Ummahbd- Ltd -Barisal

Ummah Bangladesh Limited. Marketing agency · Industrial company · Wholesale grocer

Founded by Ulama Keram, the company consists of daily essential products, the company's dream, and the work commitment of thousands of people.

25/06/2024

বিশ্বে সবচেয়ে ধনীদেশের তালিকার মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পাশের দেশ বরিশাল!😍

দেশের নাম: ইউনাইটেড স্টেট অফ বরিশাল (USB)😱
রাজধানী:বাকেরগন্জ😳
জাতীয় পর্যটন কেন্দ্র: কুয়াকাটা সমুদ্র সৈকত🥰
বানিজ্যিক রাজধানী: পটুয়াখালী 🙂
আয়তন: ২৭৯০.৫১বর্গ কি.মি.
ভাষা: বরিশাইল্লা😁
জনসংখ্যা:‌ ৩,২৮,২৭৮ জন🙄
মুদ্রার নাম: টাহা 🥴
জাতীয় সংগীত: ন্যাভাই, বরিশাল, বরিশাল,
মোগো বরিশাল।
মোগো দেশে বইয়া গেছে
একছের নদী-খাল।☺️
জাতীয় যানবাহন: লঞ্চ ⛴️
জাতীয় পাখি: হালিক (শালিক)🐦
জাতীয় পশু: গরু, ছাগল🐂🐐
জাতীয় খেলা: বিপরীত লিঙ্গের মন নিয়ে খেলা 😶
জাতীয় মাছ: পুডি, টাহি, টেংরা, নদীর পাঙ্গাশ🐟
জাতীয় ফুল: হাপলা, শিমুল,🌷
জাতীয় ফল: আমড়া, গইয়া🥭
জাতীয় খাবার: বিস্কি (এক ধরনের মিষ্টান্ন)🫘
জাতীয় ডায়লগ: এ মনু ডাইলে লবণ দেছো না দেবা 🍚
জাতীয় উপাধি: বরিশাইল্লা😁

কপি

25/05/2024

সময়ের চাহিদা বুঝে ব্রিলিয়ান্ট বিজনেস আইডিয়া!

ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আমাদের দেশের কম বেশি প্রায় সবারই থাকে। কিন্তু সাধ আর সাধ্যের সমন্বয় সবার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনা। এই ইলিশ মাছ বিক্রেতা সাধ্যের সমন্বয় করতে অভিনবত্ব এনেছেন তার ব্যবসার কৌশলে। মাছ এনেছেন কেটে পরিস্কার করে টুকরো বানিয়ে। যার যে কয় পিস লাগবে কিনে ওজন করে নিতে পারবেন।

সাথে অভিনবত্ব হচ্ছে স্বাদে মাছটি কেমন হাতে নাতে টেস্ট করে নেয়ার ব্যবস্থা আছে! ভাবছেন কাঁচা মাছ আবার টেস্ট করবো কেমনে? না! ছবিতে পাশেই দেখেন কেরোসিনের স্টোভ আছে। তাতে টেস্ট নিয়ে আপত্তি করলে তৎক্ষনাৎ মাছ ভেজে খেয়ে চেক করে নিবেন। কথার সাথে স্বাদে মিললে নিবেন না হলে ফেরত দিয়ে দিবেন।

মজার বিষয় হচ্ছে এক দুজন সত্যিই ভেজে খেয়েছেন, আর তাতেই বিক্রি চড়মে। কারণ সবাই তাদের কাছেই এবার রিভিউ চাচ্ছে -ভাই কেমন টেস্ট? তারাই বলছে দাম অনুযায়ী যথেষ্ট ভালো। ব্যাস মানুষ জন বলছে দেন আমাকে চার টুকরো আমাকে তিন টুকরো। তাকিয়ে দেখি অধিকাংশই মনেহয় পরিবারের সদস্য গুনে গুনে মাছ কিনছেন, যাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। যারা পুরো একটা ইলিশ কিনতে হিমসিম খান অথচ পরিবারে ইলিশ খাওয়াতে মনে মনে খুব চান।

