Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
এই পেইজ এ শুধুমাত্র রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনার বিষয়ক পোস্ট করা হয়
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
এর পক্ষ থেকে সবাই স্বাগতম
আমাদের শপ এ সব ধরনের এসি, ফ্রিজ ক্রয় বিক্রয় এবং গ্যারান্টি সহকারে মেরামত করা হয়।
ফ্রিজ বিক্রয় হবে
brand: Electra
Volume: 215L
Type: Frost
এখনো ইউজ করা হয়নি
সম্পুর্ণ ফ্রেশ
১ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হবে
মুল্য: ১৮,০০০ একদাম
👉👉👉যোগাযোগ ✅✅✅
🏪কুলিং কেয়ার বগুড়া
🚦খান্দার মোড়, বগুড়া, সদর
📞01748-121725
পরিচালক :
মোঃ ইমরান হাসান
এসি ইন্সটলেশন সম্পন্ন
ছোট সমস্যা এর জন্যেও অনেক সময় বড় বড় ভোগান্তি তে পড়া লাগে....
কাস্টমারকে সেবা প্রদান এই মূল উদ্দেশ্য।
যে কোন সমস্যা এর সমাধান এর জন্যই আমরা...
আমাদের ঠিকানা।
খান্দার প্রাইমারি স্কুল এর সামনে, হাড়িপাড়া রোড,
খান্দার মোড়, বগুড়া ৫৮০০।
যেকোন সহায়তায় আমরা আছি..
আপনাদের সেবায় একান্ত ভাবে নিয়োজিত 😌 হোক LED TV/টিভি, হোক এসি বা ফ্রিজ, ওভেন, অত্যন্ত যত্ন সহকারে রিপিয়ার ও সার্ভিস করে থাকি ।
✅ আমাদের এখানে LED tv/টিভি সার্ভিসিং রিপেয়ার করা হয় এবং ফিটিং করা হয়।।
✅ আমাদের এখানে এসি মেরামত/সার্ভিসিং এবং খোলা ফিটিং করা হয় (বাসায় বসে মেরামত করা হয়)
✅ আমাদের এখানে ওভেন সার্ভিস করা হয়।
✅ আমাদের এখানে ফ্রিজ মেরামত করা হয় ফ্রিজে বরফ হয় অতিরক্ত তাদের জন্য আমাদের বাসায় বসে মেরামত করা হয়.।
✅আমাদের এখানে রাইস হিটার,কুকার,আয়রন,ব্লেন্ডার,সাউন্ড স্পিকার,সার্ভিসিং করা হয়/মেরামত করা হয়।
💯অল্প খরচে মেরামত করা হয়।
আমাদের এসি এর সার্ভিস সমূহঃ
✅এসি চেক আপ।
✅এসি বেসিক ক্লিনিং।
✅এসি গ্যাস চার্জিং।
✅এসির ফ্যান মোটর রিপেয়ারিং।
✅এসির সার্কিট রিপেয়ারিং।
✅কম্প্রেসার রিপেয়ারিং এন্ড চেঞ্জিং।
✅ওয়াটার ড্রপ সলিউশন।
✅এসি ইন্সটলেশন এন্ড আনইস্টটলেশন।
✅ ৩ মাস সার্ভিস ওয়ারেন্টি।
✅দ্রুততম সার্ভিস ব্যবস্থা।
✅২৪/৭ সার্ভিস প্রদান।
✅দক্ষ এন্ড অভিজ্ঞ টেকনিশিয়ান।
✅স্বাস্থ্য বিধি মেনে সেবা প্রদান।
✅ফ্রিজ কেনা বেচা করা হয়।
✅এসি কেনা বেচা করা হয়।
✅ফ্রিজ এসি রঙ করা হয়।
আপনার প্রয়োজনীয় সেবা পেতে যোগাযোগ করুন
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া এর সাথে।
তাই আর দেরি কেন এখনি প্রয়োজনীয় সার্ভিস পেতে মেসেজ অথবা কল করুন আমাদের কন্টাক্ট নাম্বার
01748-121725
#এসি_ফ্রিজ #রিপেয়ার
দেখে নিন সেফটি হেলমেট দেখে চেনার উপায় কে কোন পোস্টে আছে।
