Dr.Shahed Kabir

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Shahed Kabir, Medical and health, Chakaria.

26/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
-ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

24/04/2024

শিক্ষিত দুই পরিবারের দুটো ফুটফুটে বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হলো ।ORS প্যাকেট এনে খাওয়ানো হলো ।কিন্তুু অত্যন্ত দুঃখজনক 500 মি.লি. পানিতে স্যালাইন না গুলিয়ে ছোট্ট কাপের পানিতে একটু একটু করে গুলিয়ে খাওয়ানো হলো স্যালাইন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না বাচ্চাকে।।

ভাবতে কষ্ট হয় আজও আমরা স্যালাইন বানানো শিখলাম না। দয়া করে 500মি.লি. পানিতে পুরো এক পেকেট স্যালাইন গুলবেন।১২ ঘন্টার মধ্যে শেষ না হলে ফেলে দিবেন। সামান্য ভুলে অসমান্য জীবন হারিয়ে যেতে পারে। তখন কিন্তুু সেই দুটো বাচ্চার মা বাবার মত চিৎকার করে কেঁদেও কোন লাভ হবে না।

খাবার স্যালাইনে যে লবণ থাকে তা মেইনলি সোডিয়াম ও ক্লোরাইড। সোডিয়াম শরীরের মধ্যে ১৩৫-১৪৫ mmol/L লেভেলে থাকে। আপনি যদি এক প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার পানির চেয়ে কম পানিতে গুলান। এই সোডিয়াম লেভেল অনেক বেশি মাত্রায় তৈরি হবে স্যালাইন সলুশ্যন। কারন Solute বেশি, Solvent পানি কম।। যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শরীরে মাত্রা ১৬০ ক্রস করলে প্রায় Lethal লেভেলে চলে যায়। সিম্পটম হিসেবে প্রকাশ পায়- Thirst, Muscle Twitching, Brain Damage... অবশেষে মৃত্যু।।

সামান্য অসচেতনতা, শিশুর মৃত্যুর কারণ হতে পারে।।😥

সবাইকে সচেতন করুন, সবাইকে জানিয়ে দিন।

ছবিঃ জিয়াউল হক

মেডিকেল ক্যাম্পাস

19/04/2024

লক্ষণ দেখে কিভাবে বুঝবেন আপনার বাচ্চার ক্রিমির সমস্যা হচ্ছে ? ..............................................................

ক্রিমির সমস্যা কম বেশি সব বয়সের বাচ্চাদেরই হয়ে থাকে।বাবা মা হিসেবে আপনারা যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার বাচ্চার ক্রিমি হয়েছে তা হচ্ছে-

১. বাচ্চার ঘন ঘন পেটে ব্যথা হবে এবং বাচ্চা একদমই কিছু খেতে চাই না।

২. বমি বমি ভাব হয় বা বমি হতে পারে।

৩. বাচ্চার ওজন কমে যেতে পারে।

৪. মলদ্বারে চুলকানি এবং ব্যথা হয়।অনেক সময় চুলকানির কারণে বাচ্চার ঘুম কমে যেতে পারে।

৫. অন্ত্রে ক্ষত সৃষ্টি করে রক্তপাত হতে পারে ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হতে পারে।

৬. অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় তারা অকারণেই থুতু ফেলতে থাকে।

৭. মূত্রনালীর সংক্রমণ এর কারণে প্রস্রাবের সময় ব্যথা এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে।এটি মেয়ে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়।

৮. বাচ্চার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

৯. অনেক সময় বাচ্চার কাশি হতে পারে।

১০. অনেক সময় খাবার হজম হয় না এতে বাচ্চার ডায়ারিয়া হতে পারে।আবার অনেক সময় দেখা যায় ডায়ারিয়া বা মলের সঙ্গে কৃমি বের হয়ে আসে।

এই লক্ষণগুলি যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চার ক্রিমির সমস্যা হচ্ছে।

বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।

collected from
ডাঃ মাহাদী হাসান

16/04/2024
10/03/2024

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল।

বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন?

রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।

ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।

উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-

"আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে।

এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! 😢

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!

কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!

আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?
আজান দিতে আর কতক্ষণ?

আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে।

শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।

আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😢

লেখাঃ ডাঃ মোঃ সেলিম

13/12/2023

Reduce your risk of :

🚭Don't smoke
👍Maintain healthy body weight
🥃Limit or avoid alcohol
🤱🏻Breastfeed
🏃🏻‍♀️Be physically active
☢Avoid exposure to radiation

11/10/2023

𝑪𝒖𝒕𝒆 𝒈𝒊𝒇𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒚 𝒄𝒖𝒕𝒆 𝒑𝒂𝒕𝒊𝒆𝒏𝒕.
# 𝒘𝒐𝒓𝒍𝒅 𝒎𝒆𝒏𝒕𝒂𝒍 𝒉𝒆𝒂𝒍𝒕𝒉 𝒅𝒂𝒚 #
10-10-23

01/09/2023

ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং
ডাঃ মনি রানী
ক্যান্সার বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।
………………………………………………
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কদের করতে হবে?
উত্তরঃ সব মেয়েদের করতে হবে।

ব্রেস্ট ক্যান্সার এর জন্য উচ্চ ঝুঁকিসম্পন্ন কারা?
১) যাদের পরিবারে( মা, খালা ,বোন ,নানি, বাবা ) ব্রেস্ট ক্যান্সার এর ইতিহাস আছে।
২) যাদের বুকে রেডিওথেরাপী দেয়ার ইতিহাস আছে।

