Genious IT Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Genious IT Academy, Computer training school, Bogura, Bogura.
Effectively শেখার জন্যে - ধারাবাহিকতা মেনে নিতে হবে। .................
আপনাকে Expectation কমাতে হবে, একজন সাধারন বিগিনার ৬ মাসে অনেক অনেক কিছু শিখতে চায়। Expectation এতোটাই হাই থাকে, যেটা ৬ বছরেও সম্ভব নয়। অবাস্তব আকাশ চুম্বি Ambition আপনাকে পিছিয়ে দিচ্ছে। .................
শুরুতে চাকুরী/ফ্রিল্যান্সিং/ আয় ইনকামের চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। এই চিন্তা গুলো মাথায় এতটাই জেঁকে বসেছে - যে আপনি এগিয়ে যাওয়ার থেকে পিছিয়ে পরছেন বেশি । .................
Work Hard In Silence and Let Success Make the Noise আপনাকে এই নীতিতে আসতে হবে। উৎসাহ কমিয়ে- বাস্তবিক চিন্তা করতে হবে।
ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রি ক্লাস করুন ।
ফ্রি ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন ।
রেজিস্ট্রেশন লিংক :https://forms.gle/7UmQ3MhigxM1e8md6
ফ্রিল্যান্সিং শিখুন ফ্রি ক্লাস করে , অনলাইন ফ্রি ক্লাস ।
ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের জানার আগ্রহ খুব বেশি । কিন্ত ভাল গাইডলাইন না পাওয়ার ফলে শুরু করতে পারছেন না ।
জিনিয়াস আইটি একাডেমি দেশের শীর্ষ স্থানীয় আইটি প্রতিষ্ঠান , প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবত ।
ডিজিটাল যূগে , ডিজিটাল বিষয়ের উপরে স্কীল অর্জন করার বিকল্প কিছু নেই ।
তাই দেরি না করে আজই শুরু করুন । আমাদের অনলাইন ফ্রি সেমিনার করতে এখুনি রেজিস্ট্রেশন করুন ।
রেজিস্ট্রেশন লিংক :https://forms.gle/7UmQ3MhigxM1e8md6
বিস্তারিত জানতে কল করুন : 01581192579
যাদের বাসায় একটি কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট আছে তারা ঘরে বসে ফ্রি সময় পার না করে, অনলাইনে কোর্স করে মার্কেটপ্লেস থেকে ইনকাম শুরু করুন ।
🟥 কোর্স সময়সীমাঃ ৫ মাস ( ৩ মাস স্কিল ডেভেলপমেন্ট + ২ মাস Fiverr, Upwork, Direct Client কিভাবে পাবেন Without মার্কেটপ্লেস ছাড়া এইসব নিয়ে ক্লাস হবে । LifeTime Support & 24 Hours Marketplace Live Support পাবেন।
🔴 Web Design Crash Course (Basic to Advanced) কোর্সে যা যা শিখতে পারবেন
Basic to Advanced Web Design with SASS, Flexbox, Grid & jQuery Plugins'
---
এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেনঃ
---
✅ Html5
✅ Css3
✅ Responsive Design
✅ PSD / Figma to Html5
✅ SASS Basic to Advance with Project
✅ BEM Methodology
✅ FlexBox Basic to Advance with Project
✅ Grid Basic to Advance with Project
✅ Fundamentals of JavaScript & jQuery
✅ jQuery Plugins | Step by Step
✅ Bootstrap 5 Basic to Advance
✅ Git & GitHub
✅ Minimum 10 Full Projects
✅ More Coming Soon..|
উপরের সবকিছু আপনি মাত্র 4000 টাকায় শিখতে পারবেন।
বিঃদ্রঃ আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে এরপর থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য লাইফটাইমের স্টুডেন্ট। পরবর্তী কোন ব্যাচে ক্লাস করতে চাইলে আর ফি দিতে হবে না।
✅Course Duration: 5 Months
✅Total Class: 50+
✅Time: Weekly 3 Days (10.30 PM - 12.00 AM)
✅Seat: Limited
✅Course Fee 6,000 Tk কিন্তু এখন 2000 Tk ডিস্কাউন্টে মাত্র 4000 Tk
🔴🔴 কেন আমাদের থেকে কোর্স করবেন ?
