Sayra's Fashion
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayra's Fashion, Clothing Store, Chottogram, Barishal.
Assalamu Alaikum I am Sumona Islam Rabeya owner of Sayra's fashion working from Chittagong with ladies clothing item another name of trustworthiness Sayra's fashion
Reasonable price ar moddha shundor kichu jamdani,,,inbox to order
Sayra's Fashion এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার প্রীতি ও শুভেচ্ছা
available in stock
সবার ঈদ কাটুক Sayra's Fashion এর সুন্দর সুন্দর শাড়িতে
কঠিন মানে এই নয় যে সেটি অসম্ভব। বরং, কঠিন মানে এই যে, সেটি অর্জনে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
যেখানে আপনার মূ'ল্য নেই, সেখানে ব্য'ক্তিত্ব বি'সর্জন দিয়ে গু'রুত্বহী'ন হয়ে প'ড়ে থাকবেন না, এতে অ'বহেলাই বাড়বে, তু'চ্ছতাচ্ছিল্যই জুটবে, ভালোবাসা কিংবা ভালো থাকা মিলবে না, আর মানসিক শান্তি তো জোটার প্রশ্নই আসে না;
ভালোবাসা অমূল্য সম্পদ, এটা সবার ভাগ্যে জোটে না, কিন্তু যাদের ভাগ্যে নিঃস্বার্থ ভালোবাসা জুটে, তারা আবার সেই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে পারে না;
আসলে! আজকালকার জীবন যাত্রার বাস্তবতাটাই এমন, আমরা হিরেকে কাচ ভাবি আর কাচকে ভাবি হিরে, আমাদের চোখ আটকে যায় ঝাঁ-চকচকে আলোর মেলায়, আমরা মেতে থাকি মুখোশের খেলায়;
আজকাল নিঃস্বার্থ ভালোবাসা গুলো স্বার্থপরতার কাছে হেরে যায়, সহজ সরল মানুষ গুলো মারপ্যাঁচের জালে আটকে যায়, সম্পর্কে সৎ থাকতে চাওয়া মানুষ গুলোর জীবনে চরিত্রহীন অসৎ মানুষ গুলোই জড়িয়ে যায়, এই সব কিছুকেই উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয়;
যেদিন থেকে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সব নে'গেটিভ ঘটনা গুলোকে উ'পেক্ষা করতে শিখে যাবেন, সেদিন থেকে আপনি মা'নসিক শান্তিতে বাঁ'চাতে শিখে যাবেন। যতদিন বেঁচে আছেন ততদিন আর কি-ই বা এমন চাই? অন্যের কাছে বলুন কিংবা নিজের কাছে প্রত্যাশা তো ঐ একটাই-- দিনশেষে মানসিক শান্তি, ঐটুকুই আমার, আপনার, আমাদের সকলের একমাত্র চাওয়া, আমাদের ভালো থাকার জন্য তাই মা'নসিক শান্তি য'থেষ্ট, মনে রাখবেন! জীবনে মা'নসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না।
"জীবনে মানসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না"
শূন্যস্থান সব সময় শূন্য থাকে না। ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ন হয়েই যায়।
With Mst Reba Akther – I just got recognized as one of their top fans! 🎉
original Pakistani party wear
Pre order nicchi
With Latiful Kabir – I just got recognized as one of their top fans! 🎉
বাটিক রেডি ড্রেস
কামিজের বডি সাইজ :- ৩৪/৪০/৪২/৪৪ এভেলেবেল *কামিজ লং :-৪২+*হাতার লং :-১৭+*পাজামার লং -২৭-৪০ প্রত্যেকটার সাথে পাজামা থাকবে প্যান কাটিং *দোপাট্টা :- ৪-৫ হাত লম্বায় আড়াই হাত চওড়ায়
চলে আসলাম একটা রিভিউ পোস্ট নিয়ে, আমার পড়া যে রেড কালার জামদানি ওয়ান পিসটা দেখছেন, এই ড্রেসটা আমাকে গিফট করেছেন পেইজ থেকে, আপুর পেইজে অনেক চমৎকার চমৎকার, এক্সক্লুসিভ জামদানি ওয়ান পিস, টু'পিস, থ্রি পিস এবং এক্সক্লুসিভ জামদানি শাড়ি পেয়ে যাবেন, এই জামদানি ড্রেসটা কিন্তু অনেক কালার এভেলেবেল, dupatta and pant from সাইরাস ফ্যাশন, I mean আমার পেইজে পাবেন
আসছে.....
