Story of Asma
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Story of Asma, Chittagong.
হুম জিতবা 😇
আমিই কি একমাত্র ব্যক্তি,
যে কোনো বছরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করিনি 🤔
এতো অলস আর কনফিউজড কেনো আমি!!🙂
একবার ভেবেছিলাম মেক আপ আর্টিস্ট হবো কিন্ত ভাবনায় রয়ে গেলো।🤐
আরেকবার ভাবলাম বিজনেস ওমেন হবো তাও ভাবনাতেই সীমাবদ্ধ। 🤐
এইরকম আমি যা করবো ভাবি তা আমার পরে ভেবেই অনেকে সফল হয়ে গেছে। কিন্ত আমার আর করা হয়না। 🥲
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সি এন্ড বি স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানের কিছু স্মৃতি - ২০২৩
সি এন্ড বি স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে ব্যারিস্টার নওফেল এর বক্তব্য😇
📍চকবাজারের কেনাকাটার মুহুর্ত
Matching Touch
আয়াত স্টোর
যৌবন কালের একটি সিজদাহ্!
বৃদ্ধ বয়সের ৮০ বছরের
ইবাদতের সমান।
এইরকম মিক্স সালাদ কার কার পছন্দ???
আমার তো অনেক অনেক অনেক পছন্দ😋😋😋
নে'ক'ড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিং'হে'র পরিবর্তে নে'ক'ড়ে'দের সাথে তুলনা করে। নে'ক'ড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপস করে না এবং কারো দাস হয় না, তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়, তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না। নে'ক'ড়ে কখনও মৃ'ত'কে খায় না, বা নে'ক'ড়ে মাহরাম (মা, বোন) এর দিকে তাকায় না, অর্থাৎ নে'ক'ড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না। নে'ক'ড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারও সাথে তার সম্পর্ক নেই। একইভাবে, বিশ্বাসী (অর্থাৎ, তার স্ত্রী) একইভাবে নে'কড়ে'র প্রতি অনুগত। নে'ক'ড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা-মা একই থাকে ৷ যদি দম্পতির মধ্যে একজন মা'রা যায়, অন্যজন অন্তত তিন মাস মৃ'ত্যু'র জায়গায় দাঁড়িয়ে থাকে। নে'ক'ড়ে'কে আরবীতে "ইবনে আল-বার" বলা হয়, যার অর্থ "ভাল ছেলে" কারণ তার বাবা-মা বৃ'দ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। সেজন্য, তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিং'হে'র পরিবর্তে নে'ক'ড়ে'দের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে "সিং'হে'র মতো র'ক্ত'পি'পাসু সন্তান হওয়ার চেয়ে নে'ক'ড়ের মতো কর্ত'ব্য'প'রা'য়ন শা'বক হওয়া ভাল।"
সংগৃহীত!
📍 Khana Ghat
"সংসার" এর ইংরেজী প্রতিশব্দ কী? আমি নিজেও জানতাম না। google এ সার্চ দিয়ে দেখেছিলাম family. খুব একটা মনঃপুত লাগেনি। আরেক জায়গায় দেখলাম sharing life. এটা ভালো লাগলো। কিন্তু "অপুর সংসার" এর english title দেখলাম " world of Apu ". এই translation টা বেস্ট লাগলো। কারন লিটারেলি সংসার মানে world. যতক্ষন না সংসারটাকে নিজের পুরো দুনিয়া বানাতে পারছেন, ততক্ষন কিছু একটা অপূর্ণ রয়ে যাচ্ছে।
শুধুমাত্র good looks, high profile career, property যে well settled life দিতে পারে না তা আজকাল অহরহ দেখা যায়! সংসার টিকিয়ে রাখতে প্রচুর পরিমান ভালোবাসা, বিশ্বাস,সম্মান এর সাথে নীতিবোধ,ত্যাগ, সঠিক শিক্ষা আর অসীম ধৈর্য্য লাগে।
লাখ টাকার শাড়ি পড়া হয় খুব জোর দু'চারটে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পড়ার জন্য মানুষ দিনশেষে কোন সাত আটশো টাকার সুতির শাড়ীকেই বেছে নেয়।
লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে।
ব্যাপারটা আসলে 'দামী জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে হয়ে যাবে' এরকম কিছু না। ব্যাপারটা আসলে কমফোর্টেবল এর।
গ্ল্যামার আর সৌন্দর্য কিছু মুহুর্তের সুখ এনে দিতে পারে, সারাজীবনের না। সারাজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়।
Biriyani is emotion 😇
আমি একদম চা প্রেমি না ☕
মুড়িও তেমন পছন্দ না🤷♀️
কিন্ত চায়ের সাথে মুড়ি একটা অসাধারণ কম্বিনেশন 👌
♦️এক বিলিয়নিয়ার কে প্রশ্ন করা হয়েছিলো,
"কীভাবে আপনি এতো সফল?"❓
✅তিনি অসাধারণ উত্তর দিলেন, 👌
➡️"অন্য মেয়েদের কথা ভুলে যাও এবং এক মহিলার প্রতি মনোনিবেশ করো, সে আপনাকে সবকিছু অর্জনে সহায়তা করবে।"⬅️
শাকিব খানের লাইফ স্টোরির মতোই জাওয়ান মুভি!
The Sky Lounge & Restaurant
A person trying to work hard to live a better life 🫥
Le random relatives 🙃
🎈Oni's First Birthday Party 🎈🎁🎂
স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!
এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। আবার স্ত্রীর পছন্দ স্কুটি। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। একটা স্কুটি নাহয় কিনলেন দুজনে মিলে!
স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই নাহয় একটু এ্যাডজাস্ট করলেন। সমুদ্রই নাহয় দেখতে গেলেন দুজনে মিলে!
স্বামীর ইচ্ছা সাজেকে যাওয়ার। স্ত্রীর ইচ্ছা সেন্ট মার্টিনে। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। সেন্ট মার্টিনেই নাহয় গেলেন দুজন!
স্বামীর পছন্দ চটপটি। স্ত্রীর পছন্দ ফুচকা। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। ফুচকাটিই নাহয় খেলেন দুজন মিলে!
🙂🙂🙂🙂
এরকম একটু একটু এডজাস্ট করলেই কিন্তু অনেক সুখে থাকা যায়!
©সংগৃহীত
কেও চাইলে এটা আমাকে দিতে পারো।🫣
রিজেক্ট করবোনা🤭
Khanapina with Students 👩👩👧
The vlog is coming tomorrow at 10 pm🥰
🤦♀️
R1s selfie stick Wireless Remote with Fill Light 😍
Page: O.R Gadgets& Fashion 🧡
মন ভালো করার মত ওয়েদার💭🫶
হঠাৎ ঘুরাঘুরি 🤷♀️
সুবহানাল্লাহ 🧡
বর্ষার শেষ প্রান্তে চট্টগ্রাম শহরের অবস্থা 😶🌫️
ঐতিহ্যবাহী ৭০ দানার ভাত মানেই কি খিচুড়ি!!!🤔
Click here to claim your Sponsored Listing.