ড্রয়ার সিস্টেম ফ্রিজ এর শুধু নরমাল চেম্বার যে ভাবে করা হয়।
কিভাবে মাল্টিপ্লাগ বানানো হয় দেখুন।
🚫SOLD OUT🚫
হায়ার ফ্রস্ট ফ্রিজ
২৮৪ লিটার
ফুল ফ্রেশ কন্ডিশন
আমাদের থেকে ক্রয়কৃত সকল পণ্যে
থাকছে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি
এতে আপনার সুবিধা হচ্ছে
রিকন্ডিশন্ড পণ্যে ওয়ারেন্টি
খুব কম মানুষ দিয়ে থাকে
বা কোন ওয়ারেন্টি দেয় না
ক্রয় এর তারিখ থেকে 6মাস পর্যন্ত
সে কোন সমস্যায় সম্পুর্ণ ফ্রী সার্ভিস
এবং 3 দিন এর রিপ্লেস গ্যারান্টি
কুলিং কেয়ার বগুড়া
খান্দার মোড়, বগুড়া, সদর
📞01748-121725
পরিচালক :
মোঃ ইমরান হাসান
১৫,০০০
🚫SOLD OUT🚫
ফ্রিজ বিক্রয় হবে
সবকিছু অরিজিনাল
শুধুমাত্র নরমাল চেম্বার
করে দেওয়া হয়েছে
এবং নতুন করে
ফুল বডি কালার করা
১০ সি এফ টি
ট্রান্সটেক
আমাদের থেকে ক্রয়কৃত সকল পণ্যে
থাকছে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি
এতে আপনার সুবিধা হচ্ছে
রিকন্ডিশন্ড পণ্যে ওয়ারেন্টি
খুব কম মানুষ দিয়ে থাকে
বা কোন ওয়ারেন্টি দেয় না
ক্রয় এর তারিখ থেকে 6মাস পর্যন্ত
সে কোন সমস্যায় সম্পুর্ণ ফ্রী সার্ভিস
এবং 3 দিন এর রিপ্লেস গ্যারান্টি
কুলিং কেয়ার বগুড়া
খান্দার মোড়, বগুড়া, সদর
📞01748-121725
পরিচালক :
মোঃ ইমরান হাসান
গাছ কখনো আমাদের ক্ষতি করে না সব সময় নিজের সবটা দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করে
আসুন গাছ লাগাই পরিবেশ বাচাই।
ফ্রিজ রঙ করার পর যেমন হয় কিছুটা ধারণা
আচ্ছালামুয়ালাইকুম
আশা করি সবাই ভালো আছেন
আসছে শীতকাল সবাই এসি বন্ধ রাখবেন ভেবে রেখেছেন যে আগামী গরম এ চালু করার আগে সার্ভিসিং করাবেন তবে এখানে একটু ভাবনার বিষয়
যে এতদিন এ যা ময়লা জমেছে সেগুলো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ময়লা গুলো শক্ত হয়ে যাবে পরে কোন ভাবেই উথানো সম্ভব হবে না এভাবে কিছু বছর গেলে সেই এসি আর ঠিক থাকবে না তাই বছর এ ৩ টা সার্ভিসিং বাধ্যতামূলক কারন শীতের শুরুতে পরিস্কার করে বন্ধ রাখবেন এতে করে এতদিনের যা ময়লা জমা ছিল সে গুলো পরিস্কার থাকায় গরম এর শুরুতে তেমন ময়লা থাকবে না শুধুমাত্র বেসিক সার্ভিস করিয়ে নিয়েই চালাতে পারবেন
আবার গরম এ কিছুদিন চালিয়ে একবার সার্ভিস করাবেন
এতে করে দীর্ঘদিন ভালো সার্ভিস পাবেন এসির লংজিবিটি বাড়বে
আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ❤️❤️
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আইডি টা ফেরত পেলাম
Your Service Card
AIR CONDITION ON RENT
আপনি কেন এসি ভাড়া করবেন?