অক্টোবরের ২৫ এবং ২৬ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় এবং কাঙ্খিত মিলনমেলা উই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেরি না করে আপনিও আমার মতো সুপার আর্লি বার্ড রেজিষ্ট্রেশন করে ফেলুন।
এই ইভেন্ট Women and e-Commerce Trust ( WE ) উই এর সবচেয়ে বড় ইভেন্টের অংশ হতে রেজিস্ট্রেশন করে ফেলুন সময় এবং আসন ফুরিয়ে যাওয়ার আগেই।
রেজিস্ট্রেশন লিঙ্কঃ
registration.wesummitbd.com
চোখ ধাঁধানো সুন্দর রঙের একটা জামদানি 🥰
jamdani one piece,
মানুষ প্রতি'ষ্ঠি'ত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
গন্তব্যের জন্য তাড়াহুড়ো করতে নেই। বলা তো যায় না গন্তব্য হয়তো আমাদের ইচ্ছের বাইরে কিছু লেখা আছে।
অ'পূর্ণতা মানুষকে বাঁ'চিয়ে রাখে। পূর্ণতায় নয়,
আপনার মনের সব ইচ্ছে গুলো যদি পূরণ হয়ে যায়। তাহলে বেঁ'চে থাকার ইচ্ছে হারিয়ে ফেলবেন।
লাইফে বিপদ দুঃখ কষ্ট আসবে এটা Part Of Life 😓
আর এগুলো কে সমাধান করে সুন্দরভাবে
বেঁচে থাকা হচ্ছে Art Of Life
মেয়ে মানুষের একটু তেজ থাকতে হয়, জেদ থাকতে হয়, আর আত্ম-সম্মানবোধটা হতে-হয় প্রখর
মানুষ জিজ্ঞেস করে, মেয়েরা নিজেদের বয়স কেন কম বলে? আমি কোথাও এর সুন্দর এক'টা উত্তর শুনেছিলাম। মেয়েরা আসলে নিজেদের বয়স কম বলে না, জীবনের যতটুকু তারা সুখে ছিল সেইটুকুর হিসাব মানুষকে বলে
লোকে কি বলবে ,,
এই একটি বাক্য আপনাকে অনেক কিছু থেকে পিছিয়ে দেয়। আপনি কিছু করলেও লোকে অনেক কিছু বলবে,আপনি কিছু না করলেও লোকে আরো অনেক কিছু বলবে। আপনার কষ্টের বিন্দু পরিমাণ ভাগ কিন্তু এই লোক সমাজ নিবেনা ,তবে আপনাকে পাহাড় সমান কষ্টে ফেলতে তারা সবসময় প্রস্তুত থাকবে। তাই লোকে কি বলবে এই বাক্যটি সরিয়ে ফেলুন নিজের জীবন থেকে আর ভালো কোনো পরিবর্তন কে সাদরে নিয়ে আসুন জীবনে।
---যদি তোর ডাক শুনে কেউ না আসে,,,,,
__তবে ভাই সোজা হিসাব তোরে ডাকলে তুইও যাবি না -😜
Inbox to order
অ'ধি'কা'র সেখানেই দেখাবেন,যেখানে আপনার মূ'ল্য আছে। মূ'ল্য'হী'ন জায়গায় অ'ধি'কা'র দেখাতে গিয়ে অ'য'থা দুঃ*খ কি'নে আনবেন না।
original Pakistani exclusive Eid collection inbox to order
exclusive Eid collection inbox to order
শাড়িতেই। নারীর সৌন্দর্য সবারই আলাদা আলাদা পছন্দ আছে শাড়ির ক্ষেত্রে, আমার পছন্দের শীর্ষ এবং প্রথম তালিকায় আছে জামদানি
তারপরেই পছন্দ কাতান শাড়ি এবং বাংলাদেশের ঐতিবাহিক আরও একটি শাড়ি সেটি হল টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তাঁতের শাড়িগুলো আমার খুব পছন্দ, সব শাড়ি নিয়ে আসলে বিবরণ একসাথে দেয়া তো সম্ভব না তাই আজ জামদানি নিয়ে তুলে ধরব কিছু কথা
