Rajkumar YounuS YS

Rajkumar YounuS YS

The Best Thoughts YS

08/08/2023

#রিভিউপোস্ট
আলহামদুলিল্লাহ।
অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি Islamic Cyber Security গ্রুপের সকল সদস্যবৃন্দ কে বিশেষ করে RIFAT BIN FARUQUE ভাইকে।😊
আমার ফেইসবুক আইডি
৩ দিন আগে আমার একটা আইডি হ্যাক হয়েছে। আমার আইডি জিমেইল পরিবর্তন করে আউটলক এ্যাকাউন্ট এ্যাড করেছে আমার আইডি ফিরে পেতে ICS Help Centre এ সাহায্যের জন্য নক দিই.!
তারা RIFAT BIN FARUQUE ভাইকে রেফার করে। তখন আমি ওনাকে মেসেজ দেই.!
সকল ইনফরমেশন গুলো দেই.!
ফিরিয়ে দিতে অনেক সময় আর সাহায্য করেছেন এবং আইডি ফিরিয়ে দিয়েছেন.!
তাদের কার্যক্রমের জন্য নিজেদের স্বার্থে কোন কিছু আবদার করে নাই তাদের এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে.! নিজস্ব কোনো স্বার্থ ছাড়া মানুষের বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান আপনাদের এই মেহনত আল্লাহ কবুল করুন.!!
আবারও ধন্যবাদ জানাই RIFAT BIN FARUQUE _ ভাইকে তিনি আমাকে অনেক সময় দিয়েছেন।
#আলহাদুলিল্লাহ ভাই যে শর্তগুলো দিয়েছেন আমি তা পূরণ করে দিব। ইনশাআল্লাহ।

06/06/2023

ছলোনা করেছো তুমি মিথ্যে কথার জালে।

Rajkumar Yunus YS
Rajkumar Insan YS
নীল আকাশের তারা
Fariya Khatun Tonni

02/06/2023

Rajkumar YounuS YS

31/05/2023

মানুষ বড়ই আজব প্রাণী।

28/05/2023
27/05/2023

count me in

20/05/2023

ভালবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য।


Rajkumar YounuS YS Personal Page Rajkumar Yunus YS Rajkumar Insan YS

18/05/2023

পুরনো দিনের কথা খুব মনে পড়ে।
মাঝে মাঝে পুরনো সব ফোটো এলবাম দেখতে ভালই লাগে।

Rajkumar Yunus YS

03/05/2023

Boys vs grils



Rajkumar Yunus YS

29/04/2023

share post

টাইমলাইনে রেখে দিন কাজে লাগবেঃ
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ মিলিয়ন(Million) = ১০০০ হাজার= ১০ লক্ষ = ১,০০০,০০০ = ১+৬ শূন্য
১ বিলিয়ন(Billion) = ১০০০ মিলিয়ন = ১০০ কোটি= ১,০০০,০০০,০০০ = ১+৯ শূন্য
১ ট্রিলিয়ন(Trillion) = ১০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি

26/04/2023

সময় থাকতে সব কিছু প্রিয়জনকে বলে দাওয়া ভাল।
কারণ সম্পর্কে গোপনীয়তা সম্পর্ক নষ্ট করে।
আর ধোকা দিলে কেউ ক্ষমা করেনা।





Rajkumar Yunus YS
Rajkumar Insan YS
সবচেয়ে বড় বিনোদন জগৎ
Biggest Entertainment YS
প্রেমে পড়া বারণ
Rajkumar YunuS YS
Virel Post
চলো নতুন কিছু করি

21/04/2023

Eid Mubarak

My all friends

Rajkumar Yunus YS
সবচেয়ে বড় বিনোদন জগৎ
Biggest Entertainment YS
Rajkumar Yunus YS
Rajkumar Insan YS
নীল আকাশের তারা

Photos from Rajkumar YounuS YS's post 27/03/2023

আমরা এমন এক দেশে বাস করি যেখানে কিছু কিছু ব্যাক্তিগণ আগে থেকেই সব তথ্য প্রকাশ করে থাকে।
অর্থাৎ আপনি বিয়ে করেন নি অথচ আপনার স্ত্রী আর বাচ্চার নাম করণ হয়ে গিয়েছ।
ঠিক যেমন রাতে সব কিছুর দাম বারে, রাতে ভোট হয়ে যায়।

