Bangladesh CriCinfo
Hello Cricket Lovers. In this page you will find news of cricket from abroad within a moment. So if you don't want to miss the latest updates, stay tuned to th
আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন শেষ বারের মতো।
বিদায় লিডার😰💔
ভালো থাকবেন❤
স্বপ্নের মতো টেস্ট অভিষেক হলো কিউই ফাস্ট বোলার "কাইল জামিসন" এর।
নিউজিল্যান্ড বনাম ভারত টেস্ট "কাইল জেমিসন" বল হাতে ৩৯ রানে ৪ উইকেট নেওয়ার ব্যাট হাতেও ছিলো উজ্জ্বল। কিরেছেন ৪ ছক্কা ও ১ চারের সাহায্যে ৪৫ বলে ৪৪ রানের ইনিংস। 😲
"মাগো,ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবেনা।
বলো,মা তাই কিহয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্য কথার ঝুডি. নিয়ে
তবেই না বাড়ি. ফিরবো।
লক্ষী মা রাগ ক'রোনা,
মাত্রতো আর কটা দিন ।"
না মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের! বরকত, সালাম, রফিক, জব্বার, সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে । মায়ের ভাষায় কথা বলাবার অধিকার আদায়ে , মাতৃ ভাষার মর্যাদা রক্ষায় ওঁরা জীবন দিয়েছিলো ২১ ফেব্রুয়ারি ১৯৫২ ! তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার ! মহান ভাষা আন্দোলনের পথ ধরে আমরা পৌছে যাই '৭১এর রক্তাত্ব মুক্তিযুদ্ধের রণাঙ্গনে! বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে প্রিয় স্বাধীনতা । আজ আমরা স্বাধীন বাংলাদেশের মুক্ত মানুষ! '৫২ এর ভাষা আন্দোলন না হলে '৭১ এর মুক্তিযুদ্ধ হতো না! মুক্তি যুদ্ধ না হলে বাঙ্গালী জাতি ধীরে ধীরে তার অস্তিত্ব হারাতো । আজ এ কথা ভেবে গৌরব বোধ করি, আমি এক নির্ভীক সৃষ্টিশীল মানুষ। আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি ! বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা।
দেশের উইকেট হতাশ করলো পেসার শরিফুল ইসলামকে।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম সাউথ আফ্রিকায় ব্যাটসম্যানদের যতটা পরাস্ত করছিলো দেশের মাটিতে ব্যাটসম্যানদের অইরকম চাপে ফেলতে পারছেন না এই পেসার।
তার মূলত কারন হলো শরিফুল গত ১ বছর ধরে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সিমিং উইকেটে বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাই তার অসুবিধা হচ্ছে।
এদিকে 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড' দেশের সব পিচ গুলো স্পিন সহায়ক করে রাখে। যার কারনে আমাদের প্রতিভাবান পেসাররা অল্পতেই হারিয়ে যায়।
তাই 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড' এর উচিৎ স্পিন সহায়ক উইকেট না বানিয়ে পেসারদের মত উইকেট বানান। তাতে আমাদের প্রতিভাবান পেসাররা অকালে হারিয়ে যাবেনা। মুগ্ধ,শরিফুল,হাসান মাহমুদ,সাকিব, মেহেদি হাসান রানা, এদেরকে পেস সহায়ক উইকেটে খেলিয়ে তৈরি করতে করতে হবে বিশ্বমানের বোলারদের মতো। তাহলে আমরা ম্যাচের শুরুতেই নতুন বলে প্রতিপক্ষকে চেপে ধরতে পারবো।
