TravelHolic Team
TravelHolic Team is a friendly travel group.
অসাধারণ!!
এই অবিশ্বাস্য! এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যে কোনও একটিতে ক্লিক করুন এবং আপনি তত্ক্ষণাত খুব ভাল অভ্যর্থনা সহ সেই স্টেশনটি শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তিনি অবশ্যই এটি উপভোগ করবেন।
লিঙ্কটি ক্লিক করুন: http://radio.garden
Nilgiri, Bandorban ❤️
Hello Travelholicians,how do you do?Hope you are all fit & fine by the grace of Almighty although the situation has yet to normal.The most wanted season -enjoyed by the most of the travellers like me- has almost left us ☹️ Yet may be I or may be you are feeling dearth of something special.You know what I am talking about 😃
May be you are in a trouble, may be you are in depression or may be you are in the situation of the combination thereof 😓 You are going to miss the most beautiful moments of your life if you don't take the decision early 😉 Just check the event গহীন অরণ্যে মুরং ও উদতয় ঝর্ণা অভিযানে, TravelHolic Team & join with us and try to dispel your trouble or depression & watered your heart by the hill's tears 😇
Don't be late 🥳
উদতয় ও মুরং ঝর্ণা বান্দরবান ❤️
বৃটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার চট্টগ্রামের সিআরবি হওয়াতে এই শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেলের অনেক জায়গা৷ ফয়স লেকসহ পুরো পাহাড়তলী, আমবাগান, জিলাপী পাহাড়, শাহজাহান ফিল্ড, কুত্তা বাংলো, হাতি বাংলো সবই রেলের। এর বাইরেও হালিশহর ও পোর্টেও রেলের প্রচুর জায়গা৷ তারপরেও ধ্বংস হতে চলা চট্টগ্রাম শহরের অতীতের সবচে সুন্দর অংশ হয়ে টিকে আছে সিআরবি-টাইগার পাস এরিয়া। ১৫-২০ বছর আগ পর্যন্তও এই এলাকা ছিলো ছিনতাইকারীদের অভয়ারণ্য। গত ১২-১৫ বছর যাবত এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থতি ভালো হয়েছে৷ নাগরিকরা তাই এখানে সকাল সন্ধ্যায় সমাবেত হয়, এর বাইরেও বসে বৈশাখী মেলা, সারা বছরই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রেলের আর সহ্য হলোনা এটা। অতীতে রেলের সম্পদ ফয়স লেক অল্প টাকার বিনিময়ে দীর্ঘমেয়াদী লিজ দেয়ায় ফয়স লেক চলে গেছে সাধারণ নাগরিকদের ধরাছোঁয়ার বাইরে। (আগে ফয়স লেকের এন্ট্রি টিকেট ছিলো ৩টাকা, এখন কনকর্ডের হাতে দেয়ার পর ৩০০ টাকা। আর রেল কনকর্ড থেকে পাচ্ছে বছরে মাত্র ১৬ লাখ টাকা যেখানে প্রতিবছর ৩৩৬ একর জমির ভূমিকর হিসেবে রেলকে দিতে হয় প্রায় দুই কোটি টাকা) অবিশ্বাস্য হলেও সত্যি এখন নগরীর হৃদপিন্ড, নগর ঐতিহ্য সিআরবিকেও অল্প কিছু টাকার বিনিময়ে তুলে দেয়া হচ্ছে ইউনাইটেড গ্রুপের হাতে এক্সপেনসিভ প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল কলেজ বানাতে। ঢাকার ইউনাইটেড হাসপাতাল থাকে চট্টগ্রামের গরু খাওয়া বড়লোক হৃদরোগীতে ভর্তি, বড়লোকের এই হাসপাতাল থেকে গরীবরা কোন উপকার পাবেনা। কারণ ৯৯% মানুষই এফোর্ড করতে পারবেনা ইউনাইটেডের খরচ৷ তারপরও হাসপাতাল যদি করতেই চাও তবে সিআরবি কেন? চট্টগ্রান শহরে কি রেলের জায়গার অভাব পড়েছে?
