Learning english jsc,ssc,hsc
প্রথমেই আমাদেরকে Be verb এর কিছু ব্যবহার জানা দরকার।
I এর সাথে am বসে
You এর সাথে are বসে
He এর সাথে is বসে
I who.... your bosom friend.... going to help you.
A.am,is
B.is, am
C.am,are
D.am,am
আমরা এবার যদি প্রথম শূন্যস্থান নিয়ে চিন্তা করি তাহলে পাচ্ছি
I who.....
মনে রাখবেন, Relative pronoun এর পরবর্তী verb সব সময় তার Antecedent অনুসারে বসে।
এবার আরও বিপাকে পতিত হলেন, তাই না?
চলুন এবার Antecedent সম্পর্কে জানা যাক
Relative pronoun তার পূর্ববর্তী যে Noun বা Pronoun টি কে ইঙ্গিত করে বা নির্দেশ করে তাকে Antecedent বলে।
তাহলে এখন বলুন, এখানে I who.... এর মাঝে Antecedent কোনটি?
অবশ্যই, I
তাহলে বলুন, I এর সাথে কী বসে?
Is, are নাকি am?
সুতরাং, প্রথম শূন্যস্থানের উত্তর হলো am.
তাহলে আমরা এবার যদি বাক্যটি লিখি :
I who am your bosom friend.... going to help you.
এবার দেখুন, এখানে whom am your friend হলো adjective clause. আর adjective clause বাক্য থেকে বাদ দিয়ে দিলে বাক্যের কোন ক্ষতি হয়না। তাহলে আমরা বাদ দিয়ে দেয়? বাদ দেয়ার পর যা থাকে💁♂️
I.... going to help you.
এবার দেখনু, I এর সাথে am বসে নাকি is?
অবশ্যই am.
সুতরাং দ্বিতীয় শূন্যস্থানের উত্তর হবে am
তাহলে সর্বোপরি উত্তর কী দাড়াচ্ছে?
Option D. অর্থাৎ am,am
এবং পূর্ণাঙ্গ বাক্যটি হচ্ছে
I who am your bosom friend am going to help you.
💟যাই হোক না কেন আমার শেখা প্রয়োজন।
No matter what, I need to learn.
💟যাই হোক না কেন আমার লেখা প্রয়োজন।
No matter what, I need to write.
💟যাই হোক না কেন আমার জানা প্রয়োজন।
No matter what ,I need to know.
💟যাই হোক না কেন আমার আসা প্রয়োজন।
No matter what, I need to come.
💟যাই হোক না কেন আমার জানানো প্রয়োজন।
No matter what , I need to inform.
💟যাই হোক না কেন আমার বলা প্রয়োজন।
No matter what , I need to say.
💟যাই হোক না কেন আমার শেখানো প্রয়োজন।
No matter what I need to teach.
💟যাই হোক না কেন বাংলাদেশের জয় প্রয়োজন।
No matter what, Bangladesh needs to win.
💢 কাল= Tomorrow.
💢 কালকেই = Very Tomorrow.
যখন কোন বিষয়ে জোড় দিয়ে নির্দিষ্ট করে বা বাংলা ”ই” যুক্ত করে প্রকাশ করা হয় তখন সাধারণতঃ Very দিয়ে বাক্য তৈরি হয়।
আরও উদাহরনঃ
💟 This is the very man- এই সেই লোক
💟 This is the very police- এই সেই পুলিশ
💟 It is the very mobile - এটিই সেই মোবাইল
💟 This is the very student - এই সেই ছাত্র
💟 This is the very university - এই সেই বিশ্ববিদ্যালয়
💟 This is the very university where I studied - এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যয়ন করেছি।
💟 This is the very ground- এই সেই মাঠ
💟 This is the very ground where I used to play- এই সেই মাঠ যেখানে আমি খেলতাম
💟 This is the very doctor- এই সেই ডাক্তার
💟 This is the very doctor who has treated me - এই সেই ডাক্তার যিনি আমার চিকিৎসা করেছেন।
💟 This is the very park where we hanged out with friends.
💟 Let’s have a look - চল দেখি
💟 Let’s run away - চলো এক্ষুনি পালাই
💟 I am getting wet - আমি ভিজে যাচ্ছি
💟 I don’t care! – আমার কিছু যায় আসেনা!
💟 How else – আর কিভাবে?
💟 Little by little – ক্রমান্বয়ে।
💟 Is it so! - তাই নাকি!
