Md Mizanur Rahman

Md Mizanur Rahman

ctg

21/11/2023

দৈনিক ৫বার আপনার কুদরতি পায়ে সেজদা করা
আমার কাজ

আমার ভাগ্য পরিবর্তন করা আপনার কাজ ❤

07/11/2023

শব্দের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় বাক্যের,
মানুষের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় আচার ব্যবহারের।

30/10/2023

তিনি আসলেন! মদিনা ওয়ালার দামান নিয়ে, গাউসে পাকের ঝান্ডা হাতে, চৌহরভীর সৌরভ নিয়ে, পীরে মঁগা সিরিকোটির মিশন নিয়ে, মুজাদ্দিদে জমার সংস্কার নিয়ে, গাউসে জমার নির্দেশনে- পীরে বাঙালের অভিষেকে লাখো ভক্তের মুক্তি মিলে 🙏💚

20/10/2023
19/10/2023

আল মাদদ ইয়া গাউসে পাক (রা:)

আল মাদদ ইয়া শাহিন শাহে ছিরিকৌট।

17/10/2023

💚প্রকৃত নাজাত তো সেইদিন পাবো,
যেইদিন আমার আ'কা রাসুলﷺ আমাকে দেখে বলবেন , ঐ দেখো!
আমার গোলাম এসেছে....!💞💙💞

12/10/2023

إن الله مع المظلومين والصابرين
নিশ্চয়ই আল্লাহ তায়া’লা মজলুম ও ধৈর্যশীল ব্যক্তিদের পাশে আছেন।

12/10/2023

বিপদে বন্ধুর পরিচয়

10/10/2023

এই অচেনা শহরে বোঝার মত কেউ নেই

08/10/2023

সুবহানআল্লাহ 🤲🤲 আলহামদুলিল্লাহ
শাহেনশাহে হুজুর পীরে বাঙাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর কেবলা (মঃ জিঃ আঃ) এর নূরানী হাতে গতকাল চন্দনাইশে রহমাতুল্লাহি আলামিন কনফারেন্সে একজন ভাই মুসলমান হয়েছে।
ওনার নাম মুহাম্মদ রবিউল হাসান। 💙

05/10/2023

- পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না 😊🫰
- পাওয়ার অনুভূতি 😘 এবং হারানোর অনুভূতি 😔

30/09/2023

যার কাছে নবীপ্রেম আছে হতেপারে সে গরিব, মিসকিন ছোট বা বৃদ্ধ সে দুনিয়ার বাদশাহ থেকে উওম।

22/09/2023

৬ টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিন
শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী/স্বামী/সন্তান, ঈমানের সাথে মৃত্যু, আমিন।

22/09/2023

খারাপ অবস্থায় থেকেও "আলহামদুলিল্লাহ" বলতে পারাটা আল্লাহর নেয়ামত।🌸❤️

13/09/2023

"একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছো।"

---হযরত ওমর (রা.)

12/09/2023

কিছু কান্নায় শব্দ,ঘন নিশ্বাস কিংবা কোনো আকৃতি থাকেনা,থাকে শুধু না বলা কিছু অভিযোগ, জমানো কিছু অভিমান আর একাকীত্ব✍️

10/09/2023

যৌতুক ছাড়া বিয়ে করবে এমন হাজার ছেলে পাওয়া
যায়,
কিন্তু একটু কম কাবিনে বিয়ে করবে এমন
মেয়ে পাওয়া যায় না ⛔

10/09/2023

জীবন টা মোবাইলের গেমসের মত,যতই সামনে যাচ্ছি ততই নতুন নতুন বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি।

09/09/2023

আলহামদুলিল্লাহ্ 🤲
ইয়ে তো হযরত কা এহসান হ‍্যায় যো নাছিজ লোকগো ডিউটি মে লাগাইয়া! আলহামদুলিল্লাহ্

08/09/2023

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে,
তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই।
যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।