দারুন বিজনেস আইডিয়া। ইচ্ছেমতো কেনার সুযোগ। কাটাকাটি আর পরিস্কার করার ঝামেলা নেই। সরাসরি টেস্ট চেখে দেখার সুযোগ। মন চাইলে এক পিস ভেজে খাওয়ার ইচ্ছে পূরণ।

কোনো পেশাই ছোট নয়, যদি তা হালাল হয়ে থাকে। সুতরাং উপার্জনের ইচ্ছে থাকলে কেবল মসজিদ মাদ্রাসার চাকুরির পিছে না ছুটে হালাল পথে ব্যবসা এবং তার বহুবিধ কৌশল খুঁজে আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ হয়তো সফলতা আপনাকে স্বাগত জানাতে আপনার দুয়ারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
#

25/05/2024

আলেমদের জন্য অনলাইনে ভূমি জরিপ কোর্স এর ১২ তম ব্যাচে ভর্তি চলছে।
আপনি কি মিস করবেন?
কমেন্টে বিস্তারিত...

23/05/2024

শীঘ্রই আসতেছে আমাদের কাঙ্খিত পামীর কোলা,
যে পরিমাণ দাম তাতে কি বাংলার মানুষ গ্রহণ করবে?

23/05/2024

আলহামদুলিল্লাহ! উম্মাহ বিডি লিমিটেড এর টিস্যু আমার মসজিদ, বন্ধু মহল, ও নিজ বাসায় ব্যবহার করছি আপনি?

19/05/2024

কিছু দিনের জন্য আমার whatsapp, messenger, imo সহ অনলাইনের সকল যোগাযোগ বন্ধ থাকবে, জরুরী প্রয়োজনে ফোন করুন।
01730214341

24/03/2024

৫ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসেব হয়।
তাহলে আমাকে আপনাকে দিয়েই অসম্ভব সম্ভব হবে ইনশাআল্লাহ।

আপনি শুধু নিজের ওপর আর আল্লাহর ওপর নির্ভর করে সামনে এগিয়ে যান।
রাত থেকে দিন হয়। দিন থেকে রাত হয়।

পূর্ব দিকে সূর্য উদিত হয়ে যদি পশ্চিমে অস্ত যায়। শীতকাল পরিবর্তন হয়ে যদি গ্রীষ্ম আসে।

আপনার পরিশ্রম, ধৈর্য্য আর বুদ্ধিমতা আপনাকে দিয়েই অসম্ভব সম্ভব করে দিবে ইনশাআল্লাহ ।

নিজ কর্মে লেগে থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ।
#উম্মাহ_বিডি_লিমিটেড

Photos from Ummahbd- Ltd -Barisal's post 03/03/2024

আপনি কি ওলামায়ে কেরাম?
ব্যাবসা করতে আগ্রহী?

ব্যাবসার সিদ্ধান্ত আপনার! গন্তব্যে পৌছানের পরামর্শ আমাদের।

বরিশাল বিভাগের আলেম ওলামাদের জন্য সু-খবর!!
'উম্মাহ বিডি লিমিটেড' ওলামায়ে কেরামের সদ্য যাত্রা শুরু করা একটি বৃহৎ কোম্পানি। কওমী আলেমদের উদ্যোগেই প্রতিষ্ঠিত। একটি নতুন ব্র্যান্ড! যার স্লোগান 'নেক্সট জেনারেশন ব্র্যান্ড'।

কোম্পানির নামটি গ্রহণ করা হয়েছে,"উম্মাহ বিডি লিমিটেড" !!! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করেছে।
"উম্মাহ বাংলাদেশ লিমিটেড " নামেই আলহামদুলিল্লাহ!!

