Tajnin Creative School

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tajnin Creative School, Design & Fashion, Chittagong.

24/02/2024

কারখানা থেকে লাইভে

23/02/2024

হ্যান্ড পেইন্টের ক্লাসে স্টুডেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সেলাই, মেহেদী, হ্যান্ড পেইন্টের ব্যাচে স্টুডেন্ট নেওয়া হচ্ছে। আগ্রহী আপুরা সীট বুকিং করে ফেলতে পারেন।

23/02/2024

হ্যান্ড পেইন্টের ক্লাস থেকে লাইভে আজকে গোলাপ ফুল আঁকবো।

23/02/2024

গতকাল স্ক্রিন প্রিন্টের ক্লাস থেকে।

Photos from Tajnin Creative School's post 22/02/2024

Lutfun Nessa আপু চকরিয়া থেকে এসে কাজ শিখেছিলেন। কাজ শেখার পর বসে থাকেন নাই সব সময় ই ইউনিক কাজ করার চেষ্টা করেন।আর চট্টগ্রাম আসলেই আমার সাথে দেখা করেন।আপুর আন্তরিকতার কথা বলে শেষ করতে পারবো না। তবে আমি বরাবর বেশ সন্তুষ্ট আপুর অসাধারণ কাজ গুলো দেখে।বেবি আইটেম গুলো অনেক কিউট আর ইউনিক।
সামনে ঈদ আপনারা চাইলে আপুর পেইজ থেকে বেবিদের ড্রেস কাস্টমাইজড করিয়ে নিতে পারবেন।
অনেক দোয়া ও শুভকামনা রইল আপু ❤️❤️❤️

22/02/2024

ঈদের কাজ চলছে

19/02/2024

স্টুডেন্ট রিভিউ। আলহামদুলিল্লাহ।
গ্লাস পেইন্টের ক্লাস করে আপুরা বেশ সন্তুষ্ট। আমাদের সব গুলো ব্যাচে স্টুডেন্ট নেওয়া হচ্ছে। আগ্রহী আপুরা সীট বুকিং করে ফেলতে পারেন।

16/02/2024

পদ্ম ফুল প্রক্টিস করছে স্টুডেন্টরা।

Photos from Tajnin Creative School's post 15/02/2024

😱😱ফ্রি.......... ফ্রি.......... ফ্রি.......... 😱😱😱

বর্তমান সময়ের অনেক অনেক জনপ্রিয় এবং বহুল চাহিদা সম্পন্ন একটা কোর্স গ্লাস পেইন্ট।

গ্লাস পেইন্টের কোর্স করলেই এম্বুস কোর্স ফ্রি দিচ্ছি।এই সুযোগ সীমিত সময়ের জন্য।

আগামী শুক্রবার, শনিবার ও সোমবার বিকেল সাড়ে তিন টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মোট ৩ দিন গ্লাস পেইন্টের ক্লাস হবে।

💟তিন দিনের কোর্স

💟কোর্স ফি -১,০০০ টাকা।

অনলাইনে এবং অফলাইনে ২ ভাবেই শিখতে পারবেন।

*আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ৫১০/- টাকা (অফেরতযোগ্য) নগদ/বিকাশে সেন্ড মানি করে এসএমএসের মাধ্যমে স্টুডেন্টের নাম, কোর্সের বিষয় এবং ফোন নাম্বার জানাতে হবে।বাকি টাকা ক্লাসের দিন সরাসরি দিতে হবে।

*গ্লাস পেইন্টিং এর প্রয়োজনীয় উপকরণের পরিচিতি, দাম সম্পর্কে ধারণা এবং কোথায় পাওয়া যাবে তার উপর ধারণা দেয়া হবে।

💟গ্লাসে আঁকার কৌশল।

💟রঙ করার কৌশল।

💟কমপ্লিট প্রোডাক্ট তৈরি।

💟গ্লাস পেইন্টিং এর বিভিন্ন খুঁটিনাটি টিপস।

💟ছাপ দিয়ে আঁকার কৌশল (যারা ফ্রি হ্যান্ড আঁকতে জানেন না তাদের জন্য)

💟প্রোডাক্ট কোয়ালিটি

💟বাজারজাতকরণ
আমাদের ঠিকানা -
জি. ই. সি মোড় চট্টগ্রাম।
সেন্ট্রাল প্লাজার পাশের গলি দিয়ে ঢুকে যাবেন।
ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনে বিল্ডিং এর ৫ তলায়
ফোন নাম্বার - 01890436466