------------------------------------------------
🧿 আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে এরপর থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য লাইফটাইমের স্টুডেন্ট। পরবর্তী কোন ব্যাচে ক্লাস করতে চাইলে আর ফি দিতে হবে না।
🧿 ৫ মাস এর লাইভ ক্লাস এবং সবগুল ক্লাস লাইভে এসে নেওয়া হবে যেখানে আপনি যেকোনো প্রশ্ন করার সুযোগ পাবেন
🧿 লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও উক্ত ফাইল সমুহ ফেইসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেয়া হবে।
🧿 প্রতিটি ক্লাস শেসে এসাইনমেন্ট জমা নেয়া হবে।
🧿 সময় অনুযায়ী এসাইনমেন্ট না করলে, dropped out করা হয়, যা আপনার সঠিক স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিন্ত করবে ।
🧿 আপানদের সাপোর্ট দেয়ার জন্য একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপানদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।
🧿 মার্কেটপ্লেস ও ক্লায়েন্ট রিলেটেড সাপোর্ট ।
🧿 ক্লায়েন্ট এর জব/ প্রজেক্ট রিলেটেড সাপোর্ট ।
🧿 Lifetime Support পাবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে।
🧿 ২৪ ঘন্টা ইনস্ট্যান্ট সাপোর্ট লাইফটাইম এর জন্য ।
🧿 Live Support পাবেন Google Meet, Zoom or Skype এ
🧿 কোর্স Certificate দেয়া হবে।
💙ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার💙
💰 ফ্রিল্যান্সিং কাজ শিখে নিজের স্কিলকে কাজে লাগিয়ে উপার্জন করুন ঘরে বসে। আর আপনার ফ্রিল্যান্সিং জার্নিকে সহজ করে তুলতে Genious IT Academy রয়েছে আপনার পাশে ।
আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আজই জয়েন করুন আমাদের ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনারে।
🔥সুবর্ন সুযোগ! 🔥সুবর্ন সুযোগ!🔥সুবর্ন সুযোগ!
🎉আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা ।
✍️আপনি কি অনলাইন জগতে স্বল্প সময়ে ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে চান? পড়ালেখা বা চাকরির পাশাপাশি আপনার বেকার সময়কে কাজে লাগিয়ে উপার্জন শুরু করতে চান? তাহলে এই সুবর্ন সুযোগটি আপনার জন্য।
2023 নতুন বছরের নতুন মাস উপলক্ষে
অ্যাডভান্স শপিফাই ড্রপশিপিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট কোর্সে 50% ডিস্কাউন্টে মাত্র 3500 টাকায় ভর্তি হওয়ার সুবর্ন সুযোগ চলছে।🤩
📗বরাবরের মতোই আমাদের লাইভ ব্যাচ- এ এডমিশন চলছে।
✅🔴 Shopify Dropshipping Crash Course (Basic to Advanced) কোর্সে যা যা শিখতে পারবেন
=============================
Shopify Dropshipping Course:
✅Dropshipping Shopify & Woocommerce
✅Shopify Account & Set Up Your Business
✅Build Your Store
✅One Products Store & Niche Store
✅Products Research
✅Essential Apps Install
✅Choose Your Market & Products
✅Add Products
✅Free & Paid Makreting
✅Increase Sales
✅Order Fulfillment
✅SEO & Copywriting
✅Sales Psychology
✅ Facebook Marketing
✅ Facebook Conversion API
✅ Instagram Marketing
✅ Twitter Marketing
✅ Pinterest Marketing
✅ LinkedIn Marketing
✅ Influencer Marketing
✅ Reddit Marketing
✅ TikTok Ads
✅ Snapchat Ads
-----------------------------------------------
♐️ Total Class : 36
♐️ Extra Class : 4
✅এছাড়াও স্পেশালভাবে থাকবে:
📌E-commerce business
📌CPA marketing
📌 প্রফেশনালি ফাইবার মার্কেটপ্লেসে একাউন্ট ক্রিয়েট & সেটাপ।
📌 মার্কেট প্লেসের বাইরে কিভাবে বায়ার সহজে পাওয়া যায় উপর থাকবে স্পেশাল ক্লাস।
✅কেন আমাদের আইটি বেস্ট:
📌 কোর্স শেষে আমরা নিয়মিত স্টুডেন্টদের কাজ দিয়ে থাকি।
📌 প্রতিদিন থাকবে ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট।
📌 সপ্তাহে ২ টি স্পেশাল লাইভ সাপোর্ট ক্লাস থাকবে।
📌 শতভাগ স্কিল গ্যারান্টি দিয়ে কাজ শিখানো হবে।
✅পরবতী কোর্স সম্পর্কে বিস্তারিতঃ
📌 ক্লাস টাইম: শনি, সোম, বুধবার (রাত ৯:০০- ১০:০০ টা)
📌 ক্লাস জয়েন : (জুম অ্যাপ)
📌 কোর্সের সময়কাল : ৩মাস
🌏কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা এডমিশন কনফার্ম করতে আমাদের পেইজে মেসেজ দিন অথবা বিস্তারিত তথ্যের জন্যে অনুগ্রহ করে আমাদের কল করুন:
👉ফেইসবুক পেজ:https://www.facebook.com/geniousitacademy1/
👉Mob: 01576493854
E-amail:[email protected]
আলহামদুলিল্লাহ আমাদের Shopify Dropshipping Course ক্লাস শুরু হয়েছে