উপরিউক্ত কথা গুলো জানিনা কোনোদিন শুনবে 'বিসিবি' তারপরও লিখে রাখলাম।
হোয়াট এ ম্যাচ😲😲
ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার টি টুয়েন্টি সিরিজ নির্ধারনি ম্যাচে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
স্কোরঃ-
সাউথ আফ্রিকাঃ- ২২২/৬ (২০ ওভার)
বাভুমা - ৪৯
ডি কক -৩৫
ক্লাসেন - ৬৬
মিলার - ৩৫*
ইংল্যান্ডঃ- ২২৬/৫ (১৯.১)
বাটলারঃ- ৫৭
বেয়ারস্টোঃ- ৬৪
মরগানঃ- ৫৭*
স্টোক্সঃ- ২২
প্রোটিয়ারা চাইছিলো ব্যাটিং পিচ বানিয়ে ব্রিটিশদের কাবু করবে তা আর হলোনা। নিজেদের ফাদে নিজেরাই পা দিলো।
অভিনন্দন ইংল্যান্ড 💜💜
কুইন্টন ডি কক
২২ বল
৬৫ রান
০৮ ছক্কা
০২ চার
স্ট্রাইকরেট ২৯৫.৪৫
কাল ইংল্যান্ডের বিপক্ষে এই দানবীয় ইনিংসটি খেলেন প্রোটিয়া কাপ্তান কুইন্টন ডি কক।
বিশ্ব ভালোবাসা দিবসে নান্নু স্যারকে 'ভালোবাসা চিহ্ন' দেখালেন মুশফিক! 😉
পাকিস্তান সফরে যান নাই মুশফিক। আর তাই রেগেমেগে আমাদের নান্নু স্যার বলেছিলেন, পারফর্মেন্স দেখিয়ে দলে ফিরতে হবে মুশফিককে। বিসিএল এ আজকের ম্যাচে ইস্ট জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ১১৫ রানের অপরাজিত এক ইনিংস খেলে রেগে যাওয়া সেই নান্নু স্যারের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন আমাদের সবার প্রিয় মুশফিক। ❤️
কথায় আছে 'রেগে গেলেন তো হেরে গেলেন।' কিন্তু রেগে গিয়েও জিতে গেলেন আমাদের নান্নু স্যার! না মানে ভালোবাসা পেয়ে জিতলেন আরকি! 😂🤣😂
বিসিবি সভাপতির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির জবাবে আমাদের ঠাণ্ডা মাথার অধিনায়ক আকবর আলী বলেছেন,
“ক্রিকেট বোর্ড থেকে যেটা পাবো তার জন্য তাদেরকে আগে থেকেই ধন্যবাদ দিয়ে রাখছি। বোর্ড থেকে এমন কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাইনি। বিসিবি আমাদের নিয়ে যে পরিকল্পনা করছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। আগামী দুই বছরে নিজেদের স্কিল ও মানসিক উন্নতির কাজ করব।”
একজন পরিণত অধিনায়কের মতো কথা বলেছেন আমাদের আকবর দ্যা গ্রেট। ❤️
আসেন জেনে নিই সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি জনাব নাজমুল হাসান পাপন কোন পরিকল্পনার কথা বলেছেন। উনার পরিকল্পনা হলো, উনি অনূর্ধ্ব ১৯ দলের সদস্যদের নিয়ে অনূর্ধ্ব ২১ দল গঠন করা, মাসে এক লাখ করে টাকা দিয়ে তাদেরকে সার্বক্ষণিক অনুশীলনসহ বিদেশে খেলার ব্যবস্থা করা। এমনকি যারা খেলা এবং অনুশীলনে সিরিয়াস থাকবে না তাদেরকে বাদ দেওয়া।
বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য কিংবা এত বছর দায়িত্বে থেকেও ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সেভাবে বাড়াতে না পারায় জনাব নাজমুল হাসান পাপন সাহেবকে আমি বা অনেকে পছন্দ করি না একদমই।
তবে উনার এই পরিকল্পনা অবশ্যই ভালো। আমরা বাস্তবায়ন দেখতে চাই। 😊
© দ্যা ফিফথ আম্পায়ার
আহ উদযাপন!
