Dr. Mohammad Faisal Hasan Bhuiyan

Dr. Mohammad Faisal Hasan Bhuiyan

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Faisal Hasan Bhuiyan, Paediatrician, Band Road, Chandmari, .

25/01/2024

শিশুদের টিকাদান সম্পর্কিত আলোচনা...

Photos from Dr. Mohammad Faisal Hasan Bhuiyan's post 26/10/2023

সাম্প্রতিক সময়ে শিশুদের চর্মরোগ Hand Foot And Mouth Disease (HFMD)এর প্রাদুর্ভাব :

🚨বিগত বেশ কিছু দিন যাবতই বাংলাদেশের শিশুরা একটি সংক্রামক চর্মরোগে ভুগছে- যার নাম Hand Foot And Mouth Disease (HFMD)। যেটি নিয়ে সাধারণত আমাদের অভিভাবকেরা বিভ্রান্তিতে পড়ে যান🤔। অনেকে আবার এটিকে বসন্ত/পক্স , খোস-পাচড়া, এলার্জি ইত্যাদি ভেবে অপচিকিৎসায় সময় নষ্ট করেন😩।

আসুন রোগটি সম্পদ সংক্ষেপে যেনে নিই✅

📚HFMD মূলত Coxsackie ভাইরাস জনিত রোগ। আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকা শিশুরা সাধারণত এতে আক্রান্ত হয়ে থাকে।

☞‌লক্ষ্মণ : নিন্ম মাত্রার জ্বর, সর্দি কাশি, শরীর ম্যাজম্যাজ করা ইত্যাদি উপসর্গ নিয়ে রোগটি শুরু হয়। অত:পর সাধারণত মুখমন্ডল, হাত-পায়ের তালু, হাটু, নিতম্ব, কনুই, কুচকি, বোগলে, পিঠের ত্বকে ফোসকার মতো পরিবর্তন দেখা যায়। ৫-৭ দিনের মধ্যে সারা শরীরে এই চর্মরোগ ছড়িয়ে পরতে পারে। যা দেখে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে আশার কথা এই রোগ শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থার কারনে নিজে থেকেই ভালো হয়ে যায়।

☞চিকিৎসা : এই রোগের চিকিৎসা সম্পূর্ণ উপসর্গ ভিত্তিক। জ্বর থাকলে প্যারাসিটামল, চুলকানি থাকলে এন্টিহিসটামিন জাতীয় ঔষধ দেয়া যেতে পারে। এসময় শিশুকে বয়স অনুযায়ী বারবার বুকের দুধ আক্রান্ত শিশুকে দৈনিক কুসুম গরম পানিতে বেবি সাবান দিয়ে গোসল করাতে হবে। তার ব্যবহার্য পোশাক ও সংস্পর্শে আসা অন্য কাপড় চোপড় দৈনিক গরম পানিতে কাপড় কাচার সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হবে।

☞প্রতিরোধ : এই রোগটির সংক্রমণ অন্যান্য ভাইরাস জনিত রোগের ন্যায় সহজেই প্রতিরোধ করা যায়। অনাক্রান্ত শিশুকে আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে অন্তত ৭ দিন দূরে রাখতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা যথাযথ ভাবে বজায় রাখতে হবে।

জনসচেতনতায়:
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস, এমসিপিএস (শিশু)
কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স)
শিশু বিশেষজ্ঞ।

25/09/2023
03/05/2023
Photos from Dr. Mohammad Faisal Hasan Bhuiyan's post 27/04/2023

কারো ক্ষুদ্র প্রয়াস অন্যের বড়ো স্বস্তিঃ

৩ মাসের শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে রিকারেন্ট নিউমোনিয়া নিয়ে। সাথে ছিলো রক্ত শূন্যতা। যথাযথ ইভালুয়েশন এবং চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছিলাম। কিন্তু দারিদ্র্যতা ও একই সাথে বাবা বাড়িতে অসুস্থ থাকায় শিশুটির অল্প বয়সী মা তা করতে অপারগতা জানায়। খুব করে অনুরোধ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসার সুযোগ দেয়ার জন্য।
প্রয়োজনীয় ল্যাব পরিক্ষা সরকারি ভাবে বিনামূল্যে করানো হলো। আরএমও ডাঃ রাসেল ঢালী সমাজসেবার মাধ্যমে সরকারি সাপ্লাইয়ের বাইরের ঔষধও ব্যবস্থা করে দেয়। কিন্তু রক্তশূন্যতার জন্য তাকে রক্ত দেয়া দরকার...

ছোট শিশুদের মোবাইল ট্রান্সফিউশন মেডিকেল কলেজের শিশু বিভাগের নিত্যকার একটি প্রসিডিওর। শুনলাম উপজেলা পর্যায়ে সাধারণত এটি করা হয়না। শিশুর মা নাছোড়বান্দা ডোনার সহ সব উপকরণ যোগাড় করে ফেললেন। সমস্যা হলো ভেইন প্রিক করার 19G Butterfly Needle আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছিলো না । এটি বরিশাল থেকে সংগ্রহ করে নিজেই পকেটে করে নিয়ে আসলাম।

স্ক্রিনিং, ক্রস ম্যাচিং এর পর মেডিকেল অফিসার ডাঃ ইলিয়াস, নার্সিং ইনচার্জ তানজিন ও সিনিয়র স্টাফ নার্স হিরামনির সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজ দুপুরে শিশুটির মোবাইল ট্রান্সফিউশন সম্পন্ন করলাম। বিকেলে ইনচার্জ ফোনে জানালো শিশুটি ভালো আছে🌷

শিশুটির জন্য অবিরাম ভালোবাসা... ❤️
আল্লহ আমাদের ছোট বড়ো সকল ভালো কাজ সমূহ কবুল করুন।

পুনশ্চঃ আমাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী দের ক্ষুদ্র প্রয়াস স্থান-কাল-পাত্র ভেদে কোন একটি পরিবারের জন্য অনেক বড় আশির্বাদ এবং আমাদের অবারিত সওয়াব এর উছিলা হতে পারে।

ডাঃ মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ
জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
নলছিটি, ঝালকাঠি।

Website

Address

Band Road, Chandmari
Barishal
8200

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00
Sunday 18:00 - 21:00