Shopify Dropshipping Course B-10
নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে ভর্তি হতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন
কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।
এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে
#সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি আমরা
কোর্স সম্পূর্ণ করার পর ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অর্ডার পাবেন তা সম্পূর্ণ শেখানো হবে এবং সকল প্রকার সাপোর্ট দেওয়া হবে !
ফ্রিল্যান্সিং এর কাজ কি?
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ:
অসংখ্য কাজ আছে যেগুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে সব কাজই আপনাকে অনলাইনে করতে হবে। ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হল
তবে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় ৫ টি কাজঃ
ওয়েব ডেভেলপমেন্ট
ওয়েব ও গ্রাফিক ডিজাইন
কন্টেন্ট রাইটিং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
সোস্যাল মিডিয়া মার্কেটিং
উপরের শেষ তিনটি কে এক কথায় বলে ডিজিটাল মার্কেটিং। এবং এর কাজ পাওয়া যায় সবচেয়ে বেশি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের মানুষ ডিজিটাল মার্কেটিং করে সবচেয়ে বেশি ইনকাম করছে।
অনেক ধরনের ফ্রিলান্সিং জব আমরা করতে পারি। ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় তার মধ্যে কিছু নিচে উল্লেখ করা হল
3D Artist
Academic Writer
Accountant
Advertising Copywriter
App Developer
Architect
Article Writer
Artist
Blog Writer
Book Designer
Book Editor
Bookkeeper
Business Analyst
Business Writer
C Programmer
CAD Designer
Comic Artist
Commercial Writer
Computer Programmer
Concept Artist
Content Writer
Copyeditor
Copywriter
Creative Director
Drupal Developer
php Developer
Electrical Engineer
Fashion Designer
Fashion Stylist
Fiction Editor
Film Editor
Flash Designer
Game Developer
Grant Writer
Graphic Designer
Health Writer
Industrial Design
Interior Designer
Interpreter
IT Consultant
Legal Writer
Logo Designer
Magazine Writer
Marketing Consultant
Media Buyer
Medical Editor
Medical Transcription
The Medical Writer
Motion Graphics
Personal Assistant
Photo Editor
Photo Retouching
Product Designer
Professional Services
Project Manager
Public Relations
Science Editor
Science Writer
SEO Consultant
Software Developer
Sports Writer
Tech Support
Technical Writer
Textile Designer
Travel Writer
Video Editor
Virtual Assistant
Visual Merchandiser
web Designer
ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় এ বিষয়ে আরো অনেক তথ্য আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল সহ, যা আপনাকে শিখতে সাহায্য করবে। মোবাইল দিয়ে টাকা আয় এবং গেম খেলে টাকা ইনকাম করার উপায় নিয়ে দুটি গুরুত্বপূর্ণ পোস্ট আছে যা আপনার কাজে লাগবে। এগুলো আমাদের ওয়েবসাইটে দেখে নিন। তাছাড়া অনলাইনে আয় করার সহজ উপায় সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ লেখাটি অবশ্যই পড়ুন।
ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।
২০২২ সালে এসে ফ্রিল্যান্সিং এখন গরিবের আকাশ ছোয়া স্বপ্ন পূরণ করা ক্যারিয়ারের নাম হিসেবে সমাদৃত হয়েছে। শুধু গরিব বললে ভুল হবে, বর্তমানে অনেক বি সি এস পাস করা লোকজনও ফ্রিল্যান্সিং করছে। সরকারি বেসরকারি হাজারো ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি দেয়া যাবে।
ফ্রিল্যান্সিং সেক্টরটিতে যোগ্য লোকদের চাহিদা অনেক বেশি হয়ে থাকে। যারা কাজ পড়ার সাথে সাথে ইংলিশ এ ভালো তারা প্রতি মাসে কয়েক লক্ষাধিক টাকা উপার্জন করতে পারে ফ্রিল্যান্সিং করে। মাত্র কয়েক বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে রীতিমত কোটিপতি হয়ে গেছে এমন ফ্রিল্যান্সারের সংখ্যাও কম নয়। টাকার অঙ্ক শুনে বিষয়গুলো আপনার কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হলো ফ্রিল্যান্সিং এবং এক মুক্ত খনির নাম যেখানে যে একবার পৌঁছাতে পারে তার কাছে কোটি টাকা কয়েক হাজার টাকার মতো মনে হয়।
এখন আপনার মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে যে কোটি টাকা কেন হাজার টাকার মতো মনে হবে? তাই না?
