Sifat's ChemZone
ভোলা সদরে শিক্ষার্থীদের রসায়নের রস বের করে জুস বানিয়ে খাওয়ানো হয়। (যুগীরঘোল)
১০০ দিনে রসায়ন কোর্স সম্পূর্ণ (HSC-24)
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
HSC-2023
Admission প্রস্তুতি কেমন হওয়া উচিৎ???
admission plan কেমন হওয়া উচিত - এই নিয়ে রাতেই ভিডিও আপলোড হবে।
যাদের রেজাল্ট কম তাদের জন্য থাকছে স্পেশাল দিকনির্দেশনা।
আগ্রহীরা যোগাযোগ করো:-
HSC-Chemistry
আলামিন সিফাত
01865220402
Sifat's ChemZone পরিবারের জন্য সুখবর। ক্লাসগুলোকে আরো অসাধারণ করে তোলার জন্য পরিবারে নতুন সদস্য(device) x1 yoga ল্যাপটপ।
যোজনী (A to Z) মাত্র ৫ টি নিয়মে।
চলছে লিটমাস পেপারের সাহায্যে এসিড-ক্ষার চিহ্নিতকরণ:-
#যোজনী
part-03
রসায়ন ২য় পত্র
বরিশাল বোর্ড
যোজনী শেখার যাদুকরী টেকনিক
বরিশাল বোর্ড MCQ
দীর্ঘ কয়েকটি বছর ধরে সাজেশন করে আসছি। আলহামদুলিল্লাহ তেমন একটা নিরাশ হইনি। আমার ছাত্ররাই ভালো বলতে পারবে। সবার জন্য শুভকামনা।
তরঙ্গদৈর্ঘ্য রিলেটেড ম্যাথ। (১টাই যথেষ্ঠ)
দ্রাব্যতার উপর এই একটা CQ করলেই হবে।
ধন্যবাদ সবাইকে......
I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
এবার নটরডেম কলেজের রিটেনে কে কে টিকলা???
জারণ - বিজারণ সমতাকরণ (৪৫ মিনিটের ভিডিওতে A to Z)
ভিডিওটি গতকাল রাতে শুট করতে দেরি হয়েগিয়েছিলো। তাই আপলোড করা হয়নি। আজকে দুপুর ২টায় এখানে আপলোড করা হবে। youtybeএ অলরেডি আপলোড করা হয়েছে। চাইলে সেখান থেকেও দেখতে পারো। লিংক comment-এ।
পরীক্ষার হলে এমন প্রতিভার বিকাশ কয়জনই বা করতে পারে!!!
আজ রাত ১০টায় আপলোড করা হবে ইনশাআল্লাহ....
আয়নে বিভক্তকরণ:- (মাত্র ৩টি নিয়মে)
ইলেকট্রন বিন্যাসের ঝটপট নিয়ম:(৩০ সেকেন্ড)
কেমন হলো সবার পরীক্ষা?
MCQ নাকি হার্ড হইছে?
আগামী কাল থেকে শুরু হচ্ছে HSC পরীক্ষা।
সবার জন্য দোয়া ও শুভ কামনা।
কারুকাজ: Qawmi design - কওমি ডিজাইন
অনেকেই আমার পেজের ইনবক্সে নক দিচ্ছে ঢাকার কোন কলেজ গুলো ভালো এবং কোন কলেজকে চয়েজের ক্ষেত্রে অগ্রাধীকার দিবে।
প্রথমেই বলি আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্র ছিলাম।
ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা থাকে ঢাকায় এসে ভালো একটা কলেজে ভর্তি হবে।
এই ইচ্ছাটাই স্বাভাবিক।
আবার অনেকের ইচ্ছাই থাকে সে ঢাকায় আসবে।
পড়তে হোক কিংবা বাবা মায়ের খবরদারী থেকে ছাড়া পাওয়ার জন্য হোক ঢাকায় আসতে চায়।
কিন্তু এই ইচ্ছাটার কারনে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে ঝরে পড়তে দেখেছি।
যার তিনটা কারনঃ
১)ঢাকায় পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারা।
২)ঢাকায় এসে সঙ্গদোষে জাঁকজমক পরিবেশে আকৃষ্ট হয়ে পথভ্রষ্ট হয়ে যাওয়া।
৩)থাকা খাওয়ার অসুবিধা।
ঢাকায় পড়তে আসার আগে নিজেকে নিজে যাচাই করো এইসব পরিস্থিতি মোকাবেলা করতে পারবে কিনা।
কলেজের হোস্টেলে থাকতে পারলে ব্যাপারটা আলাদা কিন্তু যদি মেস করে থাকতে হয় তাহলে ৬-৭ জন বন্ধুর সাথে একবাসায় পড়ালেখা চালায় যেতে পারবে কিনা।
আমার মতে ইন্টার লাইফে কলেজ যেমন গুরুত্বপূর্ন তার চেয়ে বেশী গুরুত্বপূর্ন নিজের আগ্রহ।
ssc তে গোল্ডেন পেয়েছো তাই ঢাকায় আসতেই হবে এমন যাতে না হয়।
তুমি কলেজ লাইফ শেষে সেরা ভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা সেটা নির্ভর করবে তুমি কোন কলেজে পড় সেটার উপর না।
তোমার প্রতিটা সাবজেক্টে বেইস কতটা স্ট্রং তার উপর।
আর বেইস স্ট্রং করার জন্য যে ঢাকার ভালো কলেজেই আসতে হবে এমন কোন কথা নাই।
আমি ঢাকা ভার্সিটিতে ঢাকার কলেজে পড়া স্টুডেন্ট খুব কম দেখেছি।
আমার ডিপার্টমেন্টেই আমার আশপাশের ৪০ জনের মধ্যে ৪-৫ জন ঢাকার কলেজে পড়া বাকি সবাই নিজ নিজ জেলার কলেজ থেকে এসেছে।
তাই আবার বলতেছি ঢাকায় আসার উদ্দেশ্য যদি থাকে বাবা মায়ের কাছ থেকে দূরে গিয়ে স্বাধীন কলেজ লাইফ কাটানো এবং এজন্য মেস এ এসে ওঠো।