জামদানি:
আমাদের গর্ব
বাংলাদেশের জামদানি শাড়ির ঐতিহ্যকে সমকালীন শিল্পধারায় প্রবাহিত করে দিয়েছিল আড়ং। এটি ছিল দেশীয় ঐতিহ্যের বিকাশে আড়ংয়ের পক্ষ থেকে পরিচালিত এক অসাধারণ সাংস্কৃতিক অভিযান। পরবর্তীতে জামদানির বুননশিল্প ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউমিনিটি’ হিসেবে স্বীকৃতি লাভ করে।
নকশা ও বুননপদ্ধতির বিশেষত্বের কারণে জামদানি শাড়ি অন্য সব ধরনের শাড়ির চাইতে আলাদা। শাড়িপ্রেমীদের কাছে জামদানির কদর খুব বেশি। তবে এই শিল্পের বিকাশ বা ব্যাপ্তি তত বেশি নয়। বর্তমানে দেশের বাজারে জামদানির চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বিশ্ববাজারেও এর প্রসার ঘটছে।
জামদানি আমাদের বস্ত্রশিল্পের ঐতিহ্য। কার্পাস তুলা থেকে তৈরি এক ধরনের সূক্ষ্ম সুতিবস্ত্র জামদানি। জামদানি বলতে মূলত জামদানি শাড়িকেই বোঝানো হয়। বাঙালি নারীদের প্রিয় পোশাকের তালিকায় রয়েছে জামদানি শাড়ি।
মসলিন ও জামদানি আমাদের সুপ্রাচীন ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক। বিশ্বের নানা দেশে পোশাকের ইতিহাস নিয়ে লেখা ও আলোচনায় মসলিনের পাশাপাশি জামদানিরও উল্লেখ আছে। জামদানি কবে কখন তৈরি শুরু হয়, তা স্পষ্টভাবে জানা যায় নি। তবে অনেক ঐতিহাসিক ও গবেষক মনে করেন, আজকের যে জামদানি তা বিশ্বখ্যাত মসলিনেরই উত্তরাধিকার।
নদীর নাম শীতলক্ষ্যা
শীতলক্ষ্যা ব্রহ্মপুত্র নদের একটি শাখানদী। নরসিংদী, ঢাকা, গাজীপুর ও নারয়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে চলেছে শীতলক্ষ্যা।
ভালো জামদানি তৈরির জন্য ভালো সুতো, দক্ষ কারিগর, ঐতিহ্যবাহী নকশা যেমন দরকার তেমনি আবহাওয়াজনিত বিশেষ আর্দ্রতারও প্রয়োজন রয়েছে। শীতলক্ষ্যা নদীপাড়ের আর্দ্র আবহাওয়া জামদানি তৈরির জন্য বিশেষভাবে উপযুক্ত। ভোরবেলা সুতো প্রস্তুতের সবচেয়ে ভালো সময়। কেননা এসময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে। এ কারণে দেশের অন্য কোথাও জামদানি তৈরি সম্ভব হয় না। তাইতো অতীতের মসলিন এবং আজকের জামদানিশিল্প শীতলক্ষ্যাকে ঘিরেই গড়ে উঠেছে।
মসলিন থেকে জামদানি
পাতলা ও সাদা রঙের মসলিনের খ্যাতি ছিল বিশ্বজোড়া। অতীতে ঢাকা, সোনারগাঁ, ধামরাই, বাজিতপুর প্রভৃতি অঞ্চল মসলিনের জন্য প্রসিদ্ধ ছিল। একসময় এই বস্ত্র রোম ও চীনে রপ্তানি করা হতো। এ ছাড়াও আরব, ইরান, আর্মেনিয়া, মালয়, জাভা প্রভৃতি দেশ থেকে ব্যবসায়ীরা এদেশে আসত মসলিন কেনার জন্য। মুঘল আমলে এ শিল্পের সবচেয়ে বেশি প্রসার ঘটে।