💟 If you do case - যদি আপনি চান
💟 Have a good day - ভাল একটি দিন কাটাও।
💟 Let’s sit somewhere - চল কোথাও বসি
💟 So far so good - এ পর্যন্ত সবই ভালো
💟 I tend to think – আমার কেন যেন মনে হয়।
💟 I suppose so – আমিও সেটা ধারণা করছি।
💟 I don’t mind – আমি কিছু মনে করি না।
💟 If so, so what - যদি তাই হয় তাতে কী
💟 Keep your word – তোমার কথা রেখো।
💟 Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
💟 Whatever (you want) – তুমি যা চাও।
💟 Whatever you do? – তুমি যা কর।
💟 Why should I care? – কেন আমি পরোয়া করব?
💟 Do it at once! - এক্ষুনি কর!
💟 I suppose so – আমিও সেটা ধারণা করছি।
💟 Is it so! - তাই নাকি!
💟কিছু কিছু শব্দের শেষে' S' যোগ করার কারণে অর্থের অনেক পরিবর্তন হয়। যেমন ঃ
⭕ Good ( ভাল) – Goods (পন্য)
⭕ Time (সময়) – Times (বার)
⭕ Food (খাদ্য) – Foods (খাবারের তালিকা)
⭕ wood (কাঠ) – Woods (বন )
⭕ crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ)
⭕ Manner ( পদ্ধতি) Manners (অাচার-অাচরন)
⭕ Custom (প্রথা) Customs (শুল্ক)
⭕ Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী)
⭕ Colour (রঙ) – Colours ( পতাকা)
⭕ Iron (লোহা) Irons (লোহার শিকল)
⭕ Sand (বালু) Sands ( মরুভূমি)
⭕ Arm ( বাহু) Arms (অস্ত্র)
⭕ corn (ভূট্রা) – Corns (পায়ের শিকল)
⭕ Water (পানি) – Waters (জলাশয়)
⭕ Beside (পাশে / নিকটে)- Besides (অধিকন্তু / তাছাড়া)
⭕ Corps (সৈন্যদল) - Co**se (মূতদেহ)
⭕ Sometime (একদা) - Sometimes (কখনও কখনও)
✪ There is/are - আছে
✪ There was/were - ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
✪ There should be - থাকা উচিত
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There should not be - থাকা উচিত না
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There could have been - থাকতে পারবে
✪ There seems to be - আছে বলে মনে হয়
✪ There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে
✪ There are deer in this jungle- এই বনে হরিণ আছে
✪ There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There may be crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
✪ There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত.
Sub+Feel like (ইচ্ছা করা)+verb ing+ext
💟I feel like walking with you. আমার তোমার সাথে হাটতে ইচ্ছা করছে।
💟 Now I feel like having a cup of tea. আমার এখন চা খেতে ইচ্ছে করছে।
💟 I feel like getting wet in the rain.আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে
💟Today I feel like playing cricket. আমার আজ ক্রিকেট খেলতে ইচ্ছে করছে।
💟I feel like doing work. আমার কাজ করতে ইচ্ছা করছে।
💟 I feel like eating . আমার খেতে ইচ্ছা করছে।
💟 I don’t feel like eating. আমার খেতে ইচ্ছা করছে না।
💟Do you feel like eating? – তোমার কি খেতে ইচ্ছা করছে?
💟I don’t feel like going – আমার যেতে ইচ্ছা করছে না।
💟Do you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে?
💟 Don’t you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে না?
💟 I feel like having coffee – আমার কফি খেতে ইচ্ছা করছে।
💟Do you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?
💟Don’t you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?
Full expression of short expression :
Gonna = going to
Wanna =want to
Gotta =got to
Kinda =kind of
Sorta=sort of
Outta =out of
Lemme =let me
Gimme =give me
I am thinking =আমি...................... ভাবছি
💟I am thinking of success.
আমি সফলতা নিয়ে ভাবছি
💟I am thinking of love.
আমি ভালোবাসা নিয়ে ভাবছি।
💟I am thinking of my life.
আমি আমার জীবন নিয়ে ভাবছি ।
💟I am thinking of job.
আমি চাকুরি নিয়ে ভাবছি।
💟I am thinking of English.
আমি ইংরেজি নিয়ে ভাবছি।
💟I am thinking of child.
আমি সন্তান নিয়ে ভাবছি ।
💟I am thinking of reading.
আমি পড়া নিয়ে ভাবছি ।
💟I am thinking of money.
আমি টাকা নিয়ে ভাবছি ।
💟I am thinking of writting.
আমি লেখা নিয়ে ভাবছি।
💟I am thinking of his manners. আমি তার আচরণ নিয়ে ভাবছি।
💟I am thinking of my mother.
