South Digholdi High School

South Digholdi High School

You may also like

Md. Ahsan Habib
Md. Ahsan Habib

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়

Photos from South Digholdi High School's post 09/03/2024

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আব্দুল মমিন টুলু এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।

25/02/2024

শিক্ষক কখনো বিনা কারনে শাস্তি দেয় না।
গল্পটি সম্পন্ন দেখার জন্য অনুরোধ করা হলো।

16/02/2024

২০২৪ সালের নবম শ্রেণির নতুন বোর্ড বইয়ের গণিত সমাধান।।
১টি ফাইল ।। নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন

12/10/2023

❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ মিলিয়ন(Million) = ১০০০ হাজার= ১০ লক্ষ = ১,০০০,০০০ = ১+৬ শূন্য
১ বিলিয়ন(Billion) = ১০০০ মিলিয়ন = ১০০ কোটি= ১,০০০,০০০,০০০ = ১+৯ শূন্য
১ ট্রিলিয়ন(Trillion) = ১০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি

22/08/2023

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••

-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!

-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।

-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।

-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।

তখন এটা মশা মাছির খাবার হবে...

∆ তোমাকে এটাই বলতে চাই ∆

👉 তোমার দেহকে এমন করো না যে, সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে।

👉 তোমার মন কে আলুর মতো করো না যে, সবাই মিশবে বাট কেউ-ই পছন্দ করবে না।

👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।

তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না। যেখানে মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না।😔

তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে।

যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে " ও " ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,

"""বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না"".....

আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন
বানীতে,@আলী ফরহাদ

21/08/2023

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
(হারুন অর রশীদ) স্যারের মৃত্যু বার্ষিকী আমরা সবাই গভীর ভাবে শোকাহত, তার জন্য সবাই দোয়া করবেন🤲🥺

15/08/2023

দক্ষিন দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থী পালন করছে জাতির জনককে হারানোর দিনটি।
- স্মৃতি হয়ে থেকে যায় সব কিছু, ২০১৯ এসএসসি ব্যাচ।

Photos from South Digholdi High School's post 13/08/2023

সাকিবের মতো ওতো বড় ফ্যানবেজ আমার নেই। খান পরিবারের ছেলেও না! বোর্ডেও কেউ নেই। আমি শুধু জানি আমি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান।

💫

12/08/2023

আজ ফজরের নামাজের শেষে। ঘামাচ্ছিলাম হঠাৎ প্রিয় স্যার এর সাথে স্বপ্নে দেখা।
আল্লাহ প্রিয় স্যার কে জান্নাতের উচ্চমাকাম দান করুন। আমিন। তার সকল গুনাহ মাপ করে দিক।

উনার মত একজন প্রধান শিক্ষকের খুবই প্রয়োজন। উনি রাগের সময় রাগ দিতেও জানে, আবার ভালোবাসতেও জানে।

11/08/2023
11/08/2023

সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************

ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কী করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো:

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না দেখুন।
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন।
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন।
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন।
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন কেননা স্কুল শুধু পড়াশোনার জন্য নয়, সামাজিকীকরণ শেখার এটা অন্যতম একটা স্থান।
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. Early to bed and early to rise - এই নীতি অনুসরণ করুন।
১৫. মুসলিম হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে,রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
১৮. সন্ধ্যার পরে যাতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় সেটা নিশ্চিত করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

03/08/2023

ক্রিকেট খেলা দেখেন।so sad

28/07/2023

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয় এর এস,এস-সি-২০২৩ এর ফলাফল শতভাগ পাশ।A+ ৫টি।
অভিনন্দন সকল শিক্ষার্থী ও অভিভাবকদের
এবং সকল শিক্ষক কর্মচারীদের।

Automatic pass

13/07/2023

Bhola Polytechnic Institute
Your dream

09/07/2023

আমি জানতে চাই আমি কোন জেলায় বাস করি

25/06/2023

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের পেইজ থেকে সকলকে অগ্রিম ইদুল আযহার শুভেচ্ছা

19/06/2023

দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আসে। স্টুডেন্টরা মানতে না পেরে বিক্ষোভ মিছিল শুরু করেছিল। যখন, দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,হিসাবে দায়িত্ব পায় স্যার তখন সেই স্কুলের অনেক ছাত্র সেটা মেনে নিতে চাইছিল না,,আমি বলছি উনি ভালো হবে,এখন দেখি মাকছুদুল আলম জুয়েল স্যার দিয়ে শিক্ষার্থীদের কোন উপকার হয়
না বরং ক্ষতি হয়,। সে একজন স্কুলের প্রধান শিক্ষক সে থাকাকালীন স্কুলের কোন কিছুই সে মেন্টেন করতে পারেনা। স্কুলের যাবতীয় মালামাল ল্যাপটপ চুরি হয়ে যায় অথচ সে কোনটার দিকে খেয়ালই করে না । স্কুলে যে টাইম মত আসা যাওয়া সেই টাইম সে মেনটেন করতে পারে না তো সে কি জন্য স্কুলে থাকতে থাকবে। অত্র কলেজের ছাত্র-ছাত্রী কেউ তাকে স্কুলের শিক্ষক হিসেবে মেনে নিতে চাচ্ছে না । চোর বাটপার দিয়ে কখনো স্কুল চলে না। আমরা নিজের হাতে এই অযোগ্য sir দিয়ে আমাদের ভাই বোনের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে চাই না. তাই যোগ্য প্রধান শিক্ষক চাই, তাই আমাদের স্কুলের সকল ম্যানেজিং কমিটি সবার কাছে আকুল আবেদন অযোগ্য অশিক্ষিত বাটপারদের বাটপার স্যারদের স্কুল চলে না, আগে হারুন স্যারে থাকতে কোন বাইরের আউট পোলাপাইনের আনাগোনা ছিল না এখন এই স্কুলে নতুন হেড স্যার আসার কারণে স্কুলে অনেক বকাটে ছেলেপেলেদের আনাগোনা ছাত্র-ছাত্রীদের আউট পোলাপানের সাথে মিলামিশা হয়ে থাকে,পোলাপাইন কোথায় যায় কোন খোঁজখবর নাই তারা খালি স্কুলে আসে মশা মারতে, হাই স্কুলের যোগ্য প্রধান শিক্ষক চাই।বকাটে পোলাপাইনের আনাগোনা বন্ধ করতে হবে চাকরি করলেই হবে না। বন্ধ করতে হবে মাননীয় সভাপতি মহোদয় আপনার কাছে আমাদের দাবি এই সকল ছাত্র-ছাত্রীদের কথা একটাই প্রধান শিক্ষককে দেখতে চায় না, যোগ্য প্রধান শিক্ষক দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ে আনার জন্য অনুরোধ করা হলো 🙏

