Tuition Media
IT IS THE EDUCATIONAL SIDE.�����
Today's Best picture
অনার্স ২য় বর্ষের (২০১৯-২০২০ সেশন) ফরম-ফিলাপের ফরম তোলা হয়।
প্রিন্ট সহ মাত্র ২০ টাকায় তাও আবার প্রিন্ট সহ।
১। ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরমটি দেওয়া হবে, কলেজ ক্যান্টিনে।
২। সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা এর প্রিন্টকৃত ফরমটিদেওয়া হবে, কলেজ ক্যান্টিনে।
যা যা করতে হবে....;
১। আপনার অপশনাল সাবজেক্টের নাম ইংরেজিতে দিতে হবে।
২। মোবাইল নাম্বার দিতে হবে।
৩। রেজিষ্ট্রেশন নাম্বার দিতে
হবে।
৪। ২০ টাকা বিকাশে বা নগদে৷
সেন্ড মানি করতে হবে।
আজ-ই যোগাযোগ করুন পেইজের মেসেজ অপশনে।
অনার্স ২য় বর্ষের ফিন্যান্স পড়ানের মত একজন শিক্ষক আবাশ্যক।
অনার্স ২য় বর্ষের 🥰🥰✍🏻
ইজি+ ব্যাতীক্রম ৩২৫
ইজি+ দীকদর্শন ৪৩০
ইজি+ গায়ের দামে বিক্রয় হলেও ১০% ছাড়ে পেতে আজই যোগাযোগ করুন।
মোবাইল: ০১৬১০৪৬০৫২২
🥰🥰📗📘📘📗🥰🥰
সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য। আগামী ২৭ তারিখ হতে পাবেন ব্যতিক্রম এর ইজি প্লাস সাজেশন। স্বল্প খরচে নিতে যোগাযোগ করুন আজ-ই।
ইন্না লিল্লাহ্ - সন্ধায় প্রকাশিত হতে যাচ্ছে অনার্স -২০২০ এর পরীক্ষার্থীদের রেজাল্ট 💥🔥🔥🔥🔥
২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।
Stick to it, success will come.
correct pronunciation of alphabet
#সাম্প্রতিক
#হিন্দু_মূর্তির_পায়ের_উপর_কুরআন_শরিফ
বড়-ই আশ্চার্যের কথা ৯০.৪% মুসলিম দেশে কুরআনের অবমাননা।
পৃথিবী সৃষ্টিরও বহুপূর্বে কুরআন লাউহে-মাহফুজে হিফাজত করে রাখেন আল্লাহ্ সুবহানাহু তায়ালা। ৬১০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (স.) এর উপর পর্যায়ক্রমে নাযিল হয়। যে গ্রন্থের সম্পর্কে অন্যধর্মালমম্বি পণ্ডিতগণ বলেছেন, " লাইছা হাযা কালামুল বাশার" অর্থাৎ ইহা মানব রচিত গ্রন্থ নয়।
এই গ্রন্থের শুরুতে-ই বলা হয়েছে, "এটা এমন গ্রন্থ যাতে কোন সন্ধেহ নাই।"
সেই গ্রন্থ নিয়ে যারা বা যে অবমাননা করার দুঃসাহস দেখায় তার বিচার প্রকাশ্যে দ্রুত হওয়া চাই। এটি কোন দলিয়ো চাওয়া-পাওয়া নয় এটি বাংলাদেশে অবস্থিত ৯০.৪% মুসলিমের চাওয়া।
বহু বছর ধরে হিন্দু সংস্কৃতিও বাংলায় অনুষ্ঠিত হয়ে আসছে কখনো কোন বাধা বিপত্তি ঘটেনি -- হিন্দু সংস্কৃতি পালনে হুমকির মধ্যে রাখতে, মুসলিম-হিন্দু কোলাহল তৈরি করতে এই সংঘাত।
তাই আশা করবো সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে ও বিচার কার্য সম্পূর্ণ করতে হিন্দরাও এগিয়ে আসবেন।
আমরা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের সুষ্ঠু বিচার চাই।
ও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিবো বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে।
#চূড়ান্ত_সাজেশন_সকল_বিভাগ_১ম_বর্ষ_(২০১৯_২০২০)
সময় অল্প সিলেবাস ব্যাপক কিভাবে কি করবেন ভাবছেন..?
