Parrot Media
যেকোন পন্য বা প্রতিষ্ঠানের জন্য বাস্?
জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
এভাবেই যেকোনো সিচুয়েশনকে কাজে লাগাতে হয়।
collect
কয়েকটি কলার টিউনের স্যাম্পল দেওয়া হল।
মোবাইল: 01304186562
ফেসবুক পেইজ কেনো সাজাবেন এবং এর গুরুত্ব কেমন !
ফেসবুক বিজনেস পেইজ মূলত একটি ভার্চুয়াল দোকান। আমরা যখন কোনো দোকান এ যাই কেনাকাটা করতে তখন নিশ্চই দোকান এর ডেকোরেশন টা আগে চোখে পড়ে, তাই না? দোকানের ডেকোরেশন যত সুন্দর হয় ক্রেতার ভিড় ও ততই বেশি থাকে! সুতরাং ফেসবুক বিজনেস পেইজ টাও একই পদ্ধতি অবলম্বন করে সাজিয়ে গুছিয়ে নিতে হয় যাতে করে ক্রেতার আকর্ষণ থাকে!
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে একটি সাজানো-গোছানো Facebook Business পেইজ ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় বহুগুন।
তাই আর দেরি না করে আজই আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে রুপান্তর করুন একটি প্রোফেশনাল বিজনেস পেইজ এর মাধ্যমে।
কেনো আমাদের মাধ্যমে কাজ করাবেন?কারন আমরাই দিচ্ছি অল্প খরচেই অনেক সুবিধা
ফেইসবুক পেইজ সেটআপ প্যাকেজে যে যে সার্ভিস গুলো পাবেন :
১.একটি প্রফেশনাল ফেইসবুক পেইজ
২. একটি প্রফেশনাল লোগো ডিজাইন
৩.একটি প্রফেশনাল কভার ডিজাইন
৪. ৫টি প্রোডাক্টস পোস্ট এর সাথে আকর্ষনীয় কনটেন্ট
৫.একটি ফেইসবুক গ্রুপ
৬.অটো মেসেজ সেটআপ
৭.একটি সুন্দর ডেসক্রিপশন
৮.পেইজ কে রাঙ্ক করার কিছু ট্রিকস
৯.ফ্রী প্রোডাক্টস সেলিং ট্রিকস
১০.অ্যাড হোয়াটসআপ বাটন
বিস্তারিত জানতে পেইজে মেসেজ করুন অথবা সরাসরি কল করে জেনে নিন আমাদের সার্ভিস সম্পর্কে ।
+881304 186562
🔥🔥🔥🔥ধামাকা অফার 🔥🔥🔥🔥
💁♂️ বিজনেস কলার টিউন করুন আপনার মনের মতো । 💝
🥰 অফার প্রাইজঃ ২০০০ টাকা
🎯 অফার মেয়াদঃ ৩০ই ডিসেম্বর ২০২১
💁♂️ স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, শো-রুম, বিভিন্ন দোকান সহ যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানীর নামে আপনার পছন্দমত caller tune /welcome tune করে নিতে পারেন।
📮 বিস্তারিত জানতে ইনবক্স করুন 📮
+881304 186562
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Bogura
5800
Bogura, 5800
official page for youtube channel of facts of Shaikat zaman.thanks for stay with us.
Hotel Park 2nd Floor, Barogola, Tinpatty
Bogura, 5800
A popular 24 hours TV news Channel....We are for the human being.
Banani, Bogra
Bogura, 5800
সমাজের কিছু বাস্তব চিত্র বগুড়ার আঞ্চলিক ভাষায় নাটকের মাধ্যমে তুলে ধরা
Dargah-hat Road, Kahaloo
Bogura, 5870
Youth ip tv is an info-entertainment Web Based private Community Bangla IP TV channel from Bangladesh. The Channel promotes the language and culture t
Bogra Seven Head
Bogura, BOGRA
বন্ধুরা তোমরা এই পেজ এ লাইক দিলে মজার মজার কবিতা ,গল্প পাবে তার জন্য তোমরা সবাই এই পেজ এ লাইক দাও
Mondol Mention 4th Floor, Santahar Road , Godarpara Bazar
Bogura
Broadcasting & media production company in Bogra