12/02/2024
11/02/2024

Nishe Bakul আপু আমার কাছে উনার ২ মেয়ে কে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিলেন।এখন মেয়েদের পাশাপাশি আপু নিজেও আমার কাছ থেকে অনেক গুলো কোর্স করছেন।কি পরিমাণ প্রানবন্ত একজন মানুষ বলে বোঝতে পারবো না। আপু স্কুল শিক্ষিকা অনেক অভিভাবকদের সাথে সুসম্পর্ক আপুর।তাই আপু আমাকে উৎসাহিত তো করেনই আবার অনেক স্টুডেন্ট নিয়ে আসেন। এবং আমার ভালো ই প্রচার করেন। এই ধরনের পজেটিভ কিছু মানুষ আছেন বলেই Tajnin Creative School এগিয়ে যেতে পারছে।ধন্যবাদ প্রিয় আপু। সব সময় ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️
গতকাল ক্লাসের ফাঁকে ভিডিও করে পাঠিয়ে দিল।

Photos from Tajnin Creative School's post 10/02/2024

শুরু হতে যাচ্ছে অফলাইনে ও অনলাইনে টেইলরিং (কাটিং ও সেলাই) প্রশিক্ষন।

👉👉বিকেলের ব্যাচ চলবে তিন টা থেকে সাড়ে চার টা পর্যন্ত।চাকরি জীবী আপুদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা আছে।

একেবারেই নতুন অর্থাৎ যাদের কাটিং ও সেলাই এর বিষয়ে কোন ধারণা নেই, বা অল্প কিছু জানেন তাদের জন্য এই প্রশিক্ষণ।
👗‍(শুধুমাত্র লেডিস আইটেইম শেখানো হবে👩‍🦰)

✂️টেইলরিং কোর্সটিতে যা যা শেখানো হবে 👇
১.মেজারমেন্ট নেয়ার পদ্ধতি।
-বডি থেকে মেজারমেন্ট নেয়া।
-জামা থেকে মেজারমেন্ট নেয়া।
২.মেজারমেন্ট চার্ট রেডি করার পদ্ধতি।
৩. প্রয়োজনীয় উপকরণ ও মেশিন পরিচিতি এবং ব্যবহার পদ্ধতি।
৪.সেলাই মেশিন ব্যবহার করে সেলাই করার সহজ পদ্ধতি ও এ সংক্রান্ত প্রয়োজনীয় খুটিনাটি টিপস।

🧷কর্মশালার বিস্তারিতঃ--
১)কামিজ

২/সালোয়ার

৩/বেবি ফ্রক

৪/নামাজের হিজাব

৫/ছয় কাটের পেটিকোট

৬/বাচ্চাদের নিমা

৭/ছয় কাটের কামিজ

৮/ব্লাউজ

৯ /কাফতান

১০/স্কার্ট

১১/লেহেঙ্গা

১২/সারারা

১৩/নাইরা কাট ড্রেস

১৪/প্লাজো

১৫/ইজার প্যান্ট

১৬/গোল পেটিকোট

১৭/গাউন

১৮/ধুতি পাজামা

১৯/ফতুয়া

২০/কুচি ফ্রক

(আপগানি সালোয়ার, আবায়া,পাকিস্তানি সালোয়ার,ফিতা মেসকি,চুরি ধারি পাজামা)

সাথে ৩টা ফ্রি ক্লাসসহ প্রায় ২৫ টা আইটেম শেখানো হবে।

খুব ভালো করে কাজ শেখানোর কারণে ইতিমধ্যে অনেকের প্রশংসা পেয়েছে আমার প্রতিষ্ঠান। স্টুডেন্ট ১০০% শিখতে না পারলে তাকে আবার পরবর্তী ব্যাচে ক্লাস করার সুযোগ দেওয়া হয়।