ছোট করে যদি সকল বিভাগ-এর চূড়ান্ত সাজেশন দেওয়া হয় এবং যেটা খুব-ই কার্যকর ৯৯.৯৯% কমন পরার নিশ্চয়তা রাখে।
হুম অবাক হওয়ার কিছু-ই নেই- ২০১০ থেকে ২০১৮ সাল
পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো ফ্লো করুন।
দেখবেন পরীক্ষায় ৯৯.৯৯% কমন পরেছে। ✍🏻✍🏻📑📑
Easy method for all students.
https://youtube.com/watch?v=1w9fMVNzdyU&feature=share
১ম মেধা তালিকায ভর্তি আবেদন ফরম ডাউনলোড, ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, ছবি। পর্ব ০২। ১ম বর্ষ ভর্ত ১ম মেধা তালিকায ভর্তি আবেদন ফরম ডাউনলোড, ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, ছবি। পর্ব ০২। ১ম বর্ষ ভর্তি(২০২০-২১)। জাতীয় বি.....
এই প্রথম বাংলাদেশের লাইব্রেরিগুলোর মধ্যে কেবল "Tuition Media" আপনার বিশ্বস্ত সঙ্গী দিচ্ছে একাডেমিক বইগুলো 30%+ ছাড়ে। সুযোগ সীমিত।
অফারটি চলবে পুরো সেপ্টেম্বর জুড়ে। 💐💐🌺💐💐
ভোলা সরকারি কলেজে ভর্তির অনুমতি প্রাপ্ত সৌভাগ্যবানদের তালিকা।
আজ থেকে ১৮ বছরের উপরের ছাত্র-ছাত্রীরা কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। যারা ভ্যাকসিনের জন্য আবেদন করেন নি তারা করে নিতে পারেন।
আবেদন করতে যোগাযোগ করুন আমাদের সাথে সামান্য ফি- তে করা হবে রেজিস্ট্রেশন। দেওয়া হবে টিকা কার্ড।
রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় তথ্যাবলী ;
১. এনআইডি নং
২.জন্মতারিখ
৩. মোবাইল নাম্বার
৪. জেলা এবং উপজেলা
৫. ইউনিয়নের নাম অথবা পৌরসভা
৬. ওয়ার্ড নং
৭. ভ্যাকসিন নেওয়ার কেন্দ্রের নাম
৮. ইমেইল এড্রেস
বি:দ্র : ভ্যাকসিনেশন কোডের জন্য রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর অবশ্যই অনলাইনে থাকতে হবে ।
Tuition Media Send a message to learn more
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা"- টিউশন মিডিয়া
ভার্সিটি অ্যাডমিশন, আইটিএলএস ও বিসিএস এর বইগুলো পাওয়া যাচ্ছে হাতের নাগালে সুলভ মূল্যে
Tuition Media তে। স্টক সীমিত পছন্দের বই নিতে আজ-ই যোগাযোগ করুন।
🚨🚨🚨 জরুরি নোটিশ 🚨🚨🚨
COVID-19 vaccine 💉💉💉💉💉💉
সুখবর সুখবর সুখবর
👨🏻🎓👩🏻🎓
প্রতিভা সন্ধান- ২০২১
🎤 প্রতিভা সন্ধান- ২০২১ এ আপনাকে সুস্বাগত 💐💐💐
🕵🏻♀🕵🏻♂ বাংলাদেশ ব্যাপি প্রতিভা সন্ধান চলবে পুরো আগস্ট ও সেপ্টেম্বর জুরে।
👑👑👑 সেরা ০৩ জন পাবে আকর্ষণীয় উপহার
🗞️🗞🗞 ️️এবং প্রথম ১০ জন পাবে প্রতিভা সন্ধান সনদ।
বি.দ্র. সেরা ০৩ জনের ছবি পোস্ট করা হবে আমাদের পেইজে। 🖼️🖼️🖼️
📊⚖ প্রতিভা-সনদ হবে ৩ টি ক্যাটাগরিতে :--
🏵️ ১ম ক্যাটাগরি -- কবিতা
🏵️ ২য় ক্যাটাগরি -- ছোট গল্প
🏵️ ৩য় ক্যাটাগরি -- উপন্যাস (কমপক্ষে ৫ পর্বের হতে হবে)
বি.দ্র. কবিতা পোস্ট কালিন
#প্রতিভা_সন্ধান
িতা
প্রথমে যুক্ত করতে হবে।
এক-ই ভাবে ছোটগল্প পোস্ট কালিন
#প্রতিভা_সন্ধান
োটগল্প
এবং উপন্যাশ পোস্ট কালিন
#প্রতিভা_সন্ধান
্যাশ
