Dollars Exchange Sync Bd

দ্রুত সহজে এবং নিরাপদে সব ধরনের ডলার ? Freelancer payment Solutions

13/11/2022

Startup Founders, BE AWARE!

বিশ্বজুড়ে স্টার্টআপ ইন্ডাস্ট্রি এখন স্ট্র্যাগল করছে।

অসংখ্য tech startups ম্যাসিভ employee layoff এবং hiring freeze করছে।

Y Combinator এর মতো Startup Accelerator পোর্টফোলিও কোম্পানিগুলোকে সতর্ক করে বলছে কস্ট কাটিং করে রানওয়ে বাড়াতে।

স্টার্টআপ ইন্ডাস্ট্রির সবাইকেই কিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে -

মিলিয়ন ডলার ফান্ড রেইজ করা স্টার্টআপের আল্টিমেট গোল না।
By hook or by crook কাস্টোমার acquisition করা সাসটেইনেবল রেভিনিউ মডেল না।
লংটার্ম স্ট্র্যাটেজি তৈরি না করে স্বল্পতম সময়ে Hyper-growth এর পিছনে ছোটা স্টার্টআপ ফেইলারের অন্যতম কারণ।

কিছু overhyped, misleading, dangerous কনসেপ্ট আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ করছে।

মনে রাখবেন - দিনশেষে স্টার্টআপ একটা “Business”.

এবং যে কোন বিজনেসের প্রাইমারী অবজেক্টিভ হচ্ছে - Being Profitable (in a Sustainable way while being socially responsible).

1994 সালে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট John Elkington এজন্যই Triple Bottom Line (TBL) টার্মটাকে coin করেন (ট্রিপল বটম লাইন = Profit, People, Planet)

আনফরচুনেটলি, বাংলাদেশ সহ পুরো বিশ্বজুড়ে স্টার্টআপ ইন্ডাস্ট্রিকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।

আমাদের দেশে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, accelerator প্রোগ্রামগুলো যে পরিমাণ Fundraising এর রাস্তা শেখাচ্ছে তার সিকিভাগও কেউ Practical Business Strategy শেখাচ্ছে না।

ফাউন্ডারদেরকে AirBnB থেকেও ভাল Pitch Deck বানানোতে এক্সপার্ট বানিয়ে ফেলা হচ্ছে; অথচ Full Fledged Sales & Marketing Funnel ডিজাইন করতে কেউ বলছে না, শেখানো তো দূরের কথা!

কিছুদিন পর পর একেকটা মিলিয়ন ডলার ফান্ড রেইজিং হয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নিউজ, বিভিন্ন মিডিয়াতে সেটা নিয়ে মাতামাতি…then what?

এই ফান্ড কি সেই স্টার্টআপ আদৌ সঠিকভাবে ব্যবহার করতে পারছে? কিভাবে করছে?

এই আলোচনা কি আরো বেশি গুরুত্বপূর্ণ না?

কিভাবে resource maximization এবং process optimization করতে হয়, ইকোনোমিক ক্রাইসিসে কিভাবে resliience business strategy তৈরি করতে হয় -- এইসব ব্যাপারে entrepreneurs দেরকে স্ট্র্যাটেজিক গাইডেন্স না দিয়ে ইউনিকর্ণ বানানোর দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে।

Startup Founders, Be Aware.
Don’t Fall in the Trap.
Stop Joining the Rat Race.

আপনি আপনার বিজনেসের প্রায়োরিটি সেট করুন।

কিছু Buzzword এ Stuck হয়ে না গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অসংখ্য কোম্পানি কিভাবে সফলভাবে বিজনেস করেছে সেগুলো গভীরভাবে স্টাডি করুন।

সেখান থেকে ব্রেকথ্রু আইডিয়া, রেলিভ্যান্ট স্ট্র্যাটেজি, অপটিমাইজড প্রসেস আপনার বিজনেসে রেপ্লিকেট করুন।

Remember,
Customers don’t care if you are a startup, or an SME, or traditional business.
Customers just want solutions for their problems.

আপনি তাই সময় নিয়ে সলিড বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করুন,
আইডিয়ার এক্সিকিউশনে ruthlessly focus দিন,
প্রয়োজনীয় Policy & Process বিল্ডাপ করুন,
স্টেপ বাই স্টেপ মার্কেটিং ফানেল এবং সেলস ফানেল বানান,
কাস্টমারদের জন্য Irresistable Offer সাজান,
Category Design এর মতো হাই-ইম্প্যাক্ট ব্র্যান্ডিং কাজে লাগান,

এবং অবশ্যই শুরু থেকে সঠিক Culture প্র্যাক্টিস করুন।

আপনার উদ্যোগকে প্রথমে ‘বিজনেস’, তারপর স্টার্টআপ হিসেবে চিন্তা করুন - দেখবেন সফলতার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।

In the world of Failed UNICORNS, Be a Succesful CAMEL.

23/10/2022

জেনে রাখুন।
প্রয়োজনে আসতে পারে...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু (বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি
ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস ওয়ার্ড : দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।
ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন ইত্যাদি করেন।
ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ডঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।
ওয়ার্ড নং ১০৩ :ওরাল & ম্যাক্সিলোফেসিয়াল যাবতীয় জটিল রোগের ডায়াগনোসিস ওয়ার্ড।

17/10/2022

গভীর জীবনবোধ থেকে আমি কিছু মানি এবং প্রত্যক্ষ করেছি জীবনে এমনকিছু লাইফ ম্যানেজমেন্ট টিপস দেই।

১. মোট আয়ের ২০% ব্যাংকে সঞ্চয় করবেন, ৫-১০% ইন্স্যুরেন্স করে রাখবেন । যদি ভাবেন যে এই আয়েই তো চলে না, তাহলে লাইফস্টাইল ডাউনগ্রেড করে ৭০-৮০ % - এ নামাবেন, তারপরও কিন্তু সঞ্চয় করবেন।

২. অবিশ্বাস্য রকম ভালো অফার বা সুযোগ যা হুজুগ হয়ে আসে, এড়িয়ে চলবেন। এগুলো আপনার জন্য না। শেয়ার মার্কেটে আপনি বাম্পার মারতে পারবেন না, ইভ্যালির জ্যাক মা আপনার টাকাটাই গাপ করবে। এসবে টুকটাক খরচ করা ঠিক আছে, কিন্তু হাটুগেড়ে পুরো সঞ্চয় নিয়ে নেমে পড়লেন তো মরলেন!

