Fazle Rabby
আল্লাহ সর্বশক্তিমান।
একটি বিনোদনমূলক পেইজ৷ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এ পথ চলা অসম্ভব।
অস্ট্রেলিয়া'র সাথে ম্যাচটিই হতে পারে, মাহমুদউল্লাহর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট!
সম্মান এভাবে আদায় করে নিতে হয়🖤
বাংলাদেশ ক্রিকেট টিম খেলেই ২২০-২৫০ রানের জন্য!
দক্ষিণ আফ্রিকার মত টিমের বিপক্ষে জিততে হলে ৩০০+ রান করার বিকল্প নাই!
৩০০+ রান করতে হলে লিটনের ১০০ বল খেলতে হবে, কারণ এই ব্যাটসমানের হাতেই একমাত্র হিউজ শট আছে! যা অন্যান্য প্লেয়ারদের মধ্যে নাই।
শুভ কামনা বাংলাদেশ 🖤
Well done Bangladesh 🖤
প্রকৃতি কন্যা এবং ৩৬০ ওলি আউলিয়ার দেশ সিলেট ট্যুর।
অত্যন্ত ভয়ংকর অভিজ্ঞতা, শেষ পর্যন্ত দেখুন।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই রিজার্ভ ডে!
কারণ, এই ম্যাচে TRP হাই!
এটা কি খেলা নাকি টাকার উৎস বোঝা মুশকিল।
Spotted our very own for the very first time in Bangladesh! (at 3:00 am)👽👿
Everyone thinks of changing world, but no one thinks of changing himself. 🌼🌸
🥲🥲
বিরোধী দল যাই বলুক!
দেশের যে কোনো সিচুয়েশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া সমাধান খুব কম বিষয় ই হয়!
আপনি যতই এই নেত্রীর সমালোচনা করুন, তার মত সুনিপুণ সাংগঠনিক ব্যাক্তিত্ব শেষ ত্রিশ -চল্লিশ বছরে বাংলায় আর আসেনি।
কি ক্রিকেট, কি ফুটবল, কি কাচাবাজারে অস্থিরতা, সমস্ত কিছুই যেনো তিনি সমাধান করে ফেলেন এক দেবদূতের মত।
অভিনন্দন খান সাহেব🖤
ম্যাশ যেনো এক বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হলেন।
পরবর্তীতে খান সাহেব কত ভালো খেলবেন সেটা নিয়ে কোনো অনূভুতি না থাকলেও, ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর যে একটা আলাদা অনুভূতি আছে তা প্রমাণিত। 🖤
নেত্রী কানে কম শুনলেও, দেশের যে কোনো খারাপ সিচুয়েশন তার শ্রবণশক্তি অন্য সব সাধারণ মানুষের থেকে কয়েকশো গুণ বেড়ে যায়।
অসংখ্যবার, অসংখ্য ভাবে প্রমাণিত।
আপনি, যে দল'ই করুন, এই গুণ গুলোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করুণ আর না করুন। আপনার মন কিন্ত, ঠিকই আমার সাথে একমত -একমত করে উঠবে। 🖤
বাইডেন এবং পুতিন!
আলোচনা চলছে, সমাধান আসন্ন।
Ponkoj Roy
যারা বাসায় গরুর মাংস রাইখা ঈদের দিনে বাইরে খায় তারাই বিয়ার পর পরকীয়া করে।🐸
আমি কখনো কাউকে বলে দেই না, আমাকে ভালো বলুন কিংবা ভাবুন!
কারণ, ছাড়াই অসংখ্য মানুষ অসংখ্য ভাবে ট্রিট করে, কিন্ত আমি কখনোই বিরুপ আচরণ করে প্রতি উত্তর করিনা। বরং, হেসে উড়িয়ে দিয়ে তার ভাবনার পথ কে প্রসারিত করি।
আমাকে কেউ খারাপ কিংবা ভালো যাই ভাবুক না কেন, আমি কখনো তার চিন্তাভাবনা কে প্রভাবিত করিনা।
তবে, আপনাকে যদি আঘাত করি, বুঝে নিবেন আপনি সেটা ডিজার্ভ করেন।😊
ঈদ মোবারক।
আমার ইদ এর গরু🖤
মনোমুগ্ধকর ব্রম্মপুত্র নদ!