ফি সহ বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।।
সিট বুকিং করার জন্য ৫০০ টাকা এডভান্স করতে হবে। বাকি টাকা প্রথম ক্লাসে দিতে হবে।
প্লিজ ইনবক্সে কেউ দরদাম করবেন না 🙏🙏
👉👉আমাদের ব্লক,বাটিক,গহনা,ক্লে,গ্লাস পেইন্ট,লিপ্পান,মেহেদী, রান্না, কোরআান শেখানো হতে আর্ট সহ আরও অনেক গুলো কোর্স আছে। সব গুলো কোর্সে স্টুডেন্ট নেওয়া হচ্ছে।

আমাদের অফিসের ঠিকানা-
জি.সি মোড় ওয়েল ফুডের অপজিট গলি নূরবাগ আবাসিক সোসাইটি। ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনের বিল্ডিং।
৫ তলায়।

Photos from Tajnin Creative School's post 09/02/2024

শুরু হতে যাচ্ছে অফলাইনে ও অনলাইনে টেইলরিং (কাটিং ও সেলাই) প্রশিক্ষন।

👉👉বিকেলের ব্যাচ চলবে তিন টা থেকে সাড়ে চার টা পর্যন্ত।চাকরি জীব আপুদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা আছে।

একেবারেই নতুন অর্থাৎ যাদের কাটিং ও সেলাই এর বিষয়ে কোন ধারণা নেই, বা অল্প কিছু জানেন তাদের জন্য এই প্রশিক্ষণ।
👗‍(শুধুমাত্র লেডিস আইটেইম শেখানো হবে👩‍🦰)

✂️টেইলরিং কোর্সটিতে যা যা শেখানো হবে 👇
১.মেজারমেন্ট নেয়ার পদ্ধতি।
-বডি থেকে মেজারমেন্ট নেয়া।
-জামা থেকে মেজারমেন্ট নেয়া।
২.মেজারমেন্ট চার্ট রেডি করার পদ্ধতি।
৩. প্রয়োজনীয় উপকরণ ও মেশিন পরিচিতি এবং ব্যবহার পদ্ধতি।
৪.সেলাই মেশিন ব্যবহার করে সেলাই করার সহজ পদ্ধতি ও এ সংক্রান্ত প্রয়োজনীয় খুটিনাটি টিপস।

🧷কর্মশালার বিস্তারিতঃ--
১)কামিজ

২/সালোয়ার,প্লাজো,প্যাণ্ট সালোয়ার👖

৩/বেবি ফ্রক

৪/নামাজের হিজাব

৫/ছয় কাটের পেটিকোট

৬/বাচ্চাদের নিমা

৭/ছয় কাটের কামিজ

৮/ব্লাউজ

৯ /কাফতান

১০/স্কার্ট

১১/লেহেঙ্গা

১২/সারারা

১৩/নাইরা কাট ড্রেস

সহ প্রায় ২০ টা আইটেম শেখানো হবে।

খুব ভালো করে কাজ শেখানোর কারণে ইতিমধ্যে অনেকের প্রশংসা পেয়েছে আমার প্রতিষ্ঠান। স্টুডেন্ট ১০০% শিখতে না পারলে তাকে আবার পরবর্তী ব্যাচে ক্লাস করার সুযোগ দেওয়া হয়।

ফি সহ বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।।
সিট বুকিং করার জন্য ৫০০ টাকা এডভান্স করতে হবে। বাকি টাকা প্রথম ক্লাসে দিতে হবে।
প্লিজ ইনবক্সে কেউ দরদাম করবেন না 🙏🙏
👉👉আমাদের ব্লক,বাটিক,গহনা,ক্লে,গ্লাস পেইন্ট,লিপ্পান আর্ট সহ আরও অনেক গুলো কোর্স আছে। সব গুলো কোর্সে স্টুডেন্ট নেওয়া হচ্ছে।

আমাদের অফিসের ঠিকানা-
জি.সি মোড় ওয়েল ফুডের অপজিট গলি নূরবাগ আবাসিক সোসাইটি। ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনের বিল্ডিং।
৫ তলায়।

09/02/2024

স্টুডেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ নাহিদা আপু এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য ❤️❤️❤️