একজন ফ্রীলান্সার যখন কাজ করে তখন সে USD ডলারে পেমেন্ট পায়, স্বাভাবিকভাবে এই পেমেন্ট অনেক কম মনে হয় কিন্তু এটা যখন BDT মানে বাংলা টাকায় কনভার্ট করা হয় তখন just BOOM! তাই কখন যে আপনিও এত্ত টাকা ইনকাম করে ফেলেছেন তা বুঝেও উঠতে পারবেনা।
কিন্তু এত কিছুর পরেও সবাই ফ্রিল্যান্সিং করতে পারেনা বা এই সেক্টরে সফল হতে পারেনা। কিছুদিন চেষ্টা করে ব্যর্থ হয় হাল ছেড়ে দিয়ে ঝরে পড়ে ফ্রিল্যান্সিং নামক স্বপ্নের দুনিয়া থেকে।
কেন এমনটা হয় আর কি করিলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন সে বিষয়েই আমরা পরিপূর্ণ গাইডলাইন দেব ইনশাআল্লাহ! আশা করছি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ!
ফ্রিল্যান্সিং করে বাংলাদেশের অবস্থান এখন ২য়।
তাই ফ্রিল্যান্সিং নিজেও শিখুন এবং অন্যকে শিখার সহায়তা করুন।
যাদের বাসায় একটি কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট আছে তারা ঘরে বসে ফ্রি সময় পার না করে, অনলাইনে কোর্স করে মার্কেটপ্লেস থেকে ইনকাম শুরু করুন ।
🟥 কোর্স সময়সীমাঃ ৫ মাস ( ৩ মাস স্কিল ডেভেলপমেন্ট + ২ মাস Fiverr, Upwork, Direct Client কিভাবে পাবেন Without মার্কেটপ্লেস ছাড়া এইসব নিয়ে ক্লাস হবে । LifeTime Support & 24 Hours Marketplace Live Support পাবেন।
🔴 Digital Marketing Crash Course (Basic to Advanced) কোর্সে যা যা শিখতে পারবেন
=============================
📌 Social Media Marketing (SMM)
✅ Facebook Marketing
✅ Facebook Conversion API
✅ Instagram Marketing
✅ Twitter Marketing
✅ Pinterest Marketing
✅ LinkedIn Marketing
✅ Influencer Marketing
✅ Reddit Marketing
✅ TikTok Ads
✅ Snapchat Ads
📌 Search Engine Marketing ( SEM )
✅ Google Marketing
✅ YouTube Marketing
✅ Bing Marketing
✅ Google Shopping Ads
✅ Fix Google Merchant Center Suspension Issue and Misrepresentation
📌 Web Analytics & Tracking
✅ Google Analytics
✅ Google Analytics 4
✅ Google Tag Manager
📌 Others
✅ WordPress Website Create (Basic)
✅ Shopify Website Create (Basic)
✅ Advanced Shopify Marketing (Shopify Facebook Ads + Instagram Ads + Google Ads)
📌 Marketplace
✅ Fiverr
✅ Upwork
✅ Direct Client Without Marketplace
✅ Direct and Live Marketplace Work Experience
📌 Bonus হিসাবে যা পাবেন
✅ Canva Use (A to Z) for Graphics Design (Basic)
✅ Email Marketing (Basic)
উপরের সবকিছু আপনি মাত্র 4000 টাকায় শিখতে পারবেন।
বিঃদ্রঃ আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে এরপর থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য লাইফটাইমের স্টুডেন্ট। পরবর্তী কোন ব্যাচে ক্লাস করতে চাইলে আর ফি দিতে হবে না।
✅Course Duration: 5 Months
✅Total Class: 50+
✅Time: Weekly 3 Days (10.30 PM - 12.00 AM)
✅Seat: Limited
✅Course Fee 6,000 Tk কিন্তু এখন 2000 Tk ডিস্কাউন্টে মাত্র 4000 Tk
🔴🔴 কেন আমাদের থেকে কোর্স করবেন ?
