Md Mizanur Rahman
ctg
দৈনিক ৫বার আপনার কুদরতি পায়ে সেজদা করা
আমার কাজ
আমার ভাগ্য পরিবর্তন করা আপনার কাজ ❤
শব্দের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় বাক্যের,
মানুষের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় আচার ব্যবহারের।
তিনি আসলেন! মদিনা ওয়ালার দামান নিয়ে, গাউসে পাকের ঝান্ডা হাতে, চৌহরভীর সৌরভ নিয়ে, পীরে মঁগা সিরিকোটির মিশন নিয়ে, মুজাদ্দিদে জমার সংস্কার নিয়ে, গাউসে জমার নির্দেশনে- পীরে বাঙালের অভিষেকে লাখো ভক্তের মুক্তি মিলে 🙏💚
আল মাদদ ইয়া গাউসে পাক (রা:)
আল মাদদ ইয়া শাহিন শাহে ছিরিকৌট।
💚প্রকৃত নাজাত তো সেইদিন পাবো,
যেইদিন আমার আ'কা রাসুলﷺ আমাকে দেখে বলবেন , ঐ দেখো!
আমার গোলাম এসেছে....!💞💙💞
إن الله مع المظلومين والصابرين
নিশ্চয়ই আল্লাহ তায়া’লা মজলুম ও ধৈর্যশীল ব্যক্তিদের পাশে আছেন।
বিপদে বন্ধুর পরিচয়
এই অচেনা শহরে বোঝার মত কেউ নেই
সুবহানআল্লাহ 🤲🤲 আলহামদুলিল্লাহ
শাহেনশাহে হুজুর পীরে বাঙাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর কেবলা (মঃ জিঃ আঃ) এর নূরানী হাতে গতকাল চন্দনাইশে রহমাতুল্লাহি আলামিন কনফারেন্সে একজন ভাই মুসলমান হয়েছে।
ওনার নাম মুহাম্মদ রবিউল হাসান। 💙
- পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না 😊🫰
- পাওয়ার অনুভূতি 😘 এবং হারানোর অনুভূতি 😔
যার কাছে নবীপ্রেম আছে হতেপারে সে গরিব, মিসকিন ছোট বা বৃদ্ধ সে দুনিয়ার বাদশাহ থেকে উওম।
৬ টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিন
শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী/স্বামী/সন্তান, ঈমানের সাথে মৃত্যু, আমিন।
খারাপ অবস্থায় থেকেও "আলহামদুলিল্লাহ" বলতে পারাটা আল্লাহর নেয়ামত।🌸❤️
"একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছো।"
---হযরত ওমর (রা.)
কিছু কান্নায় শব্দ,ঘন নিশ্বাস কিংবা কোনো আকৃতি থাকেনা,থাকে শুধু না বলা কিছু অভিযোগ, জমানো কিছু অভিমান আর একাকীত্ব✍️
যৌতুক ছাড়া বিয়ে করবে এমন হাজার ছেলে পাওয়া
যায়,
কিন্তু একটু কম কাবিনে বিয়ে করবে এমন
মেয়ে পাওয়া যায় না ⛔
জীবন টা মোবাইলের গেমসের মত,যতই সামনে যাচ্ছি ততই নতুন নতুন বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি।
আলহামদুলিল্লাহ্ 🤲
ইয়ে তো হযরত কা এহসান হ্যায় যো নাছিজ লোকগো ডিউটি মে লাগাইয়া! আলহামদুলিল্লাহ্
জীবন চলার পথে বাঁধা আসতেই পারে,
তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই।
যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
একেবারে শূন্য পকেটে কোন বন্ধু থাকে না।
যদি পকেটে সামান্য কিছু থাকেও তবু বন্ধু থাকে,
কিন্তু শূন্য পকেটে কোনভাবেই বন্ধু থাকে না।
কেননা,শূন্য পকেটের বন্ধুকে অপর বন্ধু বোঝা ভাবে।
না পাশে থাকে,না সাহস দেয়। কিছু একটা করতে চাইলে ভেটকি আসে বন্ধু থেকেই প্রথমে।
তাই শূন্য পকেটে কারো সাথে বন্ধুত্ব করতে যাইয়েন না,পকেটে সামান্য কিছু যেন থাকে।
#সংগৃহীত
ছোটখাটো অপ্রাপ্তি নিয়ে আমাদের কত শত অভিযোগ। আল্লাহ যেমন রেখেছো আলহামদুলিল্লাহ।।জীবনে অপ্রাপ্তি বলতে কিছু নেই। আপনার জীবন আছে এটাই আপনার অনেক বড় প্রাপ্তি। আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে থাকবেন, এই সমাজে কিভাবে চলবেন এটা একান্তই নির্ভর করে আপনার কর্মের উপর। কর্ম মানুষকে ছোট করে না বরং সম্মানিত করে।এগুলো দেখার পর জীবন নিয়ে কর্ম নিয়ে মানুষের কোনো হতাশা থাকা ঠিক নয়।। আল্লাহ আমাদের যাকে যেভাবে রাখছে সেভাবে আল্লার শোকরিয়া আদায় করা।
✅ সৎ থাকার জন্য যেমন পরিবেশ প্রয়োজন;
___ তেমনি যেকোনো পরিবেশে সৎ থাকাটাও এক উল্লেখযোগ্য ব্যতিক্রম❤️🤲
মানুষতো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।
ভেবেছিলাম সব শেষ! কিন্তু রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত ও বেশি আলহামদুলিল্লাহ্
কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না,,,!🥰
তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন ☺️
—ইবনুল আরবি رحمة الله عليه
🌹প্রয়োজনের চাইতে নিজের শরীরকে বেশি সাজানো দরকার নাই,কারণ একদিন এই শরীর মাটির সাথে মিশে যাবে - মানে মূল্যহীন হয়ে পড়বে 😌
💐নিজের চরিত্রটা এমন উওম ভাবে সাজাও, যেন মৃত্যুর পর মানুষ আজীবন মনে রাখে - মানে তোমার কমর্কান্ড ❤️🥀
হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে।
অনেক অজানা গল্প থাকে ..!!💔🥀
যা বোঝার ক্ষমতা সবার থাকে না..!!😊
❝ফিতনার কোলাহল থেকে নির্জনতা অনেক উত্তম...
যত বেশি একাকিত্ব তত বেশি গীবতমুক্ত❞
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Chittagong