প্রাইমারি চাকরির রাজশাহী বিভাগে ছাড়েনি অথচ কিছু কিছু ওয়েব সাইট আগেই পোস্ট দিয়ে বসে আছে।

22/03/2023

সতর্কতা মূলক পোস্ট।
#সতর্কতা

এই পৃথিবীতে কত ধরনের ধান্দা বাজ আছে তার টিক নেই।
আপনার আশে পাশে এরকম অনেক আছে, যারা আপনাকে বোকা বানাতে চাই। মূলত এরা ধান্দা বাজ।
এসব ধান্দা বাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।
আমি কিন্তু টাকা পাঠাইনি।
এটা ধান্দাবাজ পার্ট ১
পরে আরও আসতেছে।

Rajkumar Yunus YS

19/03/2023

মেনশান আপনার বন্ধু যার এরম সভাব আছে।

17/03/2023

এরকম বন্ধু থাকলে শুত্রুর অভাব হয়না।
সম্পুর্ন ভিডিও দেখুন বুঝতে পারবেন।
বুঝতে না পারলে কমেন্ট করুন বুঝিয়ে দিবো।

মেনশান করুন যার সাথে এরকম মোজা করতে চান।

Rajkumar Insan YS

Rajkumar Yunus YS

17/03/2023

TikTok পাগলি।
মেনশান করুন যে কিনা এমন পাগলামি করে মাঝে মাঝে।

Rajkumar Yunus YS

14/03/2023

_বান্ধবী যখন টিক টক ভিডিও বানায় তখন বান্ধবীর _সাথে এমনটাই হয়..😆🤣🤣

Mention করুন আপনার সেই বন্ধুকে
যে এরকম করতে পারে।

Rajkumar Yunus YS

11/03/2023

সুন্দরী মেয়েদের কাছে গরিব ছেলেদের কোনো দাম নেই-!! এরা শুধু চাই টাকাওয়ালা ছেলে খোজে🥺😭

সত্যি এরা কুত্তার চাইতেও নিম্ন।

Rajkumar Yunus YS
Rajkumar Insan YS

07/03/2023

Rajkumar Yunus YS

04/03/2023

সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে।

Rajkumar Yunus YS

02/03/2023

🥰ছোট বেলা ভাবতাম 🥰
💕 I love you
খুব খারাপ একটা কথা 💕
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🐜কালো পিপড়া মুসলমান
আর লাল পিপড়া হিন্দু 🐜
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🇧🇩বাংলাদেশ আর বিদেশ,,
পৃথিবীতে মার্এ দুইটা দেশ 🇧🇩
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🐁দাঁত পড়লে ইঁদুরে নিয়ে যায় 🐁
🥰ছোট বেলা ভাবতাম
🌛আমি হাটলে চাঁদ ও
আমার সাথে হাটে🌜
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🧑‍🦲কারো মাথার সাথে নিজের মাথা
গুঁতো খেলে সিং গজাবে🧑‍🦲
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🍎কোন ফলের বিচি খেয়ে
ফেললে পেটে গাছ হবে🍎

🤒🤒ছোট বেলা ভাবতাম
মূলা পেকে গাজর হয়😂😒

🥰যখন বড় হলাম এখন
🥰 i am তো অবাক 🥴🥴
🤐🤐🤕🤕🤒🤒

💞💞💞

তবে ছোটবেলাটাকে অনেক মিস করি 😭😭

Rajkumar Yunus YS

28/02/2023

মেনশান করুন আপনার না ছাড়তে পারা বন্ধুদের

Rajkumar Yunus YS

25/02/2023

আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।
সচেতন নাগরিক হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই।
কিন্তু একজন ছাত্র হিসেবে নিন্দা করতেও নিজের বিবেকে বাধা আসে । কারণ আমিও এই কলেজের একজন ছাত্র।
যেই দেশে মদ বিক্রি করে অর্থনৈতিক ঘার্তিপূর্ণ করার চেষ্টা চলে, সেখানে কলেজের বিষয়টা অতি সামান্য।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে ছেলের বউভাতের আয়োজন করেছেন প্রতিষ্ঠানের এক শিক্ষক।