৩. ভূয়া, নামহীন রিয়েল এস্টেট থেকে শতহাত দূরে থাকুন। ( পূূর্বাচলের আশেপাশে যত লোক কিস্তি দিয়ে যাচ্ছে, এত কাঠা জায়গা গোটা বাংলাদেশ মিলে নাই। )

৪. যে ব্যবসা বুঝেন না, অথবা নিজে পরিচালনা করবেন না, সেরকম ব্যবসায় পার্টনার হবেন না। অমুক ভাইয়ে ব্যবসা করে আপনাকে মাস শেষে মুনাফা দিবে- এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারনা।
(আমার পরিচিত কয়েকজন বিটকয়েনে ভালো মুনাফা করেছে, শুরু থেকেই আমাকে বারংবার বলেছিল; আমি বুঝি না, তাই জড়াই নি। বিটকয়েনে বিশাল ধরাও খেয়ে এখন সর্বশান্ত এমন মানু্ষও এখন আছে পরিচিতর মধ্যে। )

৫. ফেরত পাওয়ার আশায় কোনদিন ঋণ দিবেন না, বাধ্য না হলে নিবেনও না। ব্যাংক বা ফিনান্সিয়াল ইন্সটিটিউটের কাছ থেকে ঋণ নেয়া খারাপ কিছু নয়, যদি স্মার্টলি ম্যানেজ করতে পারেন।

৬. জীবনে মাঝে মাঝেই ধরা খাবেন। সবকিছু যেমন ভাবছেন তেমন যাবে না। পেরেশান হইয়েন না, এটা পার্ট অব লাইফ।

৭. কন্টিনিউয়াস আপনার পেশার সাথে জড়িত বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে থাকবেন। এটি ভাত খাওয়া বাথরুম করার মতোই অভ্যাসের বিষয় করে ফেলুন। নতুন দক্ষতা তৈরি করতে না পারলে আপনার জীবনের প্রাইম টাইম ৫ বছরের বেশি হবে না, তারপরই ধ্বস নামতে শুরু করবে।

৮. নূন্যতম ৬ মাসের খরচের সমপরিমান ক্যাশ সবসময় সঞ্চয় রাখবেন। এই টাকা কাউকে কখনোই ধার দিবেন না বা বৃহত্তর পরিবারের অন্য কারো জন্য খরচ করবেন না।

আপনার চাকুরি কালকে চলে যেতে পারে, অথবা পরশু রাতে হার্ট এটাক হয়ে গেলে রিঙ পরানো লাগতে পারে হার্টে। তখন ক্যাশ ছাড়া উপায় নেই। এই টাকা সোনা বা জমিতে খাটাবেন না, কারন সময় মতো বিক্রি করতে পারবেন না।

৯. স্থাবর সম্পত্তি কখনোই এমন দূরত্বে কিনবেন না যেখানে আপনি নিয়মিত যেতে পারেন না। আপনি ঢাকা শহরে থেকে কুয়াকাটা জমি কিনে ফেলে রাখবেন ভবিষ্যতে লাভের আশায়, নিজেকে প্রশ্ন করুন, কোনো ঝুট ঝামেলা হলে সেটা সামাল দেয়ার ক্ষমতা আপনার আছে কী না। অধিকাংশ মানুষেরই সেই ক্ষমতা নেই।

©সংগৃহিত

10/10/2022

◑ একজন নারী যেমন স্বামী পছন্দ করে
চার মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আহমাদ বিন হাম্বল। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালেন। আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন:
ওয়ালাদী! তুমি কি সুখী হতে চাও?
- না—আম ইয়া আবী! (হ্যা অবশ্যই আব্বাজান!')
তাহলে তোমাকে তোমার হবু জীবনসঙ্গিনীর জন্যে দশটা বিষয় নিয়ে যেতে হবে।
- কী সেগুলো? কোথায় পাওয়া যাবে?
তোমাকে কোথাও যেতে হবে না। কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না। এই যা। তাহলে চলো দেখা যাক, অমূল্য সেই দশটা বিষয় কী?
👉🏻 প্রথম ও দ্বিতীয়: নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশে কখনোই কার্পণ্য করবে না। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে।
যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালোবাসা জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে।
👉🏻 তৃতীয়: নারীরা কঠোর-কর্কশ-রূঢ়-বদমেজাজী-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্যে, তাকে আশ্বস্ত করার জন্যে হলেও গুণগুলো অর্জন করো ৷
👉🏻 চতুর্থ: এটা খুব ভাল করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন, কোনও অবস্থাতেই, তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়।
👉🏻 পঞ্চম: ঘর হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সব সময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়। রচনা করে। খুবই সাবধান থাকবে! কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াসও চালাবে না।
👉🏻 ষষ্ঠ: নারীরা তার স্বামীকে মনেপ্রাণে-সর্বান্তঃকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়। তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা! তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিওনা। তুমি এ অন্যায় দাবী করে বসো না, হয় আমাকে বেছে নাও, নাহলে তোমার বাবা-মাকে।
তুমি এ বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে, সে হয়তো চাপে পড়ে মেনে নিবে। কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা-বোবা কান্না গুমরে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে।
👉🏻 সপ্তম: তুমি জানো, অনেক শুনেছ এবং পড়েছ নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু (বা পাঁজরের) বাঁকা হাড় থেকে। এই বক্রতা কিন্তু তার দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ করে দেখেছো? সেটার সৌন্দর্যটা কোথায়?
- বক্রতায়।
একদম ঠিক কথা। বক্রতাই ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হতো, দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রী কোনও ভুল করে ফেলে, অস্থির হয়ে রেগেমেগে হামলা করে বসো না। উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যাবে। আর ভাঙা মানে বুঝই তো, তালাক ।
👉🏻 অষ্টম: তুমি হাদীসটা পড়োনি?
- কোনটা আব্বাজান?
- ঐ যে, যার ভাবার্থ হলো: নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহার-সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ-যুগান্তরও সুন্দর আচরণ করো, হঠাৎ একদিন কোনক্রমে একটু রূঢ় আচরণ করে ফেলেছো, ব্যস অমনিই সে নাকের জল চোখের জল এক করে বলবে: 'আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি।'
দেখো বাছা! তার এই আচরণে রুষ্ট হয়ো না। তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি বিতৃষ্ণা এনো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও, তার মধ্যে তুমি অনেক এমন কিছু পাবে যা তুমি শুধু পছন্দই করো না, বরং জানও লড়িয়ে দিতে পারো।
👉🏻 নবম: নারীদের শরীর-মনের অবস্থা সবসময় এক রকম থাকে না। এক সময় এক রকম থাকে। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে। অনেক সময় মানসিক অস্থিরতাও বিরাজ করে। তাদের এই দুর্বলতা, অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তা'আলা তাদের নির্দিষ্ট সময়ের নামায মাফ করে দিয়েছেন। রোযাকে পিছিয়ে দিয়েছেন, তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত ।
তুমি তো রাব্বে কারীমের বান্দা। তুমিও তোমার রবের গুণে গুণান্বিত হও। রব্বানী হও। তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে। তোমার আব্দার আবেগ শরমে রেখো। তোমার রবও খুশি হবেন, তোমার রাব্বাহও খুশি হবে। কৃতজ্ঞ হবে।
👉🏻 দশম: সবসময় মনে রেখো, তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ, বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী। তোমার সুন্দর আচরণের কাঙাল। তুমি তার প্রতি যত্নবান হবে। তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে। তাকে আপন করে নিবে। তাহলে সে তোমার জন্যে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। তাকে অনুপম সঙ্গী হিসেবে পাবে।

(সংগৃহীত)

08/09/2022

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে।
কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

06/05/2022

এই বিয়ার মার্কেটে কোন কোন কয়েনগুলোতে বিনিয়োগ করব?