কোপা কোপা কোপা কোপা কোপা😁😁
আকবর আলীর ব্যাটেই প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৭৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়ার পর দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশ দলের অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ১৮ জানুয়ারি। ২১ জানুয়ারি স্কটল্যান্ডকে উড়িয়ে দেয় আকবরের দল। টানা দুই জয়ে দল যখন উৎফুল্ল। ঠিক তখন দেশ থেকে বড় দুঃসংবাদ উড়ে গেল আকবরের জন্য।
২২ জানুয়ারি তার একমাত্র বোন খাদিজা খাতুন না ফেরার দেশে পাড়ি জমান। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। স্বজন হারানোর বেদনা বুকে চাপা দিয়ে দুই দিন পরই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন আকবর।
শোককে শক্তিতে পরিণত করে ইতিহাস গড়েন তিনি। দেশকে প্রথমবারের মতো এনে দেন আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের শিরোপা। তিনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেছেন ফাইনালে ভারতের বিপক্ষে নায়কোচিত ইনিংস খেলে।
আজ ভারতের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। দলীয় ৫০ রানে তামিম ফিরে যান। এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধ্বস। একে একে ধরাশায়ী হন দারুণ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেনরা। এরমধ্যে কপাল পোড়ে ইমনের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে বাধ্য করে মাঠ ছাড়তে।
অধিনায়ক আকবর আলী ক্রিজে এসে চাপ সামাল দেয়ার চেষ্টা চালান। কিন্তু তাকে সঙ্গ দেয়ার কেউ তো থাকতে হবে! শামিম হোসেন, অভিষেক দাসরা বিদায় নিলে কঠিন চাপে পড়া দলের হাল ধরতে ইনজুরি নিয়ে আবারো ফিরতে হয় ইমনের।
অধিনায়কের সঙ্গে জুটি গড়ে দলকে আবারো জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। দারুণ সব বাউন্ডারিতে সহজ সমীকরণের দিকে নিয়ে যান দলকে। কিন্তু তার এই ত্যাগ আর উজাড় করে দেয়া ইনিংসটিও যথেষ্ট ছিলো না বাংলাদেশের বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার জন্য। ৩২তম ওভারের শেষ বলে জয়শওয়ালের শিকার হন তিনি। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল সজোরে হাঁকাতে গিয়ে আকাশ সিংয়ের তালুবন্দী হন ইমন।
কিন্তু তার বিদায়ের পরেও স্বপ্ন ভাঙতে দেননি আরেক নায়ক আকবর আলী। দায়িত্ব পুরোটা কাঁধে তুলে নেন অধিনায়ক আকবর। শেষ বল পর্যন্ত লড়াই করে দলকে বিজয়ের হাঁসি এনে দেন তিনি, পূরণ করেন ১৬ কোটি মানুষের স্বপ্ন।
9/2/2016
আজকের এইদিনে ক্যারিবিয়রা চতুর্থ বিশ্বকাপ এবং ২য় টি টুয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে ভারত এর কোলকাতা স্টেডিয়ামে।
অই ম্যাচে পরে ব্যাট করে ক্যারিবিয়রা। আস্তে আস্তে সব উইকেট পরতে থাকলে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মারলন স্যামুয়েলস। ৬৬ বলে ৮৫* রান করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে থাকেন স্যামুয়েলস। শেষ ওভার অর্থাৎ ২০ তম ওভারে প্রয়োজন ছিলো ১৯ রান। স্ট্রাইকে ছিলো কার্লোস ব্রাথওয়েট, তাকে সম্ভবত স্যামুয়েলস এটাই বলেছিলো যে তুমি মারো।
২০ তম ওভারে ক্যাপ্টেন ইয়ন মরগান বল তুলে দিলো বেন স্টোক্স এর হাতে। অপর প্রান্তে কার্লোস ব্রাথওয়েট, অই ওভারের ১৯ রান ৪ বলেই তুলে নিয়েছিলো ৪ বলে ৪ টা ৬ মেরে। 'কমেন্টেটর ইয়ান বিশপ' বলছিলো Carlos Brathwait Remember The Name....