"এয়ার কন্ডিশন ইউনিট" ভাড়া নেওয়া ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে এবং অত্যন্ত জনপ্রিয়তাও পেয়েছে। কারণ আপনার প্রতিষ্ঠানের জন্য "এয়ার কন্ডিশন" কিনতে এখন আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে না। এছাড়াও, আমাদের কুলিং সিস্টেম ভাড়া করলে এর সকল প্রকার রক্ষণাবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের খরচ সম্পূর্ণরূপে আমাদের দায়িত্ব। ফলে আপনাকে কখনো টেকনিশিয়ানের পেছনেও ঘুরতে হবে না, আর অপ্রত্যাশিত মেরামত বিল দেখে অবাকও হতে হবে না। আমাদের মূল্যবান গ্রাহক হিসাবে আপনার সাথে আমাদের টেকনিক্যাল টিমের সরাসরি যোগাযোগ থাকবে ফলে কোন টেকনিক্যাল সমস্যা হলে দ্রুততম সময়ের মধ্যেই। আপনাকে সেবা প্রদান করা হবে।
“এয়ার কন্ডিশন" ভাড়া নেয়ার জন্য আপনাকে মাসিক পেমেন্ট হিসেবে স্বল্প মূল্যই পরিশোধ করতে হবে যা আপনার মাসিক বাজেট সহায়ক। উপরন্তু, শীতকালীন ৩ মাসের জন্য কোন মাসিক পেমেন্ট প্রদান করতে হবে না (নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারী)।
পেমেন্ট ও অন্যান্য নিয়মাবলী:
ভাড়ার চুক্তির মেয়াদ ন্যূনতম ১ বছর
ইনস্টলেশন চার্জ ৫০০০ টাকা
মাসিক চার্জ ২০০০/২৫০০ টাকা
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারী মাসের জন্য কোন চার্জ নেই
চলমান মাসের ৫ তারিখের মধ্যে মাসিক পেমেন্ট প্রদান করতে হবে
গ্রাহকের দায়বদ্ধতা:
এয়ার কন্ডিশনার অথবা এয়ার কন্ডিশনারের কোনও পার্টস হারিয়ে গেলে, শক্তি প্রয়োগের ফলে কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ হলে, বজ্রপাতে ক্ষতিগ্রস্থ হলে এবং আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলী ব্যতীত অন্য কেউ এয়ার কন্ডিশন খুললে তার জন্য সকল ব্যয়ভার গ্রাহককে বহন করতে হবে। কাস্টমারের লোকেশন পরিবর্তনের কারণে আনইনস্টল ও ইনস্টল সংক্রান্ত পার্টস ও সার্ভিস চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
Cooling Care Bogra
গোহাইল রোড, খান্দার, বগুড়া
🏠 ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা ফ্রিজটা কত ঝামেলা থেকে মুক্তি দেয়, তখনই বোঝা যায় যখন সেটা নষ্ট হয়।
🍆🥔🍒 খাবারের তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই সেই খাবারে উপকারী ও ক্ষতিকর দুই ধরনের ব্যাক্টেরিয়ার বংশবিস্তার শুরু হয় ব্যাপকহারে।
খাবারের মান ঠিক রেখে খাদ্যে-বিষক্রিয় রোধ করতে রেফ্রিজারেইটরের তাপমাত্রা ঠিক রাখতে হবে।
ফ্রিজে রাখা খাবারের মান ভালো রাখতে হলে যন্ত্রটি নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। আর যে বিষয়টা খেয়াল রাখা জরুরি, তা হল ফ্রিজের ভেতরের তাপমাত্রা।
ফ্রিজের তাপমাত্রা কত হওয়া উচিত?
‘দ্য ইউ.এস. ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’য়ের মতে, “ফ্রিজের ভেতরের অংশের তাপমাত্রা অবশ্যই ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হবে।”
আদর্শ তাপমাত্রা হবে ৩৫ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি ফারেনহাইট বা ১.৬ ডিগ্রি থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় খাবার ঠাণ্ডা থাকবে কিন্তু বরফ জমবে না।
রেফ্রিজারেইটরের তাপমাত্রা মাপার উপায়
বাজারে বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিমাপক ‘থার্মোমিটার’ পাওয়া যায়। এদের মধ্য থেকে বেছে নিতে হবে ‘এপ্লায়ান্স থার্মোমিটার’, যা ফ্রিজের ভেতর রাখলে তাপমাত্রা জানা যাবে।