এই গ্রুপে অধিকাংশ মেম্বার ক্রিপ্টো জগতে নতুন। কারন এখানে অধিকাংশ মেম্বারের ক্রিপ্টোর সাথে পরিচিত হয়েছে বুল মার্কেটে অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পরে।এর অবশ্য একটা কারন আছে, অধিকাংশ মিডিয়া ক্রিপ্টো নিয়ে নিউজ করে যখন BTC তার All-time high ব্রেক করে তখন। বিয়ার মার্কেটে কেউ BTC এর খবর রাখে না।তাই যারা নতুন তারা বিনিয়োগ টা করে থাকে বুল মার্কেটে যার ফলাফল স্বরুপ বিয়ার মার্কেটে তাদের বিনিয়োগের ৭০-৮০% উদাও হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন বুল মার্কেটের স্থায়িত্বকাল ১-২ মাসের মত হয় বাট বিয়ার মার্কেটের স্থায়িত্বকাল ১-৩ বছরের মত হয়। যেমন ২০১১ সালে বিটকয়েন ১ ডলার থেকে ৩২ ডলারে চলে যায় তারপর আবার ডাউন হয়ে ২ ডলারে চলে আসে। ২০১২ সালে বিয়ার মার্কেটে ১৩-১৬ ডলারের আশেপাশে থাকে আবার ২০১৩ সালে BTC আগের ATH 32$ ব্রেক ১০০০ ডলারে উঠে যায় তারপর আবার ২০১৪ -২০১৬ বিয়ার মার্কেটে ২০০-৬০০ ডলারের আশেপাশে থাকে। ২০১৭ তে BTC আগের ATH ১০০০$ ব্রেক করে ১৯০০০ ডলারে উঠে যায় তারপর আবার ২০১৮-২০২০ বিয়ার মার্কেটে ৮০০০-৩০০০ ডলারে নেমে আসে। ২০২১ সালে আগের ATH ১৯০০০ ব্রেক করে ৬৯০০০ ডলারে উঠে যায় আবার ২০২২-২০২৪ এ হয়তো ৪৮০০০-২৬০০০ ডলারের আশেপাশে থাকতে পারে।পরিসংখ্যান অনুযায়ী আমরা এই সময়টাকে বিয়ার মার্কেট বলতে পারি।বিয়ার মার্কেট সাধারণত নতুনদের জন্য আশীর্বাদ কারন এই সময়ে নতুন ব্লকচেইন প্রজেক্টগুলোতে বিনিয়োগ করলে বুল মার্কেটে ২০x --১০০x রিটার্ন পাওয়া যায়। ব্লকচেইন প্রজেক্ট গুলোর দাম বাড়ে নিচের এই বৈশিষ্ট্যগুলোর জন্য

১) ইকোসিস্টেম (নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব ওয়ালেট/এক্সচেঞ্জের , নিজস্ব স্মার্ট কন্টাক্ট Dapp সার্ভিস)
২)স্পীড এবং TPS(transaction per second)
৩)সিকিউরিটি এবং Less transaction cost

যেমন ২০১৭ সালে ব্লকচেইন প্রজেক্ট LTC ৩ ডলার থেকে ৪২০ উঠে যায় এর মূল কারন ছিল BTC এর চেয়ে LTC এর ব্লক টাইম speed বেশি ছিল আবার ২০১৮ তে ETH বিস্ফোরণ হয় ওদের নিজস্ব ইকোসিস্টেমের জন্য।২০২১ সালের এপ্রিল মাসে BNB, Polygon এইসব প্রজেক্টগুলোর দাম বিস্ফোরণ হয় ইকোসিস্টেম,এবং Less transaction cost এর জন্য। আবার October মাসের বুল রানে Solana, Fantom, Cardano, Avax এই ব্লকচেইনগুলোর প্রাইস বিস্ফোরণ হয় Updated version blockchain (3rd generation blockchain) এবং হাই TPS(transaction per second) এর জন্য। এখন কথা হচ্ছে next বুল রানে কোন ব্লকচেইন গুলোর প্রাইস বিস্ফোরণ হতে পারে? আমার রিসার্চ অনুযায়ী আমি ৫ টি ব্লকচেইন প্রজেক্ট খুজে বের করেছি
১)Azero
২)Ame chain
৩)Cweb
৪)QANX
৫)Cellframe
Azero এর বৈশিষ্ট্য হচ্ছে Fastest blockchain এবং most updated ইকোসিস্টেম। Ame chain এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured ব্লকচেইন এবং Lowest transactions fee. Cweb এর বৈশিষ্ট্য হচ্ছে most Collaborative blockchain project এবং reliable. QANX এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured এবং Most user friendly blockchain project with great team.Cellframe এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured blockchain project with only 30 million total supply. এই প্রজেক্ট গুলোর মধ্যে আমি ব্যাক্তিগত ভাবে সবচেয়ে প্রিফার করি Ame chain কে। কারন এটার প্রধান বৈশিষ্ট্য হল quantum security. বর্তমানের ব্লকচেইন গুলো কে ভবিষ্যতে হয়তো Quantum কম্পিউটার দিয়ে হ্যাক করা যাবে। বাট Quantum secured ব্লকচেইনগুলোকে quantum computer দিয়ে হ্যাক করা যাবে না।Ame chain আরেকটা সুবিধাজনক দিক হল এটার মার্কেটকেপ মাত্র ৪ মিলিয়ন ডলার। ৪০০ মিলিয়ন ডলার মার্কেটকেপ হলেই ১০০x প্রফিট রিটার্ন। এটার আরেকটা ভাল দিক হল Lowest transaction fee($0.000001) এবং ব্লক টাইম মাত্র 3 সেকেন্ড। যেখানে Etherium এর মত ব্লকচেইনের ব্লক টাইম ১৩ সেকেন্ড এবং Cardano এর ব্লক টাইম ২০ সেকেন্ড।

আমি আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করেছি। আপনারা যেকোনো প্রজেক্টে বিনিয়োগ করার আগে নিজে রিসার্চ করে নিবেন।