প্রথমেই উলামায়ে কেরামের ও নিজস্ব কোম্পানিতে তৈরি সেরা মানের প্রায় ১০০+ রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মার্কেটিংয়ে কাজ করছে উম্মাহ বিডি লিমিটেড। পণ্যগুলোর মানের ব্যাপারে আপোষহীন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিকল্পনা মতে, বাজারের সেরা পণ্যটি হবে উম্মাহ বিডির ইনশাআল্লাহ।

নিজ নিজ উপজেলা থেক উম্মাহ বিডি লিমিটেডের সঙ্গে কাজ করার জন্য এজেন্ট নিয়ে আপনিও পারেন লাভবান হতে।
দেশে উৎপাদিত আলেমদের পণ্য হ‌ওয়ায় আপনি ও আপনার পরিবারের পাশাপাশি লাভবান হবে দেশ, জাতি, ও ইসলাম।
👉আলহামদুলিল্লাহ! বর্তমানে বেশকিছু প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
🤏খুব সামান্য পুঁজি ব্যয় করে নিজ এলাকায় একটি স্থায়ী ব্যবসা গড়ে তুলতে পারেন আপনিও। এতে প্রাথমিকভাবে ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

📌উম্মাহ বাংলাদেশ লিমিটেড কোম্পানি তে বরিশাল বিভাগের প্রতি উপজেলায় এজেন্ট নিয়োগ চলছে ।
👉👉আপনি কি ব্যাবসা করতে আগ্রহী⁉️ তবে আপনার
নামঃ-
উপজেলা :
জেলাঃ-
মোবাইল নং:
দিয়ে মেসেস করুন।
অথবা,, কথা বলুন এই নাম্বারে👉 01730-214341
------------------+----------------
ধন্যবাদান্তে-
মোঃ ইমরান হোসেন
বরিশাল বিভাগ ডিরেক্টর।
উম্মাহ বাংলাদেশ লিমিটেড।

30/01/2024

ওলামা কেরামদের কোম্পানি উম্মাহ বিডি লিমিটেড।
নিত্য পণ্যের আস্থার প্রতীক।

Photos from Ummahbd- Ltd -Barisal's post 29/01/2024

আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই গুণগত মান বৃদ্ধি পাওয়ার কারণে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে নিত্য পণ্যে আস্থার প্রতীক উম্মাহ বিডি লিমিটেড এর প্রতিটি পণ্য। বরিশাল বিভাগে উপজেলা ভিত্তিক এজেন্টশীপ নিতে দ্রুত ইনবক্সে নক করুন। ইনশাআল্লাহ ভালোকিছু আপনার জন্য অপেক্ষা করছে।

Ummah Bangladesh Ltd.
Ummah bd Limited
UmmahBD_Ltd_Barishal

15/01/2024

বিজনেস প্ল্যান ২০২৪ এর সকল অংশগ্রহণকারীদের জন্য দোয়া, কৃতজ্ঞতা এবং হেলিকপ্টার ভ্রমণ বিজয়ীদের অভিনন্দন!

আলহামদুলিল্লাহ,
মহান রবের দরবারে লাখো শোকরিয়া। তিনি আমাদের উম্মাহ বিডি লিমিটেড প্রতিষ্ঠা এবং কল্পনাতীত গতিতে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেছেন।

২০২৪ সালকে পরিশ্রম এবং অর্জনের সেরা বছর হিসেবে স্বরণীয় করে রাখতে উম্মাহ বিডি লিমিটেড এর এ্যাকশন টেকারদের (এজেন্ট) নিয়ে অনুষ্ঠিত হয়েছিল "বিক্রয় পরিকল্পনা ২০২৪" ট্রেনিং।

২০২৪ সালের নিজ উপজেলার বাৎসরিক বিক্রয় পরিকল্পনা নির্মাণ করে তা সংশোধন এবং নিক্ষুত করার জন্য উম্মাহ বিডি লিমিটেড এর কর্পোরেট অফিসে সবাই পাঠিয়েছিলেন।