শুধু শত শত শতবর্ষী গাছের কারণে নয়, ঐতিহ্যগত কারণেই সিআরবি এলাকাকে রাখতে হবে অবিকৃত। রেলের জায়গার কোন অভাব নাই যে সিআরবি ধ্বংস করে এই জায়গাতেই বেসরকারী অর্থলোভী ইউনাইটেড গ্রুপকে হাসপাতাল করতে দিতে হবে৷ এই কাজে চট্টগ্রামের যে নেতা দালালী করবে সে চিহ্নিত হয়ে থাকবে মীরজাফর হিসেবে এবং নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে৷ চট্টগ্রাম বসবাসরত আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইলো এ ব্যাপারে আপনাদের প্রতিবাদ জারি রাখুন। ফিজিকালি না পারলে সোশাল মিডিয়ায় একটা হাউকাউ লাগিয়ে দিন। দূরের ব্রাজিল আর্জেন্টিনার জন্য পারলে নিজের শহর বাঁচাতে পারবেন না? নিশ্চিত করুন কোনভাবেই যাতে এখানে কোন রকম স্থাপনা গড়ে উঠতে না পারে। চট্টগ্রাম শহরের স্বার্থেই সিআরবিকে রাখতে হবে অবিকৃত!
#কার্টেসী- অপু নজরুল ভাই
চট্টগ্রাম বাসীর জন্য সুখবর।এখন থেকে সরাসরি চট্টগ্রাম থেকে হাতিয়া লঞ্চ এ যাতায়াত করতে অয়ারবেন চট্টগ্রামের মানুষ।
আজকে থেকে চট্টগ্রাম-হাতিয়া নৌ-রুটে যাতায়াত শুরু করলো এম ভি তাজ উদ্দীন।
এমভি তাজ উদ্দিন লঞ্চটি এখন থেকে চট্টগ্রাম - হাতিয়া নৌ-রুটে নিয়মিত যাতায়াত করবে।
চট্রগ্রামের কিছু দূর্লভ, ঐতিহাসিক, প্রাচিন কালের স্মৃতি...
-সংগ্রহীত
পতেঙ্গা সমুদ্র সৈকত 😍❤️
লালাখাল, সিলেট 💝❤️
A day to remember 😃. Finally another successful event দেবতাখুমের স্বচ্ছ পানিতে ভেসে বেড়াতে is done by TravelHolic Team .Every guys in this tour was effervescent ❤️. From staring to finishing they had given their spirit to the nature with full of amusement ❤️.
Acquiring affection within few time is one kind of amazement for TravelHolic Team . আপনাদের এই ভালোবাসাই আমাদের পরবর্তী দিনগুলোতে আরো সুন্দর সুন্দর সময় উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। Hope all of u guys'll join in our next upcoming
সামনেই নতুন Event আসছে 😉 stay with us.
❤️❤️
অনেক অনেক মজা হবে, 🥰🥰❤️
চিল হবে 🤟
যারা ট্রিপে গেলে সেলফি তোলার পোজ খুজে পান না🙄🙄
তাদের জন্য দিলাম কিছু নতুন পোজের ছবি 😁😃
হাতিমূড়া ময়ূংকপাল বা স্বর্গের সিরি। 🥀
খাগড়াছড়ি ♥
©Sharmin_Shaira_Shormi Apu💕
প্রিয় কখন ও কিছু গিফট দিতে চাইলে এই Gear গুলো দিও ♥🥰
আমাদের প্রিয় 🇧🇩 বাংলাদেশ, ছোট্ট একটি দেশ হলেও সংস্কৃতি ও ঐতিহ্যে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ। আমাদের যেমন আছে সমৃদ্ধ অতিত,
তেমনি আছে রঙ্গিন বর্তমান।
এই দেশের প্রতি প্রান্তরই কোন না কোন কিছু জন্য বিখ্যাত। অন্য বিষয় না হয় আজ বাদ'ই দিলাম। একটু খাবারদাবার নিয়ে না হয় বলি আজ। বাংলাদেশের ৬৪ টা জেলা, কোন জেলার কি কি খাবার বিখ্যাত আসুন জানি। আর দেখুন তো খুঁজে, আপনার জেলাকে খুঁজে পান কিনা। সেই সাথে কতটি জেলার বিখ্যাত খাবার গুলো খাওয়ার সৌভাগ্য হয়েছে ? আসুন একটু হিসেব নিকেশ করতে বসি। সব কাভার করা সম্ভব না হলেও প্যারা নেই। কারন আমাদের মোটোই, কিপ 🌍 রোমিং.....