ধন্যবাদ সবাইকে।

05/05/2022

SightLC & DLC Open in 72 Hours
ব‍্যাংকে LC ওপেন করতেই ২০% হতে ৪০% মার্জিন দিতে হয়। থার্ড কান্ট্রি LC মার্জিন ছাড়াই ৭২ ঘন্টার মধ্যে আপনার সাপ্লাইয়ারের PI অনুযায়ী সাপ্লাইয়ারকে LC ড্রাফট প্রেরন করা হবে। সাপ্লাইয়ার LC ড্রাফট কনফার্ম করলে LC Swift হবে। আর Swift করার সময় মাত্র ৪% চার্জ দিতে হয়। সাপ্লাইয়ার LC Configuration লেটার পাওয়ার পর আমাদের অবশিষ্ট কমিশন প্রেমেন্ট করবেন। ব‍্যাবসা আপনার ক্রেডিটে পন‍্য আনার দায়িত্ব আমাদের। বাংলাদেশে তা বিক্রি করে ৩ মাস, ৬ মাস বা ১ বছর পর আমাদের প্রেমেন্ট পরিশোধ করবেন।

Import LC For Foreign BANK
💰 Luemi 💰 IDB 💰 Winter 💰 Standard Commerce 💰 Soleil Chartered

শর্ত সাপেক্ষে-
আমাদের কোম্পানির মাধ‍্যমে সহযোগিতা করছি
💱 লোকাল প্রেঅর্ডার।
💵 লোকাল বিজি। (বিজি ও ক‍্যাশ)
💵 ইন্টারন‍্যাশনাল বিজি।

অফিস ঠিকানা:
পুরানা পল্টন (১০ তলা), ঢাকা
Email: [email protected]
ফোন: 01975602700

04/05/2022

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আগে যে সকল বিষয়গুলো খেয়াল রাখা জরুরি বলে মনে করি।

১। যে পরিমাণ অর্থ আপনি লস করলে আপনার কোনো সমস্যা হবে না সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করুন।

২। অবশ্যই ঋণ বা ধার করা টাকা বিনিয়োগ করবেন না।

৩। যে কয়েন বা টোকেনে বিনিয়োগ করবেন আগে তার নাড়ি-নক্ষত্র সন্ধান করুন।
বিশ্বাস করুন এখন টোকেন লন্স করতে 5k-10k USD খরচ করতে হয়। যেগুলো স্ক্যাম করার জন্যে আসে।

৪। সকল প্রকার ইনভেস্টমেন্ট সাইট হতে দূরে থাকুন।
এগুলো সাইট আসে মুলত HYIP/PYRAMID SCHEME থেকে। এদের কাজই আকর্ষণীয় প্ল্যান দেখিয়ে ইনভেস্ট করানো। এবং কিছু দিন পরে হারিয়ে যাওয়া। এই সাইট তৈরি করতে ৫-১০ হাজার টাকা লাগে। For better knowledge Search on Google HYIP Project / HYIP MONITOR.

৫। শেষ কথা যতদুর সম্ভব এ-ই জগৎ থেকে দূরে থাকুন।

🟩🟩চাকুরি/ব্যবসা/ফ্রিল্যান্সিং করুন।🟢🟢

কিছু ভুল মনে হলে মাফ করবপন, আমি ওতো ভালো করে বোঝাতে পারি না। কারো কিছু জানার থাকলে ইনবক্সে মেসেজ দেন।

29/04/2022

ক্রিপ্টো বেসিক - #লিকুউডিটি.........
ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা আছে। আপনি চাইলেই এটিএম থেকে বা চেক দিয়ে সেই টাকার পুরোটা বা আংশিক তুলে নিতে পারেন। অনলাইনে টাকার পরিমাণও দেখতে পারেন। টাকা থাকার এই অনুভূতি পেতে কাগুজে মুদ্রা স্বচক্ষে দেখার দরকার পড়েনা। কারণ আপনি জানেন যে আপনার ব্যাংক যেকোনো সময় আপনার পুরো টাকা দিতে সক্ষম।
কারণ, আপনার ব্যাংকে টাকার যথেষ্ট লিকিউডিটি আছে।
ক্রিপ্টোতেও তাই। কোনো #ট্রেডিং পেয়ার এ যদি লিকিউডিটি না থাকে তাহলে সেখানে ট্রেডিং করা যায়না। অল্প লিকিউডিটি থাকলে দামের ওঠানামা খুব বেশি হয়। প্রতিষ্ঠিত পেয়ার, যেমন বিটিসি-ইউএসডিটি, ট্রেডিং এ অনেক লিকিউডিটি। ফলে দাম তুলনামূলক স্ট্যাবল ও কম ঝুকিপূর্ণ।
নতুন কোনো কয়েনের ক্ষেত্রে লিকিউডিটি চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণ লিকিউডিটি না থাকলে সেই কয়েন কেনায় অত্যন্ত সতর্ক হতে হয়। লিকিউডিটির পরিমাণ বেশি থাকলেই শুধু হবে না। বরং সেটি একটা লম্বা সময়ের জন্য 'লক'ও থাকতে হবে। না হলে স্ক্যাম কয়েন সব লিকিউডিটি সরিয়ে সবার হাতে হারিকেন ধরিয়ে দেবে!
ভালো এক্সচেঞ্জে লিস্ট হওয়া ক্রিপ্টোগুলো যথেষ্ট লিকিউডিটি না দেখিয়ে লিস্ট হতে পারেনা। তাই সেগুলো তুলনামূলক নিরাপদ। কিন্তু ডেক্স, যেমন প্যানকেকসোয়াপ বা ইউনিসোয়াপ,-এ লিস্ট হওয়া ক্রিপ্টোগুলোর লিকিউডিটির পরিমাণ বা লক পিরিয়ড তাদের নিজস্ব ব্লকচেইনে অবশ্যই চেক করতে হবে! টোকেন স্নিফার বা পুকয়েন দিয়েই লিকিউডিটির এসব তথ্য খুব সহজেই চেক করা যাবে।
মনে রাখা উচিত যে কেবলমাত্র লিকিউডিটির বিষয়গুলো গ্রহণযোগ্য হলেই কোনো ক্রিপ্টোকে ভালো বলা যাবেনা। আরও অনেক প্যারামিটার চেক করতে হয়! (কপিরাইট - ক্রিপ্টোবাংলা)

29/04/2022

ব্লকচেইন প্রজেক্টে নাকি মেটাভার্স প্রজেক্টে, অথবা মিমি টোকেনে, কোনটাতে বিনিয়োগ করব?