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ ।
প্রত্যেকটি পরিকল্পনা অত্যন্ত কার্যকরী এবং প্রশংসারযোগ্য।

আমরা আশা করছি, পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক এজেন্ট তার লক্ষ্য অর্জনে প্রাণপণ পরিশ্রম করবে, ইনশাআল্লাহ।

সেরা ৩ জনকে হেলিকপ্টার ভ্রমণের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকের বিজনেস প্ল্যান এতোটাই সুন্দর হয়েছে যে বিজয়ী ৩ জনকে নির্বাচন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

আল্লাহ তাওফিক দেনতো এক দিন সকলকেই আমরা পুরস্কৃত এবং সম্মানিত করতে পারবো। ইনশাআল্লাহ।

৩ জন হেলিকপ্টার বিজয়ী সহ সেরা ১০ জনের নাম ঘোষণা করা হল।

হেলিকপ্টার ভ্রমণ বিজয়ী ৩ জন।
------------------------:-
১। হাঃ মোঃ ইউসুফ
এজেন্ট নং ১৪১
রামগঞ্জ উপজেলা, লক্ষীপুর।

২। ডাঃ মাওঃ মোহাম্মদ
এজেন্ট নং ৮৮
চান্দিনা উপজেলা, কুমিল্লা।

৩। হাঃ মাওঃ মাশুক আহমাদ
এজেন্ট নং ৩১
গোলাপগঞ্জ উপজেলা, সিলেট।

সম্মাননা পুরস্কার বিজয়ী ৭ জন।
-----------------------:-
মোঃ আব্দুল হামিদ
এজেন্ট নং ৮০
ভোলা সদর, ভোলা।

মোহাম্মদ উল্লাহ্
এজেন্ট নং ১৫০
কমল নগর, লক্ষীপুর।

মোঃ আবু সাইদ
এজেন্ট নং
নেত্রকোনা।

মোঃ আবু বকর সিদ্দিক
এজেন্ট নং ১২৮
পাথরঘাটা, বড়গুনা।

মোঃ মোজাহিদুল ইসলাম
এজেন্ট নং ৫১
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

মোঃ সাইফুল ইসলাম
এজেন্ট নং ১৪২
বেগমগঞ্জ, নোয়াখালী

মোঃ আতিকুর রহমান
এজেন্ট নং ৩৮
উত্তরা, ঢাকা।

আল্লাহ সকলকে পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ মনযোগ, গুরুত্ব প্রদান, পরিশ্রমের সহিত এগিয়ে যাওয়ার এবং পরিকল্পনার চেয়ে বেশী সফল হওয়ার তাওফিক দান করুন। আমীন।

14/01/2024

"মিষ্টি আর রসগোল্লার সমর্থনে, উম্মাহ বিডি লাচ্ছ সেমাই দিয়ে মন ভরিয়ে ফেলুন। 😋 #গুরমেস্তানা #লাচ্ছমাজা #স্বাদেরমাজা"

12/01/2024

গৌরনদী উপজেলায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে, ব্যাবসা আগ্রহী থাকলে দ্রুত যোগাযোগ করুন।

12/01/2024

গৌরনদী উপজেলায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে, ব্যাবসা আগ্রহী থাকরে দ্রুত যোগাযোগ করুন।

12/01/2024

আপনি কি উম্মাহ বিডির প্রোডাক্ট ব্যবহার করেছেন?

Photos from Ummahbd- Ltd -Barisal's post 10/01/2024

আপনি কি ওলামায়ে কেরাম?
ব্যাবসা করতে আগ্রহী?