ঘুরতে থাকুন, খেতে থাকুন 😋
©️ ইসতিয়াক আহমেদ
Let's Congratulate our contest winner তাবাসসুম বিনতে শওকত . 😀 She has given highest number of member invitation in our travelHolic family. Her very nearest challenger was . As the difference between both of them is too close so we the admin panel of TravelHolic team've decided to give reward both of them 😁. As a new group it was 1st contest from TravelHolic Team family.We've already completed two charming tours successfully from our group & 3rd tour is coming in next month. Some days before we were in prelude position.But because of your coalesce support we are now the small family of 1k members ❤️. More to go. Your support & participation will make us spirited to provide you interesting moments in upcoming days. 😊
Thanks for staying with TravelHolic Team
❤️
🥰
1st live & honest review from our valuable teammates..How much they've enjoyed this tour with TraveHolic team is seen by their expression & craziness. We're more than blessed to have them with us..Because of their trust & meticulous support we've tried to work properly &'ve tried to give them best service than before.
thanks for staying with "TravelHolic team" ❤️
কক্সবাজারের মেরীন ড্রাইভ সংলগ্ন প্যাঁচার দ্বীপে চালু হলো
CampINcox
Present facilities
beach chair
life jacket
Night bone fire
Music
Games
Treasure hunting
Kayaking
Boat riding
Bicycleing
Foos ball
Foot sal
Army sports
Bike riding
Beach voliball
Foot ball
Badminton
Cricket
Kite flying
Fishing
আশেপাশের ভৌতিক পরিবেশ নিয়ে অনেক পুরনো প্রাচীন মন্দির বাড়বকুণ্ড তীর্থধাম অগ্নিকুণ্ড।এছাড়াও আরো রয়েছে অনেক ছোট বড় মন্দির (যার মধ্যে কালভৈরবী অন্যতম)। বাড়বকুণ্ডের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো অগ্নিকুণ্ড। এই কুন্ডের মাটির অভ্যন্তরে গ্যাসের মজুদ থাকায় সারাবছর আগুন জ্বলে। পানির মধ্যে বুদবুদ করতে থাকা স্থানে আগুনের স্পর্শ আসা মাত্রই আগুন জ্বলে উঠে। এই ট্রেইলের অন্যতম আকর্ষণ অসংখ্য ছোট বড় ঝর্ণা যার দেখা পাওয়া যায় অসংখ্য ক্যাসকেড ও অনন্য সুন্দর পাহাড়ী ঝিরিপথ পাড়ি দিয়ে। মোটামুটি অপরিচিত ট্রেইল হওয়ায় এই ঝর্ণা গুলোর নামও অজানা।
বাড়বকুন্ডের এই আকর্ষণ উপভোগ করতে আপনিও জয়েন করতে পারেন আমাদের সাথে আগামী ১০ অক্টোবর শনিবার।
বিস্তারিত ইভেন্টে 👇👇
https://fb.me/e/1zOBs4wnD
সেইন্টমার্টিনে যাওয়ার নৌপথের কিছু তথ্যঃ-
১। টেকনাফ থেকে সাধারণত ২টি ট্রলার যায় সেইন্টমার্টিন প্রতিদিন। সময় সকাল ৯টা, ১০টা। কিন্তু ওরা কোনো সময় মানেনা। ট্রলার লোড হয়ে গেলে আগেভাগেই ছেড়ে দেয়। আমার ট্রলার ছিলো ১০ টায়, ছেড়েছিলো ৯:৩০ টায় আনুমানিক। আবার প্রথম ট্রলার ৯টায় ছাড়বে বললেও ওটাও ১০টার ট্রলারের আগেপরেই ছাড়ে।