Photos from Tajnin Creative School's post 06/02/2024

❤️❤️প্রশিক্ষণ.... প্রশিক্ষণ...প্রশিক্ষণ ❤️❤️

চট্টগ্রামে আগামী ২০ / ২/২০২৪ বিকেল ৪ টাই শুরু হতে যাচ্ছে ব্লকের নতুন ব্যাচ। অনলাইন এবং অফলাইনে শেখানো হবে।
যা যা শিখতে পারবেনঃ
✴️ক্যামিকেল পরিচিতি
✴️ ডাইস, ক্যামিকেল এর পাইকারি বাজার ঠিকানা
✴️ প্রয়োজনীয় উপকরণ বিস্তারিত
✴️ ডাইস সংরক্ষণ এবং পরিচর্যা
✴️ কাপড় প্রস্তুতকরণ + কাপড়ের ধরন + ব্লকের কাপড় সংরক্ষণ + পরিচর্যা
✴️ নিউটেক্স পদ্ধতিতে ক্যামিকেল তৈরি
✴️ নিউটেক্স পদ্ধতিতে ব্লক
✴️ এক কালার থেকে একাধিক কালার তৈরি
✴️ হোয়াইট পেস্ট পদ্ধতিতে ক্যামিকেল তৈরি
✴️ হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লক
✴️ অতিরিক্ত রঙ সংরক্ষণ পদ্ধতি
✴️ জলছাপ পদ্ধতি বিস্তারিত
✴️ আফসান বিস্তারিত
✴️ব্যবসার জন্য থ্রিপিস এর মাপ নির্ণয় পদ্ধতি
✴️ ব্লকের শাড়ি মাপ
✴️কুশন কভার + চাদর + পর্দার মাপ সহ ব্লকের ধারণা।

১ মাসের কোর্স, ১০ টা ক্লাস পাবেন। সপ্তাহে ২ দিন ক্লাস হবে।
আমাদের ঠিকানা।
👉👉 সীট বুকিং করার আগে পেইজের রিভিউ গুলো দেখে নিবেন।

জি. ই.সি মোড়ে সেন্ট্রাল প্লাজার পাশে নূর বাগ আবাসিক সোসাইটি দিয়ে সামনে যাবেন। ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনের বিল্ডিং এর ৫ তলায়।

Photos from Tajnin Creative School's post 06/02/2024

প্রশিক্ষণ... প্রশিক্ষণ.. প্রশিক্ষণ......
চট্টগ্রামে এই প্রথম আমরাই এনেছি মেহেদী কোর্স এবং মেহেদী বানানোর ক্লাস। মেহেদী বানানো শেখানো হবে এই কোর্সে।যারা আগ্রহী সীট বুকিং করে ফেলতে পারেন।

ব্রাইডাল মেহেদী এবং মেহেদী মেকিং কোর্সঃ- ( যারা বেসিকটা ভালো জানেন কোনো প্রকার সমস্যা নেই তারা এই কোর্স করতে পারবেন সহজ হয়ে যাবে)

১) ফ্লাওয়ার ভেরিয়েশন
২) বোর্ডার ডিজাইন
৩) গ্রিড
৪) লিফ ভেরিয়েশন ব্রাইডাল ডিজাইন।
৫) মান্ডেলা। ইত্যাদি।

প্রথমত এই ডিজাইন গুলা ভালোভাবে আয়ত্ত করার পর,হ্যান্ড স্কেচ এবং ফিংগার স্কেচে প্র‍্যাক্টিস করতে হবে। এবং নিজের মতো করে ডিজাইন করে দেখাতে হবে। অবশ্যই এক্সাম নেওয়া হবে।আগামী সপ্তাহে আমাদের কপ্ররস

এরপরের স্টেপ মেহেদী মেকিংঃ-

মেহেদী কিভাবে বানাতে হয়,কতটুকু পরিমাণ উপকরণ দিতে হবে,কিভাবে সংরক্ষণ করে রাখবে হবে এবং কিছু টিপসও দেওয়া হবে। থিউরি ক্লাস হবে সবশেষে।

টোটালঃ ১২ টা ক্লাস।

আমাদের ঠিকানা -জি ই সি মোড়ে সেন্ট্রাল প্লাজার পাশের গলি নূর বাগ আবাসিক সোসাইটি দিয়ে ঢুকে যাবেন।ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপজিট বিল্ডিং এর ৫ তলায়।

Photos from Tajnin Creative School's post 06/02/2024

প্রশিক্ষণ... প্রশিক্ষণ প্রশিক্ষণ চট্টগ্রামে এই প্রথম.......... অনলাইনে এবং অফলাইনে শুরু হতে যাচ্ছে মেহেদী কোর্স।

