I ♥ BOGRA
Bogra is a town, and one of the oldest towns in northern Bangladesh. It is a center of commerce and
বগুড়ার নওয়াববাড়ি। নওয়াববাড়ির ঐতিহ্য ধরে রাখতে প্রয়াত শিল্পী আমিনুল করিম দুলাল গড়েন এগুলো, উদ্যোগ নিয়েছিলেন সৈয়দ ওমর আলী চৌধুরী। ৩৫০ বছর বয়স বাড়িটির।
নওয়াববাড়ির তিনটি গেটের একটি লোহার, আরেকটি কাঠের। সদর দরজার ওপর একটি ঘণ্টা ঝোলানো আছে। আরো আছে একটি সার্চলাইট। গেটের দেয়ালে নানা ধরনের কারুকাজ। বিশাল উঠানজুড়ে ছোট-বড় গাছ আছে ৭১টি। এগুলোর মধ্যে একটি শতবর্ষী জয়তুনগাছ আছে। নওয়াব পরিবারের প্রথম পুরুষ সৈয়দ আহম্মেদ এসেছিলেন ইরান থেকে। বগুড়ার ইজারাদার তখন দুনীচাঁদ নামের এক জমিদার আর বাংলার শাসনকর্তা শায়েস্তা খাঁ। সৈয়দ সাহেবের সঙ্গে শায়েস্তা খাঁর সুসম্পর্ক হয়েছিল।
দুনীচাঁদ সম্রাটের খাজনা দিতে ব্যর্থ হন একসময়। তখন সৈয়দ আহম্মদকে একটি সুপারিশপত্র দিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে পাঠান শায়েস্তা খাঁ। সম্রাট আহম্মদ সাহেবকে শেলবর্ষ পরগনা নামে পরিচিত বগুড়ার ‘চৌধুরী’ হিসেবে ঘোষণা দেন। সৈয়দ আহম্মদের ছিল চার স্ত্রী—মুনু বিবি, ফনু বিবি, পরি বিবি ও দুনী বিবি। সৈয়দ সাহেবের কোনো পুত্র সন্তান ছিল না, তবে তিন কন্যা ছিল।
প্রথম কন্যা রওশন বিবির বিয়ে হয় ময়মনসিংহের বড়বাড়ী নিবাসী সৈয়দ রমজান আলীর সঙ্গে। দ্বিতীয় স্ত্রীর কন্যা হুরী বিবির বিয়ে হয় দিল্লির সৈয়দ নজম উদ্দিনের সঙ্গে। তৃতীয় স্ত্রীর অপর কন্যা রাজা বিবির কথা জানা যায়নি। আহম্মদ সাহেব মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব-সংঘাত কাজির দরবার পর্যন্ত যায়। শেষে রওশন বিবি শেলবর্ষ পরগনার তরফ পাওগাছা ও হুরী বিবি তরফ দুবড়ার কর্তৃত্ব লাভ করেন। যা হোক, সে গল্প দীর্ঘ। তবে নওয়াব পরিবারের শ্রেষ্ঠ সন্তান নওয়াব মোহাম্মদ আলীর কথা বলতেই হয়। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাঁর জন্ম ১৯০৯ সালে। কলকাতায় লেখাপড়া শেষে ১৯৩১ সালে বগুড়ায় এসে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৩৭ সালে বগুড়া জেলা মুসলিম লীগের সভাপতি হন। ১৯৫৩ সালে হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯৬২ সালের ২৩ জানুয়ারি তিনি মারা যান। নওয়াববাড়ির আম্রকাননে তাঁকে সমাহিত করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
5800
Sonatola
Bogura, 5826
I'm a Professional Freelancer, Graphic Designer and Web Designer.
Bogura
আসসালামুআলাইকুম আমি একজন ব্লগার আমি চেস্টা করবো আপনাদের কাছে দেশে ঘটে যাওয়া খবর তুলে ধরার।
Bogra
Bogura
"এবং ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ প্রদান কর এবং ভালোর সাথে মন্দের বদল করো না।