ক্রিপ্টোতে সবচেয়ে সাক্সেসফুল প্রজেক্ট গুলো হল ব্লকচেইন প্রজেক্ট যেমন, Etherium, BNB,Polygon,Luna,Avax,Solana,Trx,Ada, Ftm, XLM,Waves,HBAR,VET,Zil,One,EOS, Algo,Chainlink,EGLD,NEO,HOT,Rose,IMX,Dot এগুলো হল সব ব্লকচেইন প্রজেক্ট। এখন কথা হচ্ছে কেন ব্লকচেইন প্রজেক্টগুলো এত সাক্সেস হয়েছে? কারন
১)এদের প্রেক্টিকেল ইউজ আছে
২)ইন্সটিটিউশনাল বিনিয়োগ।
প্রেক্টিকেল ইউজ টা কি? ব্লকচেইন প্রজেক্টগুলোর নিজস্ব নেটওয়ার্ক থাকে, কয়েন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করার জন্য। কিন্তু ব্লকচেইন প্রজেক্ট ছাড়া অন্য যেকোনো প্রজেক্টের নিজস্ব নেটওয়ার্ক থাকে না,তাই অইসব প্রজেক্ট যখন লাউঞ্চ করে তখন ব্লকচেইন প্রজেক্টগুলোর নেটওয়ার্ক ভাড়া নিতে হয়। যেমন ধরেন Shiba inu টোকেন যখন লাউঞ্চ হয়েছিল Etherium এর নেটওয়ার্ক এ লাউঞ্চ হয়েছে এইজন্য Shiba হচ্ছে Erc-20 টোকেন। এবং টোকেন লাউঞ্চ করার সময় Shiba inu টোকেনের যত পরিমান মার্কেটকেপ ছিল তার সমপরিমাণ টাকার Etherium কিনে লিকুইডিটি পুলে রাখতে হয়েছিল। এইরকম ভাবে হাজার হাজার টোকেন Etherium এর নেটওয়ার্ক এ লাউঞ্চ হয়েছে এবং সব টোকেনের ইনিশিয়াল মার্কেটকেপ যত ছিল তত পরিমাণ টাকার etherium কিনতে হয়েছে, যার কারনে Etherium এর মার্কেটকেপ বেড়ে গেছে এবং দাম ও বাড়ছে সমপরিমাণে। এছাড়া ও ব্লকচেইন প্রজেক্টের আরোও সুবিধা হচ্ছে ট্রানজেকশন ফি, যেমেন Shiba যেহেতু Erc-20 টোকেন তাই shiba inu কে আপিনি অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে হলে Etherium কিনে ট্রানজেকশন ফি দিতে হবে।এই জন্য ব্লকচেইন প্রজেক্টগুলোর দাম আজীবন বাড়তেই থাকবে।আর এই জন্যই বিভিন্ন ইন্সটিটিউশন গুলো যেমন, স্পেসএক্স,বড় বড় ব্যাংক,রিটেইল ইন্ডাস্ট্রি, এগুলো সব ব্লকচেইন প্রজেক্টে বিনিয়োগ করে। যার কারনে ব্লকচেইন প্রজেক্টগুলো এত সাক্সেস হয়েছে।বিষয়টা হল এমন যে আমি আমার প্রাইভেট গাড়ি চালানোর জন্য নিজস্ব রাস্তা বানিয়ে নিছি, এখন অন্য গাড়ি ও আমার রাস্তা দিয়ে চলতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে।এখন কথা হচ্ছে আমি কি তাহলে Etherium অথবা BNB তে বিনিয়োগ করব? অবশ্যই না কারন Etherium এর মার্কেটকেপ হচ্ছে ৪২০ বিলিয়ন। Etherium এর প্রাইস দুইগুণ হতে হলে ৮৪০ বিলিয়ন মার্কেটকেপ হতে হবে তার মানে আরোও ৪২০ বিলিয়ন এটাতে বিনিয়োগ করতে হবে। এটা অনেক সময়েয় ব্যাপার। এই রকম

28/04/2022

শর্ট টাইম ট্রেডিং করব নাকি লং টাইম হোল্ডিং করব?

আমাদের এই গ্রুপের অধিকাংশ মানুষ দৈনিক ইনকামের জন্য ট্রেডিংকে বেছে নেয়। লংটাইম হোল্ডিং এ কেউ বিশ্বাসী নয়। যার ফলাফল স্বরুপ ৩/৪ মাসে ট্রেডিং করে ৯০% ট্রেডার ৫০% এসেট হারিয়ে ফেলে।

আমি বলতেছি না যে ট্রেডিং করে একবারে লাভবান হওয়া যায় না।কিন্তু এর জন্য অনেকে স্ট্রাগল করতে হয় যেমন আপনাকে MA(Moving average), EMA(Exponential moving average), Boll % (Bollinger bands),MACD(Moving average convergence/divergence), RSI(Relative strength index) এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। এগুলো জানার পরেও আপনার ট্রেডিং এ আপনার প্রাইস প্রেডিকশন ৬৫% এর উপর কারেক্ট হবে না।কারন এই সবগুলো ইন্ডিকেটর স্টক মার্কেট এনালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। ক্রিপ্টোতে এই ইন্ডিকেটর গুলো একিউরেট রেজাল্ট দেখাতে পারে না। ক্রিপ্টোতে সাপোর্ট পয়েন্ট এবং রেজিস্টান্ট পয়েন্ট গুলো মার্ক করা হয়, মানুষের বেচা/কিনার হিস্ট্রি রিপিটের মাধ্যমে যেটা সবসময় একিউরেট রেজাল্ট দেখাতে পারে না। কারন বৈশ্বিক অর্থনৈতিক/রাজনৈতিক অবস্থা সবসময় সমান থাকে না। যার কারনে মানুষের বিনিয়োগ করার সিস্টেমটা ও সবসময় একই থাকে না। এছাড়াও আজকাল ক্রিপ্টো মার্কেট নির্ভর করে Whales উপর।যার কারনে যে কোন কয়েনের প্রাইস যে কোন সময় আপ হতে পারে আবার যে কোন সময় ডাউন হতে পারে। আর এই জন্য আপনার ছোট ব্রেইন টা আর ছোট ইনভেস্টমেন্টটা বড় বড় মাথার কাছে আর বড় বড় ইনভেস্টমেন্টের কাছে হেরে যায়। ফলাফল স্বরুপ আপনার ৫০% থেকে ৭০% ইনভেস্টমেন্ট পোর্টফলিও থেকে উদাও হয়ে যায়।

