Dr. Md. Fahim Moon, Chittagong Videos

Videos by Dr. Md. Fahim Moon in Chittagong. ডাঃ মোহাম্মদ ফাহিম মুন মুখ গহবর, দন্ত রোগ বিশেষজ্ঞ ও ডেন্টাল সার্জন

দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় এবং দাঁতের সকল প্রকার আধুনিক ও উন্নত চিকিৎসায় সবসময় পাশে আছে "ডেন্টাল ভিউ" ।
--------------------------------------
Dr. Md. Fahim Moon
ডাঃ মোহাম্মদ ফাহিম মুন
বিডিএস (চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ)
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
মুখ গহবর, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
এডভান্সড এন্ডোডন্টিক্স (রুট ক্যানেল ট্রিটমেন্ট) - (থাইল্যান্ড)
ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি এন্ড স্মাইল ডিজাইন (ইন্ডিয়া)
বিএমডিসি রেজিঃ নং : ৯৫৬৪

🔷 চেম্বার (১) : (আগ্রাবাদ শাখা) :
--------------------------------------------------
১৩৯, সৈয়দিয়া ম্যানশন (২য় তলা), কমার্জ কলেজ রোড, কাটাবট গাছ মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম।
👉 রোগী দেখার সময় : সকাল ১০ টা হতে দুপুর ১ টা।

🔷 চেম্বার (২) : (হালিশহর শাখা) :
শাহজাহান ম্যানশন (নিচ তলা), এইচ.এস রোড, হালিশহর এ-ব্লক, ফইল্যাতলি বাজার, চট্টগ্রাম।
👉 রোগী দেখার সময় : বিকাল ৫ টা হতে রাত ৯ টা।

🟩 ডেন্টাল ভিউ 🟩

Other Dr. Md. Fahim Moon videos

দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় এবং দাঁতের সকল প্রকার আধুনিক ও উন্নত চিকিৎসায় সবসময় পাশে আছে "ডেন্টাল ভিউ" । -------------------------------------- Dr. Md. Fahim Moon ডাঃ মোহাম্মদ ফাহিম মুন বিডিএস (চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ) ওরাল এন্ড ডেন্টাল সার্জন মুখ গহবর, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন এডভান্সড এন্ডোডন্টিক্স (রুট ক্যানেল ট্রিটমেন্ট) - (থাইল্যান্ড) ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি এন্ড স্মাইল ডিজাইন (ইন্ডিয়া) বিএমডিসি রেজিঃ নং : ৯৫৬৪ 🔷 চেম্বার (১) : (আগ্রাবাদ শাখা) : -------------------------------------------------- ১৩৯, সৈয়দিয়া ম্যানশন (২য় তলা), কমার্জ কলেজ রোড, কাটাবট গাছ মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম। 👉 রোগী দেখার সময় : সকাল ১০ টা হতে দুপুর ১ টা। 🔷 চেম্বার (২) : (হালিশহর শাখা) : শাহজাহান ম্যানশন (নিচ তলা), এইচ.এস রোড, হালিশহর এ-ব্লক, ফইল্যাতলি বাজার, চট্টগ্রাম। 👉 রোগী দেখার সময় : বিকাল ৫ টা হতে রাত ৯ টা। 🟩 ডেন্টাল ভিউ 🟩 ☎

ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা
ফাঁকা দাঁতের চিকিৎসা বিষয়ক বিস্তারিত আলোচনা

আক্কেল দাঁতের সমস্যা ও সমাধানের উপায়

🔴 দাঁতের স্থায়ী ব্রীজ ট্রিটমেন্ট 🔴 ---------------------******----------------------- Dr. Md. Fahim Moon ডাঃ মোহাম্মদ ফাহিম মুন বিডিএস (চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ) ওরাল এন্ড ডেন্টাল সার্জন মুখ গহবর, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন এডভান্সড এন্ডোডন্টিক্স (রুট ক্যানেল ট্রিটমেন্ট) - (ইন্ডিয়া) ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি এন্ড স্মাইল ডিজাইন বিএমডিসি রেজিঃ নং : ৯৫৬৪ 🔷 চেম্বার (১) : (আগ্রাবাদ শাখা) : -------------------------------------------------- ১৩৯, সৈয়দিয়া ম্যানশন (২য় তলা), কমার্জ কলেজ রোড, কাটাবট গাছ মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম। 👉 রোগী দেখার সময় : সকাল ১০ টা হতে দুপুর ১ টা। 🔷 চেম্বার (২) : (হালিশহর শাখা) : শাহজাহান ম্যানশন (নিচ তলা), এইচ.এস রোড, হালিশহর এ-ব্লক, ফইল্যাতলি বাজার, চট্টগ্রাম। 👉 রোগী দেখার সময় : বিকাল ৫ টা হতে রাত ৯ টা। 🟩 ডেন্টাল ভিউ 🟩 ☎️ 01725-105102 (সিরিয়ালের জন্য যোগাযোগ)