30/05/2023

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা তোমরা কেমন আছো?

29/04/2023

SSC.. 2023 এর সকল শিক্ষার্থীদের জন্য সুভকামনা রইলো

31/03/2023

Can you solve this 🤔

25/03/2023

- সেহেরীর সময়
মা নামক এলার্ম টা যেন
সারা জীবন বেঁচে থাকে
সুস্থ থাকে 🌸

- আমিন!❤️

06/03/2023

যখন, দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,হিসাবে দায়িত্ব পায় স্যার তখন সেই স্কুলের অনেক ছাত্র সেটা মেনে নিতে চাইছিল না,,আমি বলছি না উনি ভালো হবে,এখন দেখি মাকছুদুল আলম জুয়েল স্যার দিয়ে শিক্ষার্থীদের কোন উপকার হয়
না বরং ক্ষতি হয়, সেই ছাত্র /ছাত্রীরা গুনাহে লিপ্ত হয়।।
দোয়া করি আল্লাহ যেন,এই বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের দ্বীনের সহি বুজ দান করে।।আর দু: খ লাগে, জুয়েল স্যার কে নিয়ে, ভুল হলে ক্ষমা করবেন স্যার। I am extremely sorry..
বিদ্যালয় এর প্রতিটি পোলাপাইন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তাই পোস্ট করলাম।।
please sir একটু খেয়াল রাখুন। কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার আন্ডারে সকল শিক্ষক, ছাত্র/ ছাত্রীদের কিভাবে চালাইছেন।

Alam Jewel

26/02/2023

আসসালামু আলাইকুম প্রিয়
দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষককে লক্ষ্য করে বলছি, বিদ্যালয় এর ছাত্র/ ছাত্রী দের খোজ খবর রাখুন তারা ক্লাস এর বাহিরে কি করে।
দয়া করে খোজ নিন।।

09/02/2023

শিক্ষনীয় পোস্ট।।।
~১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে ছিল তিনটা বাড়ির মালিক 🙂
আর সেই লোক ১৭ সেকেন্ড পর তিনটা রুটির মালিকও না 😭
হায়রে দুনিয়া 🙏😭
অন্যের দেওয়া রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে🙂🙂
রবের খেলা বুঝা বর কঠিন

Want your school to be the top-listed School/college in Bhola?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

❤❤❤

Category

Telephone

Website

Address

𝐒𝐨𝐮𝐭𝐡 𝐃𝐢𝐠𝐡𝐨𝐥𝐝𝐢
Bhola

Other Schools in Bhola (show all)
Child heaven international cadet school, bhola Child heaven international cadet school, bhola
Bhola, 8300

চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল ক্যাড?

Bright Nation School, Bhola Bright Nation School, Bhola
উকিলপাড়া, কালি বাড়ি, (বাইপাস সড়ক), ভোলা
Bhola, 8300

"প্রজ্ঞা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানব?

Padma manasa high school পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়। Padma manasa high school পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়।
Bhola Highway
Bhola

পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। শিক্ষা জাতির মেরুদন্ড,

Sohag Math Academy Sohag Math Academy
Tazumoddin
Bhola, 8350

Hi there, This is my educational online platform here I show up to mathematical problems solved them regularly. So always follow me so that you can improve your learning process an...

ওবায়েদুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ওবায়েদুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়
Altazer Rahman Road, Paschim Charnoabad (Choumuhoni), P. O: Sukdeb
Bhola, 8300

Asslamu Alaykum! Thanks for coming our school page!

Bheduria Somobay Girls High School Bheduria Somobay Girls High School
Bhola Sadar
Bhola, 8300

It is one of most famous female educational institutions of Bhola district.It established in 1995.Our honorable political leadet Mr.Alhaj Tofail Ahmed MP is the life time doner of...

Uttar Char Vaduriya High School Uttar Char Vaduriya High School
Bhola

এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান

Azhar Ali Hi School Azhar Ali Hi School
Bhola

. Azhar ali hi school .. Official Page

Online Class :Kulsum Rahman Secondary School Online Class :Kulsum Rahman Secondary School
Bhola Highway
Bhola

We are trying best for the betterment of our students .Stay with us.