যদি আদর্শ তাপমাত্রায় না থাকে তবে ফ্রিজের ‘টেম্পারেচার কন্ট্রোল’ থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে।
ফ্রিজে থাকা ‘টেম্পারেচার কন্ট্রোল’য়ে লেখা তাপমাত্রা সব সময় নিঁখুত হয় না।
রিয়েলসিম্পলডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাপমাত্রা ৩৭ ডিগ্রি ফারেনহাইট বা ২.৭ ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট করা থাকলেও তা কম কিংবা বেশি হতে পারে
আবার কিছু ফ্রিজে তাপমাত্রা দেখানোর ব্যবস্থাই থাকে না। বেশিরভাগ ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুইচে সেলসিয়াস কিংবা ফারেনহাইট লেখা থাকে না।
এজন্য নিশ্চিতভাবে জানতে ‘এপ্লায়ান্স থার্মোমিটার’ ব্যবহার করা উচিত।
রেফ্রিজারেইটর ঠাণ্ডা রাখতে
তাপমাত্রা সঠিকভাবে সমন্বয় করার পরও ফ্রিজের ভেতরের তাপমাত্রা কম বেশি হওয়া সম্ভব। এজন্য ফ্রিজ বা রেফ্রিজারেইটর ব্যবহারের কিছু নিয়ম মানতে হবে।
🍗 খাবার আগে ঠাণ্ডা করা:
ফ্রিজের কোনো খাবার রাখার আগে তা কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। গরম খাবার ফ্রিজে রাখলে স্বভাবতই তা ঠাণ্ডা করতে সময় বেশি লাগবে। ততক্ষণে খাবার নষ্ট হয়ে যেতে পারে।
আবার গরম খাবারের কারণে ফ্রিজের ভেতরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে। ফলে অন্যান্য খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে।
দরজা পরীক্ষা:
ফ্রিজের ঠাণ্ডা কম হলে দরজার ‘রাবার সিল’ বা ‘গ্যাসকেটস’ পরীক্ষা করতে হবে। এতে কোনো ‘লিক’ থাকলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না। ফলে খাবার তো নষ্ট হবেই, বিদ্যুতবিলও বাড়বে।
বার বার দরজা না খোলা:
ঘন ঘন ফ্রিজের দরজা খোলার অভ্যাস ত্যাগ করতে হবে। দরজা খুললে ভেতরের ঠাণ্ডা বাতাস বেরিয়ে যায়, বাইরের গরম বাতাস প্রবেশ করে। দরজা লাগানো পর আবার আগের তাপমাত্রা নিয়ে আসতে হয়।
বারবার ফ্রিজ খুললে ভেতরটা ঠাণ্ডা হওয়ার সুযোগ পায় না। আবার লম্বা সময় ফ্রিজের দরজা খুলে রাখলেও একই সমস্যা।
ভর্তি রাখা:
ফ্রিজ যতটা সম্ভব পরিপূর্ণ রাখার চেষ্টা করুন। তবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
ফ্রিজ ভরা থাকলে খাবার লম্বা সময় ঠাণ্ডা থাকবে। তবে ফ্রিজের যে অংশগুলো দিয়ে ঠাণ্ডা বাতাস বের হয় সেগুলো আটকে দেওয়া যাবে না। গুছিয়ে খাবার রাখতে হবে।
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
নতুন ফিটিং হায়ার
সে দিন এক ভাই কমেন্ট করেছিল এসি নাকি ব্লাষ্ট হয়না দেখে নিন
Gree 1 ton installation
GS-12XFV32
টিপস
নতুন এসি লাগানোর সময় করনীয়
স্থান নির্বাচন করা
১ এসির আসে পাসে কোন লাইট লাগানো যাবে না
২ এসির ছিদ্র সোজা কোন ইলেক্ট্রিক লাইন আছে কি
৩ এসির উপরে ১ ফিট ফাকা রাখা উচিৎ যদিও 5 ইঞ্চি যথেষ্ট
কিন্তু 5 ইঞ্চি যায়গা দিয়ে কাজ করার সময় ভালো ভাবে কাজ করা যায়না এতে করে টেকনিশিয়ান দের সমস্যা হয় সাথে কাজও খারাপ হয়।
যাদের যায়গা নেই তারা 5 ইঞ্চি তেই লাগাতে পারেন তবে মাষ্টার সার্ভিসিং এর সময় এসি খুলে করলে ১০০% হবে না হলে পিছনে ময়লা থেকেই যায়
এতে টেকনিশিয়ান দায়ী নয়।
4 আউটডোর ইউনিট সম্ভব হলে হাতের কাছে রাখা
যেমন : বেলকনি বা সাদ
কারন কাজ করা কঠিন হলে কাজ খারাপ হবার চান্স থাকে এবং যে কোন কাজ করতে খরছ বেশি হয়
৫ নিজ দায়িত্বে এসির ছিদ্র বন্ধ করে নেওয়া
৬ র্যাপিং করেছে কিনা তা দেখা
৭ পানি ঠিক মতো পানি পড়ছে কি না সেটা কনফার্ম হয়ে নেওয়া
৮ টেকনিশিয়ান এর থেকে রিমোট এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া