অনেক বছর আগে রোগী ফাঁকা দাঁতের চিকিৎসা হিসেবে দাঁতে জয়েন্ট ক্যাপ করিয়েছিলেন। যদিও ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য সর্বপ্রথম priority দেয়া হয় অর্থোডন্টিক চিকিৎসা ব্যবস্থাকে, এরপরে প্রাধান্য দেয়া হয় Diastema Treatment বা এস্থেটিক ফিলিং চিকিৎসা ব্যবস্থাকে। যাই হোক, আঘাতজনিত কারণে সেই ক্যাপ ভেঙে যায়। এমতাবস্থায়, ক্যাপ রিপ্লেসমেন্ট অত্যন্ত জরুরি । তাই পুরনো ক্যাপ খুলে নতুন ভাবে Tooth structure build up করে, এবং সঠিকভাবে Tooth Preparation করে নতুনভাবে ক্যাপ তৈরি করা হয়। ফাঁকার পরিমাণ, টুথ স্ট্রাকচার ইত্যাদি বিষয় খেয়াল রেখে পাশের Lateral incisor ও Canine কে জয়েন্ট আকারে রাখা হয়েছে, আর অন্যদিকে Central Incisor কে আলাদা আলাদাভাবে রেখে ক্রাউন প্লেসমেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ। ---------------------------------- Dr. Md. Fahim Moon BDS, Oral and Dental Surgeon Advanced Endodontics (India) Trained in Aesthetic Dentistry © Dental View ☎️ 01725-105102

Perfect Anatomy and shaping of Upper Anterior Teeth... সামনের দাঁতের গঠন.......

আঘাত জনিত কারণে ভেঙে যাওয়া সামনের দাঁতের চিকিৎসা..... আলহামদুলিল্লাহ, রুট ক্যানেল ও উন্নত মানের ক্যাপ বসানোর মাধ্যমে সামনের ভেঙে যাওয়া দাঁত বা ক্যাপ প্রতিস্থাপন করা হল। সব ধরণের প্রটোকল মেইনটেইন করে দুটি দাঁতে আলাদা আলাদা ক্যাপ প্রতিস্থাপন করা হয় এবং একদম শতভাগ ন্যাচারাল দাঁতের কালার মেইনটেইন করে এই চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। ভিডিও টি তে ফাইনালি ক্যাপ প্রতিস্থাপনের আগের মুহুর্তের ট্রায়াল এর অংশ তুলে ধরা হল। #Aesthetic_Dentistry #Crown #RCT #Smile_Design #Dental_View Dr. Md. Fahim Moon BDS, Oral & Dental Surgeon © Dental View ☎️ 01725-105102 (For Appointment)

সামনের উপরের ৩ টি দাঁতে ক্রাউন / ক্যাপ প্রতিস্থাপন করা হল। সাধারণত, পাশাপাশি দাঁতে একসাথে জয়েন্ট ক্যাপ করা হয়। কিন্তু, রোগীর দাঁতের সৌন্দর্য বিবেচনায় এক্ষেত্রে Separated ক্রাউন বসানো হয়, যা রোগীর দাঁতকে একদম ন্যাচারাল ও স্বাভাবিক দাঁতের লুক এনে দেয়। ভিডিও এর শেষে চিকিৎসার আগের ও পরের ছবি দেয়া আছে। সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য অগ্রীম ধন্যবাদ রইল। ❤️🙂 Dr. Md. Fahim Moon BDS, Oral & Dental Surgeon © Dental View ☎️ 01725-105102

ফাঁকা দাঁতের চিকিৎসা বিষয়ক বিস্তারিত আলোচনা..... যারা ফাঁকা দাঁতের চিকিৎসা বিষয়ে ইনবক্সে জানতে চেয়েছিলেন এবং ইতিপূর্বে যারা ভিডিওটি দেখেন নি, তাদের জন্য পুনরায় ভিডিও টি আপলোড করা হল। Dr. Md. Fahim Moon BDS, Oral & Dental Surgeon Trained in Aesthetic Dentistry Advanced Endodontics (India) © Dental View ☎️ 01725-105102 (For Appointment)

