সীসাস শিল্পী গোষ্ঠী. বেনাপোল।
Official Page SISAS
অপ-সাংস্কৃতিকে দুরে সরিয়ে সুস্থ সাংস্কৃতিক প্রতিষ্ঠার লক্ষ্যে সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস) বেনাপোল, যশোর।
গানের আড্ডা 😊😊
গানের আড্ডা, সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস) বেনাপোল
লোকেশনঃ গোগা, কালিয়ানি,বেনাপোল।
আসসালামু আলাইকুম 😊 সীসাস পরিবার আসলো সংগীত প্রতিযোগিতায়. সকলের কাছে দোয়ার দরখাস্ত 😊😊
আইরে তোরা চল ছুটে চল ফিলিস্তিনে চল. ফিলিস্তিনের মানুষের জন্য সীসাস এর একটি পরিবেশনা.. সকলে শেয়ার করুন.
কথা: এএইচ মারুফ
সুর: মুত্তাছিম বিল্লাহ ও আবু রায়হান।
কভার: সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস)। বেনাপোল, যশোর।
শিল্পীগনের সাথে😊 সীমান্ত সাংস্কৃতিক সংসদ #সীমান্তসাংস্কৃতিকসংসদ
আলহামদুলিল্লাহ সীমান্ত সাংস্কৃতিক সংসদ ( সীসাস) এর পক্ষ থেকে, বেনাপোল পৌরসভার ০৮নং ছোট আঁচড়া ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মোঃ হাসানুজ্জামান তাজিন ভাইকে ছোট্ট একটি উপহার।
আলহামদুলিল্লাহ, সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস) এর ক্রিকেট জার্সি হাতে আমরা কজন😁 😊 #সীমান্তসাংস্কৃতিকসংসদ
জাতীয় শিশু পুরস্কার ২০২৩ যশোর জেলার ইসলামী সংগীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সীমান্ত সাংস্কৃতিক সংসদের শিল্পী মাসুদ হাসান নীরব
সকলে এই বিষয়টার উপর খেয়াল রাখবেন আশা করছি.
ঈদ মোবারক
আগামী ৭ই জুলাই (শুক্রবার) থেকে শুরুহতে যাচ্ছে Spoken English Institute Beanpole এর নতুন (অফলাইন) ব্যাচ ৷
”প্রথম ২ টি ক্লাস একদম ফ্রি”
ক্লাস সপ্তাহে ২ দিন: (শুক্র ও শনি)
সময়: সকাল ১০:৩০ থেকে ১২:০০ টা পর্যন্ত ৷
স্থান:আল-ফালাহ ইসলামিক স্কুল ভবন (২য় তলা),বেনাপোল,শার্শা,যশোর।
একই কোর্সে একসাথে পাচ্ছেন: Foundation, Smart Speaking, Communicative Grammar, Pronunciation and Presentation.
🛑COURSE OBJECTIVE: • Developing Strong Foundation, Excellent Fluency in English speaking, Effective listening skills, Communicative Grammar, Correct Pronunciation, Presentation, Debating and Public Speaking Skills
✅ খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে।
♦️ কি পড়ানো হবে এই Course-এ?
𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐏𝐚𝐫𝐭:
🔸 ক্লাস শুরু হবে একদম বেসিক থেকে ।
🔸 ABCD থেকে শুরু করে Smartly English-এ Presentation দেয়া পর্যন্ত Complete Solution.
🔸 100 communicative structures with thousand real life example.
🔸 বাছাইকৃত 5000+ Useful Vocabulary যা সারা পৃথিবীর সবাই ব্যাবহার করে।
🔸 Communicative Grammar - Tense, Voice, Obligation, Modals, Conditionals, Causative, Comparison, Use of Have, Get & There, Preposition …এসব তো থাকছেই।
🔸 Question and Answer Practice
🔸 Pair practice/ Group practice
🔸 Daily Expressions
🔸 Brain storming
🔸 ইংরেজিতে- Group Discussion
🔸 Picture Describing
🔸 Fluency বাড়ানোর সহজ পদ্ধতি
🔸 Topic-Based Presentation
✅𝐏𝐫𝐨𝐧𝐮𝐧𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐚𝐫𝐭:
🔸 Mastering Phonemic Sounds.
🔸 Oxford / Cambridge Dictionary’র যে কোনো ইংরেজি শব্দের উচ্চারণ বুঝার Sound Spelling & Writing Techniques
🔸 Word Stress / Syllabic Stress – ইংরেজি শব্দ উচ্চারণের কৌশল ।
🔸 Intonation / Voice Fluctuation
🔸 Tongue Twisters & Oral Practice.
🔸 Fluency Acceleration Drill.
🔸 Voiced and Unvoiced sounds.
🔸 Elements of English Pronunciation
🔸 Introducing organs of speech.
🔸Place of Articulation and Manner of Articulation.
🔸 Suprasegmental aspects of Phonetics.
✅𝐏𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐚𝐫𝐭:
🔸 A-Z guide of an effective presentation.