আর এই জন্যই লং টাইম হোল্ডিং টা অনেক লাভজনক। কারন হচ্ছে এটা খুবই একটা সিম্পল স্ট্রেটেজি। যেমন আপনি শুধু বিয়ার মার্কেটে ভাল কয়েকটা প্রজেক্টে বিনিয়োগ করবেন এবং বুল মার্কেটে সেল করে দিবেন। ফলাফল স্বরুপ 5x-20x প্রফিট। কারন হচ্ছে বিয়ার মার্কেটে কয়েন গুলোর দাম 5x- 20x কমে যায় আর বুল মার্কেটে 5x- 20x বেড়ে যার। এই জন্য হয়তো আপনাকে ১/২ বছর অপেক্ষা করতে হতে পারে।যদি ১/২ বছরে আপনার নেট বিনিয়োগ 5x-20x রিটার্ন দেয় তাহলে খারাপ কি? এখন কথা হচ্ছে ভাল প্রজেক্টগুলো চিনব কীভাবে?
ভাল প্রজেক্ট চিনার জন্য আপনাকে একটা application ডাউনলোড দিতে হবে।যেমন Coingecko. এই এপ টার মাধ্যমে আপনি খুজে খুজে নতুন প্রজেক্ট গুলো বের করতে পারবেন এবং যাচাই করতে পারবেন প্রজেক্টগুলো ভবিষ্যতে কেমন হবে বিনিয়োগ করার জন্য। Coingecko তে প্রত্যেক্টা প্রজেক্টের Website link, twitter link, blockchain explorer, total supply, circulating supply, marketcap এগুলো দেওয়া থাকে। একটা প্রজেক্ট ভাল কিনা তা জানার জন্য অবশ্যই আপনাকে তাদের website এ যাইতে হবে। Website যাওয়ার পর প্রথমে দেখবেন ঐ প্রজেক্টের টিম মেম্বার কেমন? প্রজেক্টের টিম মেম্বার যেন অবশ্যই কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ডের হয়। তারপর দেখবেন প্রজেক্টের রোডম্যাপ। রোডম্যাপ টা যেন ২/৩ বছরের ডেভেলপমেন্ট প্লানের উপর ভিত্তি করা হয়। তারপর দেখবেন সার্কুলেশন সাপ্লাই এবং টোটাল সাপ্লাই এর তফাত কতটুকু। সার্কুলেশন সাপ্লাই যেন ৩০% এর উপর হয়। তারপর যাবেন blockchain explorer এ। blockchain explorer এর মাধ্যমে ঐ প্রজেক্টের টোটাল কতজন হোল্ডার আছে তা জানা যাবে। হোল্ডার সংখ্যা যেম ১৫০০০ এর উপর হয়। তারপর যাবেন ঐ প্রজেক্টের Twitter page এ। ওখানে গিয়ে দেখবেন যে প্রজেক্টের টিম মেম্বারগুলো সোশ্যাল মিডিয়া তে কতটুকু ইনগেইজড। তারপর দেখবেন প্রজেক্টের মার্কেটকেপ । আপনি যদি প্রফিট রিটার্ন ১০০x এর উপর আশা করেন তাহলে অবশ্যই মার্কেটকেপ ১০০ মিলিয়নের নিছে হতে হবে।আর যদি আপনি সেইফ বিনিয়োগ চান কিন্তু প্রফিট রিটার্ন কম আসবে তাহলে যেগুলোর মার্কেটকেপ ১ বিলিয়নের উপরে ওইসব প্রজেক্টে বিনিয়োগ করবেন। আর এই কাজগুলো ভালভাবে করার জন্য অবশ্যই আপনাকে YouTube এ একটু লেখাপড়া করতে হবে অথবা কোন এক্সপার্টের কাছে যেতে হবে।কিন্তু কোন সিগনাল গ্রুপের পিছনে পরে নিজের পোর্টফলিও এর ১২ বাজায়েন না।

সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।

25/04/2022

& Non Gambling Available For Buy & Sell......💕

11/04/2022

মেটাভার্স বা Web 3.0 কয়েনগুলো কি আসলে প্রতারণা?

কেনই বা আমাদের Web 3.0 কয়েনে এবং মেটাভার্স কয়েনে বিনিয়োগ করা উচিত?

মেটাভার্স বা Web 3.0 আসলে কি?