------------------------------------------------
🧿 আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে এরপর থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য লাইফটাইমের স্টুডেন্ট। পরবর্তী কোন ব্যাচে ক্লাস করতে চাইলে আর ফি দিতে হবে না।
🧿 ৫ মাস এর লাইভ ক্লাস এবং সবগুল ক্লাস লাইভে এসে নেওয়া হবে যেখানে আপনি যেকোনো প্রশ্ন করার সুযোগ পাবেন
🧿 লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও উক্ত ফাইল সমুহ ফেইসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেয়া হবে।
🧿 প্রতিটি ক্লাস শেসে এসাইনমেন্ট জমা নেয়া হবে।
🧿 সময় অনুযায়ী এসাইনমেন্ট না করলে, dropped out করা হয়, যা আপনার সঠিক স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিন্ত করবে ।
🧿 আপানদের সাপোর্ট দেয়ার জন্য একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপানদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।
🧿 মার্কেটপ্লেস ও ক্লায়েন্ট রিলেটেড সাপোর্ট ।
🧿 ক্লায়েন্ট এর জব/ প্রজেক্ট রিলেটেড সাপোর্ট ।
🧿 Lifetime Support পাবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে।
🧿 ২৪ ঘন্টা ইনস্ট্যান্ট সাপোর্ট লাইফটাইম এর জন্য ।
🧿 Live Support পাবেন Google Meet, Zoom or Skype এ
🧿 কোর্স Certificate দেয়া হবে।
অনেকের ই একটি কমন প্রশ্ন
ফ্রিল্যান্সিং কি..?
কিভাবে শুরু করবো?
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো ?
1. ফ্রিল্যান্সিং কি..?
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন "ফ্রিল্যান্সার" ।
যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
2. কিভাবে শুরু করবো?
আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।
3. ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!
আমার প্রশ্ন তাদের প্রতি যে আপনি কতো টাকা আয় করতে চান! ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব।
কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন ,
তা হলো আপনার পরিশ্রম আর ধৈয্য।
4. আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ?
ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যেই সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে (100% ক্যরিয়ার)।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Bogura
Dokkhin Chelopara, Night School Road
Bogura
Tutorial Bee IT Institute is a training-based institute.
Jaleshwaritola (Besides. Of. Shaheen Cadet Coaching. Bldg), West Side Road Of Kali Mondir & Opposite Of KFC Bldg
Bogura, 5800
By direction of Bangladesh Technical Education Board developed Syllabus 'bit-byte Computer Training
জুমারবাড়ি রোড, সোনাতলা, বগুড়া
Bogura, 5826
কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি বেকারমূক্ত জীবন গড়ি
কলতাপাড়া ( আল কোরআন একাডেমীর পূর্বে ), রামনগর রোড, ১০ মাইল
Bogura, 5842
Service of "SUBA SOFT CARE" 1. Computer Training with gov. certificate. 2. Software Development.
Jamil Shopping Center (3rd Floor), Borogola
Bogura, 5800
BITE Computer is an institute where you can train up Computer literary skills. If you want to train
18/A, Haque Manzil, Jaleshwari Tola
Bogura, 5800
Creative Colours is a Graphic Design & Training Institute.
18/A, Sirish Das Lane, Jaleshwari Tola
Bogura, 5800
Creative Colours is a Graphic and Printing Company. We provide all kinds of Graphic and Printing rel
Gabtoli
Bogura, 5820
Digital marketer, Facebook promoter, Data entry, You tube expert