🔸 Dos & Don’ts of Presentation and Public Speaking
🔸
গরুর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলে, ক্যাপশনে অবশ্যই উল্লেখ করে দিবেন কোনটা গরু আর কোনটা আপনি ? কারণ আমাদের চিনতে অসুবিধা হয়
পুরাতন একটি স্মৃতি ☺️😻
#আলহামদুলিল্লাহ_
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,,
" মুমূর্ষুদের আহ্বানে
ছুটে যাব রক্তদানে"
এই স্লোগানকে সামনে রেখে তারই ধারাবাহিকতায় আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা
ডোনেট নংঃ-০১
তারিখঃ ৩০/০৩/২৩
মানবতার স্বেচ্ছাসেবী তারাই যারা স্বেচ্ছায় রক্তদান করেন ।
মুমূর্ষু রোগীর
ডাকে ছুটে যাওয়া রক্তদাতার এই নিঃস্বার্থ ভালোবাসা রোগীর পরিবারে কাছে চির অমর হয়ে থাকবে।
#সবাই_রোগী_ও_রক্তদাতার_জন্য_দোয়া_করবেন ।
#রক্তদাতা : আল-ইখলাস ব্লাড ব্যাংক এর একটিভ কার্যকরী সদস্য
রক্তদাতাঃ নাম প্রকাশে অনিচ্ছুক
ক্রেডিট মোঃ মেহেদী হাসান রিংকু
#রক্তের গ্রুপ, O- নেগেটিভ
#১ম বার
#রোগীঃ- রক্ত তৈরি হয় না
রক্তদানের মত মানব সেবা মূলক কাজে এগিয়ে আসার জন্য রক্তদাতা ভাই কে আমাদের #আল-ইখলাস ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন!
বিঃদ্রঃ লোক দেখানো বা সেলেব্রিটি হওয়া আমাদের উদ্দেশ্য নয়।
বরং মানুষকে রক্তদানে উৎসাহ প্রদান করতেই
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আমাদের নতুন ব্লাড ব্যাংক, সকলে জয়েন্ট হন.https://www.facebook.com/groups/1261136964783674/?ref=share_group_link
সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাস কতৃক আয়োজিত ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
"সেরাদের সেরা'২৩"
থানা পর্যায়ে,কুরআন তেলাওয়াত,গান,আবৃত্তি,অভিনয় বিষয়ে অংশগ্রহণ করে যাহারা Yes কার্ড পেয়েছেন,
আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন,আগামী ১৭ তারিখ রোজ শনিবার জেলা পর্যায়ে অডিশন হবে ইনশাআল্লাহ।
স্থান:-পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে,নিয়মাবলী অনুসারে ১০০টাকা দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন,
মোবাইল নাম্বার:-01770880769
আলহামদুলিল্লাহ সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে 🙂🙂
আসসালামু আলাইকুম, প্রিয় ভিউরস সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠীর ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে, তো আর দেরি কিসের এখনি যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে সুস্থ সাংস্কৃতির হাল ধরুন🙂 আল্লাহ সকলকে কবুল করুক 🙂
সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস)। বেনাপোল, যশোর।
#সীসাস
#বেনাপোল
#শিল্পীগোষ্ঠি
শিল্পী সমাবেশ ২০২৩- সীমান্ত সাংস্কৃতিক সংসদ (সীসাস)।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সসাসের শিশু কিশোর সম্পাদক : জাকির হোসেন।
প্রাণের সংগঠন সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠী বেনাপোল 🙂🙂🙂 আলহামদুলিল্লাহ ☺️☺️
#সীমান্তসাংস্কৃতিকসংসদ
#সীসাস
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🙂😍 ইছামতী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ইসলামি সংগীত প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম এবং ৯ম স্থান অর্জন করেছেন সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ😍🙂😍 আলহামদুলিল্লাহ ❤️❤️🧡
সীমান্ত সাংস্কৃতিক সংসদ
#সীমান্তসাংস্কৃতিকসংসদ
আসসালামু আলাইকুম,, সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠীর আরো একটি পোগ্রাম...
ঝিকরগাছা > শিমুলিয়া ইউনিয়ন > আজমপুর গ্রামের যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল।
#সীমান্তসাংস্কৃতিকসংসদ #সীসাস
সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠীর স্টেজ পরিবেশনা।
সংগীতঃ দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না।
পরিবেশনায়ঃ সীমান্ত সাংস্কৃতিক সংসদ শিল্পী গোষ্ঠী বেনাপোল।
স্থানঃ বেনাপোল, কাগজ পুকুর।
বিশেষ প্রয়োজনেঃ ০১৬৩২৬৪৯৬০৮/০১৯৩০৮৯০৩৬৯
#সীমান্তসাংস্কৃতিকসংসদ #সীসাস
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
LAKHMANPUR
Benapole, 01728750981
100 diamond 80 taka 200 daimond 160 taka 300 daimond 240 taka
Benapole-Petrapole
Benapole, 220044
J ❥❥━──➸➽❂❥❥━──➸➽ �★���★� ✧�✧�✧� ┊┊┊┊┊┊┊⇣❥ ┊┊┊┊┊┊⇣❥ ┊┊┊┊┊⇣❥ ┊┊┊┊⇣❥ ┊┊┊⇣❥ ┊┊⇣❥ ┊⇣❥ ⇣❥ ❥❥━──➸➽❂