ইসলামী সমাজকল্যাণ পরিষদ সাতলা ইউনিয়ন

ইসলামী সমাজকল্যাণ পরিষদ সাতলা ইউনিয়ন

You may also like

Lords Association
Lords Association

‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (সুরা মায়েদাহ )

24/06/2024

❝আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগণে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, তবে এমন গাঢ় কালো অমাবশ্যার রাত আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব।❞

🎙 আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)

হে প্রিয় রাহবার আপনার কথা আজ অক্ষরে অক্ষরে সত্যে উপনীত হয়েছে।

19/06/2024

ভারতের মেঘালয়ের ঢলে ডুবেছে সিলেট-সুনামগঞ্জ! পানি বন্ধি ৬ লাখ মানুষ 🥲

17/06/2024
13/06/2024

আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে! যেন বেলাল( রা:) নবীজির মসজিদের পাশে এসে দাঁড়িয়েছে। আজান দিচ্ছে আর আজানের ফাঁকে ফাঁকে মেহরাবের দিকে তাকিয়ে নবীকে খুঁজছে!
ইয়া রব! আমাকে একটু দাঁড়ানোর সুযোগটুকু দিয়ো...!

08/06/2024

এখন চয়েস আপনার🤐

21/05/2024

সাতলা জুম্মাবাড়ি নিবাসী, সাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মো: আব্দুল গফুর হাওলাদার কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎

মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

16/05/2024

আজ ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। আজ থেকে ৪৮ বছর আগে ভারত কতৃক ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার স্বাভাবিক প্রবাহ কে বাধাগ্রস্ত করার প্রতিবাদে এবং নদীকে তার স্বাভাবিক গতিতে চলতে দেয়ার দাবীতে আওয়াজ তুলেছিলেন আফ্রো-এশিয়ার নির্যাতিত, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

আজ হতে ৪৮ বছর আগে আজকের এই দিনে ভারতের পানি আগ্রাসী নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের সংগ্রামী নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা বাঁধ চালুর সময় ভবিষ্যৎ এ ফারাক্কা বাঁধের কি ভয়াবহ বিরুপ প্রতিক্রিয়া হতে পারে তা আটচল্লিশ বছর আগেই অনুধাবন করেছিলেন এ দূরদর্শী মজলুম জননেতা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে লাখো কন্ঠের গগন বিদারী মুহু মুহু শ্লোগানের মধ্য দিয়ে বজ্রকন্ঠে ঘোষনা করেছিলেন মরনবাঁধ ফারাক্কা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। গঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দাও বলে শ্লোগান নিয়ে লংমার্চের মাধ্যমে আওয়াজ তুলেছিলেন।

আজ দেশের ক্রান্তিলগ্নে নির্যাতিত, নিপীড়িত জনতার মুক্তির জন্য মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভীষণ প্রয়োজন ছিলো। দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতন আর নিপীড়নের শিকার হয়ে ঝিমিয়ে পড়া এই জাতিকে চাঙ্গা করতে তার দেয়া "খামোশ" হুঙ্কারটি আজ খুবই প্রয়োজন।

12/05/2024

সাতলা ইউনিয়নের এসএসসি ও দাখিল পরিক্ষার ফলাফল-২০২৪

11/05/2024

শোকবার্তা:

সাতলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য উত্তর সাতলা নিবাসী মোঃ কালাম বিশ্বাস ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

09/05/2024

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত!!

পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করে দিল্লির অন্তর্ভুক্ত হয়েছি। এখন আর স্বাধীনতার গান শুনলে গায়ের লোম খাড়া হয়ে ওঠেনা। এখন বুকের ভিতরকার আত্মাটা বুঝে গেছে আমরা স্বাধীন নই।

06/05/2024

ঐতিহাসিক ৫ই মে রক্তে ভেজা শাপলার প্রান্তর! এই দিনের ও এর আগে-পরের শাপলা-শাহবাগ দ্বন্দ্বের ইতিহাস, প্রেক্ষাপট এবং এখনও পর্যন্ত চলতে থাকা এদেশের মাটি ও মানুষের মধ্যে এর রেশ নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন। এই আত্মত্যাগ যেন কখনও বিস্মৃত না হয়ে যায়।

"দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ"
-কাজী নজরুল ইসলাম

03/05/2024

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ রব্বুল আলামীন আপনাদের এই সমস্ত কোরবানি বাংলার এই জমিনে দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন।

25/04/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পূজো-হলি উৎসবের অনুমতি মেলে, টিএসসি তে কনসার্টের অনুমতি মেলে, চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রার অনুমতি মেলে, অনার্স জীবন শেষে রেগ ডে'র অনুমতি মেলে। এতে কোনো আপত্তি নেই। বরং সফ্ট সেক্যুলার রাষ্ট্রে এমনটি হওয়াটাই স্বাভাবিক।

তবে মেলেনা শুধু পবিত্র মাস রমজানে কোরআন পাঠ আর স্রষ্টার সন্তুষ্টিলাভ ও বৃষ্টি প্রার্থণা করে সমন্নিত সালাতের অনুমতি।

এটা প্রগতিশীলতার চাদরে মোড়ানো কূপমন্ডুকতা আর প্রতিহিংসা বৈ আর কিইবা হতে পারে?

ctd

23/04/2024

দাতার কবরস্থান মসজিদের মাঝখানে!
কি আশ্চর্য হচ্ছেন??
একমাত্র বাংলাদেশেই পাবেন জাত গণ্ডমূর্খ মুসলমান! যাদের ধর্মীয় পোশাকে ইসলাম আছে কিন্তু ভেতরে আছে মূর্খতা!!
ইসলাম কতো সুন্দর অথচ এদেশের অসংখ্য ফুটফুটে সুন্দর মুসলমানরা পবিত্র আল-কোরআনের শিক্ষা থেকে কতো দূরে তা এমন ছবি দেখলেই অনুমান করা যায়??

20/04/2024

তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না রোববার। আগামী সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল খুলবে হাইস্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

Photos from ইসলামী সমাজকল্যাণ পরিষদ সাতলা ইউনিয়ন's post 16/04/2024

ইসলামী সমাজক্যাণ পরিষদ সাতলা ইউনিয়ন এর পক্ষ থেকে বদর দিবস উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা।

২৮/০৩/২৪ইং

16/04/2024

সাতলার ইউনিয়নের কৃতীসন্তান ড. মোঃ মসিউর রহমান (বিসিএস, সাধারণ শিক্ষা) পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করায় ইসলামী সমাজক্যাণ পরিষদ সাতলা ইউনিয়ন এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

১২/০৪/২৪ইং

Want your organization to be the top-listed Non Profit Organization in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Barishal
8220

Other Nonprofit Organizations in Barishal (show all)
Rotaract Club Barishal Midtown Rotaract Club Barishal Midtown
Sadar Road
Barishal, 8200

Be United For The Betterment

YAS BLOOD BANK YAS BLOOD BANK
Barishal

রক্তের চাহিদা দ্রুত পূরনের লক্ষ্যেই এগিয়ে চলছে ইয়াস।

Barishal Blood Donors Association - BBDA Barishal Blood Donors Association - BBDA
Barishal

মানবতার জন্য বিবিডিএ

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন
Hizla Upozila
Barishal, 8261

একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Rupnagar Jubo Club Rupnagar Jubo Club
Choto Gourichanna, Rupnagar
Barishal

Santu Foundation Santu Foundation
Uttor Kazirabad
Barishal, 8730

Santu Foundation is a private service Organization

Sociology Student Association, University of Barishal Sociology Student Association, University of Barishal
Kornokathi (Dhaka-Patuakhali Hwy), Barishal University
Barishal, 8254

Please donate for Orphanage Please donate for Orphanage
Barishal

We need help

Aastha Foundation Bangladesh Aastha Foundation Bangladesh
Barishal, 8200

আস্থা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান.

Barisal Interfaith Community Service Barisal Interfaith Community Service
Chahata, Ward No. 30, Kashipur
Barishal

This charitable organization is trying to help the poor and helpless people of Bangladesh in the fields of education, health-care and poverty alleviation.