#পর্ব-১ (প্রতিপর্ব ভিন্ন ভিন্ন পোস্ট করতে হবে।)
👨🏻⚖ প্রতিযোগীকে পোস্টের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই বিষয়ভিত্তিক ছবি যুক্ত করতে হবে।
📜📜প্রতিভা-সন্ধান-২০২১ এ অংশগ্রহণের নিয়োমাবলি -;
★ এই পোস্টের কমেন্টে আপনার ১৫ জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে। @@@
★ আমাদের ফেসবুক পেইজে লাইক ও আপনার সকল ফ্রেন্ডকে Tuition Mediaom/Tuition-Media-100421835637469/
★ আমাদের ফেসবুক গ্রুপে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে। গ্রুপে যে যত বেশি ইনভাইট দিবেন তার পয়েন্ট Tuition Mediam/groups/331558151971694/?ref=share
👨🏻⚖👨🏻⚖ বি.দ্র. উপরিউক্ত নিয়োমাবলির কার্যসম্পাদন হওয়া মাত্র-ই স্ক্রিনশট দিয়ে আমাদের পেইজের মেসেজ অপশনে সেন্ড করেদিন।
প্রতিভা-সন্ধান-২০২১ এর ফলাফল প্রকাশের পদ্ধতি -;
★ আপনার পোস্ট কৃত কবিতা, ছোটগল্প ও উপন্যাশে লাইক ও কমেন্টকে দর্শকের ভোট হিসেবে গণ্য করা হবে।
★ বাংলা সাহিত্যের প্রভাষকগণ - আপনার প্রতিভার মান যাচাই করবেন যার সাথে যুক্ত হবে + পয়েন্ট +ভোট।
ফলাফল প্রকাশিত হবে - ১লা অক্টবর 📑📑📑📑📑
তাই আজ-ই প্রতিভা-সন্ধান-২০২১ এ অংশগ্রহণ করুন এবং আপনার পরিচিত ব্যক্তিকে অংশগ্রহণের সুযোগ দিন।
👨🏻🎓👩🏻🎓👨🏻🎓👩🏻🎓👨🏻🎓👩🏻🎓👨🏻🎓👩🏻🎓
একাডেমিক নতুন/ পুরাতন সকল বই গুলো পাচ্ছেন খুব সহজে, হাতের নাগালে তাও আবার সুলভ মূল্যে।
তো আর দেরি কিসের আজ-ই অর্ডার করুন।
চারদিকটা যখন বদ্ধতায় ঘেরা, সবাই যখন অনিশ্চয়তার কবলে ঠিক তখন-ই এলো একটু মুস্কি হাসির উপায়।
বুঝতে-ই পারছেন কি সেই উপায়..! জি আজ বিকাল ৪:০০ থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২০২১ ন্যাশনাল ভার্সিটির অনার্স(স্নাতক) ১ম বর্ষের ভর্তির আবেদন। আর আবেদনের শেষ মুহূর্ত ১৪/০৮/২০২১ রাত ১২:০০ টা অব্দি।
এতো সুখকর খবরের মধ্যেও যেনো একটু হতাশার গন্ধ পাওয়া যাচ্ছে, লগডাউনের সময় কি করে করবে ভর্তির ফরম পূরণ..? 🤔🤔🤔😔😔
হতাশার কিছু নেই যারা অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করতে পারছেন না তাদের পাশে সরTuition MediaMediaMedia
আপনাদের জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান করা-ই আমাদের একমাত্র লক্ষ্য।
🧾🧾 অনার্স ১ম বর্ষের ভর্তি ফরম পূরণ করতে যা যা করনিও - ;---
★ আপনার নাম বাংলা এবং ইংরেজিতে পরিপূর্ণ ভাবে লিখুন।
★SSC/DAKHIL ও HSC/ALIM এর রোল নাম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার দিন।
★ মোবাইল নাম্বার
★ পাসপোর্ট সাইজের ছবি
★ প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
আমাদেরকে সাথে মেসেজের জন্য ৫ টাকা বেশি দিতে হবে।
সম্পূর্ণ তথ্য-ই ই-মেইল করতে পারেন অথবা আমাদের মেসেজ অপশনে।
👨🏻⚖👩🏻⚖ বি.দ্র. তবে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি অবশ্যই আমাদের ই-মেইলে পাঠাতে হবে।
ই-মেইল:
1. [email protected]