রংপুরে কালবৈশাখী ঝড়!
একজন ক্লিনারের অবিশ্বাস্য প্রতিভা!❤️🔥
"আশা ছিলো, ভালোবাসা ছিলো"
ক্লিনার রিপন মামার দরদ ভরা কন্ঠে বিখ্যাত গান।
#আশাছিলোভালোবাসছিলো
হঠাৎ পিয়াল ভাইয়ের সাথে দেখা!
ট্রাম্প এবং পুতিনের "মা ছাড়া" ৫৬ ঘন্টা!
দোয়া রাখবেন🖤
কিছু বানান এবং গণনা শেখা যাক🙂
মাই*য়াক ধরো, চে* ড়িক ক/রো (মাইক্রো)🐸
শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন😆
বাসায় নতুন অতিথির আগমন 😽🙀🥹
এত মানুষ ফলো দেয়া সত্যেও ফলোয়ার কমছে কেন?
বলতে পারবেন কেউ?
একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।
পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।
স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।
আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।
কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?
আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।
তথ্য ইন্ডিয়া টাইমস।
নারী দিবসে নারী'দের কাছে বিশেষ কিছু চাওয়া!🙂
বই মেলায় গিয়ে বউ মেলায় হারিয়ে যাওয়া আমি। 🙂
প্রেম করার উপায়ের বই না পেয়ে হতাশ!🥲
কেমন কাটলো কাপলদের ভ্যালেন্টাইন্স?! আগামিকাল আসছে ভিডিও সহ।🥱
প্রেজেন্টর সামনে এক্সের প্রশংসা করা উপকারিতা!
একটু চালাক না হলে টিকা মুশকিল🙂
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট প্রাক্টিস সেশন!
কেমন হলো প্রাক্টিস!?
Intra-University Practice session 2023.
#আন্তবিশ্ববিদ্যালয়ক্রিকেট
#আন্তবিশ্ববিদ্যালয়
#ভ্লগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে বাহারী রকমের পিঠা নিয়ে," পিঠা উৎসব "।
কেমন হলো অনুষ্ঠান দেখতে পুরো ভিডিও তে দেখুন।
#বেগমরোকেয়াবিশ্ববিদ্যালয়
#বেরোবি
#পিঠাউৎসব২০২৩
#পিঠা
# begumRokeyaUniversity
স্টুডেন্ট লাইফে কেনো ট্যুর দিবেন? জানেন কি?🤔
Follow for More video🖤
#ট্যুরভিডিও
#ট্যুর
#স্টুডেন্টলাইফ
||গ্রামের মামা'তো ভাই যখন, প্রথম রংপুর শহরে আসে|| একটু চালাক না হলে টেকা মুশকিল||
পূর্ণতা বাই Warfaze, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নেয়া ফুটেজ নেয়া!
সারাদিন ঘোরাঘুরি করে যখন অবসাদ ঘিরে ধরে, তখন এভাবেই ঝুপড়ির শিল্পিরা ক্যাম্পাস কে বিমোহিত করে রাখে!🌻🌺
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেনো এক প্রকৃতির অপরুপ সৃষ্টি।
আর সেই প্রকৃতি কে পূর্ণতা দিয়েছে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী 🖤
দক্ষিণ বঙ্গে এসে যখন ভাষা ভুলে যাই🙂
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে মহাসমারোহে আতশবাজি!
যোগ্যতার থেকেও যেখানে কোটার মূল্য অনেক বেশি!
সেখানে ভবিষ্যৎ প্রজন্ম কতটা নিরাপদ?
ফ্যাক্টঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ!
সম্মান পেতে হলে সম্মান দিতে হয়!
কোন দল সমর্থন করি সেটা মূখ্য বিষয় নয়, সম্মান ই যেখানে মূখ্য!
ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক দের পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো🙏
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
5220