ব্যাবসার সিদ্ধান্ত আপনার! গন্তব্যে পৌছানের পরামর্শ আমাদের।

বরিশাল বিভাগের আলেম ওলামাদের জন্য সু-খবর!!
'উম্মাহ বিডি লিমিটেড' ওলামায়ে কেরামের সদ্য যাত্রা শুরু করা একটি বৃহৎ কোম্পানি। কওমী আলেমদের উদ্যোগেই প্রতিষ্ঠিত। একটি নতুন ব্র্যান্ড! যার স্লোগান 'নেক্সট জেনারেশন ব্র্যান্ড'।

কোম্পানির নামটি গ্রহণ করা হয়েছে,"উম্মাহ বিডি লিমিটেড" !!! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করেছে।
"উম্মাহ বাংলাদেশ লিমিটেড " নামেই আলহামদুলিল্লাহ!!

প্রথমেই উলামায়ে কেরামের ও নিজস্ব কোম্পানিতে তৈরি সেরা মানের প্রায় ১০০+ রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মার্কেটিংয়ে কাজ করছে উম্মাহ বিডি লিমিটেড। পণ্যগুলোর মানের ব্যাপারে আপোষহীন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিকল্পনা মতে, বাজারের সেরা পণ্যটি হবে উম্মাহ বিডির ইনশাআল্লাহ।

নিজ নিজ উপজেলা থেক উম্মাহ বিডি লিমিটেডের সঙ্গে কাজ করার জন্য এজেন্ট নিয়ে আপনিও পারেন লাভবান হতে।
দেশে উৎপাদিত আলেমদের পণ্য হ‌ওয়ায় আপনি ও আপনার পরিবারের পাশাপাশি লাভবান হবে দেশ, জাতি, ও ইসলাম।
👉আলহামদুলিল্লাহ! বর্তমানে বেশকিছু প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
🤏খুব সামান্য পুঁজি ব্যয় করে নিজ এলাকায় একটি স্থায়ী ব্যবসা গড়ে তুলতে পারেন আপনিও। এতে প্রাথমিকভাবে ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

📌উম্মাহ বাংলাদেশ লিমিটেড কোম্পানি তে বরিশাল বিভাগের প্রতি উপজেলায় এজেন্ট নিয়োগ চলছে ।
👉👉আপনি কি ব্যাবসা করতে আগ্রহী⁉️ তবে আপনার
নামঃ-
উপজেলা :
জেলাঃ-
মোবাইল নং:
দিয়ে মেসেস করুন।
অথবা,, কথা বলুন এই নাম্বারে👉 01730-214341
------------------+----------------
ধন্যবাদান্তে-
মোঃ ইমরান হোসেন
বরিশাল বিভাগ ডিরেক্টর।
উম্মাহ বাংলাদেশ লিমিটেড।

09/01/2024

- বয়স বাড়ছে,
দায়িত্ব বাড়ছে,
টেনশন বাড়ছে
- শুধু ভালো থাকাটাই
কমে যাচ্ছে!

Photos from Ummahbd- Ltd -Barisal's post 03/01/2024

"পুষ্টিকর মুহূর্ত, দুশ্চিন্তা দূর করে - উম্মাহ রেস্টুরেন্ট ন্যাপকিন টিস্যু, আপনার টেবিলের বিশ্বস্ত সঙ্গী।"

31/12/2023
Photos from Ummahbd- Ltd -Barisal's post 27/12/2023

আলহামদুলিল্লাহ! এবার আরো নতুন চমকে উম্মাহ রেস্টুরেন্ট নেপকিন।

Photos from Ummahbd- Ltd -Barisal's post 26/12/2023

আলহামদুলিল্লাহ! মঠবাড়িয়া উপজেলায় পাওয়া যাচ্ছে উম্মাহ বিডির সকল প্রোডাক্ট।

25/12/2023

প্রত্যেকেই প্রতিজ্ঞা করুন "২০২৪ সাল হবে আমার সফলতার বছর"।

বছর শুরু হবে শূন্য থেকে,
বছর শেষ করবো বিশাল সফলতা নিয়ে। ইনশাআল্লাহ।

23/12/2023

শুধু মসজিদ মাদ্রাসা নয়!
ব্যবসায় মনোযোগ দিন ভাগ্য পরিবর্তন হইবে, ইনশাআল্লাহ।

23/12/2023

সারাদেশ
ভালো নেই ইমাম-মুয়াজ্জিনেরা
ভালো নেই ইমাম-মুয়াজ্জিনেরা
ভালো নেই ইমাম-মুয়াজ্জিনেরা