2. [email protected]
💵💵 প্রতিটি ফরম পূরণের জন্য আপনাকে ১০০ টা বিকাশ/নগদে সেন্ডমানির মাধ্যমে পেমেন্ট করতে হবে।
ভোলা সদরের মধ্যে যারা আছেন তাদের ফরম-কপি ভোলা সরকারি কলেজের নিকট দেওয়া হবে আর যারা দূরে আছেন তাদের টা ই-মেইলে প্রেরণ করা হবে।
আস্-সালামু আলাইকুম।
সকলের দৃষ্টিআকর্ষণ করছি।
আপনারা জানেন যে আমাদের পেজটি শুধু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য করা হয়েছে।
বর্তমানে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন নিবন্ধন।
যখন দেখলাম অনেকে-ই নিবন্ধন করতে পারছেন না তখন আমরা কম্পিউটারের লোকদের সাথে কন্ট্রাক্ট করে আপনাদের সেবার একটি ব্যবস্থা করে দিলাম যাতে এই পেজের সাথে যুক্ত এডমিন বা মডারেটরের সামন্যতম লাভ নেই।
ইনশা-আল্লাহ্ এখন পর্যন্ত আমরা শতশত শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি।
অনেকে পেজে ইনফরমেশমন দিচ্ছে, আমরা সেগুলো কম্পিউটার অপারেটরদের দিচ্ছি তারা যথা সম্ভব চেষ্টা করে নিবন্ধন প্রকৃয়া সম্পূর্ণ করে দেয়। অপারেটরগণ আমাদের জানায় সার্ভারের সমস্যার কারনে মাঝেমাঝে ভোর রাতেও করতে হয়।
সাম্প্রতি দেখা যাচ্ছে অনেকে যখন নিজেরা চেষ্টাকরে ব্যর্থ হয় তখন আমাদের ইনফরমেশন দেয়, আর আমরা যখন করে দেই তখন বলে, " আমাদের টা আমরা এই সকালে করেনিছি।"
অতোচ, সেটি আমরা সে করার পূর্বের রাতে-ই করে রেখেছি।
এখন প্রশ্ন হচ্ছে, ১ টি নিবন্ধন ২বার হয় কি করে..?
আসুন উত্তর টি দিচ্ছি,
১টি নিবন্ধন প্রথমবার যখন আপনি করবেন সেটাতে লিখা আসবে Submitted successfully!
এর মানে হলো আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে।
দ্বিতীয়ত : আপনি প্রথমবার
Submitted Successfully আসার এর পরে কোভিড-১৯ এর লিংকে প্রবেশ করে যতবার ইচ্ছা আপনার সম্পূর্ণ ইনফরমেশন পূর্বের ন্যায় দিয়ে সাবমিট করতে যাবেন লিখা আসবে -- Already Submitted successfully.! এর মানে হলো ইতঃপূর্বে-ই আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েগেছে।
অর্থাৎ এইমাত্র যেটা করছেন সেটা অযথা করছেন।
আপনি প্রথম Submitted Successfully! আসার পরে ১০০০ বারও ইনফরমেশন দিয়ে সাবমিট করতে আসলে ঐ এক-ই কথা বলবে, ইতঃপূর্বে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েগেছে (অযথা আবারও আসলেন)।
বিষয়টি লক্ষ্য করুন শিক্ষিতদের জন্য অল্প উপমা-ই যথেষ্ট।
কিন্তু কিছু এমনও আছে যারা উল্ট ঠেলে
তারা বলে থাকে, already submitted successfully! না আসা পর্যন্ত নাকি নিবন্ধন সম্পূর্ণ হয় না.। আজব বিষয় আসলে এরা ইংরেজির অর্থ-ই বুঝে না।
শুধু তা-ই নয় সাথে বকা-যকাও করে।
আবার কারো প্রশ্ন এটির জন্য তো অনলাইন ফি নেওয়া হয়না তবে কেন ৩০ টাকা করে নিচ্ছেন..?
দেখুন স্যার/ম্যাম, হ্যা আমরা একমত নেট ফি নেই। দেখুন আমরা তো আর ২/১টি করিনা।
শতশত করতে গেলে তার হিসাব আলাদা।
এডমিশন টেস্ট নিয়ে চিন্তিত..?
