস-যা সবাই পারে না। এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়। সবাই বাচ্চাকাচ্চা ভালোবাসে, আদর করে, কিন্তু 'বাবা' হওয়ার দায়িত্ব সবাই নিতে চায় না। কারণ এখানে চ্যালেঞ্জ আছে, স্যাকরিফাইস আছে, দায়িত্ববোধ আছে। কেবল সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে কেউ 'পুরুষ' হতে পারে না, বরং সেই সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে বড় করার চ্যালেঞ্জ যে নিতে পারে, সত্যিকারের 'পিতা' হওয়ার স্যাকরিফাইস যে করতে পারে, সেই রিজাল- পুরুষ- The real man!


বই: এপিটাফ
পৃষ্ঠা: ২৯

10/05/2024

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন।
ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
মানানসই পাত্রস্থ করতে না পেরে, আর মস্তিষ্ক বিগড়ে যাবার কারণে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷
আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিক ভাবে পুরুষ।
স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। আর পুরুষের মতই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয়। ভোগবাদের জগতেই দেখতে চায়
আল্লাহর কসম করে বলছি। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।
এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।
এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷
এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফি'''তনা৷।

🗣️ WaraQah WQ

Want your organization to be the top-listed Government Service in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Where is গায়রত?! .🗣 মাওলানা আনিসুর রহমান আশরাফী হাফি:
ইয়া রাসুলুল্লাহ,  আপনার উম্মত আজ গাজাবাসীকে পরিত্যাগ করেছে..... 🥺💔
Productive Ramadan
শবে বরাত — বাড়াবাড়ি, ছাড়াছাড়ি নিয়ে আলোচনা — শা'বানের মধ্য রজনী (শবে বরাতে) আল্লাহ শিরকে লিপ্ত ব্যক্তিকে ক্ষমা করেন না, ক...
৩য় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে হিন্দু দেবির ছবি#NCTB
নিজিস্ব সংস্কৃতি ধ্বংসের প্রধান কারণ অপসংস্কৃতি চর্চা করা।...থার্টি ফাস্ট নাইটকে 'না' বলুন! আর নয় অপসংস্কৃতি,বিকাশ হোক ই...
Bro just destroyed feminism in one second 🔥Mahmudul Hasan Shohag Bhai 💚
I only think about my Muslim Brothers & Sisters the whole Day and Night , Everyday!Our Prayers are Needed!🥺Video credit ...
তারপর আপনার/আপনাদের তথাকথিত নিষ্পাপ সম্পর্কের (ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে) খবরাখবর কি? - হেদায়েত লাভের দোয়া- ১.হে...
A Palestinian child cries after being shot by Israeli occupation soldiers during a military raid on Balata refugee camp ...

Category

Website

Address

University Of Barishal
Barisal
8254

Other Libraries in Barisal (show all)
Mime Mime
চট্টগ্রাম
Barisal

A***n ahammed Rifat A***n ahammed Rifat
Barishal
Barisal, 0175688245

Mohammad Ebrahim Mohammad Ebrahim
Barisal

━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═‎ الحياة جميلة عليك أن تستمتع بحياتك ولا تضيع لحظات الحياة المليئة

MAruf. MAruf.
Barishal. Beltoa
Barisal, NONE

Meru Poth Meru Poth
Jhalokathi, Barisal
Barisal, 8400

জীবন সিনেমান গল্পো

অর্ক লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজ ষ্টোর অর্ক লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজ ষ্টোর
Nilkhola, Torki Bandar, Gournadi
Barisal, 8231

মোবাইল ব্যাংকিং, সকল প্রোকার রিচার্জ,

বাংলার গ্রাম বাংলার গ্রাম
Swarupkati
Barisal, 77889900

Job solution Job solution
Barisal, 8400

পড়ালেখার সকল পোষ্ট এখানেই আছে।

Barisal Polytechnic Institure Barisal Polytechnic Institure
Barisal
Barisal

Come for the technology, Get out for growth.

Md kamrul islam howladar Md kamrul islam howladar
@@@@ Nalchity Jhalakhaty Barishal @@@@
Barisal, 8200

{{{{Welcome To My Lik Page}}}} <<<<<এই পেইজে আপনাকে>>>>>>

নীল দর্পন নীল দর্পন
Sador Road
Barisal, 8200

ভাইরাল ভিডিও, ইসলামিক ভিডিও, ফানি ভিডিও সবার আগে পেতে লাইক দিয়ে পাশে থাকুন