Islamic knowledge
হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী,ওঠো এবং ?
যে জীবন শাহাদাতে উদ্ধইপত, সে জীবন বাঁধা মানে না ।
প্রিয় কাফেলার,
প্রিয় একজন ভাই,
ড.শফিকুল ইসলাম মাসুদ
জুমার দিনের বৈশিষ্ট্যে:-
১. এ দিন আল্লাহ আদম(আ)-কে সৃষ্টি করেন ।
২. এ দিনে আল্লাহ হযরত আদম (আ)-কে পুনরায় দুনিয়ায় তার খলীফা হিসেবে প্রেরণ করেন ।
৩. এ দিনে তার ইন্তিকাল হয় ।
৪. এ দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যে হালাল এবং পবিত্র বস্তু চায় তা তিনি অবশ্যই তাকে প্রধান করেন ।
৫. আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নৈকট্য অর্জনকারী ফেরেশতাগণ, আসমান, যমীন, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র এমন কিছু নেই যা জুমার দিনের জন্য ভীত ও কম্পিত হয় না ।
(ইবনে মাযা)
আমাদের প্রেরণাটা কোথায়,,,
আমি বললামঃ- আমি ব্যর্থ।
আল্লাহ বলেনঃ- বিশ্বাসীরা সফল হয়। (সুরা মুমিনুন ২৩:১)
আমি বললামঃ- আমার জীবনে অনেক কষ্ট।
আল্লাহ বলেনঃ- নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। (সুরা আলাম-নাশরাহ ৯৪-৬)
আমি বললামঃ- আমাকে কেউ সাহায্য করেনা।
আল্লাহ বলেনঃ- মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। (সুরা রুম ৩০:৪৭)
আমি বললামঃ- আমি দেখতে খুবই কুৎসিত।
আল্লাহ বলেনঃ- আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। (সুরা তীন ৯৫:৪)
আমি বললামঃ- আমার সাথে কেউ নেই।
আল্লাহ বলেনঃ- ভয় করোনা, আমি মুমিনদের সাথে আছি। (সুরা ত্বহা ২০:৪৬)
এসো কোরআনের আলো মেখে
আলোকিত হয় ।
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنُ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمِ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»
বুরায়দা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরী করল।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪৬৩
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
৪১: হামীম-আস-সাজদাহ,:আয়াত: ৩৩,
وَ مَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ
সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Chittagong Division