আমি আমার মাকে নিয়ে ভাবছি।
💟I am thinking of my family.
আমি আমার পরিবার নিয়ে ভাবছি।
Have to /has to (তে হবে, তেই হবে)
I have to + (verb -base form)+ext.
Example :
I have to go.(আমাকে যেতে হবে/ হবেই)
He has to go (তাকে যেতে হবে/হবে)
They have to go. (তাদের যেতে হবে/হবেই)
I have to read. (আমাকে পড়তে হবে)
I have to write.(আমাকে লিখতে হবে
I have to cook.(আমাকে রান্না করতে হবে)
We have to play.আমাদের খেলতে হবে)
We have to study.(আমাদের পড়তে হবে)
She has to buy.(তাকে কিনতে হবে)
He has to work.(তাকে কাজ করতে হবে)
I have to get a job.(আমাকে চাকরি করতে হবে(
I have to succeed in my life. (আমাকে সফলতা পেতে হবে)
I have to try. (আমাকে চেষ্টা করতে হবে)
You have to say about your favourite topic.(তোমাকে তোমার প্রিয় বিষয়টি সম্পর্কে বলতে হবে)
............. Right form of verb (part 2)........
কোনো বাক্যে যদি have, has, had থাকে তাহলে যথাক্রমে present perfect (have/has + verb এর pp) and past perfect (had+ verb এর pp) হবে।
example :
(1) He has.,....... (do) the work.
Ans : has done
(2) We have....... (make) him captain.
Ans : made
(****২)
কোনো sentence এ just, just now, already, yet, never, ever, lately, recently, up to now , so far(until now এখন পর্যন্ত) ইত্যাদি adverb থাকলে present perfect tense (have/has + verb pp form) হবে।
Already vs Yet
হ্যাঁ বোধক বাক্যে বসে না বোধক বাক্যে বসে
Example :
(1) he has just.... (go) out.
Ans : gone
(2) I.... (see) him recently.
Ans : have seen
(3) I.... (send) him only one letter up to now.
And : have sent
(4) I don't think the window has been repaired....এখানে জানালা নিজে নিজেকে মেরামত করতে পারেনা তাই বাক্যটি perfect tense er passive (have been/ has been + verb pp form) হবে ।
(****৩)কোন কাজ অতীতে ঘটেছে /কয়েকবার ঘটেছে এবং আবার ঘটার সম্ভাবনা রয়েছে বুঝালে এই দুই ক্ষেত্রে verb এর present perfect tense হয়। বাক্যে first /second /third time, thrice, two/ three/five times থাকে।
example :
Rahim......(seen) this movie tree times.
Ans : has seen
(2) Jesica has lost her passport again.It is the first time....... here.
(a) I have been (b) I am going
Ans : a
( *****৪)
কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমান কালেও চলছে বুঝালে verb টির present perfect continuous হয়। এক্ষেত্রে বাক্যে since, for, How long ইত্যাদি থাকে।
example :
(1) he...,..... (wait) here since five O'clock.
Ans : have been waiting
(2) l........ (Learn) English since I was twelve. (বার বছর থেকে ইংরেজি শিখছি)
Ans : have been learning
(3) How long .........you (learn) English? তুমি কতদিন থেকে ইংরেজি শিখতেছ?
Ans: have you been লেয়ারনিং
(******৫)
যে সকল verb এর continuous tense এক্ষেত্রে for বা since থাকলেও present perfect continuous না হয়ে present perfect tense হয়।
example :
We are good friends.We..,.... (know) each other for a long time. (আমরা ভাল বন্ধু।আমরাএকে অপরকে দীর্ঘ যাবত চিনি/জানি)
Ans : have known
(2) l........ (know) him for five years.
Ans: have known.
(3) Mina....... (to be) ill for about a month.
Ans : has been (be এর past participle হলো been)
................Right form Of Verb............
Verb এর সঠিক ব্যবহার grammar এ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে আরও কিছু বিষয় জড়িত। Tense,sequence of tense,mood,modal auxiliary,voice,subject verb agreement। আমাদের শুরু করতে হবে basic level থেকে।কয়েকটি part e right form of verb তুলে ধরার চেষ্টা করব।
(part 1):
Universal truth ( চিরন্তন সত্য), habitual fact ( অভ্যাসগত কর্ম) এগুলো বুঝালে present indefinite tense হয়। example:
(1)The sun...... (rise) in the east. (সূর্য পূর্ব দিকে উঠে) Ans : rises. এখানে the sun 3rd person singular number তাই এখানে rises হয়েছে।
(2) The earth...... (move)round the sun.(
Ans:moves এখানে the earth 3rd person পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে)singular number তাই moves হয়েছে।
(3) He.....(get)up early in the morning.