প্রথমেই কথা বলি মেটাভার্স নিয়ে।মেটাভার্স শব্দটা প্রথম উৎপত্তি হয় ১৯৯২ সালে একটি সাইন্স ফিকশন উপন্যাস Snow Crash থেকে। যেখানে একটি ভার্চুয়াল 3D ওয়াল্ড এর কথা বর্ণনা করা হয়। মানে হচ্ছে আপনি যা কল্পনা করবেন তাই করতে পারবেন। মনে করেন আপনার আকাশে উড়তে ইচ্ছা করতেছে আপনি আকাশে উড়তে পারবেন। এই ধারনাটাই বর্তমানে বাস্তবিক রুপ দেওয়ার জন্য টেক কম্পানি গুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করে যাচ্ছে। যেমন ফেসবুক, মাইক্রোসফট, এপল,গুগল, amazon। তবে এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে আছে মাইক্রোসফট। এখন কথা হচ্ছে আসলেই আমরা আমরা যদি কল্পনা করি যে আকাশে উড়ব, তাহলে কি উড়তে পারব? না আমরা বাস্তবে আকাশে উড়তে পারব না বাট আকাশে উড়ার সবটা ফীলিংস আমরা নিতে পারব।এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখেন ভাই আমাদের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ হয় মস্তিষ্ক দ্বারা। ধরেন কেউ আপনার গায়ে চিমটি দিল আপনি ব্যাথা পেলেন, এখানে মূলত আপনি ব্যাথা পাচ্ছেন এর কারন হল, মস্তিষ্ক আপনার শরীরের কোষগুলোকে উত্তেজিত হওয়ার জন্য সিগনাল দিয়েছে তাই আপনি ব্যাথা পাচ্ছেন।ব্যাথানাশক ওষুধগুলো মস্তিষ্কের সিগনালটাকে ব্লক করে দেয় যার কারনে আমাদের কাছে মনে হয় ব্যাথা কমে গেছে।আসলে আমাদের মুখের স্বাদ, টক,জাল, মিষ্টি, এবং মনের অনুভূতি সুখ, দূঃখ, চোখের দৃষ্টি সবকিছু মস্তিষ্কের সিগনালের কারনে হয়ে থাকে।এখন আমরা যদি মস্তিষ্কের এই সিগনালটাকে নিয়ন্ত্রন করতে পারি তাহলে আমরা যা কল্পনা করব তাই উপভোগ করতে পারব। আর এই সিগনালটাকে নিয়ন্ত্রণ করার জন্য টেক কম্পানি গুলো একটি ডিভাইস নিয়ে কাজ করতেছে সেটা হল VR (virtual reality)। এটা নিয়ে হয়তো আমরা সবাই ইন্টারের ICT বইতে পড়েছি কিন্তু এতটা বুজি নাই।মেটাভার্স মূলত এই VR এবং AR (augmented reality) এই দুইটা টেকনোলজির সমন্নয়ক একটি শাখা।মেটাভার্স যখন বাস্তবায়িত হবে তখন মনে করেন আপনার ফেসবুকে আপনার প্রোফাইল পিক থাকবে না, আপনার মত একটা হুবুহু দেখতে কার্টুন থাকবে। ধরেন আপনি কাউকে মেসেজ দিতে চাচ্ছেন আপনার টাইপ করতে হবে না, আপনি VR সেট কানেক্ট করে সরাসরি তার সাথে দেখা করতে পারবেন এবং কথা বলতে পারবেন ।আপনার কাছে মনে হবে আপনি হুবুহু বাস্তবে তার সাথে কথা বলতেছেন সামনে বসেই। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি তার সাথে ডেটিং করতে যাবেন আপনি পারবেন, তাকে নিয়ে মেটাভার্সের হোটেলে খেতে পারবেন, মেটাভার্সের হোটেলে রাতে থাকতে পারবেন, এগুলো সবগুলোই মনে হবে যে আপনি বাস্তবে করতেছেন কিন্তু আসলেই হচ্ছে এটা একটা মস্তিষ্কের খেলা।আপনি যখনি VR সেট কানেক্ট করবেন তখনি অন্য একটা জগতে চলে যাবেন, দেখবেন ওখানেও বাড়ি, গাড়ী,নারী শহড়, পাহাড়, পর্বত সবকিছু আছে।অনেকটা Hollywood movie, Avatar এবং Free guy এর মত।যারা মেটাভার্স সম্পর্কে উৎসাহিত তারা Movie দুইটা দেখতে পারেন। মানে আপনার কাছে মনে হবে যে আপনি অন্য একটা জগতে চলে আসছেন,ওখানে আপনি মেটাভার্সের কয়েন দিয়ে বাড়ি ,গাড়ি কিনতে পারবেন আবার ঐই বাড়িগাড়ি বিক্রি করে যে টাকা পাবেন তা আবার বাস্তবিক জীবনে ব্যাবহার করতে পারবেন। আবার অনেক মেটাভার্স গেইমিং গুলো এমন হবে যে, ধরেন আপনি একটা কার রেইসিং এর গেইম খেলতেছেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনি বাস্তবেই গাড়ি চালাচ্ছেন, এবং ওখানে এক্সিডেন্ট করলে বাস্তবে যে ধরনের ব্যাথার অনুভূতি পাবেন ওখানেও এই রকম অনুভূতি পাবেন। তাই ভবিষ্যতে মেটাভার্স গেইমিং গুলো VR টেকনোলজির মাধ্যমে এমন ভাবে ডেভেলপ হবে যে আপনার কাছে মনে হবে আপনি বাস্তবেই কোন এডভেঞ্চারে নেমেছেন। যেমন কিছু war গেইমে মনে হবে যে আপনি বাস্তবেই কোন যুদ্ধ করতেছেন।অনেকটা Hollywood movie, Jumanji এর মত।Jumanji মুভি টা দেখলে হয়তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।এরকম কিছু গেইমিং প্রজেক্ট আছে যেগুলো ভবিষ্যতে VR টেকনোলজির সাথে ইন্টিগ্রেটেড করে বাস্তবের মত ফীল নেওটা যাবে যেমন, Mbox,Sandbox, Axie infinite আরোও অনেক। এখন কথা হচ্ছে আমরা কি এগুলোতে বিনিয়োগ করব? আমার পার্সোনাল মতামত হচ্ছে, না। কারন মেটাভার্স একটা নতুন প্রযুক্তি, এটার সাথে ইন্টেগ্রেশন করতে হলে নতুন প্রযুক্তির গেইমগুলোতে বিনিয়োগ করতে হবে, যেগুলো এখনো ডেভেলপমেন্ট পার্যায়ে আছে,বাট আমরা এমন কিছু প্রজেক্টে বিনিয়োগ করতে পারি যেগুলো মেটাভার্স মার্কেটপ্লেইস নিয়ে আসবে, অর্থাৎ ওখান থেকে আমরা মেটাভার্স গেইম,জায়গা,বাড়িগাড়ি, পোষাক, আরোও অনেক নিত্যপ্রয়োজন্যীয় জিনিস কিনতে পারবো,যেগুলো আমরা মেটাভার্সে ব্যাবহার করতে পারব। এরকম কয়েকটা প্রজেক্ট হল,Decentraland (MANA) এবং ONSTON।মেটাভার্স বাস্তবায়ন হলে এই কয়েন গুলোর দাম 10x- 100x পর্যন্ত বেড়ে যেতে পারে।মেটাভার্সে কেনা জমি হয়তো ভবিষ্যত প্রজন্ম পৈতিক সম্পত্তি হিসাবে গ্রহন করবে। আমি আপনাদের বলতেছি না যে এই কয়েন গুলোতে বিনিয়োগ করতে, আমি জাস্ট ধারনা দিচ্ছি কোন ধরনের প্রজেক্টে বিনিয়োগ করতে হবে।অনেক কিছুই লিখলাম মেটাভার্স নিয়ে, আজ এই পর্যন্তই। অন্য দিন Web 3.0 নিয়ে লিখব।

(বি.দ্র .) দয়া করে আমার পোস্ট কেউ কপি করবেন না,এত কষ্ট করে লিখে যখন দেখি, আমার পোস্ট কপি করে অন্য আরেকটি গ্রুপে নিজের নামে চালিয়ে দেওয়া হয়েছে তখন খুবই কষ্ট লাগে।

05/04/2022

মাইক্রোস্ট্রাটেজি আরো ৪১৬৭ বিটকয়েন ক্রয় করল। এইবারের গড় দাম ৪৫৭১৪ ডলার এবং এতে তাদের খরচ হয়েছে প্রায় ১৯০.৫ মিলিয়ন ডলার।