বড়দের দুর্দিনে তোমাদের দিকে চেয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিকেট ভক্ত।💓
হে বাংলার যুবারা দেখিয়ে দাও যে আমরাও পারি। ভারত জিজুদের বাধা ভেঙে দেখিয়ে দাও আমরাও পারি বিশ্ব জয় করতে।
ক্রিকেট প্রেমিরা চেয়ে আছে তোমাদের ব্যাট/বলের পারফর্মেন্স এর দিকে। লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমিদের স্বপ্ন ভাঙতে পারেনা।
শুভ কামনা আকবর আলীর দলের জন্য💖
শুভ কামনা যুবাদের জন্য💪💪
অস্ট্রেলিয়া মহিলা এবং ভারত মহিলা দলের টি টুয়েন্টি ম্যাচে ভারতকে ১৭৩/৫ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়া।
দলের হয়ে টপ পারফর্মার এ্যাশ্লেইগ গার্ডনার করেছেন ৫৭ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস। এবং ক্যাপ্টেন ম্যাগ লানিং করেছেন ৩৩।
8/2/2020
আজকের এই দিনে তামিম ইকবাল তার টি টুয়েন্টি ক্যারিয়ার এর সেরা ইনিংস খেলা খেলেছিলো।
২০১৮-১৯ বিপিএল সিজনের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অই ম্যাচে ঢাকার বোলার পিটিয়ে নাজেহাল করে দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ইনিংস এর ৭.৫ ওভারের সময় মোহর শেখ এর অফ স্টাম্পের বেশ খানিকটা বাহিরের বল ড্রাইভ খেলতে যেয়ে আউট সাইট এজ হয়, উইকেট কিপার সোহান ইজি ক্যাচকে কঠিন করতে যেয়ে ক্যাচটি ড্রপ করেন।
তারপর থেকেই তামিমের ব্যাট চড়াও হয় ঢাকার বোলারদের উপর। বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত রান করেন তামিম ইকবাল। ৬১ বলে ১৪১ রান করে মাঠ ছাড়েন এই ওপেনার।
তামিম ভাই আপনার ফর্ম ফিরে আসার অপেক্ষায় রইলাম। সামনে টি টুয়েন্টি বিশ্বকাপ আপনার এই খারাপ ফর্ম দেশের জন্য ভালো দিক নয়। আশা করি খুব দ্রুত নিজের চেনা রুপে ফিরবেন।
অনুর্ধ্ব ১৯ এর খেলা আমাদের দেখার সুযোগ হয়না 'আইসিসির' কোনো ইভেন্ট ছাড়া।
কালকে খেলাযোগ এ 'মাহমুদুল হাসান জয়' এর সাক্ষাৎকার দেখলাম। রিপোর্টার এহতেসাম সবুজ ভাই বললো নিউজিল্যান্ডকে পেলেই নাকি জয় এর ব্যাট চড়াও হয়ে যায়। শুধু চড়াওই হয়না রীতিমতো নাকি ছেলেখেলা শুরু করে দেয় জয়।
তাই আজকে টপ অর্ডার ব্যার্থ হওয়ার পর জয় এর উপর অনেক বেশি আত্তবিশ্বাস ছিলো জয় কিছু করবে। হ্যা জয় করেছে, দলের গুরুত্বপূর্ণ সময়ে শতক হাকিয়ে দলের ফাইনালে যাওয়ার পথ এনে দিয়ে মাঠ ছেড়েছেন। জয় তোমার জন্য শুভ কামনা, আবার হারিয়ে যেওনা জয়।
ফাইনাল খেলবে ভারত এর সাথে, আশা করি ভারত এর কুফা কাটিয়ে বিশ্বকাপ ঘড়ে তুলবে জুনিয়ররা। শুভ কামনা ফাইনালের জন্য💓💓
কোচ 'রাসেল ডোমিংগো' বলেই দিয়েছেন ওপেনিংয়ে 'তামিম' এর সাথে 'সাইফ হাসান' থাকবে। তাই সাইফ এর টপ অর্ডার সামলানোর দায়িত্ব জোরদার থাকবে।
এদিকে রাওয়ালপিন্ডির পিচ তৈরি দেখে বোঝাই যাচ্ছে পিচ পেস সহায়ক এবং বাউন্সি হবে। তাই অনেক বড় চ্যালেঞ্জ হবে ব্যাটসম্যানদের জন্য।
বাংলার ব্যাটসম্যানরা কি পারবে 'শাহিন আফ্রিদি' 'শান মাসুদদের' পেস সামলাতে?