৯ টেকনিশিয়ান কে সহযোগিতা করা মানে কিছু লাগলে তাকে দেওয়া যেন তার কাজ করতে সুবিধা হয় সব কিছুই যে তার সাথে নিয়ে আসতে হবে এটা ঠিক কিন্তু কিছু সময় ভুল করে অনেক কিছুই ছাড়া পড়ে তাই তাহাকে বলা যে কোন কিছুর জন্য যেন কাজের কোন কমতি না থাকে কিছু লাগলে বলবেন
যেন সে মনের মতো কাজ করতে পারে কারন সে ইচ্ছে করলে আপনার কাজ খারাপ হতে পারবে আপনি বুঝতেও পারবেন না
তাই তার উপর জোর না দেওয়া ভালো ভাবে বললে সে অবস্যই করবে
ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏🙏
কিছু বলার থাকলে Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
( #টিপস)
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন
এসি ব্যবহার বিধি
আমাদের অধিকাংশ মানুষেরই এখন
নন ইনভার্টার এসি
এখন দেখা যায় আমরা যখন এসি গুলো ব্যবহার করি
প্রায় অধিকাংশ বাসায় রুমগুলো ঠিকঠাক সিল করা থাকে না
যেমন
১ কিছু কিছু জায়গায় ফাঁকা রয়ে যায়
২ অলসতা করে দরজা খোলা রাখে
৩ বা পাশের রুমটাও একটু ঠান্ডা হোক
৪ ঘন ঘন দরজা খোলামেলা করা
৪ দরজার নিচে ফাঁকা রাখা
এ ধরনের কাজগুলো আপনাকে এবং আপনার এসি কে
বিপদের মুখে ফেলে কারণ এক মিনিট আপনার রুমের দরজা
খোলা থাকা মানে আপনার এসি অটো হতে আরো দশ মিনিট
বেশি সময় লাগবে
যে সমস্যাগুলো হতে পারে
১ আউটডোর বেশি চলার কারণে কম্প্রেসার হিট হয়
২ সার্কিট বা পিসিবি হিট হয়
৩ বিদ্যুৎ খরচ বেড়ে যায়
৪ কম্প্রেসার পাম্পলেস হতে পারে
৫ সার্কিট বা পিসিবি পুড়ে যেতে পারে
৬ গ্যাস লিকেজ থাকলে আগুন ধরে যেতে পারে
৭ তাড়াতাড়ি ফিল্টার ময়লা হয়ে যেতে পারে
৮ ক্যাপাসিটর পুড়ে যেতে পারে
অনেকেই ভাবি যে দরজা খোলা থাকলে
শুধুমাত্র বিদ্যুৎ বিল বেশি আসবে
এজন্য অতটা গুরুত্ব দেয় না
আসলে এসি ব্যবহারের সময়
দরকার ছাড়া দরজা জানালা খোলা উচিত না
এবং বাধ্যতামূলক দরজা জানালা বন্ধ রাখা উচিত
এবং সময় মতো সার্ভিসিং করা এবং
এসির ইলেকট্রিক লাইন গ্যাস তার পাইপ চেক করা প্রয়োজন
মনে রাখবেন এতে করে আপনি এবং
আপনার এসি দুটোই ভালো থাকবে
ধন্যবাদ সবাইকে
এ ধরনের টিপস পেতে আমাদের পেইজ টা লাইক এবং ফলো
দিয়ে পাশে থাকুন যে কোন সমস্যাই আমাদের জানান
🚫সতর্কতা মূলক পোস্ট 🚫
আমরা যারা এসি ব্যবহার করি
আমাদের অবস্যই ব্যবহার বিধি
যানা উচিৎ
কারন এসি একটি সম্পুর্ন ইলেক্টিসিটির উপর নির্ভর
এই কারনে আমাদের সদা সচেতন থাকতে হবে
কারন বিদুৎ কখন কি ভোল্টেজ আসবে যাবে সেটা
সঠিক ভাবে কেও জানিনা কেননা এখানে কারো হাত নেই
সমস্যা হতেই পারে
তাই যে যে বিষয় গুলো আমরা খেয়াল রাখতে পারি
১/ এসি লাগানোর সময় খেয়াল করবো এসির জন্য যেন
আলাদা সার্কিট ব্রেকার লাগানো হয়।
২/ এসির পাওয়ার প্লাগ কম্বাইন বোর্ড এবং যে লাইন এ চলবে
সেটা মেইন লাইন থেকে নিয়ে আসতে হবে কারন এসির লাইন
এ এসি ব্যতীত অন্য কোন লোড যেন না থাকে তাইলে শর্ট সার্কিট
হবার সম্ভাবনা ৫০% কমে যায় সেই সাথে ভালো মানের ক্যবল ব্যবহার করা
৩/ বারান্দা বা সাদ এ যাদের এসি থাকে তারা অবশ্যই খেয়াল রাখবেন
এসির সামনে বা পিছনে কোন বস্তা বালতি বা ড্রাম যেন বাতাসের বাধা না হয়।
৪/ এসির আগুন ধরার কারন
১- দীর্ঘদিন সার্ভিসিং না করা।
২- এসির হেলথ চেক না করা।
৩- গ্যাস চেক না করা।
৪- লিকেজ চেক না করে গ্যাস দেওয়া।
✅সমাধান
১ নিয়মিত সার্ভিসিং করা
২ গ্যাস চেক করা
৩ ইলেকট্রিক লাইন চেক করা
৪ প্রয়োজন ছাড়া এসির লাইন বন্ধ রাখা
ইত্যাদি
সার্ভিসিং কখন করবেন
শীত কালে ৯০% মানুষ এসি ব্যবহার করে না