গুরুদাসপুরের মশিন্দা শিকারপুর গ্রামের মসজিদের ইমাম মো. সিদ্দিকুর রহমান। মাস শেষে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে চাঁদা তুলে ৫ হাজার টাকা বেতন দেওয়া হয় তাঁকে। অনেক সময় দুই মাস পরও পান বেতন। তিনি বলেন, 'সংসারে স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলে। মাস শেষে ৫ হাজার টাকা বেতনে সংসার চলে না। প্রতি মাসেই ধারদেনা বাড়ছে।'
একই অবস্থা পৌর সদরের খামারনাচকৈড় মসজিদের ইমাম মহরম আলীর। তিনি বলেন, 'পরিবারের সদস্যদের নিয়ে বেশিরভাগ সময়ই সবজি বা ডাল খেয়ে কোনোমতে পার করছি। সবজি কেনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে ধারদেনার চাপ।' তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনের পেশায় কোনো ছুটি নেই। নেই ঝড়বৃষ্টি কিংবা কনকনে শীতের অজুহাত। সব প্রতিকূলতা পেরিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়।

গুরুদাসপুর উপজেলায় প্রায় ৪৪৪ জন ইমাম ও ৪১০ জন মুয়াজ্জিন। অন্তত ৩০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস শেষে মসজিদ কমিটি থেকে ইমাম ৪ হাজার থেকে ৫ হাজার আর মুয়াজ্জিন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পান। এ টাকায় সংসারের চাকা যেন ঘুরছে না। পৌরসভার চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ।
ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪৪৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রায় ৮০টি ওয়াক্তিয়া। বাকিগুলো জামে মসজিদ। প্রায় প্রতিটিতেই একজন করে ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। অনেকে দুই দায়িত্ব একসঙ্গে পালন করেন। ইমামতির পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে যুক্ত ১৫৪ জন। তাঁদের মাসিক বেতন ৫ হাজার টাকা। উপজেলায় কোনো সরকারি মসজিদ না থাকলেও মডেল মসজিদ নির্মাণকাজ চলছে।
উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সর্বোচ্চ ১১ হাজার টাকা বেতন পান। মুয়াজ্জিনের বেতন সাড়ে ৭ হাজার ও খাদেমের ৭ হাজার টাকা। এ মসজিদের সভাপতি ইউএনও। কেন্দ্রীয় মসজিদ ছাড়া অন্য কোনোটির এমন বেতন কাঠামো নেই।
কথা হয় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জহুরুল হকের সঙ্গে। তিনি জানান, উপজেলার একমাত্র কেন্দ্রীয় মসজিদ এটি। ইমামতির পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন তিনি। এতে কোনোমতে দিন কেটে যাচ্ছে।
একই মসজিদের মুয়াজ্জিন মো. মাসনুন হাসান জানান, সাড়ে ৭ হাজার টাকা বেতনে সংসার চলে না তাঁর। স্ত্রীসহ চার সন্তান রয়েছে। মুয়াজ্জিন পেশার বাইরে আর কোনো আয় নেই। মসজিদ কমিটির দেওয়া বেতনের ওপর নির্ভর করতে হয়। মাস শেষে এ টাকা দিয়ে হিসাব মেলে না। আগামী দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
তাঁর মতোই অবস্থা খাদেম মো. মাসুদ আলীরও। তিনি জানান, বেতনের ৭ হাজার টাকায় সংসারের খরচ মেটে না। দিনে তিন-চারবার মসজিদে এসে পরিস্কার করে চলে যান নিজের ভ্রাম্যমাণ দোকানে। আতর, টুপি, মেসওয়াক, বই বিক্রি করেন। এতে কিছু বাড়তি আয় হলেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সংসারে স্ত্রী, বাবা-মা আর সন্তান নিয়ে বিপদে আছেন।