মাইকেল সেইলরের চিন্তা কি সেটাই তো বুঝতেছি না।

05/04/2022

আমরা কয়জন জানি যে টোকেন আর কয়েনের মাঝে পার্থক্য কি?NFT কি? আমরা কয়জন জানি যে ব্লকচেইনের ব্যবহার কি?কয়জন জানি যে মেটাভার্স টোকেন আর কয়েন কি?এগুলোর ব্যবহার কোথায়? এগুলো দিয়ে কি করে?কোন কিছু জেনে না বুঝে হুজুগে বাংগালীর মত যখন কোন কয়েন হাইপ তোলে বাকী জীবন এটা নিয়া পরে থাকি।যখন ফেসবুক তার ব্রান্ড নেইম পরিবর্তন করে মেটা রাখে তখন মেটাভার্স কয়েন গুলো দাম বেড়ে যায় যেমন,Mana,sand,Enjin,Axs. এখন বাংগালী এগুলো নিয়েয় পড়ে আছে।এইতো কয়েকদিন আগে solna, avax, gala ,fantom, shiba এই কয়েন গুলোর দাম বেড়ে গেছিল এখনো আমরা এগুলো নিয়া আশাবাদী। এগুলো দাম বাড়ার আগে কয়জন এই কয়েন গুলো চিনতেন বলেন তো? কয়জন এগুলো নিয়ে ইউটিউব এ ভিডিও দিছে?যখন একটা কয়েনের মেজর কোন নেটওয়ার্কের ডেভেলপমেন্ট হয় অথবা ইউটিলিটি হয় তখন কয়েনের দাম বাড়ে।আমাদের প্রথমে খুজে বের করতে হবে যে কোন কয়েনগুলোর নেটওয়ার্ক ব্লকচেইন ডেভেলপ হয় নাই বা এখনো ইউটিলিটি হয় নাই কিন্তু ওদের রোডম্যাপ এ অদূর ভবিষ্যতে তারা এগুলোর বাস্তবায়ন করবে, এমন কয়েনগুলোর মাঝে বিনিয়োগ করতে হবে। আর আপনি যদি ক্রিপ্টো তে বিনিয়োগ করেন অবশ্যই binance এড হয় নাই বাট ভবিষ্যতে এড হবে এমন কোন কয়েনে বিনিয়োগ করবেন। binance এ যে কয়েনগুলো এড হয় এগুলো অলরেডি established. যেমন অনেকে ada তে বিনিয়োগ করে আশা করতেছে ada 20 ডলারে যাবে। ada 20 ডলার হলে ada এর মার্কেটকেপ হবে 650 বিলিয়ন আর যেখানে bitcoin এর মার্কেটকেপ হল ৭৮০ বিলিয়ন। আবার কেউ shiba তে বিনিয়োগ করে ভাবতেছে shiba 1 cent হবে, তারা কি আসলে মার্কেটকেপ কি এটা বুজে? এপর্যন্ত টোটাল ১৭০০০ কয়েন তৈরি হয়েছে যেগুলোর টোটাল ১.৯৫ ট্রিলিয়ন মার্কেটকেপ। এর মাজে bitcoin এর মার্কেটকেপ ৭৮০ বিলিয়ন অর্থাৎ ৪০.২%। shiba 1 cent হলে টোটাল মার্কেটকেপ যত আছে তার চেয়ে বেশি মার্কেটকেপ হবে shiba এর মার্কেটকেপ। আমাদের বিনিয়োগ করতে হলে এমন কিছু কয়েনে বিনিয়োগ করতে হবে যেগুলোর মার্কেটকেপ ৫০ মিলিয়নের নিছে কিন্তু ওদের রোডম্যাপ অনেক ভাল।এবং কয়েনগুলো অবশ্যই ডেভেলপিং স্টেইজে থাকতে হবে।তাহলে অদূর ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কেটকেপ হলেয় ২০x রিটার্ন পাওয়া যাবে। আর ৫ বিলিয়ন মার্কেটকেপ হলে ১০০x রিটার্ন পাওয়া যাবে।তাই বলতেছি ভাই ইউটিউব এজোকেটেড হয়ে শুধু শুধু হাইপড কয়েনে বিনিয়োগ করিয়েন না। আগে নিজে শিখেন,বুজেন, জানেন তারপর ক্রিপ্টোতে ইনভেস্ট করেন।টাকা গুলো আপনার তাই ডিসিশন টা ও আপনি নেন।দুই চারটা ইউটিউবে ভিডিও দেখে কোন কয়েনে ইনভেস্ট করিয়েন না।

Want your business to be the top-listed Business in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chittagong
4000

Other Currency Exchanges in Chittagong (show all)
Skrill : Buy-Sell Skrill : Buy-Sell
1 No Rail Gate, C/O/Alam Fakihrar Bari, P. O./Madan Hat, Vill/Fatehpur, P/S. Hathazari, Bangladesh/4330
Chittagong

Trusted websites for buying and selling e-currency such as Perfect Money, Web Money, Skrill, Neteller, Advcash, Payeer, Astropay, PayPal, Payoneer, USDT, Bitcoin, Litecoin, Dogecoi...

Pi Network Bangladesh Pi Network Bangladesh
Chittagong, 4203

http://pi-network-bangladesh.business.site/

Paharika Money Exchange Paharika Money Exchange
170, Hazari Lane, Harding Market
Chittagong, 4204

We deal with all kinds of foreign currency, Foreign currency Endorsement, Foreign currency conversion. Pls contact 031-634964 | 01318-882873.

Usd Buy & Sell Bangladesh Usd Buy & Sell Bangladesh
CHOTTOGRAM
Chittagong

� Well � Come � RECEIVED : ️Skrill�Neteller� Pyonner�Online All Internet Banking?

BuleBird Dollar Buy Sell BD BuleBird Dollar Buy Sell BD
Chawkbazar
Chittagong, 4203

Trusted Dollar Buy Sell Bangladesh

WebMoney : USD Buy-Sell WebMoney : USD Buy-Sell
1 No Rail Gate, C/O/Alam Fakihrar Bari, P. O./Madan Hat, Vill/Fatehpur, P/S. Hathazari, Bangladesh/
Chittagong, 4330

Trusted websites for buying and selling e-currency such as Perfect Money, Web Money, Skrill, Neteller, Advcash, Payeer, Astropay, PayPal, Payoneer, USDT, Bitcoin, Litecoin, Dogecoi...

Safepaydollar.com Safepaydollar.com
Chittagong

SafePayDollar এর নতুন সাইটে পূর্বের আইডি দিয়ে লগিণ করুন। সাইট লিংকে : https://safepaydollar.net

AdvCash : USD Buy-Sell AdvCash : USD Buy-Sell
1 No Rail Gate, C/O/Alam Fakihrar Bari, P. O./Madan Hat, Vill/Fatehpur, P/S. Hathazari, Bangladesh/4330
Chittagong

Trusted websites for buying and selling e-currency such as Perfect Money, Web Money, Skrill, Neteller, Advcash, Payeer, Astropay, PayPal, Payoneer, USDT, Bitcoin, Litecoin, Dogecoi...

Payeer : USD Buy-Sell Payeer : USD Buy-Sell
Fatehpur, MadanHat, Hathazari
Chittagong, 4330

Trusted websites for buying and selling e-currency such as Perfect Money, Web Money, Skrill, Neteller, Advcash, Payeer, Astropay, PayPal, Payoneer, USDT, Bitcoin, Litecoin, Dogecoi...

1XBET AGENT STORE 1XBET AGENT STORE
Chittagong

100% Trusted page লেনদেন এ প্রমানিত হবে আমরা কতট?

Neteller : Buy-Sell Neteller : Buy-Sell
1 No Rail Gate, C/O/Alam Fakihrar Bari, P. O./Madan Hat, Vill/Fatehpur, P/S. Hathazari, Bangladesh/4330
Chittagong

Trusted websites for buying and selling e-currency such as Perfect Money, Web Money, Skrill, Neteller, Advcash, Payeer, Astropay, PayPal, Payoneer, USDT, Bitcoin, Litecoin, Dogecoi...

Dollar Store BD Dollar Store BD
Chittagong

DOLLER BUY OR SELL EXANGE YOUR DOLLER