Dina akter
ব্যক্তিগত স্বাধীন মত প্রকাশিত উক্তি কারক, ভিডিও এডিটর ও ইমেজ ক্রিয়েটর
🫣🫣🫣
জুমা মোবারক ❣️
নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন।
I've received 1,400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
I've received 1,100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
সুবহানাল্লাহ 😇😇
জীবনটা সহজ না ও মেয়ে।
আত্ম, বহির্গত কত কথা বলে,
তৃপ্তি পাওয়া যায় কিনা সন্দেহ তো আছে।
অবুঝ মন তাও তো বোঝে না,
সহ্য ক্ষমতা অসীম থাকা চাই ও মেয়ে।
তুমি তো অতীত থেকে দাসী রূপে পরিচিত,
তাহলে কেন তুমি তোমার মনের রাজরানী হতে চাও??
প্রশ্ন কি আসে না?
তুমি সম্মানিত তোমার পিতামহের কাছে,
সেই পিতামহে তোমার রক্তের অংশ,
সেই তোমাই রাজকুমারী রূপে রাখে।
ওহে মেয়ে হবে না কখনো
রাজরানী,
স্বপ্ন কে আর দৌড়াও না।
এইখানে থেমে যাও।
যা তোমার মন কে ছূন্নবিচ্ছিন্ন করবে না।
নিজ ডাইরি ❣️❣️
Still 💔💔
জুমা মোবারক ❣️❣️
ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আগে।
একবার নিজের মৃত্যুকে স্মরণ করুন।
মৃত্যুর অনুভব টা খুব যন্ত্রণার। 🖤🖤
নার্ভাস ছিল বলে এত গুলো রান করল।
আর যদি কনফিডেন্স থাকলে একাই সব রান করত কি??
🙄🙄🙄
I've received 600 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
ইন্না-লিল্লাহ 😔😔
আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুক
আমিন 😢😢
জুমা মোবারক 🥰🥰🥰
"নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।
* সংগৃহিত
----------------------------
*** নামাজ : কোনো বিকল্প নেই..!!
ইনশাআল্লাহ 🥰
যখনি ক্রিকেট সম্পর্কে বুঝতে শিখেছি তখনি প্রিয় খেলোয়াড়ের লিষ্টে তামিম ইকবাল ছিল। এখনো, যখন ম্যাচ দেখতে বসি তখনি প্রথমে তামিম ইকবাল আছে সেটা দেখি। কারন ওনার প্রতি প্রত্যশা টা ছিল বরাবরই। এই যে সামনে বিশ্বকাপ আসছে এই সময়ে ওনি থাকবে না। হয়ত কোনো আশা রাখা যাবে না।
🙂🙂🙂
اَللَّهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।’
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে উত্তম রিজিক প্রার্থনা করছি।
সহমত পোষণ করছি।
একজন মুসলিম মেয়েকে কিভাবে দুনিয়াবি জীবনযাপন করতে হবে। তা আমরা কম বেশি জানি। মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য যা কিছু রেখেছেন সবটাই কল্যানকর। যে নিয়মকানুনে রয়েছে নিরাপদ, শ্রদ্ধা ও শান্তি। আলহামদুলিল্লাহ 🥰🥰
মহান আল্লাহ তায়ালা সবাই কে হেদায়েত দান করুক
আমিন ❣️❣️❣️
সুবহানাল্লাহ ❤️❤️
ধৈর্য ইহকাল ও পরকাল দুটো কে সুন্দর করে 🥰🥰
সেই হচ্ছে আসল বীরপুরুষ 🥰🥰
জুমা মোবারক
আল্লাহ এই অছিলায় সবার দোয়া কবুল করে নিক।
আমিন 🤲🤲🤲
মেয়েদের কে ছেলেদের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করেছেন মহান আল্লাহ তায়ালা। তাই তারা বাঁকাই থাকবে। তাদের সাথে সবসময় ভালো আচরণের মধ্যে দিয়ে তাদের কে সোজা করা যায় 🙂🙂🙂
আমি যেমন তেমনি থাকতে পছন্দ করি।
কারো জন্য নিজেকে পরির্বতন করার প্রয়োজন মনে করি না। নিজে কে অনেক ভালোবাসতে হবে তাহলে অন্যেকে ভালবাসতে কোনো বাধা নেই 🥰🥰🥰
বয়স অনুযায়ী কেউ ম্যাচিউর হয় না।
পরিস্তিতি মানুষকে ম্যাচিউর করে তুলে।
আর বিবেক টাকে ও প্রাধান্য দেওয়া দরকার 🙂🙂🙂
ইনশাআল্লাহ ❤️❤️❤️
৪.৪ মাত্রা ভূমিকম্প কেঁপে উঠল ঢাকা
ইন্না-লিল্লাহ 😢😢😢
আল্লাহ সবাইকে রক্ষা কর 💚💚
Hand paint এর একবছর পূর্তি উপলক্ষে আয়োজন
owner by Arina Akter
ভারত কে হারিয়ে এশিয়া কাপ জয়ের ফিলিংস হচ্ছে ☺️☺️
সেই সময়ে বিরাটকলির চেহারার ভাব টা মিস হয় গেল 🫤🫤
Feelings so good
Congratulations Bangladesh Team ✌️✌️
🇧🇩🇧🇩🇧🇩
নারীর টান বলে কথা
একটু আশা থেকেই যায়
win ✌️✌️✌️
🇧🇩🇧🇩
Ha ha ha react deki change hlo🤩
আমরা বেশিরভাগ সময় বলি।
জামাই কি করে?
