A R Mahabub

This is my personal Page , All friends follow my page ���

24/09/2023
24/09/2023

আল্লাহর সৃষ্টি যতই দেখি, ততই দেখতে মন চায়!

28/07/2022

Red

28/07/2022

Daily photo

23/07/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode

★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

23/07/2022

দেশে নির্মাণ পরিকল্পনা চলছে ৫৬৪মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরঃ
১) কক্সবাজারঃ ১০০ মেগাওয়াট (নির্মাণাধীন)
২) বাগেরহাটঃ ৫০ মেগাওয়াট (নির্মাণাধীন)
৩) চুয়াডাঙ্গাঃ ৫০ মেগাওয়াট (নির্মাণাধীন)
৪) সিরাজগঞ্জঃ ২ মেগাওয়াট (নির্মাণাধীন)
৫) চট্টগ্রাম আনোয়ারাঃ ১০০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
৬) চট্টগ্রাম, পারকির চরঃ ২ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
৭) কক্সবাজার, মাতারবাড়িঃ ১০০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
৮) কক্সবাজার, ইনানীঃ ৫০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
৯) ফেনী, সোনাগাজীঃ ৪০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
১০) চাঁদপুরঃ ৫০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
১১) পটুয়াখালীঃ ১০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)
১২) পায়রাঃ ৫০ মেগাওয়াট (পরিকল্পনাধীন)

Photos from A R Mahabub's post 18/07/2022

কক্সবাজারের খুরুশকূলে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প। ৩১ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পটির কাজ ইতিমধ্যে ৪০ ভাগ শেষ হয়েছে। সমুদ্রপথে চীন থেকে এসে পৌঁছেছে প্রকল্পের সরঞ্জাম। আশা করি আগামী মে থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। জাতীয় গ্রিডে যুক্ত হবে আরো ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া কক্সবাজারের ইনানিতে প্রক্রিয়াধীন আছে ৫০ মেগাওয়াটের আরেকটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

ক্লিন এনার্জির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে এই দুই প্রকল্প বাংলাদেশেকে নতুন পথ দেখাবে।

25/06/2022

আমার দরকার নেই শত হাজার গুলো মর্ডাণ বন্ধু বান্ধব,
চার-পাঁচটা দ্বীনদার বন্ধু আমার যথেষ্ট। যারা দুনিয়ার ও আখেরাতের বরকতের উসিলা হবে।

24/06/2022

Not for everyone

11/01/2022

Love with my Allah 😍💕

04/01/2022

If you are a Muslim✅
Music is not for you ❌

03/01/2022

মজলুম শত্রু হলেও আমি তার পক্ষে,
স্বৈরাচারী আমার হলেও আমি তার বিপক্ষে।

26/03/2021

অনুতাপী হৃদয় মরমী গজল"অনুতাপী"
Singer: Shafin Ahmed
Lyric: Arif Billah
Tune: Shafin Ahmed
Record Label: Tarana Records
Sound Design: Sayed Hasanat
Video Director: Abu Taher
GFX: Abu Taher

15/03/2021

মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায় যে, যাদের কে বিবাহ করা হারাম এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয।

পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।

ছেলেদের জন্য মাহরাম হল ১৪ জন। তারা হলেন,

মায়ের মত ৫ জন সম্পাদনা
মা
খালা
ফুফু
শাশুড়ি
দুধ-মা (যে মা ছোট বেলায় দুধ খাইয়ে ছিলেন)
বোনের মত ৫ জন সম্পাদনা
বোন
দাদি
নানি
নাতনি
দুধ-বোন
মেয়ের মত ৪ জন সম্পাদনা
মেয়ে
ভাই-এর মেয়ে
বোনের মেয়ে
ছেলের বউ

মহিলাদের মাহরাম ১৪ জনঃ

বাবার মত ৫ জন সম্পাদনা
পিতা
চাচা
মামা
শ্বশুর
দুধ-পিতা
ভাই-এর মত ৫ জন সম্পাদনা
ভাই
দাদা
নানা
নাতি
দুধ-ভাই
ছেলের মত ৪ জন সম্পাদনা
ছেলে
ভাই-এর ছেলে
বোনের ছেলে
মেয়ের জামাই

10/03/2021

সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ ( সাঃ ) এর উত্তর ।

১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , অল্পতুষ্টি অবলম্বন কর ; ধনী হয়ে যাবে ।

২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম ( ইসলামী জ্ঞানের অধিকারী ) হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , তাক্বওয়া ( আল্লাহ্ ভীরুতা ) অবলম্বন কর , আলেম হয়ে যাবে ।

৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর ; সম্মানী হয়ে যাবে ।

৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই !
রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , মানুষের উপকার কর ।

৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , যা নিজের জন্য পছন্দ কর ; তা অন্যের জন্যেও পছন্দ কর ।

৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , আল্লাহর উপর ভরসা কর ।

৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , বেশী বেশী আল্লাহকে স্মরণ ( জিকির ) কর ।

৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , সর্বদা অযু অবস্থায় থাকো ।

৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , হারাম খাবার হতে বিরত থাকো ।

১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি ! রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , চরিত্রবান হও ।

১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , জানাবত তথা গােসল ফরজ হওয়ার সাথে সাথে গােসল করে নাও ।

১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , বেশী বেশী ইস্তেগফার ( আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা ) কর ।

১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলােতে থাকতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , জুলুম করা ছেড়ে দাও ।