বিশ্বাস করো ২ বছর ও লাগবে না সেই ভুলের জন্য পস্তাতে।
এবং চরম ভাবে পস্তাবে।
আমার কলেজের হোস্টেল ছিল না।
ফ্রেন্ডের সাথে বাহিরে মেসে থেকেছি।
কতটা সংগ্রাম করতে হয়েছে আমি জানি।
ঢাকার কলেজে ভর্তি না হয়ে আমার বাসার পাশের ভালো কোন কলেজে ভর্তি হলে হয়ত আমার অবস্থান আরো অনেক ভালো হত।
মেসে থেকে আর যাই হোক পড়ালেখা চালায় যাওয়াটা খুবই কষ্টের।
যদি ঢাকায় এসে ভালো একটা থাকার যায়গা হয় শুধু মাত্র তাহলেই এসো না হলে ভাই কোন দরকার নাই।
প্রচন্ড ইচ্ছা শক্তি না থাকলে স্রোতে হারায় যাবা।
কলেজ যেটাই হোক নিজের আগ্রহ থাকলে যেখানেই থাকো না কেনো দিন শেষে সাফল্যের হাসি তুমিই হাসবে।
-আতিক ভাই
এইচএসসি রসায়ন মডেল টেস্টের ফলাফল:
Roll No= 1st + 2nd = Total---- Grade
101774= 71+64=135----A-
101676= 64+67=131----A-
101839= 78+78=156----A
101801= 77+67=144----A
690916= 68+52=120---A-
101666= 80+67= 147----A
101743= 94+84=178----A+
101684= 70+0=70-------D
101652= 77+61=138-------A-
101671= 61+0=61----------F
101695= 68+75=143-----A
103170= 78+59=137-----A-
101796= 63+0=63--------F
আজকে চলছে রসায়ন ২য় পত্র মডেল টেস্ট।
রিয়েল এক্সামের পূর্বে এক্সাম সেন্টারে এনে পরীক্ষার ভীতি দূর করাই ছিলো আমার লক্ষ্য।
পরীক্ষা ভালো খারাপ যাই হোক রিয়েল এক্সামের ভাইভ নিতে পেরেছো যেটা তোমাদের অনেক এগিয়ে দিয়েছে যা বোর্ড পরীক্ষায় বুঝতে পারবে।
ফলাফল প্রকাশ- ১৩/০৮/২০২৩। রাত ৯:০০টা
চলছে রসায়ন-১ম পত্র মডেল টেস্ট।
Sifat's ChemZone'র পক্ষ থেকে HSC-2023 ব্যাচের জন্যে রসায়ন বিষয়ে ২টি ফাইনাল মডেল টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-----------------------------
মডেল টেস্ট-১: রসায়ন ১ম পত্র
তারিখ: ১১/০৮/২৩(শুক্রবার)
সময়: ৯:০০-১২:০০
ভেনু: দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়(বয়েজ)
------------------------------
মডেল টেস্ট-১: রসায়ন ২য় পত্র
তারিখ: ১২/০৮/২৩(শনিবার)
সময়: ৯:০০-১২:০০
ভেনু: দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়(বয়েজ)
-------------------------------
পরীক্ষার ফি: ২০০/-
বোর্ড পরীক্ষার আদলে পরীক্ষা হবে।
সবার জন্য উন্মুক্ত।
HSC তে ভালো করতে কলেজের ভুমিকা কতটুক?
এবিষয়ে ভিডিও আসছে........
আজকে রাতে হবে গুণগত রসায়নের মাস্টার ক্লাস।
১ ক্লাসেই ৫০% CQ কাভার হয়ে যাবে।
পড়ালেখা করে জীবনে কি শিখলা:-????
SSC-2023
আগামীকাল প্রকাশিত হবে SSC 2023 ব্যাচের ফলাফল।
সবার জন্য শুভকামনা।
HSC রসায়ন নিয়ে তোমাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।
বুয়েটের শিক্ষার্থীরা রাজনীতিতে অংশ নিতে পারবে না। শিক্ষকরাও পারবেন না। এ বিষয়ে ইউনিভার্সিটি থেকে আবার প্রজ্ঞাপন দেয়া হয়েছে। সাব্বাস বুয়েট ! অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও অনুসরণ করবে ? ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ হলে বিশ্ববিদ্যালয়গুলো জাগবে। সত্যিকারের লাইটহাউজ হবে। বিশ্বমানের প্রতিষ্ঠান হবে।
কয়েকদিন পরেই যারা কলেজে ভর্তি হবে....
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Bhola Sadar
Bhola, 8300
I have been working as a assistant professor (chemistry) in Banglabazar Fatema Khanam Degree College.
Barisal, Barisal Devision
Bhola, 8300
আসুন শিশুকে সৃজনশীল করতে সবাই মিলে সহযোগিতা করি।একটি শিশু আগামীদিনের ভবিষ্যৎ।
Borhanuddin
Bhola, 8320
Asst.Teacher( Science) & coordinator BD CLEAN Borhanuddin, Bhola
Vill: Hazarigonj; Ward No. 07; Holding No. 122; Chairman Bazar To Shaymraj Road; Opposite Of Rohijol Hawker Home; Saleh Ahmed Home
Bhola, 8340
Amader Shikshalay
R-907
Bhola, 8340
ইসলামিক নতুন নতুন ভিডিও এখান থেকে আপ?