শিকারপুর গ্রামের জামে মসজিদের ইমাম কালি মুল্লাহ জানান, তিনি শুধু জুমার নামাজ পড়ান। বছরে ২৫ হাজার টাকা দেওয়া হয় তাঁকে।
সম্প্রতি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরীবাড়ী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মো. রিয়াজ উদ্দিনের বাড়িতে তাঁকে দেখা গেল সংসারের কাজে ব্যস্ত। তিনি জানান, ভোরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে আজান দিয়েছেন। ফজরের নামাজ শেষে বাড়িতে গিয়ে খেজুরের গুড় ও আটার রুটি খেয়ে ১০ কেজি রসুন নিয়ে গিয়েছিলেন পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রোপণের জন্য। অল্প জমি ও আর্থিক সংকটের কারণে ১০ শতক জায়গায় নিজেই রসুন রোপণ করছেন। বাড়ি ফিরে ১০ মিনিট বিশ্রাম নিয়ে আঙ্গিনার আগাছা পরিস্কার করেন। কাজ শেষে গোসল করে ভাত খেয়ে চলে যান মসজিদে।
আজান দিয়ে জোহরের নামাজ শেষে আবারও গিয়েছিলেন মাঠে। তাড়াহুড়ো করে মাঠ থেকে এসে আসরের নামাজ আদায় শেষে ক্লান্ত শরীরে বাজারে যান চাল, ডাল আর আলু কিনতে। ফিরে মাগরিব ও এশার নামাজ শেষে ঘুম। এভাবেই দিন কাটছে বলে জানান ইমাম রিয়াজ উদ্দিন। সংসারে স্ত্রী, বৃদ্ধ মা ও সন্তান রয়েছে। ইমামতি করছেন প্রায় ২৫ বছর। মুয়াজ্জিনের দায়িত্বও তাঁর। প্রতি মাসে বেতন পান ৭ হাজার টাকা।
রিয়াজ উদ্দিন বলেন, 'এখন ৭ হাজার পেলেও বছরখানেক আগে বেতন ছিল ৫ হাজার টাকা। ইমামতির পাশাপাশি বাবার রেখে যাওয়া সামান্য জমি নিজেই চাষাবাদ করি। ইমামতি আর জমির আয়ে সংসার চলছে না। ছেলেমেয়ের পড়াশোনা, বৃদ্ধ মায়ের চিকিৎসা, সংসার চালানোসহ অন্যান্য খরচে হাঁপিয়ে উঠেছি। কিছুদিন পর হয়তো এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে জীবন চালাতে হবে।'
জানা গেছে, মসজিদে ইমামতির পাশাপাশি অনেকে ভিন্নভাবে আয়ের চেষ্টা করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি আয়ের সুযোগ কম তাঁদের। এরপরও অনেকে শিক্ষকতা, টিউশনি, ছোটখাটো ব্যবসা, কৃষিকাজ বা দিনমজুরি করে বাড়তি আয়ের চেষ্টা করছেন।
গুরুদাসপুর হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম রেজাউল করিম বলেন, ইমাম-মুয়াজ্জিনরা যে টাকা বেতন পান, তা দিয়ে সংসার চলে না। তাঁদের সরকারিভাবে সহযোগিতা করা প্রয়োজন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মহিদুল ইসলাম বলেন, ইমামতির পাশাপাশি মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম থেকে ১৫৪ জন প্রতি মাসে বাড়তি ৫ হাজার টাকা পাচ্ছেন। অন্য ইমামদের এ কার্যক্রমের আওতায় আনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
ইউএনও শ্রাবণী রায় বলেন, করোনার সময় ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় খাদ্য সহযোগিতা দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ সমস্যায় থাকলে প্রশাসনকে জানালে সহযোগিতা করা হবে।
কপি পোষ্ট,