১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা'য়ালার অনুগ্রহ কামনা করি !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , আল্লাহর বান্দাদের উপর দয়া - অনুগ্রহ কর ।

১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা'য়ালা আমার দোষ - ত্রুটি গােপন রাখবেন !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , অন্যের দোষ - ত্রুটি গােপন রাখ ।

১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , যিনা ( ব্যভিচার ) থেকে বেঁচে থাকো ।

১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল ( সাঃ ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের ( সাঃ ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও ।

১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর ।

১৯. প্রশ্নঃ ইহসান সম্পাদনকারী হতে চাই !
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তােমাকে দেখছেন ।

২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ ! ( সাঃ ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , ক ) কান্না । ( আল্লাহর নিকট , কৃত গুনাহের জন্য ) খ ) বিনয় । গ ) অসুস্থতা ।

২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , দুনিয়ার মুছিবত সমূহ ।

২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , গােপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা ।

২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , দুশ্চরিত্র এবং কৃপণতা ।

২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , সচ্চরিত্র , বিনয় এবং ধৈর্য্য ।

২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি ?
উঃ রাসূলুল্লাহ ( সাঃ ) ইরশাদ করলেন , মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর ।

আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ...।

09/03/2021

খুব অসুস্থ আছি সবাই দোয়া করবেন
যেনো আল্লাহপাক দ্রুত সুস্থ করিয়ে দেন

Photos from A R Mahabub's post 03/12/2020

অসাধারণ একটা দিন ছিল রাঙামাটি জেলায়
O.s. Mahdy

কথা বলুন পছন্দের যেকোন ভাষায় 01/10/2020

ভালোবাসা অবিরাম
https://youtu.be/Vk7tKq6P9Os

কথা বলুন পছন্দের যেকোন ভাষায় CHANNEL 24 (চ্যানেল 24) is a TV Channel of Bangladesh. CHANNEL 24 does not give to any business entity or individual to use these contents. Links: Website: h...

কাট্টলি সমুদ্র সৈকত,ইলিশ-ঘাট,পাহাড়তলী, চট্টগ্রাম!২০১৯ কে বিদায়//o.s. mahdy//The Traveler Chattogram 01/10/2020

কাকতালী সী বিচ
https://youtu.be/bs7K87Ldsoc

কাট্টলি সমুদ্র সৈকত,ইলিশ-ঘাট,পাহাড়তলী, চট্টগ্রাম!২০১৯ কে বিদায়//o.s. mahdy//The Traveler Chattogram কাট্টলি সমুদ্র সৈকত,ইলিশ-ঘাট,পাহাড়তলী, চট্টগ্রাম।২০১৯ কে বিদায়, o.s. mahdy/The Traveler Chattogram ☢🔰💯Follow me social media The Traveler Chattogram :💯🎦🎦🎦 ...

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Chittagong
Chittagong

Other Educational Research in Chittagong (show all)
HABIB's Learning Home HABIB's Learning Home
Chittagong

Knowledge is power

Revive with Islam Revive with Islam
Chittagong

Islam, the only Deen

Ambition Aid Ambition Aid
Anowara College Road
Chittagong, 4376

"Ambition Aid" Coaching Centre, is located in the heart of Anowara. It is very near to College.

জ্যোতির্বিজ্ঞান - Know the unknown world জ্যোতির্বিজ্ঞান - Know the unknown world
Rampura DC Road
Chittagong, 4393

আসসালামু আলাইকুম, মহান আল্লাহর সৃষ্টির রহস্য মহাশূন্য, সৌরজগত এবং পৃথিবীর বৈচিত্রতা জানুন এই পেইজে।

ProgrammingGeek ProgrammingGeek
CEPZ
Chittagong, 4223

Its all about computer programming page that includes multiple programming language. For example C#, Asp.Net, SQL Server, android, VB.Net, HTML, CSS etc...

BISCM-Bangladesh Institute of Supply Chain Management, CTG Office BISCM-Bangladesh Institute of Supply Chain Management, CTG Office
The Zonal Office, Chittagong :, Building Name/“ASHA”, R#01, Lane#02, Plot#03, Flat#1/B, Halishahre H/E, Opposite Of SWAPNO, Qrex Diagnostic Road, , Halishahre, Chittagong
Chittagong, 4225

Since 2010, BISCM is the International Standard Institute, having Government approval from Ministry

The Empirical Society Chittagong The Empirical Society Chittagong
Chittagong
Chittagong

To Connect youth researchers and pair them with each other.

BGC Trust University Mooting Club-BGCTUBMC BGC Trust University Mooting Club-BGCTUBMC
"BGC Biddyanagar" Chandanaish Chattogram
Chittagong, 4382

World's facts AH World's facts AH
Chittagong

The page can be geared towards students , educational, funny and technology

©ommerce ©ommerce
Hazera Toju Degree College, Pataniyagoda, Old Chandgoan Thana, Chottogram
Chittagong

Sajjadul Islam Abed Honours - Finance & banking department National University

Study In Malaysia - Chattogram Study In Malaysia - Chattogram
M. M Tower(8th Floor), 1105, CDA Avenue, East Nasirabad, Beside Sanmar Ocean City, 4100
Chittagong, 4000

Study in Malaysia-Chattogram is a community for students applying to Malaysia for higher studies based in Chattogram, Bangladesh working with Universities all over Malaysia.

Temojin Temojin
Bandar
Chittagong

জা’আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্না?