রক্তBlood.Comシ
আমরা বগুড়া জেলায় সর্বদা প্রস্তুত রক্?
স্ট্রোক বেশি হয় কেন গ্রুপের, দেখুন ↓
ফলো দিন,ফলো পাবেন
🩸 রক্ত দান
মানে জীবন দান করা।
এতো এতো আত্মীয় স্বজন কি করবো, যদি প্রয়োজনের সময় রক্ত পাওয়া না যায়।
🩸🩸🩸
আসুন নিজেদের রক্ত গ্রুপ বলে পরিচিত হই।।
মিললেই ফ্রেন্ডশিপ 🥰
A/AB/O (+-)
জরুরী ভিওিতে এবি পজেটিভ (AB+) এক ব্যাগ রক্তের প্রয়োজন,কারো কাছে থাকলে দয়া করে জানাবেন। যোগাযোগ -০১৭ ৬৭৩৬২২৩৪
শেয়ার করুন
1955 সালে ইতালির বিখ্যাত গায়িকা
জুলিয়া মার্কিন" শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন
এটা নিলাম করতে চাইছি,, বলুন কতো টাকা দেবেন ?
উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে।
নিলামে 3000 ডলার পর্যন্ত দাম ওঠে।
গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন।।
তিনি বলেন
তোমরা অত্যন্ত বোকা মানুষ।
যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না,
এটা জেনেও আমার ব্রা কেনার জন্য
3 হাজার ডলার খরচ করতে চাইছো?
অথচ, কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে,
তাকে 1 ডলার ও দিতে চাইবে না।
তোমাদের মনমানসিকতা দেখে
আমি অত্যন্ত লজ্জিত,, দুঃখিত।।
এটাই বর্তমান অবস্থা কিছু মানুষ আছেন যাদের শত কোটি টাকা আছে কিন্ত অসহায়দের জন্য এক টাকা খরচ করতে রাজি না কিন্ত অবৈধ কাজের জন্য কোটি টাকা খরচ করতেও রাজি।
একটু ভালো হন ভাইয়েরা😇
নিজে বদলালে সমাজ বদলে যাবে 😘
নিজেকে বদলানোর ট্রাই করছি❤️
ধন্যবাদ ❤️
আসুন পরিচিত হই 🔻
আপনার ব্লাড গ্রুপ এবং বর্তমানে কোথায় থাকেন, কমেন্ট করুন
জরুরী রক্তের প্রয়োজনঃ
💊 রোগীর সমস্যাঃ রক্তশূন্যতা
🔴 রক্তের গ্রুপ:A (+)ve
💉 রক্তের পরিমান:2 bag
হিমোগ্লোবিন ঃ ৪
⌚ রক্তদানের সময়: যত তাড়াতাড়ি সম্ভব। আজ রাখতে লাগবে।
🏥 রক্তদানের স্থান: ইউনাইটেড হাসপাতাল, ঠনঠনিয়া বগুড়া
☎ যোগাযোগ:01768710336
দিতে না পারি, সবাই শেয়ার করি প্লিজ
আপনার রক্তে যদি বাঁচে একটি প্রাণ,
তবে কেন নয় সেচ্ছায় রক্তদান।
বিনামূল্যে রক্ত গ্রুপ পরিক্ষা করা হবে।আপনার শহর বগুড়ায়
জরুরী ঘোষণা
নিজে সচেতন হই, শেয়ার করে অন্যকে সচেতন করি
এড়িয়ে যাবেন না, আপনার ব্লাড গ্রুপ কি?
কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।
আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।
কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
Fb.com/RoktoBlood.Com.BD
আর্জেন্ট AB+ রক্তের প্রয়োজন
রক্ত দিতে চাইলে কমেন্ট করুন অথবা ইনবক্সে মেসেজ করুন।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
একটু সহানুভূতি কী,মানুষ পেতে পারে না ✌
আজ আমার প্রয়োজন _ আগামীকাল আপনার প্রয়োজন হতে পারে।
🔴আপনার রক্তে বাঁচে যদি একটি প্রাণ, তবে কেন নয় সেচ্ছায় রক্তদান 🔴
আপনি যদি একজন রক্তদাতা হয়ে থাকেন, তাহলে আপনার
🖋নাম,ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর এবং উপজেলা/জেলার নাম লিখে কমেন্ট করুন।
পোস্টটি শেয়ার করুন আপনার টাইমলাইনে, পেজে,বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের সাথে।
ধন্যবাদ 🌹
প্রয়োজনে পাশে সবসময়
https://www.facebook.com/RoktoBlood.Com.BD
Address
Bogura