15/12/2023

দিবসের উপলক্ষে উম্মাহ বিডি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

14/12/2023

বরিশাল বিভাগের আপনার প্রিয় উপজেলা কোনটি❓

Want your public figure to be the top-listed Public Figure in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বিশ্বে সবচেয়ে ধনীদেশের তালিকার মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পাশের দেশ বরিশাল!😍দেশের নাম: ইউনাইট...
এক নজরে উম্মাহ বিডি সকল প্রোডাক্ট।#review #ummah_ghee #reelsvideo #viralreelsfb #ummah_honey
Ummah Bangladesh Ltd.
উম্মাহ বিডি বাংলাদেশ লিমিটেড।
#islam#ইসলাম#Quran
উম্মাহ বিডি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট নতুন ভাবে আপডেট করা হয়েছে, টিস্যু পরিচিত নিয়ে কথা বলছেন ময়মনসিংহ ডিভিশনাল ডিরেক...
উম্মাহ বিডি লিমিটেড কোম্পানির এজেন্ট সম্মেলন ২০২৩ বরিশাল বিভাগের দুই প্রতিনিধি ভোলা সদর উপজেলা আব্দুল হামিদ। ও বরিশাল সদ...
উম্মাহ বিডি লিমিটেড কোম্পানির বরিশাল সদর উপজেলা এজেন্ট তার এজেন্ট সম্মেলনে অসাধারণ অনুভূতি প্রকাশ করছে।
আলহামদুলিল্লাহ উম্মাহ বিডি লিমিটেডের নতুন সংযোজন উম্মাহ পকেট টিস্যু ওয়ালেট এখন হাতের নাগালে। অন্যান্য সকল টিস্যুরই মান আ...

Category

Telephone

Address


Barisal Division
Barishal
8200

Other Public Figures in Barishal (show all)
DADU - দাদু DADU - দাদু
Alekanda
Barishal, 8200

Dadu loves you all......

Talemun Barishal Talemun Barishal
Barishal
Barishal, 8205

আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে।

Arjo Pankoj Arjo Pankoj
Askar
Barishal, 8240

আমি আমার মত, আমার মতোই চলি....! Loading.......�

It's Maruf Bro It's Maruf Bro
Bhola
Barishal

Alhamdulillah For Everything ❤️🤲

CMI Vision CMI Vision
Barishal

CMI Vision

MD Mahadi Hasan MD Mahadi Hasan
Barishal

barishal sadar barishal

The Good Topic The Good Topic
Barishal, 8602

Assalamu Alaikum Warrah Matullahi Wa Barrah Kaata Hu!❤️

ABOVE ALL ABOVE ALL
Barishal, 8200

I have dream, and I have memories. That’s life_,,,100%

MD Aakash Matubber MD Aakash Matubber
Barishal

◢▟♨🔺♨▙◣ ◥▛⛓▜◤ ▓⭕▓ ░⛓░ ▓⭕▓ ░⛓░ ▓⭕▓ ◢▟⛓▙◣ ◢▟▒▓🔻▓▒▙◣ ◢▟▒▓⭕◣♦◢⭕▓▒▙◣ ◥▜▒▓⭕◤♦◥⭕▓▒▛◤ ◥▜▒▓♦▓▒▛◤ ◥♦♦♦◤ ♦♦ ♦

Ahmed Bin Farhad Ahmed Bin Farhad
Bhola
Barishal

This is the official Page of 'Ahmed Bin Farhad'. Keep Support Me

Sohely jaman Sohely jaman
Barishal

সকল প্রশংসা আল্লাহ তায়ালার,, নতুন নতুন ভিডিও পেতে, পেইজটি Follow দিয়ে,সাথেই থাকুন,,,

Hridoy Dutta Bsl Hridoy Dutta Bsl
Barishal