কত বছর বয়স থেকে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং শুরু করতে হবে?
১) যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সার এর কোন ইতিহাস নেই তারা ২৫ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করবেন।
২) যাদের পরিবারে( মা, খালা ,বোন ,নানি, বাবা ) ব্রেস্ট ক্যান্সার এর ইতিহাস আছে তারাও ২৫ বছর বয়স থেকে অথবা পরিবারের সদস্যের যে বয়সে ব্রেস্ট ক্যান্সার ধরা পরেছে তার বয়স থেকে ১০ বছর পূর্বে স্ক্রিনিং শুরু করতে হবে ( যেমন আমার নানির যদি ৩০ বছর বয়সে ধরা পরে তাহলে আমাকে ২৫ বছর এর পরিবর্তে ২০ বছর থেকে স্ক্রিনিং শুরু করতে হবে)।

কিভাবে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়?
১) ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামনেশন
২) ম্যামোগ্রাফি
৩) ব্রেস্ট এমআরআই

কতদিন পর পর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে হবে?
১) ৪০ বছর বয়স পর্যন্ত প্রতি ৩ বছর পর পর একজন চিকিৎসক দ্বারা ব্রেস্ট পরীক্ষা করতে হবে।
২) বয়স ৪০- ৫৪ পর্যন্ত প্রতি বছর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামনেশন এবং ম্যামোগ্রাফি (ব্রেস্ট এর এক্সরে পরীক্ষা ) করতে হবে।
৩) ৫৫ বছর পর প্রতি ২ বছর পর পর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামনেশন এবং ম্যামোগ্রাফি (ব্রেস্ট এর এক্সরে পরীক্ষা ) করতে হবে।
৪) যারা ব্রেস্ট ক্যান্সারের উচ্চ ঝুঁকিসম্পন্ন তাদের প্রতি ১ বছর পর পর একজন চিকিৎসক দারা ব্রেস্ট পরীক্ষা করতে হবে এবং ৩০ বছর বয়স থেকে ম্যামোগ্রাফি করতে হবে। এছাড়াও চিকিতসকের পরামর্শ অনুযায়ী ব্রেস্ট এমআরআই করতে হবে।

29/08/2023

ক্যানসার স্ক্রিনিং কি?
ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়ার জন্য যা করা হয় তাকেই ক্যান্সার স্ক্রিনিং বলে।
এটি অত্যন্ত জরুরী, কারন প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যানসার নিরাময় সম্ভব।

ক্যানসার স্ক্রিনিং এর আজকে লিখছি ওভারিয়ান ক্যানসার নিয়ে।
কারা ওভারিয়ান ক্যানসারের স্ক্রিনিং করবেন?
উত্তর: যাদের পরিবারে ওভারিয়ান ক্যানসার আছে যেমনঃ মা বা নানী বা খালা বা বোনদের যদি ওভারিয়ান ক্যানসারের ইতিহাস থাকে।

কত বয়স থেকে স্ক্রিনিং করতে হবে?
উত্তরঃ ৩০-৩৫ বছরের মধ্যে।
কি কি স্ক্রিনিং করতে হবে?
১) রোগীর শারীরিক পরীক্ষা
২) CA 125
৩) Transvaginal ultrasound

স্ক্রিনিং এর জন্য একজন ক্যানসার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে।

Collected

28/08/2023

Do you know the symptoms of ?

Most dengue cases are asymptomatic or show mild symptoms. Parents should watch out for high fever (40°C/104°F) in their children, usually with 2 or more of the following symptoms:

🔴Headache
🔴Pain behind the eyes
🔴Nausea, vomiting
🔴Swollen glands
🔴Joint and muscle pains
🔴Rash

28/08/2023

# #খাবার স্যালাইন নিয়ে কিছু কথা।।

#সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন খেতে দেওয়া হয়।
#এটি শরীরের লবন ও পানির ঘাটতি পুরন করে।
#আধা লিটার পানিতে একটি স্যালাইন মিশাতে হয়।
#পানি কম বা বেশি হলে বাচ্চাদের খিচুনি এমকি মৃত্যু হতে পারে।
#অনেকে মনে করে কম পানিতে স্যালাইন মিশিয়ে খাওয়ালে ডায়রিয়া তাড়াতাড়ি ভাল হবে,এটি ভুল ধারনা।
#হিসাবের সুবিধার জন্য ৫০০মিলিলিটারের মিনারেল ওয়াটারের বোতল ব্যবহার করতে পারেন।
#স্যালাইন মেশানো পানি দশ থেকে বারঘন্টা খাওয়াতে পারবেন(গরমকালে দশঘন্টা,শীতকালে বারঘন্টা)।।
#বচ্চাদের পাতলা পায়খানার সমপরিমাণ খাবার স্যালাইন বা যতকেজি ওজন তত চামচ খাওয়াতে বলা হয়।
#বমি করলে চার-পাঁচ মিনিট পরপর একচামচ একচামচ করে খাওয়াবেন।।

Collected

Want your business to be the top-listed Health & Beauty Business in Chakaria?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Chakaria

Other Medical & Health in Chakaria (show all)
Leader's Institute of Medical Technology-LIMT Leader's Institute of Medical Technology-LIMT
Thana Raster Matha
Chakaria, 4740

Slogan: Sense to Lead Health Care with Technology. LIMT is a start-up organization that provides me

আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার
Akter Market, 1st Floor, South Side Of Govt. Hospital
Chakaria, 4741

It is a service oriented Health Centre where the sick or injured are given medical or surgical care.