Ans: gets
(4)The man seldom..... (smoke)লোকটা কদাচিৎ ধুমপান করে।
Ans: smokes
(***২)
সাধারণত always, regularly, sometimes,gererally,often, daily,every day,usually, normally, every morning/day/week/month/year/time,on holiday ইত্যাদি থাকলে present indefinite tense হয়।
example :
(1) I usually......breakfast at 6:30 in the morning.
(a) eat (b) eaten (c) ate (d) eats
Ans : eat... বাকিগুলো একটাও হবেনাহ। eaten হলো participle form, ate হলো past form, eats present form কিন্তু 3rd person singular number হতে হবে subject কে।
(2)he always...... (Disturb) the class.
(**** ৩)
sentence কে negative, interrogative, করতে হলে auxiliary verb tense অনুযায়ী বসাতে হয়।
example : The girl..... not sing a song.
Ans : does, shall etc , হবে। এতা passage এর উপর নির্ভর করে।
(****৪)
যদি option এ শুধু be থাকে তাহলে person, number, tense অনুযায়ী be verb ( am,is are,was,were) বসবে।
(1) He...... (be)a good student in our class.
Ans : passege এ অতীত বুঝালে was, present বুঝালে is হবে।
(2) It....... (be) two years ago.
Ans : was... কারন এখানে অতীত বুঝানো হয়েছে।
(****৫)
: বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে present continuous tense হয়। এসব ক্ষেত্রে সাধারণত at present/now/at the moment /at this time/this season/this year ইত্যাদি ব্যবহৃত হয়।
example :
(1) He.....(sing) a song now.
Ans : is
(2) They..... (watch) TV. At this moment.
Ans : are watching
(3) I am tired. I ......(go) to bed now.
Ans : am going
(4) The baby.......( cry) because it is hungry now.
Ans : is crying.
Coming soon right form of verb
Coubtale and uncountable noun ঃ
কোন কোন noun গুলো countable এবং কোন কোন noun গুলো uncountale এটাই হলো এখনকার আলোচ্য বিষয়।
আমরা noun এর number count করতে গিয়ে অনেকসময় ভুল ভ্রান্তিতে পরি। এই ভুল ভ্রান্তির সমাধান হলো কোন কোন noun গুলো countable আর কোনগুলো uncountable আগে থেকে জেনে নেওয়া।
countable noun ঃ যে noun গুলো গননা করা যায়। proper noun, common noun, collective noun গুলোকে গননা করা যায়। তাই এগুলো countable noun ।
উদাহরণ হিসেবে he has e pen. Pen হলো proper noun এখানে pen এর সংখ্যা হলো একটি। তাই এটা countable...
countable noun এর singular এবং plural form দুইটাই হয়।
uncountable noun ঃযে noun গুলো গননা করা যায়না। meterial এবং abstract noun গুলো uncountable কারন এগুলো count করা যায়না। কেননা meterial হলো উপাদান, পদার্থ যেটা গননা করা যায়না। অপরদিকে abtract এটা দেখা যায়না শুধু উপলব্ধি করা যায়। উদাহরণ হিসেবে The furniture of the office will be sold. এখানে furniture মানে হলো আসবাবপত্র। আসবাবপত্র table, chair, bade,etc অনেক কিছু mean করে। এবং বাক্যটিতে কিন্তু আমরা দেখলাম যে furniture কোনো সংখ্যাকে বুঝায়নি। যেটা দিয়ে আমরা বুঝতে পারব যে কতগুলা আছে। আসলে furniture গননা করা যায়না। তাই এটি uncountable।
Determiner (নির্দেশক) ঃ
Article ঃ a, an, the
Demonstrativesঃ this, that, these, those
Possessiveঃ my, your, his, her,its,our,their,Rahim'sRahim's(any name)
Adjective ঃ(numeral and quantity)
Numeral adj =two,three,four,five,six,seven,eight,nine,ten etc (cardinal) / first, second, third, fourth,fifth,sixth,seventh,etc (Ordinal) / next,last,other,the other,another,further
Adjective of quantity/quantifier ঃ few, a few, very few, the few, very few, fewer, fewest, many, many of, several of, a number of, a great number, pleanty of, a good deal of, a great of, a great amount of, a good many, a great many,too many, yoo much, little, a little,the little, very little, less, least, much, much of, amount of, some, some of, more, most, most of rest of, a lot of, lots of, the majority,a great of etc...সব adjective determiner নয় এগুলো ছাড়া।
Noun চেনার উপায়ঃ আমরা দুইভাবে noun চিনতে পারি একটা হলো position এবং আরেকটি হলো function.। এখন জানব কিভাবে position দেখে চেনা যায়।
(1) determiner এরপর যদি একটি মাত্র word থাকে তাহলে সেটা হবে noun হবে। যেমনঃ I have enough money. এখানে enough হলো determiner তারপর একটি মাত্র word বসেছে তাই money হল noun.