২। ট্রলারের সাভিস: একদম যাচ্ছেতাই। যে যেভাবে পারছে উঠছে। প্রচুর মাল দিয়ে পেট লোড করবে। আর এর উপর মানুষ। যাত্রীর চাপ বেশি হলে আপনাকেও মালের মত লোড হয়ে যেতে হতে পারে। ভাড়া ২২০ টাকা।
৩। ট্রলারে যাবার নিয়ত থাকলে বাসা থেকে ছাতা অবশ্যই নিয়ে আসবেন। কারণ সমুদ্রের উপরে রোদের তাপ একদম খাড়াভাবে লাগে। ইন্জিনের সাউন্ডটা অনেক। চেষ্টা করবেন ইন্জিন থেকে দূরে বসতে। আপনার যদি মোশন-সিকনেস থাকে তাহলে ট্রলারে না যাওয়াই ভালো, বমি করে দিতে পারেন। রোদের তাপ, ইন্জিনের শব্দ; এসব সহ্য করার শক্তি না থাকলে মাথা ঘুরতে শুরু করবে আপনার। তবে ট্রলার সমুদ্রে পা দেয়ার পর বাতাস পাবেন। সাধারনত ২:৩০ মিনিট সময় লাগে টেকনাফ থেকে সেইন্টমার্টিন পৌছাতে।
৫। ট্রলারে কারা যাবেন: একা, সাথে ২-৩জন বন্ধু, সাহসওয়ালা মহিলাও সাথে নিতে পারেন। বাচ্চা-কাচ্চা নিয়ে ট্রলারে না যাওয়াই ভালো। সময় কম লাগে, টাকা সেইভ ছাড়াও একটু বাড়তি উত্তেজনার জন্যও ট্রলারে যেতে পারেন। তবে চেস্টা করবেন যে ট্রলারটায় লোকাল লোকজন বেশি সেটায় উঠতে। কারণ সমুদ্রে ঢেউ দেখে আপনি ভয় পেতে পারেন। কিন্তু আসলেই কি সেটা ভয় পাওয়ার যোগ্য কিনা সেটা লোকালদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন। আর যদি এমন ট্রলারে উঠেন যেটায় সবাই ভ্রমনের জন্য ফাস্ট/সেকেন্ড টাইম সেইন্টমার্টিন যাচ্ছে তাহলে মাঝসমুদ্রে গিয়ে বাচাও, উঠাও, মইরা গেলামগো, মাফ কইরা দেওগো টাইপ কান্নাকাটি, চিল্লাচিল্লি শুনতে পাবেন।
৬। সেইন্টমার্টিন থেকে টেকনাফ ফিরার ট্রলার ছাড়ে সকাল ৮টা, ৯টায়। এছাড়া এখন কর্নফুলী শিপ পাবেন কক্স-সেইন্টমার্টিন, সেইন্টমার্টিন-কক্স আসা-যাওয়া করে। ভাড়া ওয়ান ওয়ে ১০০০ টাকা। সেইন্টমার্টিন থেকে বিকাল ৩ টায় ছাড়বে বললেও ৪টা করে ফেলে। সময় লাগে কমপক্ষে ৬ ঘন্টা। ভাড়া ১০০০ হলেও আপনি টিকেটটি সেইন্টমার্টিনের লোকাল লোকের মাধ্যমে নেন তখন ৫০০-৬০০ টাকায় ম্যানেজ করতে পারবেন। কারণ কর্ণফুলীতে লোকালদের জন্য ভাড়া ৫০০ টাকা। সেক্ষেত্রে শিপের স্নাক্সটা পাবেননা।
এই হলো সেইন্টমার্টিন ভ্রমনে ট্রলার/শিপের ওভারভিউ। সেইন্টমার্টিন খুবই ছোটো দ্বীপ, দিন’ত দিন আরো ছোটো হচ্ছে। ডাব খেয়ে খোষাটা নির্দিষ্ট যায়গায় ফেলুন। চিপস, পানির বোতল এখানে সেখানে ফেলে নোংরা করবেননা। চেস্টা করবেন অফসিজনে সেখানে যেতে, তাহলে একচুয়াল সেইন্টমার্টিনের ফিলটা পাবেন। আমার সাথে থাকা লোকাল ছেলেকি জিজ্ঞেস করেছিলাম, মানুষ এত কম কেনো, ওর ভাষায়; অনসিজনে সেখানে পা ফেলার জায়গা পাবেননা, এত ভিড় থাকে। ছেড়াদ্বীপে যাওয়ার সময় ভুলেও সাইকেল নিবেননা, শেষে সাইকেল আপনাকে বয়ে বেড়ানো বদলে আপনাকেই সাইকেলকে বয়ে বেড়াতে হবে। যেখানেই যাবেন, লোকালদের সাথে প্রচুর কথা বলবেন/ আড্ডা দিবেন; তাহলে অনেককিছু জানতে/দেখতে পারবেন যা পূর্বে কেউ দেখেনি।