জামদানি নামকরণ
জামদানির নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। মনে করা হয় মুসলমানরাই ভারত উপমহাদেশে জামদানির প্রচলন ও বিস্তার করে। লোকশিল্পবিশারদ তোফায়েল আহমদের মতে, ‘জামদানি’ অর্থ ‘বুটিদার কাপড়’। ফারসি শব্দ ‘জামা’ মানে ‘কাপড়’ আর ‘দানা’ মানে ‘বুটি’। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব প্রথম শতকেও বঙ্গদেশ থেকে মসলিনের মতো সূক্ষ্মবস্ত্র ইউরোপে রপ্তানি হতো।
সুতো থেকে তাঁত অবধি
দোআঁশ মাটি ও পর্যাপ্ত তাপ এবং বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে ফুটি কার্পাসের চাষ ভালো হতো। এই ফুটি কার্পাস তুলা থেকে তৈরি সুতোয় বোনা হতো মসলিন। জামদানি তৈরির জন্যও কার্পাস তুলো ব্যবহার করা হয়। জামদানি বানানোর জন্য সুতো প্রস্তুত করতে হয়। এর বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রতিটি ধাপের জন্য থাকে আলাদা কারিগর। শুধু তাঁতি নয়, এর মানে দাঁড়ায় যে জামদানি তৈরিতে অনেক কারিগরও যুক্ত থাকে।
জামদানির তাঁত ও শাড়িতে নকশা তোলা
আধুনিককালের বেশিরভাগ তাঁতগুলো হয় আংশিক, নয়তো সম্পূর্ণভাবেই যন্ত্রচালিত। কিন্তু জামদানি তৈরির জন্য বিশেষ তাঁত ব্যবহার করা হয়। এটি হস্তচালিত তাঁত নামে পরিচিত। তাঁতে কাপড় বোনার সঙ্গেসঙ্গেই চলে নকশা তৈরির কাজ। জামদানি শাড়ি তৈরির সময়ই তাঁতিরা জামিনের চাইতে খানিকটা মোটা সুতো দিয়ে তাতে নকশা ফুটিয়ে তোলে। তাঁতিদের এই শিল্পনৈপুণ্যের দীক্ষা হয় নিজ পরিবারেই। ছোটোবেলা থেকেই অনেকে নকশা তৈরির হাতেখড়ি নেয়। বংশপরম্পরায় একজনের কাছ থেকে পরিবারের অন্যরা নকশার কাজ শিখে নেয়।
তাঁতে একবার জমিনটা বোনে তারপর তাতে নকশার সুতো ঢোকায়। আবার বোনে আবার নকশা করে। এখন নকশার সুতো জমিনের কোন জায়গায় ঢোকানো হবে, তারপর বামে না ডানে যাবে এবং ওপরে উঠবে না নিচে নামবে এই জটিল হিসাবগুলো তাঁতিরা করে থাকে। এভাবে জমিন বোনার সঙ্গেসঙ্গে নকশা তোলার কাজও শেষ হয়। তারপর শাড়িটিকে আারেকবার মাড় দিয়ে পলিশ করা হয়। নকশা যত সূক্ষ্ম হবে শাড়ি তৈরি করতে ততই বেশি সময় লাগবে। সাধারণত একটি জামদানি শাড়ি তৈরি করতে তাঁতিদের সাতদিন থেকে কয়েক মাস এমনকি বছরও লাগতে পারে।
কত নকশা কত নাম
জামদানি শাড়িতে রং দিয়ে নকশা করা হয় না। তাঁতিদের কল্পনাকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়। নকশার কাজটি যেহেতু তাঁতিরাই করে, সেহেতু সেখানে দেশের প্রকৃতির কথা থাকবে সেটাই স্বাভাবিক। এ কারণেই জামদানির নকশায় দেশীয় ফুল-লতা-পাতার চিত্রই প্রাধান্য পায়।