(2)preposition এরপর একটি মাত্র word থাকলে তা noun. The matter was left in abeyance. এখানে abeyance একটি noun.
(3) article +(......noun....)+ proposition/verb/adverb মাঝে একটি word থাকলে noun হবে। দুইটি word থাকলে প্রথমটি adjective +পরেরটি noun হবে। যেমনঃ This is the go of the world.এখানে article এবং preposition এর মাঝে go বসার কারনে go noun.. আবার এখানে world ও একটা noun. The determiner এর article এরপর একটি word হওয়ায় word noun.
(4)possessive +(....noun....)+preposition/verb/adverb/conjunction.।অর্থাৎ possessive এবং pre+verb+adv+conjun এর মাঝে একটি word থাকলে noun. যেমনঃ We shall not see his look again. এখানে look verb হওয়া সত্তেও position , এর কারনে noun hoye gece... look এর noun form look ই হয়। তাই কোন পরিবর্তন হয়নি .এই shortcut দিয়ে এখানে শেষ করলাম।পরের পোস্ট এ determiner নিয়ে আলচোনা করব।
Noun : ব্যক্তি, বস্তু,স্থান, পদার্থ, সমষ্টি,গুন ইত্যাদির নামকে বলা হয় noun.।এটি দুই প্রকার concrete noun and abstract noun. ® concrete হলো চার প্রকার (proper noun,common noun,collective noun and meterial noun) । Concrete noun ইন্দ্রিয় গ্রাহ্য এবং বাহ্যিক এবং দৈহিক অবস্থিতি আছে। abstract noun ব্যক্তি, বস্তু এবং কার্যের নামকে বুঝায়। উদাহরণ concrete (boy, hen,book,flower man,girl,dhaka,meghna,iron,food etc) । abstract(Honesty, kindness,freedom,happiness, truth,friendship etc)
Parts of speech : বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি আলাদা শব্দকে parts of speech বলে।
parts of speech সম্পর্কে আমাদের একটা common tendency হলো
*water=npun
*he=pronoun
*better=adjective
*fast=adverb
*up=preposition
*and=conjunction আমরা সমসময় মনে করি যে যেটা যে parts of speech সেটা সবসময় একই থাকবে। কিন্তু না বাকের position অনুযায়ী এবং structure অনুযায়ী parts of speech হয়। উদাহরণ হিসেবে I water the garden.(আমি বাগানে পানি দেই) এখানে water কে আমরা অবস্যই noun মনে করব।কিন্তু আসলেই এটা noun নয়। এটা হলো verb। water এর noun ও verb এর form একই। এখানে verb এর হিসেবে আছে।তাহলে এটা বুঝা গেল যে কোনো শব্দই appropriate parts of speech হয়না। বাক্যে অবস্থানের উপর নির্ভর করে।
ইংরেজিকে অনেক ভালোভাবে জানতে হলে প্রথমে আমাদেরকে ভোকাবুলারির ৪টি form(noun,ajective,verb,adverb) খুব ভালভাবে আয়ত্ত করতে হবে। এরপর parts of speech (noun,pronoun,adjective,verb,adverb,preposition,conjunction,interjection) ভালভাবে আয়ত্ত করতে হবে কেননা এই টপিক পুরো গ্রামারের সাথে সম্পর্কিত।তারপর tense কে রপ্ত করতে হবে।আরও অনেক টপিক আছে যেমন conditional,case,makinng sentence (বাংলা - English আবার english - বাংলা)।,sentence structure, Right form of verb,interdictory there, voice narration etc. আমি প্রথমে patrts of speech নিয়ে কথা বলব পরের পোস্ট এ। এবং ধারাবাহিক ভাবে topic by topic update দিব।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Birganj
Birganj
Birganj
আমি কখনো কোনো জিনিস বা কোনো ব্যক্তির উপর সখ করি না। কারন আমি কখনো আমার সখের জিনিস না ব্যক্তিকে পাব না