তাই গরম শেষ হলে আপনি মাষ্টার সার্ভিস করেন এসির
ব্যাগ পাওয়া যায় ব্যাগ দিয়ে ভালো ভাবে রেখে দিবেন
তাইলে কি হলো এতে করে আপনার গরম এ যে ময়লা গুলো
হয়েছে সব ক্লিয়ার হয়ে গেল এখন দীর্ঘদিন বন্ধ থাকলে
এসির ভিতর ময়লা না থাকায় লিকেজ এর সম্ভাবনা কম থাকে
এবং আপনি আবার যখন গরম এ এসি চালাবেন চালানোর আগে
ইলেক্টিক লাইন গ্যাস প্লাগ এই গুলো চেক করে সাথে একটা বেসিক সার্ভিস
করিয়ে নিয়ে চালানো শুরু করবেন
এর পর যদি গরম এর মাঝখানে আপনার মনে হয় যে খুব ময়লা হয়েছে
তখন প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করাবেন
মানে বছর এ 2 টা সার্ভিসিং বাধ্যতামূলক
প্রয়োজনে
3টা
এই নিয়ম গুলো মেনে এসি চালালে দীর্ঘদিন চালাতে পারবেন
3টা সার্ভিস মানে মোটামুটি ৩,০০০ টাকা এতে করে আপনার এসি
৮০% সমস্যা থেকে দূরে থাকবে
ধন্যবান
যে কোন প্রয়োজনে
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
এসি খোলা হয় যে ভাবে
Korean technician ac servicing
যাদের এসি বা ফ্রিজ এর সমস্যা তাহারা আমাকে ম্যাসেজ করতে পারেন যত টুকু পারি হেল্প করবো ইনশা আল্লাহ
3 phase Testing
Vition ac performance test on
Thermometer
ফিটিং 5 টন মিডিয়া ক্যাসেট টাইপ নন ইনভার্টার
work by Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
কৃষি প্রগতি
long distance Fitting bogra to Nouga
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
hot and cool explain
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
এসি চালানোর সঠিক নিয়ম
দিনকে দিন বাড়ছে গরম। গরমে থেকে রেহাই পেতে অনেকেই ভরসা রাখছেন এসির ওপর। ঘর দ্রুত ঠাণ্ডা করতে এসির বিকল্প নেই। এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি চালানোর সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। ফলে একদিকে যেমন বাড়ছে বিদ্যুৎ বিল, অন্যদিকে রুম ঠাণ্ডা হতে সময় লাগছে বেশি। জানুন এসি চালানোর সঠিক নিয়ম। স্বাভাবিক তাপমাত্রায় রাখুন
আপনি যদি মনে করেন যে এসির তাপমাত্রা ন্যূনতম সেট করলে ঘরটি দ্রুত ঠান্ডা হয়, তাহলে ভুল ভাবছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২৪ ডিগ্রি তাপমাত্রা একজন ব্যক্তির জন্য সঠিক। তাই আপনার এসির তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখুন। এতে মেশিনে কোনও লোড থাকবে না এবং বিদ্যুৎ বিলও কমে আসবে।
নিয়মিত এসি সার্ভিসিং করুন
এসির রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এসি সার্ভিসিং করতে হবে। অনেকে টাকা বাঁচানোর জন্য এসি সার্ভিসিং করান না এবং পরে তাদের এসি ধীরে ধীরে খারাপ হতে থাকে। এমনটা করলে কিন্তু আপনার ঘর ঠাণ্ডা করতে একটা এসির বহুক্ষণ সময় লেগে যেতে পারে।
এসি ফিল্টার পরিষ্কার করুন
সিজনে একবার বা দুইবার এসি সার্ভিসিং করা যেতে পারে। তবে, এসি ফিল্টার পরিষ্কার করা উচিত প্রতি মাসে। তাদের মধ্যে খুব বেশি ময়লা জমে এবং তারপরে এসি ফিল্টারগুলো আটকে যায় বা সঠিকভাবে কাজ করে না। এর ফলে মেশিনের জন্য রুম ঠাণ্ডা করা খুব কঠিন হয়ে যায়। তার থেকেও বড় কথা হল, বেশি বিদ্যুৎও খরচ হয়। তাই, আপনার এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা উচিত।
দরজা জানালা বন্ধ রাখুন
আপনার এসির কর্মক্ষমতা উন্নত করতে, আপনাকে জানালা এবং দরজা বন্ধ করে রাখতে হবে। এই কৌশলে দ্রুত ঘর ঠান্ডা হয় এবং তাতে আখেরে ইলেকট্রিক বিলটাও কম আসে। এবং মেশিনে খুব বেশি চাপ পড়ে না।
এসি মোড এক্সপ্লোর করুন