শুভ কামনা রইলো টাইগারদের জন্য।💓💓
অনুশীলনে হাস্যজ্বল যুব টাইগাররা।
© খেলাযোগ
এই ৩৩৪* রান টা যদি সাকিব, মুশি করতো তাহলে তাদের লিজেন্ড বইলা দিতাম আমরা।
আবার তামিম ভাই যদি জাতীয় দলে ভালো ফর্মে থাকা অবস্থায় করতো তাহলেও সবাই ভালোই বলতো। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি দলে ভালো ফর্মে নাই তাই তার এত কথা শুনতে হচ্ছে।
'তামিম ইকবাল খান' যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান তা হয়তো তারা ভূলেই গেছে এই ৫/৬ মাসের অফ ফর্মের কারনে।
বেশি কিছু বলবোনা দেশের ক্রিকেট কে ভালোবাসুন দেশের ক্রিকেটারদের ভালোবাসুন। সমালোচনা করলে যৌক্তিক সমালোচনা করুন, ট্রল নয়।
আমার বিশ্বাস তামিম্ভাই আবার ফিরবে তার পূরনো রূপে। পাকিস্তান টেস্টের জন্য শুভ কামনা রইলো খান সাহেব। দেশের পঞ্জপান্ডব এর ৩ জনই দলে নাই। ম্যাশ তো অঘোষিত টেস্ট অবসার, সাকিব নিষেধাজ্ঞায়, মুশি নাই। দল চেয়ে আছে আপনার ব্যাটের দিকে। দেখিয়ে দিন আপনি ফুরিয়ে যাননি, দেশের ক্রিকেটকে এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে আপনার। শুভ কামনা রইলো😍😍💓💓💓
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০...
এবার অনুর্ধ্ব ১৯ দলটা নিয়ে আমাদের আশা ভরসার শেষ নাই। টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত সবাই বলতে গেলে ভালোই ক্রিকেট খেলছে গত দেড় বছর যাবত।
তার সাথে আমাদের বোলিং এটাক টাও অনেকটাও অনেক ভালো। মৃত্তুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
টুর্নামেন্ট এ গ্রুপ পর্বে ২ ম্যাচে জয় এবং আর একটি ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যায়। এবং বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এদিকে ২ ম্যাচ খেলেই ইঞ্জুরিতে পরে দেশে ফিরে এসেছেন দলের অন্যতম ফাস্ট বোলার 'মৃত্তুঞ্জয় চৌধুরী' নক আউট পর্বে তাকে মিস করে বাংলাদেশ অনুর্ধ্ব দল।
এদিকে শোনা গেছে প্রস্তুতি ম্যাচে ৪০ বলে ঝড়ো সেঞ্জুরি করা অলরাউন্ডার শামিম। নক আউট পর্বে খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত।
'মৃত্তুঞ্জয় চৌধুরী'র পরিবর্তে পাঠানো হয়ে রুয়েল মিয়াকে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
শুভ কামনা রইলো তৌহিদ হৃদয়, ইমন, মাহমুদুলদের জন্য💓💓💓
টেস্টঃ-
ম্যাচঃ-৬
রানঃ-৬৭৩
এভারেজঃ-১১৪.৬০
উইকেটঃ-২৬
এভারেজঃ-১৬.৭৩
ওডিয়াইঃ-
ম্যাচঃ-৮১
রানঃ-২৭১১
এভারেজঃ-৬৬.১২
উইকেটঃ-১১৬
এভারেজঃ-২৩.৬২
টি টুয়েন্টিঃ-
ম্যাচঃ-১০২
রানঃ-১০৬৫
এভারেজঃ-৩০.৪২
উইকেটঃ-৯৭
এভারেজঃ-১৯.৩১
এই দশকের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়ে Ellyse Perry.
© ICC - International Cricket Council
ইমরুল কায়েস.....
যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের বিপদের বন্ধু। একজন অবহেলিত ক্রিকেটার তিনি। সুযোগে ভালো পারফর্ম করলেও তেমন সুযোগ দেওয়া হয়না তাকে জাতীয় দলে।
আফগানিস্তান এর বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে ইমরুলকে স্কোয়াডে না দেখে অনেকটা অবাক হয়েছিলাম। কারন দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ছুটিতে তাই তার সুযোগ পাওয়া অনেকটা নিশ্চিত ছিলাম। পরে জানলাম তার ছেলে অসুস্থ থাকায় সে নিজেই ছুটি নিয়েছে। তখন কিছু পাব্লিলকে দেখলাম বিষয়টি জানার পরেও বিসিবির চৌদ্দ গুষ্টি উদ্ধার করতেছে।
তারপর আসলো ভারত সিরিজ। সেখানে এমনিতেই সুযোগ পেয়ে গেলো ইমরুল কায়েস। সেই সিরিজ এর বাজে পারফর্ম এর পরেই তাকে নিয়ে ট্রোল শুরু। আর সেই পাব্লিকরাই ট্রোল করতেছে যারা ইমরুলকে দলে না নেওয়ায় বিসিবিকে গালিগালাজ করেছিলো।
গেলো ভারত সিরিজ।
শুরু হয়েগেলো দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট 'বিপিএল'। এখন পর্যন্ত বিপিএল এর টপ পার্ফর্মারদের ভিতরে তিনি একজন। ১০ ম্যাচে ৩৬০+ রান করে সেরা রান সংগ্রহের তালিতায় ২ এ রয়েছেন তিনি।
শুধু শুধু তাকে নিয়ে ট্রোল করার মানেই হয়না।
দেশের ক্রিকেটকে ভালোবাসুন। দেশের ক্রিকেটারদের ভালোবাসুন।
ধন্যবাদ.....
Pic:- © bdcrictime.com
হুম
মার্নুস লাবুশেইন কে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি💓💓
অভিষেকটা হয়েছিল 'স্টিভ স্মিথ' এর বদলি খেলোয়ার হিসেবে। সেই থেকে তিনি রান করেই যাচ্ছেন💓💓
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৭১ রানে অপরাজিত আছেন।💓💓
বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান। সাথে ২ টা উইকেট। ব্যাট হাতে ২৯ বলে ৫৯। যেখানে ৪ ছিল মাত্র ২ টি এবং ৬ ছিল ৭ টি🔥
অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্স এ জিতে গেলো ঢাকা।
সেই সাথে ম্যান অফ দা ম্যাচ হলেন ইয়াং স্টার মাহেদী হাসান।
অভিনন্দন ম্যান💕
*ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে প্রথম টি টুয়েন্টিতে ৫ উইকেট নেয় ড্যারেন সামি।
*২ বার টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ি ক্যাপ্টেন। (২০১২ এবং ২০১৬)
শুভ জন্মদিন ড্যারেন সামি💓💓
রংপুর রেঞ্জার্স টানা ৪ ম্যাচ হারার পর দলে ভেরালো অস্ট্রেলিয়ান সাবেক লিজেন্ড 'শেইন ওয়াটসন' কে।💓
আপনার কি মনে হয় রংপুর রেঞ্জার্স এখনো ঘুড়ে দাড়াবে?
১.ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা নারী
ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যালিস পেরি।👏
২.আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি👏
৩.আইসিসির বর্ষসেরা ওয়ানডে , ও টি টোয়েন্টি স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন পেরি।👏
What a year for Perry 👏✌️
Congratulations Perry ✌️👏❤️
ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার আবিদ আলি যে কিনা ওডিয়াই ও টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্জুরি করেছেন।😯😯
মার্নুস লাবুশেইন শেষ ৩ ইনিংস💓💓
বিপিএল ইতিহাসে দ্রুততম অর্ধশত করার দ্বিতীয় স্থানে আফগান উইকেট কিপার ব্যাটসম্যান 'রহমানুল্লাহ গুরবাজ'
গতকাল রাতে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে তিনি ১৮ বলে অর্ধশত করে এ রেকর্ড গড়েন।
এর আগে ২০১২ সালে বরিশাল বার্নার্স এর হয়ে খেলা 'মোহাম্মাদ শেহজাদ' ১৬ বলে অর্ধশত করেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Barishal