07/09/2023

একেবারে শূন্য পকেটে কোন বন্ধু থাকে না।
যদি পকেটে সামান্য কিছু থাকেও তবু বন্ধু থাকে,
কিন্তু শূন্য পকেটে কোনভাবেই বন্ধু থাকে না।
কেননা,শূন্য পকেটের বন্ধুকে অপর বন্ধু বোঝা ভাবে।
না পাশে থাকে,না সাহস দেয়। কিছু একটা করতে চাইলে ভেটকি আসে বন্ধু থেকেই প্রথমে।
তাই শূন্য পকেটে কারো সাথে বন্ধুত্ব করতে যাইয়েন না,পকেটে সামান্য কিছু যেন থাকে।

#সংগৃহীত

06/09/2023

ছোটখাটো অপ্রাপ্তি নিয়ে আমাদের কত শত অভিযোগ। আল্লাহ যেমন রেখেছো আলহামদুলিল্লাহ।।জীবনে অপ্রাপ্তি বলতে কিছু নেই। আপনার জীবন আছে এটাই আপনার অনেক বড় প্রাপ্তি। আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে থাকবেন, এই সমাজে কিভাবে চলবেন এটা একান্তই নির্ভর করে আপনার কর্মের উপর। কর্ম মানুষকে ছোট করে না বরং সম্মানিত করে।এগুলো দেখার পর জীবন নিয়ে কর্ম নিয়ে মানুষের কোনো হতাশা থাকা ঠিক নয়।। আল্লাহ আমাদের যাকে যেভাবে রাখছে সেভাবে আল্লার শোকরিয়া আদায় করা।

03/09/2023

✅ সৎ থাকার জন্য যেমন পরিবেশ প্রয়োজন;
___ তেমনি যেকোনো পরিবেশে সৎ থাকাটাও এক উল্লেখযোগ্য ব্যতিক্রম❤️🤲

03/09/2023

মানুষতো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।

29/08/2023

ভেবেছিলাম সব শেষ! কিন্তু রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত ও বেশি আলহামদুলিল্লাহ্

28/08/2023

কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না,,,!🥰
তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন ☺️

—ইবনুল আরবি رحمة الله عليه

28/08/2023

🌹প্রয়োজনের চাইতে নিজের শরীরকে বেশি সাজানো দরকার নাই,কারণ একদিন এই শরীর মাটির সাথে মিশে যাবে - মানে মূল্যহীন হয়ে পড়বে 😌

💐নিজের চরিত্রটা এমন উওম ভাবে সাজাও, যেন মৃত্যুর পর মানুষ আজীবন মনে রাখে - মানে তোমার কমর্কান্ড ❤️🥀

27/08/2023

হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে।
অনেক অজানা গল্প থাকে ..!!💔🥀
যা বোঝার ক্ষমতা সবার থাকে না..!!😊

24/08/2023

❝ফিতনার কোলাহল থেকে নির্জনতা অনেক উত্তম...
যত বেশি একাকিত্ব তত বেশি গীবতমুক্ত❞

Want your business to be the top-listed Shop in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

“ম্যাচুরিটি"-বয়সের সাথে আসেনা,আসে জীবনের কঠিনবাস্তব অভিজ্ঞতা থেকে।”
🌳প্রেক্ষাপট:০১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে ।- স...
খোদার নিকট আমি আদব আর শক্তি কামনা করছি! কেননা, বে-আদব আল্লাহ তা'য়ালার মেহেরবাণী থেকে বঞ্চিত থাকে!  - মাওলানা জালালুদ্দি...
আশেকে রাসূলের দিলের খোরাক |  কালামে রেজা 💗
#গাউসে_পাকের_নজর_ও_করম_এটাই!যেখানে কেউ নাই, যেখানে সাধারণের সাহস শেষ- সেখানে আছে গাউসিয়া কমিটি বাংলাদেশ!! মাশাআল্লাহ♥গাউ...
আপনার বয়স যখন ৪০ পার হবে
ইয়া আল্লাহ, আপনি মুর্শিদে কারীমের হায়াতে অফুরন্ত বরকত দান করুন এবং বারবার বাংলার জমিনে আসার তাওফিক দান করুন। আমিন
সময়ের সেরা বক্তব্য 💚...শেরে মিল্লাত রহঃ এর যোগ্য উত্তরসুরী হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুক.....
"যদি তোমার ইচ্ছে হয় যে তুমি ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন করবে না, তাহলে তুমি করিও না সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমাকে কে অ...
মাশা আল্লাহ

Telephone

Website

Address

Chittagong Madarbari
Chittagong