আপনার এসি ইউনিটে বেশ কিছু মোড দেওয়া আছে। অনেক উন্নত এসি ৮০ শতাংশ, ৬০ শতাংশ বা ২৫ শতাংশ দক্ষতার বিভিন্ন মোড অফার করে। তারা কম বিদ্যুৎ খরচ করে। এগুলো ব্যবহার করা বিদ্যুতের বিল কমাতে আরও ভালো বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে।
এসির যে কোন সমস্যার কারণ জানতে যোগাযোগ করুন
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
এসির কিছু কমন সমস্যা
এয়ার কন্ডিশনার কিংবা এসির ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলোর প্রধান কারন হচ্ছে যদি সঠিক নিয়মে এসি পরিচালনা না করা হয়। সঠিক নিয়ম হচ্ছে, যখন আপনার রুমে এসি চালনা করবেন তখন অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, রুমের দরজা এবং জানালা সঠিকভাবে বন্ধ করা আছে কিনা? যে কক্ষে এসি চালনা করা হবে সেই কক্ষটিতে যেন অবশ্যই বাহিরের আলো-বাতাস প্রবেশ করতে না পারে ।
এছাড়াও, ভুল সাইজ (টন) এর এসি নির্বাচন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা, নিয়মিত সার্ভিসিং না করার কারনে ধুলা-ময়লার প্রবেশ, নিম্ন মানের মালামাল ব্যবহার করে এসি ইন্সটল করার কারনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে যেটি ভবিষ্যতের জন্য আপনার যন্ত্রণার কারন হতে পারে। আজকের আর্টিকেলে আমরা এসির কিছু কমন সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক…..
১/ রেফ্রিজারেন্ট লিকেজ সমস্যা
রেফ্রিজারেন্ট কিংবা আমরা যেটিকে “গ্যাস” নামে জানি, এটির মাধ্যমেই মুলত এসি আপনার কক্ষকে শীতল কিংবা ঠাণ্ডা করে থাকে। যদি লিকেজের কারনে আপনার এসির বিদ্যমান রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস এর পরিমান কমে আসে তাহলে এসির ঠাণ্ডা করার ক্ষমতাও কমতে থাকে এবং এক পর্যায়ে এসি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।
মুলত এসি ইন্সটলেশন যদি সঠিক নিয়মে না হয় কিংবা ইনডোর এবং আউটডোর এর মধ্যে স্থাপিত গ্যাস সঞ্চালন পাইপ (কপার পাইপ) যদি নিম্ন মানের হয় কিংবা ইন্সটলেশন সময় যদি কোনও ত্রুটি থাকে তাহলে গ্যাস লিকেজ হতে পারে। যদি আপনার এসিতে গ্যাস লিকেজ হয়ে থাকে তাহলে সেটি না সাড়িয়ে গ্যাস চার্জ করলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এর জন্য আপনাকে দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে লিকেজ নির্ণয় করে তারপর গ্যাস চার্জ করাতে হবে অন্যথায় আপনার এসি রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাবে অথবা বড় ধরনের সমস্যার কারন হবে ।
২/ পানি ড্রেনেজ সমস্যা
এসির ইনডোর ইউনিট এর সাথে একটি ড্রেনেজ পাইপ সংযুক্ত থাকে যার মাধ্যমে এসি থেকে পানি নির্গত হয়ে থাকে। এসির ত্রুটিপূর্ণ ইন্সটলের কারনে ড্রেনেজ লাইন ঢালু এবং বাঁধামুক্ত না থাকার ফলে পানি বাহিরে না পড়ে রুমের ভিতরে পড়তে পারে।তাছাড়া দীর্ঘদিন সার্ভসিং না করার কারনে ড্রেনেজ পাইপটি বন্ধ হয়ে যায়,যার ফলে আপনার রুমে পানি পড়ে ঝামেলার কারন হয়।এই রকম ঝামেলা থেকে মুক্তি পেতে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার এসি ইন্সটলেশন ও নিয়মিত সার্ভিসিং করুন।
৩/ এসির বৈদ্যুতিক সমস্যা
এসির বৈদ্যুতিক অংশ কম্প্রেসর, ক্যাপাসিটর, ফ্যান, এসির সার্কিটের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত ।নিম্ন মানের রক্ষণাবেক্ষণ মালামাল ব্যবহার এবং অনিয়মিত সার্ভিসিং এসির বৈদ্যুতিক অংশে প্রভাব ফেলে।যার জন্য আপনার এসিটি হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে অথবা বড় ধরনের দূর্ঘটনার ঘটতে পারে।এর জন্য এসি রক্ষণাবেক্ষণের সময় ভাল মানের মালামাল ব্যবহার নিশ্চিত করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর দক্ষ টেকনিশিয়ান দ্বারা এসির বৈদ্যুতিক অংশগুলো চেক করিয়ে নিতে হবে।
৪/ অতিরিক্ত বৈদ্যুতিক বিল
এসির বৈদ্যুতিক বিল বেশি আসা নন-ইনভার্টার এসির একটি কমন সমস্যা ।এসি নিয়মিত রক্ষণাবেক্ষণ অথবা সার্ভিসিং না করার কারনে এসির এনার্জি এফিসিয়েন্সি রেশিও (EER) কমে যায় ,যার জন্য কম্প্রেসর দীর্ঘ সময় চালু থাকে।ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়,সর্বোপরি মাস শেষে আপনাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হয়।
অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে রেহাই পেতে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এসি নিয়মিত রক্ষণাবেক্ষণ অথবা সার্ভিসিং করাতে পারেন। তাছাড়া ইনভার্টার এসি ব্যবহারের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল অনেকাংশে কমে আসবে।
৫/ রিমোট সঠিকভাবে কাজ না করা
এসি চালু করার সময় মাঝে মাঝে দেখা যায় রিমোট দিয়ে এসি চালু হচ্ছে না কিংবা এসি চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। যদি রিমোট থেকে সিগন্যাল এসিতে না যায় অথবা রিমোটের ব্যাটারি দূর্বল হয় তখন আপনার প্রয়োজনের মুহূর্তে আপনি এসি চালু করতে পারবেন না।তাছাড়া রিমোট ফাংশন চেঞ্জ হয়ে গেলে এসি চালু থাকার পরও, এসি থেকে আপনি কাঙ্ক্ষিত ঠান্ডা পাবেন না। সেজন্য রিমোটের ব্যাটারি দূর্বল হয়ে গেলে তা পরিবর্তন করে ফেলুন এবং এসির রিমোট কিভাবে চালাতে হয়, না জানা থাকলে জেনে নিন।
৬/ এসি থেকে গন্ধ বের হওয়া
অনেক সময় এসি চালু করলে রুমের মধ্যে গন্ধ পাওয়া যায়।এখন প্রশ্ন হচ্ছে এসি থেকে কেন গন্ধ বের হয়? যদি আপনার এসি দীর্ঘ সময় সার্ভিসিং না করা হয়, তখন এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার, ব্লোয়ার, পানির ট্রে, ইভাপোরেটর কয়েলে অতিরিক্ত ধুলা-ময়লা জমে ব্যাকটেরিয়ার জন্ম হয় কিংবা ইনডোর ইউনিটের ইভাপোরেটর কয়েল সূক্ষ গ্যাস লিকেজের কারনে এসি থেকে রুমের ভিতর গন্ধ আসে।তাই গন্ধ থেকে বাঁচতে,সতেজ ও বিশুদ্ধ বাতাস পেতে এবং এসি সুরক্ষায় নিয়মিত এসি সার্ভিসিং করুন।
৭/ এসি থেকে শব্দ হওয়া
আপনি ঘুমাচ্ছেন আর এসি থেকে শব্দ বের হচ্ছে!যা আপানার জন্য বিরক্তির কারন।এসির ইনডোর ইউনিটের ব্লোয়ার, সুইং মোটর চলার সময় এদের মধ্যে বিদ্যমান বিয়ারিং কিংবা প্রিমিয়াম ক্ষয় হয়ে গেলে অথবা এসির কভার কম্পনের ফলে শব্দ তৈরি হতে পারে।দক্ষ টেকনিশিয়ান দ্বারা এসি সার্ভিসিং এর মাধ্যম এসি থেকে শব্দ হওয়া বন্ধ করতে পারেন।
আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আমাদের দক্ষ টীম আছে আপনার পাশে
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
আলহামদুলিল্লাহ
আজকের ফিটিং শাকপালা জামে মসজিদ বগুড়া
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
পাইপ কানেকশন হায়ার ১.৫ টন
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
ফিটিং বগুড়া সদর
Cooling Care Bogra কুলিং কেয়ার বগুড়া
হায়ার ফিটিং
আমাদের ফিটিং এর কিছু চিত্র
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Bogura
5800
Gohail Road, Sutrapur, Bogra
Bogura, 5800
বগুড়ায় এই প্রথম রিকন্ডিশন ফ্রীজ ও এসির কেনা-বেচার শো-রুম
Bogura, 5800
Airconditionar,Aircooler,Freeger,Refreegerator service point......We give our best ......