তবে জামদানিতে জ্যামিতিক নকশারও প্রচলন রয়েছে। নকশা অনুযায়ী জামদানি নানা নামে পরিচিতি পায়। পান্না হাজার, দুবলি জাল, বুটিদার, তেরছা, ডুরিয়া, ময়ূর প্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কচুপাতা, কলকা পাড়, আঙুরলতা, সন্দেশ পাড়, শাপলাফুল, জুঁইবুটি, চন্দ্রহার, হংস, ঝুমকা, চালতা পাড়, কলসফুল, মুরালি জাল, জবাফুল, প্রজাপতি বুটি, শামুক বুটি- এরকম কত নামে কত নকশায় জামদানি তৈরি হয়!
জামদানি শাড়ির প্রকারভেদ
জামদানি শাড়ি প্রধানত দুই প্রকার। হাফসিল্ক জামদানি ও সুতি জামদানি। হাফসিল্ক জামদানিতে আড়াআড়ি সুতোগুলো হয় রেশমের আর লম্বালম্বি সুতোগুলো হয় তুলোর তৈরি। অন্যদিকে সুতি জামদানির সম্পূর্ণই তুলোর তৈরি সুতো দিয়ে তৈরি হয়।
জামদানি শিল্পনগরী
শীতলক্ষ্যা নদী জামদানি শাড়ি তৈরিতে বিশেষ ভূমিকা রাখে বিধায় ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো ইউনিয়নের ১৪টি গ্রাম এবং সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ১টি গ্রামের মধ্যে জামদানিশিল্প গড়ে উঠেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন জামদানিশিল্পকে আরও উন্নত, এর উৎপাদন বৃদ্ধি এবং বিপণনে সহায়তা করার জন্য তারাবোর নোয়াপাড়া গ্রামে জামদানি শিল্পনগরী ও গবেষণাকেন্দ্র স্থাপন
"হৃদয় ভাঙার রং নাকি লাল।তাহলে লাল শাড়ি পরেই না হয় ভাঙ্গা হৃদয়ে আবরন দিয়ে দিবো!!"🥰
Original Pakistani for peace
Colur available 4ta
body size-38/40/42/44
material Georgette
Inbox to order

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Barishal
4204
Barisal Sadar
Barishal
All pre order collections 😽 For order Contact with us🩷 Keep supporting 🫶
Barishal
We'll provide the best products in a reasonable price. Trust us & keep support.
New College Row
Barishal, 8200
Assalamu Alaikum. This is Rehana Zaman. I've been looking for an idea of self-employment, more like
Police Line Road Barishal
Barishal
We are the best fashion house in Barishal. We sale all kind of Readymade Dress for Gents, ladies, and kids. Our products are 100% Insured. We use the best fabrics for making all ki...
Jhalokati District
Barishal, 8400
Welcome To "মেসার্স মায়ের দোয়া বস্ত্রালয় এন্ড কসমেটিক" Official page.