🔵 𝘾𝙧𝙤𝙬𝙣 𝙋𝙡𝙖𝙘𝙚𝙢𝙚𝙣𝙩 𝙤𝙛 𝙇𝙤𝙬𝙚𝙧 𝙄𝙣𝙘𝙞𝙨𝙤𝙧 𝙏𝙚𝙚𝙩𝙝 🔵 রোগী এসেছিলেন নিচের দাঁতের ফাঁকা ঠিক করতে। স্বভাবতই, দাঁতের ফাঁকা চিকিৎসার ক্ষেত্রে "Diastema Treatment" করা হয়। কিন্তু, এই কেইস টাতে রোগীর দাঁতের কন্ডিশন, দাঁতের স্ট্রাকচার ও রোগীর বয়স ইত্যাদি বিষয় চিন্তা করে রোগীর দাঁতে এস্থেটিক Porcelain crown বা দাঁতের ক্যাপ বসানোর প্ল্যান করা হয়। আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর রোগীর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, রোগীর সেই আস্থার প্রতিদান দিতে পেরেছি। ভিডিওটি তে 𝗖𝗿𝗼𝘄𝗻 𝗣𝗹𝗮𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 এর অংশবিশেষ দেখানো হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, এস্থেটিক বিষয়ের কথা মাথায় রেখে এটিকে জয়েন্ট ক্যাপ না করে বরং দুইটা Separated crown করা হয়েছে, যা কিনা একদম ন্যাচারাল দাঁতের মত লুক দেয়। << Thanks for watching video... Thanx for staying with Dental View >> Dr. Md. Fahim Moon BDS, Oral & Dental Surgeon © Dental view ☎️ 01725-105102

সারা বাংলাদেশে এরকম হাজার হাজার ভুয়া হাতুড়ে দাঁতের ডাক্তার আছে। শুধু দাঁতের চেম্বার খুলে বসলেই দাঁতের ডাক্তার ভেবে ভুল চিকিৎসা পেয়ে প্রতারিত হবেন না। দাঁতের ডাক্তার হতে হলে অবশ্যই ডাক্তারের বিডিএস (BDS) ডিগ্রী থাকবে এবং বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। অনলাইনেও ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার চেক করা যায়। https://www.bmdc.org.bd/search-doctor তাই আসুন, নিজে সচেতন হই এবং অন্যকেও এই ব্যাপারে সচেতন করি।

দাঁতের রুট ক্যানেল চিকিৎসায় আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে আমাদের "ডেন্টাল ভিউ" তে । এন্ডোমোটর (Endomotor) ডিভাইস ব্যবহার করে রুট ক্যানেল চিকিৎসায় শতভাগ নির্ভুল ও সঠিক পদ্ধতিতে চিকিৎসা দেয়ার মাধ্যমে রোগীর দাঁত পুরোপুরি সুস্থ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ❤️ 🔷 বিশেষজ্ঞ চিকিৎসক : ---------------------------- Dr. Md. Fahim Moon ডাঃ মোহাম্মদ ফাহিম মুন বিডিএস, ওরাল এন্ড ডেন্টাল সার্জন মুখ গহবর, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন এস্থেটিক ডেন্ট্রিস্ট্রির উপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইন্ড ইন এন্ডোডন্টিক্স এন্ড প্রস্থোডন্টিক্স বিএমডিসি রেজিঃ নং : ৯৫৬৪ 🔷 চেম্বারের ঠিকানা : --------------------------- ✅ চেম্বার (১) - (আগ্রাবাদ শাখা) : সৈয়দিয়া ম্যানশন (২য় তলা), কাটাবট গাছ মোড়, কমার্স কলেজ রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। https://maps.app.goo.gl/1Q9FoD4LLu7VeFnL8 👉 রোগী দেখার সময় : সকাল ১০ টা হতে দুপুর ১ টা। ✅ চেম্বার (২) - (হা

✅ ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা ✅ ------------------------------------ অনেকের উপরে বা নিচের দুই দাঁতের মধ্যে ছোট বা বড় আকৃতির ফাঁকা থাকে। আমরা সবাই জানি, দাঁত হল সৌন্দর্যের প্রতীক। দাঁতের মধ্যে এধরণের ফাঁকা থাকলে হাসির সেই সৌন্দর্য ব্যহত হয়। অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করে থাকেন, এই ধরনের ফাঁকার জন্য কি ট্রিটমেন্ট নিবেন? একটাই উত্তর, বর্তমানে Light cure composite resin ব্যবহার করে মাত্র ১ দিনেই এই ফাঁকা ঠিক করা সম্ভব। এটি একটি স্থায়ী চিকিৎসা। তবে, এই চিকিৎসা পদ্ধতি অনেক বেশি টেকনিক সেন্সিটিভ। অর্থাৎ, অত্যন্ত উচ্চমানের ম্যাটেরিয়ালস ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই চিকিৎসা করালে তবেই সুচিকিৎসা মিলবে। হাতুড়ে ডাক্তার কিংবা অনভিজ্ঞদের কাছে এই চিকিৎসা নিলে সুচিকিৎসা নাও পেতে পারেন। তাই এই চিকিৎসা নেয়ার আগে অবশ্যই জেনে বুঝে তবেই ডাক্তারের কাছে যেতে হবে। প্রায় প্রতিদিন ই রোগীরা আমাদের