চাকরি জীবী আপুদের জন্য শুক্রবার ও শনিবারে আমরা মেহেদী কোর্সের ব্যবস্থা করেছি।
ঈদের আগে মেহেদী কোর্স করে নিজে এবং নিজের পরিবারের সবাই কে মেহেদী দিতে পারবেন। ইনশাআল্লাহ বিভিন্ন পার্লারেও কাজ করতে পারবেন এখানে কোর্স করে।
মেহেদী বেসিক টু এডভান্স কোর্সঃ- (যারা একদমই মেহেদী লাগাতে জানেন না বা অনেকে মেহেদী লাগাতে জানেন কিছুটা কিন্তু আরও পারফেক্টলি হাতের কাজ নিখুঁত করতে চান তাদের জন্য বেসিক টু এডভান্স কোর্সটি প্রযোজ্য)সীট সংখ্যা মাএ -৬ টি।
বিকেল সাড়ে তিন টা থেকে ক্লাস শুরু হবে। আগামী সপ্তাহে ক্লাস শুরু হবে। আগ্রহী আপুরা দ্রুত সীট বুকিং করে ফেলতে পারেন।

ডিজাইন:
১) লাইন ডিজাইন
২) ফ্লাওয়ার ডিজাইন
৩) স্পাইরাল
৪) লিফ
৫) ডট
৬) হাম্প
৭) ড্রপ

ডিজাইন গুলো ভালোভাবে আয়ত্ত করার পর, এই ডিজাইন দিয়ে বিভিন্ন ভেরিয়েশনের ডিজাইন কিভাবে করতে হয় তা দেখানো হবে। এরপরের স্টেপে হ্যান্স স্কেচ করে সেই স্কেচের উপর শিখানো প্রত্যেকটা ডিজাইন থেকে ডিজাইন নিয়ে নিজের মতো করে ডিজাইন করে দেখাতে হবে।
এবং অবশ্যই কিছু টিপসও থাকবে।

টোটাল ক্লাসঃ- ১০ টা
আমাদের ঠিকানা - চট্টগ্রাম জি. ই.সি মোড়ে সেন্ট্রাল প্লাজার পাশের গলি নূর বাগ আবাসিক সোসাইটি। ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনের বিল্ডিং এর পাঁচ তলায়।

Photos from Tajnin Creative School's post 06/02/2024

প্রশিক্ষণ....... প্রশিক্ষণ... প্রশিক্ষণ
শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে এই প্রথম মেহেদী কোর্স।শনিবার ১৬ ই ডিসেম্বর থাকার কারণে অনেক আপু রিকুয়েষ্ট করেছেন সময় পেছানোর জন্য। তাই আগামী বুধবার বিকেল ৪ টাই অনলাইনে এবং অফলাইনে শুরু হবে এই কোর্স।যারা আগ্রহী ৫০০ টাকা দিয়ে সীট বুকিং করে বাকি টাকা ক্লাসে দিলে হবে। শুধু মেহেদীর ডিজাইন শেখানো হবে না। একেবারে মেহেদী বানানো, কোন বানানো শেখানো হবে। যা যা শেখানো হবে -
প্রথমত,,,ডিজাইনগুলো হচ্ছে
১) লাইন ডিজাইন
২) ফ্লাওয়ার ডিজাইন
৩) সার্কেল ডিজাইন
৪) ডট
৫) লিফস
৬) হাম্প

দ্বিতীয়ত,,,

এই ডিজাইন গুলা আয়ত্ত করার পর, এই ডিজাইনগুলা দিয়ে বিভিন্ন ভেরিয়েশনের ডিজাইন কিভাবে করতে হয় তা দেখানো হবে।এই সকল ভেরিয়েশন গুলা জানার পর নেক্সট স্টেপে যেতে হবে।

তৃতীয়ত,,,

হ্যান্ড স্কেচ করে সেই স্কেচের উপর শিখানো প্রত্যেকটা ডিজাইন থেকে ডিজাইন নিয়ে নিজের মতো করে ডিজাইন করে দেখাতে হবে।

চতুর্থত,,,,

মেহেদী বানাতে কি কি ইনগ্রিডিয়েন্ট দরকার সেগুলা দেখানো হবে + মেহেদী বানানো দেখানো হবে ( কালরণ মেহেদী বানিয়ে ৬-৮/২৪ ঘন্টা মিক্সড করে রেখে দিতে হয়)।