প্রিয়ো কোচিং সেন্টারের বই পাওয়া নিয়ে সংশয়ে আছেন.?
"নো টেনশন ডু ফুর্তি " Tuition Media তো আছে, আপনার-ই পাশে।
এখন-ই মেসেজ করুন আপনার প্রিয় কোচিং সেন্টার বা পাবলিকেশনের বইটির জন্য।
বইয়ের জগৎ এখন Tuition Media তে। আসুন নিজের পছন্দের লেখকের বইগুলো সংগ্রহ করুন খুব সহজে-ই।
সেই প্রেম মহৎ হয়, যেটা বইয়ের সাথে হয়।
সুখবর --------- সুখবর --------- সুখবর
১২/০৭/২০২১ থেকে বাড়িয়ে ১৯/০৭/২০২১ করা হয়েছে।
ন্যাশনাল ইউনিভার্সিটির COVID-19 ভেকসিন নিবন্ধন প্রক্রিয়া চলমান। স্নাতকে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের করা বাধ্যতামূলক। এর ভিত্তিতে পরবর্তিতে পরীক্ষা ও অধ্যায়ন কর্মসূচি বাস্তবায়িত হবে।নিবন্ধনের
তবে দুঃখের বিষয়, ভেকসিন সময়সীমা খুব-ই কম।আগামী ১৯/০৭/২০২১ ইং নিবন্ধনের শেষ সময়।
আমরা শুধু আপনাদের কষ্টলাগবে নিবন্ধন প্রক্রিয়াটি হাতে নিয়েছি।
নিবন্ধন করতে যা যা লাগবে :--
* নাম
* মোবাইল নাম্বার
* রেজিস্ট্রেশন নাম্বার
* ন্যাশনাল আইডি নাম্বার(ভোটার নাম্বার)
* জন্মতারিখ ( নতুন সংস্করণ)
বি.দ্র. প্রতিটি নিবন্ধনের জন্য মাত্র -৩০ টাকা ধার্য করা হলো।
আপনার নিবন্ধন হলে বিকাশে টাকা পরিশোধ করবেন এবং আমরা আপনাকে
আপনার নিবন্ধন সম্পূর্ণ হওয়ার স্ক্রিনশট দিবো।
এখন-ই মেসেজ অপশনে যোগাযোগ করুন সময় সীমিত।
তুরুণ সমাজের কর্ণধার - মিজানুর রহমান আজহারির রচিত প্রথম গ্রন্থ-- ম্যাসেজ এখনে বাজারে প্রকাশিত। বিক্রেতামহলে ক্রেতাসাধারণের ভির লক্ষ্যণীয়।
বইটির স্টক সীমিত (মাত্র ১০ পিস্)।
ক্রয়ের জন্য আজ-ই যোগাযোগ করুন।
📔📘📗📕📙📚📖
এই পেনডিমিক সময় বই ক্রয় নিয়ে চিন্তিত.?
হাতের নাগালে নিজের মন মতো
বইগুলো পাচ্ছেন না.?
লাইব্রেরিতেও বই সংকট.?
বিভিন্ন লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে
বই ক্রয় করতে হচ্ছে.? 😢😢😢😢
আপনাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে Tuition Media এক অভাবনীয় ব্যবস্থা। স্বল্প দামে নিজের পছন্দের বইগুলো পাচ্ছেন হাতের
নাগালে-ই। 📔📘📗📕📙📚📖
★ একাডেমিক্যাল বইয়ের সেট গুলো পাচ্ছেন বিশেষ ছাড়ে। 📔📘📗📕📙📚
★ নিজের পছন্দের যেকোনো লিখকের কবিতা, গল্প ও উপন্যাসের বই গুলো পাবেন এখানে। 📔📘📗📕📙📚📖
★ কওমী মাদ্রাসার কিতাব গুলোও পাচ্ছেন সুলভ মূল্যে। 📔📘📗📕📙📚📖
★ ধর্মীয়গ্রন্থ ( মুসলিম, হিন্দু,খ্রিষ্টান ও বৌদ্ধ) গুলোও পাবেন।
লাইব্রেরি থেকে অল্পদামে বই নিতে আজ-ই যোগাযোগ করুন।📔📘📗📕📙📚📖
বি.দ্র. বইগুলো পাওয়ার জন্য যা যা করতে হবে :--
★ আমাদের পেইজের মেসেজ অপশনে আপনার বুক-লিস্ট দিবেন, লেখকের নাম সহ (যদি পছন্দ করা কোনো লিখক থাকে)
★ আপনার নাম, মোবাইল নাম্বার ও স্থায়ী ঠিকানা (উপজেলার নাম সহ)
আর অপেক্ষা কিসের এখনে অর্ডার করুন আপনার একাডেমিক বা পছন্দের বইয়ের জন্য। খুব অল্পসময়ের মধ্যে স্বযত্নে পৌছে দেওয়া হবে আপনার হাতের নাগালে।
বিসিএস প্রিলি সম্পূর্ণ সিলেবাস ও মানবণ্টন।
সিলেবাস সম্পর্কে জ্ঞান রাখা বিসিএস এর অর্ধেক প্রিপারেশনের সমান। আশাকরি সম্পূর্ণ সিলেবাস টা দেখবেন ও সংগ্রহ করে রাখবেন।
🌸বাংলা📔📔
পূর্ণমান : ৩৫
মান বণ্টন
ভাষা :
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস
১৫
সাহিত্য :
(ক) প্রাচীন ও মধ্যযুগ o৫
(খ) আধুনিক যুগ (১৮oo-বর্তমান পর্যন্ত)
১৫
🌸 ইংরেজি 📔📔
Total Marks: 35
Marks Distribution
PART-I : Language 20
Parts of Speech:
The Noun:
The Determiner
The Gender
The Number
The Pronoun
The Verb:
The Finite: transitive, intransitive
The Non-finite: participles, infinitives, gerund
The Linking Verb
The Phrasal Verb
Modals
The Adjective
The Adverb
The Preposition
The Conjunction
Idioms and Phrases:
Meanings of Phrases
Kinds of Phrases
Identifying Phrases
Clauses:
The Principal Clause
The Subordinate Clause:
The Noun Clause
The Adjective Clause
The Adverbial Clause and its types
Corrections:
The Tense
The Verb
The Preposition
The Determiner
The Gender
The Number
Subject-Verb Agreement
Sentences and Transformations:
The Simple Sentence
The Compound Sentence
The Complex Sentence
The Active Voice
The Passive Voice
The Positive Degree
The Comparative Degree
The Superlative Degree
Words:
Meanings
Synonyms
Antonyms
Spellings
Usage of words as various parts of speech
Formation of new words by adding prefixes and suffixes
Composition:
Names of parts of paragraphs/letters/applications
PART-II: Literature 15
English Literature:
Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century.
Quotations from drama/poetry of different ages.
🌸
জি.কে. (বাংলাদেশ বিষয়াবলী)📔📔
পূর্ণমান : ৩o
মান বণ্টন
(১) বাংলাদেশের জাতীয় বিষয়াবলি : প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭o সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
o৬
(২) বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
o৩
(৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।
o৩
(৪) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
o৩
(৫) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও ব্যবস্থাপনা ইত্যাদি।
o৩
(৬) বাংলাদেশের সংবিধান : প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
o৩
(৭) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
o৩
(৮) বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।
o৩
(৯) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
🌸জি.কে. ( আন্তর্জাতিক বিষয়াবলী) 📔📔
পূর্ণমান : ২o
(১)বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থাপনা, ভূ-রাজনীতি;
(২) আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক;
(৩) বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ;
(৪) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি;
(৫) আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।
🌸ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 📔📔
পূর্ণমান : ১o
মান বণ্টন
১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব;
o২
২. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব;
o২
৩. বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ;
o২
৪. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব;
o২
৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।
o২
🌸সাধারণ বিজ্ঞান 📔📔
পূর্ণমান : ১৫
মান বণ্টন
ভৌত বিজ্ঞান :
পদার্থের অবস্থা,এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎচৌম্বক,ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
o৫
জীব বিজ্ঞান:
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীব বৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি ,প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
o৫
আধুনিক বিজ্ঞান:
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমন্ডল, টাইড, বায়ুমন্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য,ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও,জোয়ারভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।
o৫
🌸কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 📔📔
পূর্ণমান : ১৫
মান বণ্টন
কম্পিউটার :
১o
কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals) :
কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি;
কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture):
সিপিইউ (CPU), হার্ড ডিস্ক (Hard Disk), এএলইউ (ALU) ইত্যাদি;
কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance);
দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields):
কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য,খেলাধুলা ইত্যাদি; কম্পিউটারের নম্বর ব্যবস্থা ( Number Systems of Computer); অপারেটিং সিস্টেমস (Operating Systems); এমবেডেড কম্পিউটার (Embedded Computer); কম্পিউটারের ইতিহাস (History of Computer); কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers); কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস (Virus), ফায়ারওয়াল (Firewall) ইত্যাদি; ডেটাবেইস সিস্টেম (Database System)।
তথ্যপ্রযুক্তি:
o৫
ই-কমার্স (E-Commerce);
সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি (2G), থ্রিজি (3G), ফোরজি (4G), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি; কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান (LAN), ম্যান (MAN), ওয়াই-ফাই (WiFi), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি; দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields); স্মার্টফোন (SmartPhone); ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW);