খুব গর্ব করে বলেন তাই না?
আমার জামাই ব্যাংকার 😎
কিছু বিবাহ বিচ্ছেদের ঘটনায় পুরো নারী জাতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। সবখানেই কল্পনা জল্পনা চলছে—নারী আসলে কিসে আটকায়? টাকা, ক্ষমতা, ভালোবাসা কোনোকিছুই তো নারীকে আটকাতে পারল না, তাহলে এদের আটকানো যাবে কীভাবে? আটকানোর উপায়টাও বা কী?
আপনি যাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে এত এত পেরেশান হচ্ছেন, তারা কি বিচ্ছেদের বিষয় স্পষ্ট করে কিছু বলেছেন? আসলে তারা কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি। টাকা থাকলেই যে একটা মেয়ে সুখী হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার ভালোবাসা দিয়েই যদি সব হয়ে যায়, তবে টাকার আর ক্ষমতার জন্য দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন ছিল না।
তবে—টাকা, ভালোবসা সবকিছুই জীবনের জন্য প্রয়োজন। তা অস্বীকার করার সুযোগ একদমই কম।
আপনি যাদের উদাহরণ দিয়ে নারীদের পেছনে লেগেছেন তাদের একজনের মাঝেও দ্বীন নামক শব্দটি নেই। তারা মানে না ইসলামের বিধান। যারা ইসলাম মানে না তাদের দিয়ে উদাহরণ দেওয়া বোকামি ছাড়া আর কী হতে পারে?
অভাবের সংসার। টেনেটুনে কোনোরকমে বেঁচে আছে। কই আমাদের মায়েরা তো লাথি মেরে চলে যায়নি। আঁকড়ে ধরে সংসারটা এগিয়ে নিচ্ছে।
রোজ ঝগড়া হয়। বাপের বাড়ি চলে যাবার পণ করেও মায়েরা থেকে যায়, থেকে গেছে। আমাদের দিকে তাকিয়ে শত কষ্ট মেনে নেয়। কই কখনও তাদের উদাহরণ আনেননি তো?
নারী আটকায়। যার সাথে ভালো লেগে যায়—শত বিপদ, কাটাকাটি, মারামারি, অভাবের পরও থেকে যায়। এদের আটকাতে আলাদা করে ঘটা করে কিছু তৈরি করতে হয় না। ভালোবাসা দিলে কখনও কখনও টাকার প্রয়োজন হয় না। ফুটপাতে একসাথে থেকে যায়।
দ্বীন না বোঝা আর দ্বীন না মানা মানুষদের বিচ্ছেদ থেকে—নারীরা কিসে আটকায় এমন বিষয়ের প্রশ্ন করা মুসলমানদের জন্য নির্লজ্জতার বিষয় ছাড়া আর কী হতে পারে?
~আদিব সালেহ।
জুমা মোবারক 🥰
সাফল্য বলতে কিছু হয় না
যা ক্ষনিকের জন্য আপনাকে শান্তি দিবে।
এই শান্তি আপনি কারো কাছে কখনো পাবেন না সেটা জগত হক কিংবা জীব হক বা জড় হক।
তখনি আপনি শান্তি অনুভব করবেন জীবনে সাফল্য অর্জন করবেন সেটা হল মৃত্যু।
আল্লাহ নিকট ফিরে যাওয়ার মত সাফলতা বা শান্তি কিছু হয় না।
😊😊
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Address
Port New Market. Port Colony 1 No Road
Chittagong Port, 37
https://youtube.com/channel/UCxNEylocuOeRg7e6r235Kpg
Chattogram
Chittagong Port
আসসালামুয়ালাইকুম সবাই আমাদের পেইজ ও ইউটিউবে , লাইক, শেয়ার, কমেন্ট ও আমাদের সাপোর্ট করুন ��
Chittagong Port
◁━━━━◈✙◈━━━━▷ ภ₮℘♜₭ΘĐ ♛ℛɨᎮ昇 ░N░I░S░H░A░N░ ◃──────────▹ ⚫💯Official account🔐
Halishahar
Chittagong Port
Doing anything for the sake of God and in the way of God to gain nearness to Him and His pleasure.
Chittagong Port
لا إله إلا الله محمد رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"