কার্টেসি abdullah al gofran
On the way to mt. Katao, sikkim 🥰
কাশফুলের রাজ্য 💕
ঠান্ডাছড়ি ❤
নীলাদ্রি লেক, টেকেরঘাট, সুনামগঞ্জ
One day with you ❤💕
#সাবধান_এদের_থেকে.
বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকবেন।
১)সস্তা ফটোগ্রাফার...
এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন।
এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা।
২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি...
এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল।
বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন।
আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।
৩)হোটেল বা কটেজ এর দালাল..
এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।
তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন।
৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি..
আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনে র সবচেয়ে বড় কোন দুর্ঘটনা।
তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন...
৫)ট্যুরিষ্ট গাইড...
সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন।
এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন।
আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন।
৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন...
ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে।
যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট।
আপনাদের প্রতিটা ভ্রমন আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা রইলো।
ধন্যবাদ এত সময় নিয়ে পড়ার জন্য...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
কাফেলার অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা হজ্ব এবং ওমরাহ পরিচালিত হয়।
৬৯৭/৮১০ বহদ্দারবাড়ী, (মেয়র ভবন) বহদ্দারহাট, চট্রগ্রাম।
Chittagong
Jahan Travel is a well established travel company in Bangladesh. We provide local and international tours & tour related services.
Chittagong
We provide international travel services including Flights,Tours,Holiday packages, Visa processing
Mati Complex, Chawkbazar, Chattogram
Chittagong, 4203
Service Hajj &Umrah Student & Tourist Visa Processing International air Ticket
Chittagong Collage Road
Chittagong, CHAWKBAZAR-4203
All kinds of air ticketing, Visa processing, Man power, Hajj & Umrah services.
Chittagong
হজ্ব,উমরাহ ও সকল দেশের ভিসা প্রসেসিং। সকল দেশের বিমান টিকেট প্রসেসিং। পাসপোর্ট প্রসেসিং।
Bay Tourism BD
Chittagong, 0341
কম খরচে কক্সবাজার, সেন্টমার্টিন ও বান?
4113, Bahaddar Villa(2nd Floor), Bahaddarhat, Chandgaon
Chittagong, 4212
Travel smooth with us !