ইন্টারনেট (Internet);
নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি (Daily-Use Computing Technology): ই-মেইল (E-mail), ফ্যাক্স (Fax) ইত্যাদি; ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management); মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features); তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ (Tech-Giants Services and News): গুগল (Google),মাইক্রোসফট (Microsoft), আইবিএম (IBM) ইত্যাদি; ক্লাউড কম্পিউটিং (Cloud Computing); সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক (Facebook), টুইটার (Twitter), ইন্সটাগ্রাম (Instagram) ইত্যাদি; রোবটিক্স (Robotics); সাইবার অপরাধ (Cyber Crime)।
🌸গাণিতিক যুক্তি 📔📔
পূর্ণমান : ১৫
মান বণ্টন
১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি ।
o৩
২. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ ।
o৩
৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা ।
o৩
৪. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনববস্তু ।
o৩
৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা ।
o৩
🌸 মানসিক দক্ষতা📔📔
পূর্ণমান : ১৫
১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
২. সমস্যা সমাধান (Problem Solving)
৩. বানান ও ভাষা (Spelling and Language)
৪. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
৫. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)
৬. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)
🌸নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন 📔📔
বিষয়ের নাম : নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
(Ethics, Values and Good Governance)
পূর্ণমান : ১o
Definition of Values Education and Good Governance;
Relation between Values Education and Good Governance;
General Perception of Values Education and Good Governance;
Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
Impact of Values Education and Good Governance in national development; How the element of Good Governance and Values Education can be established in society in a given social context;
The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence.
আমাদের কষ্টটা তখন-ই স্বার্থক হয় যখন আপনারা লাইক, কমেন্ট ও আপনাদের বন্ধুদের ইনভাইট করেন পেইজটিকে লাইক করার জন্য 💗💗💗💗💗💗💗💗💗💗💗
#বাংলা_সাহিত্য
#বাংলা_সাহিত্যের_ছন্দ
📓📓
★বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি ?
উ.তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
★বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন?
উ. মাইকেল মধুসুদন দত্ত।
★মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি ?
উ.বঙ্গভাষা।
★সনেটের প্রবর্তক কে ?
উ. ইটালীর কবি পেত্রার্ক।
★ধ্বনি প্রধান ছন্দ বলা হয়?
উ. মাত্রাবৃত্ত ছন্দকে।
★ছন্দের যাদুকর কাকে বলা হয়?
উ.সত্যেন্দ্রনাথ দত্ত।
★স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
★ছান্দসিক কবি কাকে বলা হয়?
উ. কবি আব্দুল কাদিরকে।
পয়ার ছন্দে থাকে?
উ. অন্তমিল।
★লৌকিক ছন্দ কাকে বলে ? উ.স্বরবৃত্ত ছন্দকে।
★গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন?
উ. গিরিশচন্দ্র।
★গদ্য ছন্দের প্রবর্তন কে করেন?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
★তানপ্রধান ছন্দ কাকে বলে?
উ. অক্ষরবৃত্ত ছন্দকে।
★মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উ. কাজী নজরুল ইসলাম।
★সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উ. রবীন্দ্রনাথ ঠাকুর।
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Telephone
Website
Address
Bhola
Borhanuddin
Bhola, 8300
This is Abul Hasan and this is my personal blog, I am try to be lot of specially on the Education travels, i am also up to date daily with my intension and experience. Education i...
Bhola, 8330
Helping all teachers of schools, colleges and madrasas to take multimedia classes.
Bhola, 8300
এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান।
উকিলপাড়া, কালি বাড়ি, (বাইপাস সড়ক), ভোলা
Bhola, 8300
"প্রজ্ঞা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানব?