Bhatshala Friendship Club,Brahmanbaria/ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাব,বি বাড়িয়া

ভাতশালা ফ্রেণ্ডশীপ ক্লাব,ব্রাহ্মানবাড়িয়া।

%*%*"জয় কর সব কিছু বন্ধুত্বের মাধ্যমে."*%*%

***"এটা ফ্রেন্ডশীপ ক্লাব এর থিম........
এটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যতে চাই সামনের অদূর ভবিষ্যতে"***

"ভাতশালা" (Bhatshala)
ঐতিহ্যবাহী ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানায়(সদর উপজেলায়) ১২নং বাসুদেব ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের ঢাকা - আগরতলা ইন্টারন্যাশনাল রোড এর পাশে অবস্থিত সুন্দর ও সবুজ শ্যামল মনোরম পরিবেশের একটি গ্রাম।আমাদের গ্রামে একটি রেল ষ্টেশন আ

16/06/2024

ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাব পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও

★ ঈদ মোবারক ★

10/04/2024

⭐ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাব পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের ⭐
⭐শুভেচ্ছা ও -

⭐ঈদ মোবারক ⭐

⭐ 🌙 ⭐

11/03/2024
06/02/2024

☞ এক নজরে দেখে নিন চট্টগ্রাম বিভাগের সকল রেলওয়ে স্টেশন—

⇨ বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশী রেল স্টেশন রয়েছে। রেলের রাজস্ব আয়ের দিক থেকে চট্টগ্রাম জেলার গুরুত্ব অনেক বেশী। তাই তো মিটার গেজ লাইনের পাশা পাশি ব্রডগেজ ট্রেন চট্টগ্রাম নেওয়ার জন্য ডুয়েল গেজ লাইনের কাজ চলমান রয়েছে এবং ঢাকা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশী ট্রেন চলাচল করে আছে ননস্টপ ট্রেন আর খুব শীঘ্রই পর্যটন নগরী কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে।

☆ চট্টগ্রাম জেলার ৬০টি রেল স্টেশনঃ
০১) চট্টগ্রাম
০২) চট্টগ্রাম কেবিন জংশন
০৩) পাহাড়তলী
০৪) কৈবাল্যধাম
০৫) ফৌজদার হাট
০৬) ভাটিয়ারী
০৭) কুমিরা
০৮) বাড়বকুন্ড
০৯) সীতাকুন্ডু
১০) বাবৈয়াঢালা
১১) নিজামপুর কলেজ
১২) বারতাকিয়া
১৩) মীরের সরাই
১৪) মাস্তান নগর
১৫) চিনকি আস্তানা
১৬) ঝাউতলা
১৭) পলিটেকনিক হল্ট
১৮) ষোল শহর জংশন
১৯) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
২০) চৌধুরীর হাট
২১) ফতেহাবাদ জংশন
২২) চট্টগ্রাম বিঃবিঃ
২৩) জোবরা
২৪) হাটহাজারী
২৫) চারিয়া মাদ্রাসা
২৬) সরকার হাট
২৭) কাঠির হাট
২৮) নাজির হাট
২৯) নাজির ঘাট (বন্ধ)
৩০) জান আলীর হাট
৩১) গোমদন্ডি
৩২) বেঙ্গুরা
৩৩) ধলঘাট
৩৪) খান মোহনা
৩৫) পটিয়া
৩৬) চক্রশালা
৩৭) খরনা
৩৮) কাঞ্চন নগর
৩৯) খানহাট
৪০) হাসিমপুর
৪১) দোহাজারী

⇨ দোহাজারী কক্সবাজার রেলপথে চট্টগ্রাম জেলায় দুটি রেল স্টেশন হবে—
৪২) সাত কানিয়া
৪৩) লোহাগাড়া

⇨ চট্টগ্রাম শহরের ভিতর চলাচলের জন্য একটি রেল রুট বানানো হয়ে ছিল কিছুদিন ঐ রুটে ডেমু ট্রেন চলাচল করে বর্তমানে বন্ধ রয়েছে। এ রুটের স্টেশন গুলো—
৪৪) এস আর ভি
৪৫) সাগরিকা
৪৬) চট্টগ্রাম বন্দর
৪৭) সল্টগোলা
৪৮) পোর্ট মার্কেট
৪৯) মহিলা পলিটেকনিক
৫০) হালিশহর
৫১) ক্রিকেট স্টেডিয়াম (ফৌজদার হাট জংশনে গিয়ে মিশেছে এ রেলপথ)

⇨ প্রস্তাবিত চট্টগ্রাম - কাপ্তাই রাঙ্গামাটি রেললাইনঃ
পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ জেলা রাঙামাটিকে সারাদেশের রেল লাইনের সাথে সংযুক্ত করে রাঙামাটির কাপ্তাইয়ে যাবে ট্রেন। চট্রগ্রাম - দোহাজারী রুটের জান আলী হাট স্টেশন কে জংশনে রূপান্তরিত করে ৮টি নতুন স্টেশন নির্মাণ করা হবে নতুন এ রুটে স্টেশন গুলো হলোঃ

৫২) জানআলীর হাট জংশন
৫৩) হালদা
৫৪) নওয়াপাড়া মাষ্টার দা সূর্য্যসেন
৫৫) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
৫৬) চৌমুহানী
৫৭) রাঙ্গুনিয়া
৫৮) শেখ রাসেল ইকোপার্ক
৫৯) বড়ইছড়ি
৬০) কাপ্তাই

☆ ফেনী জেলার ১৩টি রেল স্টেশনঃ
৬১) মুহুরীগঞ্জ
৬২) ফাজিলপুর
৬৩) কালিদহ
৬৪) ফেনি
৬৫) শর্শদী
⇨ ফেনি- বিলোনিয়া বন্ধ সেকশন—
৬৬) বন্দুয়া দৌলতপুর
৬৭) আনন্দ পুর
৬৮) পীরবক্সহাট
৬৯) মুন্সির হাট
৭০) ফুলগাজী
৭১) চিথলিয়া
৭২) পরশুরাম
৭৩) বিলোনিয়া

☆ কুমিল্লা জেলার ১৭টি রেল স্টেশনঃ
৭৪) গুনবতি
৭৫) হাসানপুর
৭৬) লাঙ্গলকোট
৭৭) নাওটি
৭৮) লাকসাম জংশন
৭৯) আলি শহর
৮০) লালমাই
৮১) ময়নামতি
৮২) কুমিল্লা
৮৩) সদর রসুলপুর
৮৪) রাজাপুর
৮৫) শশীদল
৮৬) সালদানদী
৮৭) দৌলতগঞ্জ
৮৮) খিলা
৮৯) নাথের পেটুয়া
৯০) বিপুলাসার

☆ নোয়াখালী জেলার ৭টি রেল স্টেশনঃ
৯১) সোনাইমুড়ি
৯২) বজরা
৯৩) চৌমুহানী
৯৪) মাইজদী
৯৫) মাইজদী কোট
৯৬) হরিনারায়নপুর
৯৭) নোয়াখালী

☆ চাঁদপুর জেলার ১১টি রেল স্টেশনঃ
৯৮) চিতোষী রোড
৯৯) শাহরস্তি
১০০) মেহের
১০১) ওয়ারুক
১০২) হাজীগঞ্জ
১০৩) বলাখাল
১০৪) মধুরোড
১০৫) শাহতলী
১০৬) মৈশাদী
১০৭) চাঁদপুর কোট
১০৮) চাঁদপুর

☆ ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৪টি রেল স্টেশনঃ
১০৯) মন্দাবাগ
১১০) কসবা
১১১) ইমামবাড়ী
১১২) গঙ্গাসাগর
১১৩) আখাউড়া জংশন
১১৪) আজমপুর
১১৫) সিঙ্গার বিল
১১৬) মেরাসানি
১১৭) মুকুন্দপুর
১১৮) ভাতশালা
১১৯) পাঘাচং
১২০) ব্রাহ্মণবাড়িয়া
১২১) তালশহর
১২২) আশুগঞ্জ
⇨ এ জেলার গঙ্গাসাগর স্টেশনকে জংশন করে ভারতের আগরতলা পযন্ত একটি রেললাইন বসানো হচ্ছে।

☆ কক্সবাজার জেলায় নতুন ৮টি স্টেশন এবং রেলপথঃ
⇨ পর্যটন নগরী কক্সবাজার জেলার নতুন রেলপথ, দেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে কক্সবাজার।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া স্টেশনের পর নতুন এ রেল রুটে স্টেশন কক্সবাজার সিমানায় ৮টি স্টেশন হচ্ছে৷
১২৩) হারবং
১২৪) চকোরিয়া
১২৫) ডুলহাজরা
১২৬) ইসলামাবাদ
১২৭) রামু
১২৮) কক্সবাজার
আগামীতে রামু স্টেশন কে জংশন করে
১২৯) উখিয়া
১৩০) ঘুনধুম
নামে আরো দুটি স্টেশন হবে। এছাড়া চকোরিয়া স্টেশন থেকে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নতুন রেল লাইন বসানো হবে।

⇨ ভবিষ্যতে এই বিভাগে নতুন সেকশনে আরও বেশ কিছু স্টেশন হবে।
© তথ্য রেল প্রিয় - রাশেদ রাজু ভাই

21/04/2023

ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাব এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

★ ঈদ মোবারক ★

19/04/2023

🚫🚫এন্টিবায়োটিক সতর্কতা🚫🚫

এন্টিবায়োটিক ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং ডোজ(৭-১৪ দিন) সম্পন্ন করতে হবে।

🚫কি ক্ষতি হতে পারে :
সঠিক পরিমাণে এবং সঠিক সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস হয় না। যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে সেগুলো রোগীর শরীরে আরও শক্তিশালী হয়ে ওঠে। যার ফলে পরবর্তীতে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হলে তখন অ্যান্টিবায়োটিক ওষুধ আর কাজ করে না।

❣️❣️চলুন এন্টিবায়োটিক চেনার সহজ উপায় জেনে নেই :
১.পেনিসিলিন এন্টিবায়োটিক(এই এন্টিবায়োটিকের নামের শেষে Cillin কথাটি থাকবে
যেমন:Amoxicillin,Ampicillin,cloxacillin,Flucloxacillin,Benzyl penicillin ইত্যাদি।

২.সেফালোস্পোরিন এন্টিবায়োটিক(এদের নামের প্রথম শব্দটি হবে Cef)
যেমন:Cefadroxil,cefaclor,cefuroxime,cefpodoxime,cefixime,cefotaxime,ceftriaxone ইত্যাদি।

৩.কারবাপেনাম এন্টিবায়োটিক(এদের নামের শেষে Penam কথাটি থাকবে)
যেমন:Ertapenam,Doripenam,Aztreonam, Meropenam ইত্যাদি।

৪.টেট্রাসাইক্লিন এন্টিবায়োটিক(এদের নামের শেষে Cycline কথাটি থাকবে)
যেমন:Tetracycline,Oxytetracycline,Doxycycline,Minocycline ইত্যাদি।

৫.ম্যক্রোলিড এন্টিবায়োটিক(এদের শেষে Mycin কথাটি থাকবে)
যেমন:Azithromycin,Clarithromycin,Erythromycin,Roxithromycin ইত্যাদি।

৬.অ্যামিনো গ্লাইকোসাইড এন্টিবায়োটিক(এদের নামের শেষে Mycin কথাটি থাকবে)
যেমন:Gentamicin,Kanamycin,Streptomycin,Amikacin,Tobramycin ইত্যাদি।

৭.ফ্লুরোকুইনোলোনস্ এন্টিবায়োটিক(এদের নামের শেষে Floxacin কথাটি থাকবে)
যেমন:Ciprofloxacin,Levofloxacin,Gatifloxacin,Moxifloxacin,Lemofloxacin,Ofloxacin,sparfloxacin ইত্যাদি।

৮.Oxazolidinones( এদের নামের শেষে zolid থাকবে)
যেমন:Linezolid,Tedizolid ইত্যাদি।

৯.অন্যান্য কিছু এন্টিবায়োটিক
যেমন:Metronidazole( এটি অনেকে ভাবেন আমাশার ঔষধ কিন্তু এটিও একটি এন্টিবায়োটিক),Chloramphenicol,Methenamide,Rifaximin,Rifampin,Polymyxin-B,Vancomycin,Clindamycin,Neomycin,Bacitracin, Nitrofurantoin ইত্যাদি।

ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গুলো কখনোই সেবন করা যাবে না এবং যাবে না।

সাবধানতাই পারে একটি সুস্থ সমাজ গড়তে।.......................ধন্যবাদ 🥰🥰🥰

11/04/2023

#

13/01/2023
Want your public figure to be the top-listed Public Figure in Brahmanpara?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#

Category

Telephone

Website

Address


Bhatshallha, Brahmanbaria
Brahmanpara
3400

Other Athletes in Brahmanpara (show all)
Sabur Sabur
Mokimpur
Brahmanpara, 3526

Alhamdulillah Allahu Akbar