পঞ্চমত,,,

কোণ বানানো শিখানো হবে, মেহেদি মিক্সার কিভাবে কোণে নিতে হয় তার প্রসেসিং দেখানো হবে।

লাস্ট.......এক্সাম

প্রত্যেকে নিজেরা নিজেদের হাতে মেহেদি দিয়ে দিবে।নিজেদের কাজের নিখুঁতভাব নিজেরাই শনাক্ত করবে তখন

টোটাল -১২ টি ক্লাস হবে।দেড় মাসের কোর্স আমাদের উদ্দেশ্যে যেন এই কাজ টা শিখেই কোন স্টুডেন্ট কিছু করতে পারেন।তাই A-Z শেখানো হবে।
সপ্তাহে ২ টা ক্লাস পাবেন। শনিবার এবং বুধবার বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত।
আমাদের ঠিকানা -
জি. ই. সি মোড়ে সেন্ট্রাল প্লাজার পাশের গলি নূর বাগ আবাসিক সোসাইটি দিয়ে ঢুকে যাবেন।
ক্রিয়েটিভ নার্সিং কলেজের সামনের বিল্ডিং এর ৫ তলায়।

01/02/2024

স্টুডেন্টরা আজকে জলছাপ প্রেক্টিস করছে

Want your business to be the top-listed Clothing Store in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কারখানা থেকে লাইভে
হ্যান্ড পেইন্টের ক্লাসে স্টুডেন্ট রিভিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সেলাই, মেহেদী, হ্যান্ড পেইন্টের ব্যাচে স্ট...
হ্যান্ড পেইন্টের ক্লাস থেকে লাইভে আজকে গোলাপ ফুল আঁকবো।
গতকাল স্ক্রিন প্রিন্টের ক্লাস থেকে।
ঈদের কাজ চলছে
কারখানা থেকে লাইভে
স্টুডেন্ট রিভিউ। আলহামদুলিল্লাহ। গ্লাস পেইন্টের ক্লাস করে আপুরা বেশ সন্তুষ্ট। আমাদের সব গুলো ব্যাচে স্টুডেন্ট নেওয়া হচ্ছ...
পদ্ম ফুল প্রক্টিস করছে স্টুডেন্টরা।

Category

Telephone

Website

Address

Chittagong
4000

Other Design & Fashion in Chittagong (show all)
ZU. FUHAD ZU. FUHAD
Ctg
Chittagong, 4000

T OROLY T OROLY
Oxyzen Road
Chittagong

T OROLY is a multi store of shoes,t-shirts, sneakers,bags and all.We works with different kinds of w

Retro Hub Retro Hub
Chittagong, 4000

We tend to provide our customers with some unique and good quality clothing fashion keeping up with the trendy apparels.

Latest Trendz 01 Latest Trendz 01
LT Warehouse : Jamalkhan Beside Birchottola And Chattametro Er Majhkhaner Goli
Chittagong

Apparel for both Men and Women.

Mehndi Delight By Mim Mehndi Delight By Mim
Chittagong

It's all about my own Mehedi Art. Party, wedding, receptions, all kinds of service we provided.And I take orders for various paintings item.

Nisha exclusive Nisha exclusive
Agrabad Chattagram
Chittagong

Mayer Aachol Fashion Mayer Aachol Fashion
আকবরশাহ্, চট্টগ্রাম
Chittagong

Welcome - Mayer Acol Fashion

Purple Hub Purple Hub
Nasirabad H/S, Road No. 3, House No. 6
Chittagong, 4203

Our aim is to provide you top graded premium quality outfit following the latest trend within your budget.

Gents Fashion Gents Fashion
Lalkhanbazar
Chittagong, 4000

Welcome to my "Gents Fashion" page. You can find your best choice able dress here with low cost.

Shrmin's Crafts Shrmin's Crafts
Chandgaon
Chittagong

Available here - Attractive, Beautiful Designed Nokshi Katha (নকশী কাঁথা) for babi

Faroa Fashion Corner Faroa Fashion Corner
Gec Cercale, Central Plaza, Shop No #23
Chittagong, 4000

We sell the 100% highest quality products. Only our clothing store is the best as a trusted . we sale all kind of ready made garments. Feel comfortable buying products from our sho...