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল তার বড় ছেলের বিয়ের বউভাতের আয়োজন করেছেন। এতে তিনি কলেজের পুরো অডিটোরিয়াম ব্যবহার করছেন। সেখানে প্রায় ৮০০ অতিথির বসার ব্যবস্থা করেছেন। আর মূল মঞ্চ রিসিপশনের জন্য সাজানো হয়েছে। অডিটোরিয়ামের পাশেই স্কাউট ভবন ঘেঁষে ব্যবস্থা করা হয়েছে রান্নার। যেখানে কাজ করছেন কলেজের অধিকাংশ কর্মচারী। এ ছাড়া খাবার পরিবেশনসহ অন্যান্য কাজে কলেজের বিএনসিসি ও স্কাউট সদস্যদের কাজ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনসিসির এক সদস্য বলেন, ‘আমরা সকাল থেকে সিভিল পোশাকে স্যারের ছেলের বিয়ের অনুষ্ঠানে কাজ করছি। স্যারের নির্দেশনা অনুযায়ীই আমরা এসেছি।’
Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, ’কলেজে শিক্ষকের ছেলের বিয়ের আয়োজন এই প্রথম দেখছেন। এভাবে ব্যক্তিগত অনুষ্ঠান যদি কলেজে করা শুরু হয়, তাহলে আর সেখানে কিছু বলার থাকে না। তার সামর্থ্য থাকা সত্ত্বেও এমন কাজ কেন করলেন, তা তাদের মাথায় আসছে না।’

শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব হোসেন মণ্ডল বলেন, ‘আমি একটা বিপদে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও এক অধ্যক্ষের মেয়ের বিয়ে এখানে হয়েছে। তবে আমি অধ্যক্ষ স্যারের অনুমতি এবং রাজস্ব খাতে ১২ হাজার টাকা জমা দিয়েই কলেজে আয়োজন করেছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজন করার বিধান আছে কি না, এমন প্রশ্ন করলে শিক্ষক পরিষদের এই নেতা জবাব না দিয়ে এড়িয়ে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী বলেন, ওই শিক্ষকের ছেলের বউভাতের আয়োজন শহরের আরেকটি জায়গায় করার কথা ছিল। কিন্তু সেখানে কোনো কারণে করতে না পারায় তার কাছে সহযোগিতা চাওয়া হয়। তিনি বিধি মেনে সহযোগিতা করেছেন।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি কলেজে কেউ ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারে না। এটা অন্যায়। জেলা প্রশাসনের সমন্বয় সভায় আজিজুল হক কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে কারণ জানতে চাওয়া হবে।

25/02/2023

আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।
সচেতন নাগরিক হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই।
কিন্তু একজন ছাত্র হিসেবে নিন্দা করতেও নিজের বিবেকে বাধা আসে । কারণ আমিও এই কলেজের একজন ছাত্র।
যেই দেশে মদ বিক্রি করে অর্থনৈতিক ঘার্তিপূর্ণ করার চেষ্টা চলে, সেখানে কলেজের বিষয়টা অতি সামান্য।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে ছেলের বউভাতের আয়োজন করেছেন প্রতিষ্ঠানের এক শিক্ষক।

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল তার বড় ছেলের বিয়ের বউভাতের আয়োজন করেছেন। এতে তিনি কলেজের পুরো অডিটোরিয়াম ব্যবহার করছেন। সেখানে প্রায় ৮০০ অতিথির বসার ব্যবস্থা করেছেন। আর মূল মঞ্চ রিসিপশনের জন্য সাজানো হয়েছে। অডিটোরিয়ামের পাশেই স্কাউট ভবন ঘেঁষে ব্যবস্থা করা হয়েছে রান্নার। যেখানে কাজ করছেন কলেজের অধিকাংশ কর্মচারী। এ ছাড়া খাবার পরিবেশনসহ অন্যান্য কাজে কলেজের বিএনসিসি ও স্কাউট সদস্যদের কাজ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনসিসির এক সদস্য বলেন, ‘আমরা সকাল থেকে সিভিল পোশাকে স্যারের ছেলের বিয়ের অনুষ্ঠানে কাজ করছি। স্যারের নির্দেশনা অনুযায়ীই আমরা এসেছি।’
Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, ’কলেজে শিক্ষকের ছেলের বিয়ের আয়োজন এই প্রথম দেখছেন। এভাবে ব্যক্তিগত অনুষ্ঠান যদি কলেজে করা শুরু হয়, তাহলে আর সেখানে কিছু বলার থাকে না। তার সামর্থ্য থাকা সত্ত্বেও এমন কাজ কেন করলেন, তা তাদের মাথায় আসছে না।’

শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব হোসেন মণ্ডল বলেন, ‘আমি একটা বিপদে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও এক অধ্যক্ষের মেয়ের বিয়ে এখানে হয়েছে। তবে আমি অধ্যক্ষ স্যারের অনুমতি এবং রাজস্ব খাতে ১২ হাজার টাকা জমা দিয়েই কলেজে আয়োজন করেছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজন করার বিধান আছে কি না, এমন প্রশ্ন করলে শিক্ষক পরিষদের এই নেতা জবাব না দিয়ে এড়িয়ে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী বলেন, ওই শিক্ষকের ছেলের বউভাতের আয়োজন শহরের আরেকটি জায়গায় করার কথা ছিল। কিন্তু সেখানে কোনো কারণে করতে না পারায় তার কাছে সহযোগিতা চাওয়া হয়। তিনি বিধি মেনে সহযোগিতা করেছেন।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি কলেজে কেউ ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারে না। এটা অন্যায়। জেলা প্রশাসনের সমন্বয় সভায় আজিজুল হক কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে কারণ জানতে চাওয়া হবে।

Rajkumar Yunus YS

19/02/2023

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মাস্টার্স শেষবর্ষ
পরীক্ষা-২০২০
অনুষ্ঠিত ২০২৩

সকল বন্ধু ও বান্ধুবিদের কাছে আমার অনুরুধ।
মাস্টার্স পরীক্ষার্থী ছাত্র ও আমাদের বন্ধু
মো: আব্দুল মোমিন (সাগর)।
হঠাৎ করে পরীক্ষার ৩ দিন আগেই তার মস্তিষ্কে সমস্যা দেখা দেওয়ার কারণে সে পরীক্ষা দিতে পারছেনা।
দাক্তার তাকে রেস্টে থাকতে বলেছেন।
সবার কাছে আমার অনুরোধ
তার জন্য সবাই দোয়া করবেন।
আমাদের বন্ধু যেন সুস্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং পুনুরায় মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

Rajkumar Yunus YS
Mintu Khan
Golbahar Islam

14/02/2023

🫥১৪ ফেব্রুয়ারিতে আমি


Rajkumar Yunus YS
Golbahar Islam
Rajkumar Insan YS

06/02/2023

২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ সংশোধিত সময়সূচি

ভিডিও প্রুফ

Rajkumar Yunus YS

Want your public figure to be the top-listed Public Figure in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ছলোনা করেছো তুমি মিথ্যে কথার জালে।Rajkumar Yunus YS Rajkumar Insan YS নীল আকাশের তারা Fariya Khatun Tonni #heartbroken #...
Rajkumar YounuS YS
মানুষ বড়ই আজব প্রাণী।
মানুষ বড়ই আজব প্রাণী Rajkumar Yunus YS #broken #brokenheart
#newnatok2023 #love #new #newcollection #emotional #emotions
count me in
count me in
Rajkumar YounuS YS#new #newnatok2023 #love #newcollection Rajkumar YunuS YS Rajkumar Yunus YS Rajkumar Insan YS
ভালবাসা এক তরফা হয়কিন্তু প্রম হয় দুই তরফা।#new #emotions #love
ভালবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য। #new #love #brokenheart #emotions #emotional #oldmoments #newcollection #broken #newn...
Just try photo to vedio.How is that. #new #love #brokenheart
পুরনো দিনের কথা খুব মনে পড়ে।মাঝে মাঝে পুরনো সব ফোটো এলবাম দেখতে ভালই লাগে।#new #emotions #love #emotional #brokenheart #...

Telephone

Address

Dupchanchia
Bogura
5880