Sheema Steel Ltd.

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sheema Steel Ltd., Industrial Company, Chittagong.

01/01/2023
21/02/2021

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

07/11/2020
03/11/2020

যে বৈশিষ্ট্য গুলো Sheema steel (SARM) রডকে করেছে অনেকের মধ্যে অদ্বিতীয়।

* সঠিক ডাক্টিলিটি স্থাপনাকে করে সর্বোচ্চ ভূমিকম্প সহনীয়।
* সর্বাধুনিক থার্মোমেকানিকাল ট্রিটমেন্ট এই স্টীলকে দিয়েছে সুপার বেন্ডেবিলিটি।
* পারফেক্ট রিব দেয় হাই বন্ড স্ট্রেংথ।

যা দেখে কিনবেনঃ
* রডের গায়ে SARM /SUPREME/B500DWR,
* স্কয়ার বারের গায়ে SARM - SUPER,
* এঙ্গেলের গায়ে SARM - XCEL লেখা দেখে কিনুন।

03/11/2020
03/11/2020

যে বৈশিষ্ট্য গুলো Sheema steel (SARM) রডকে করেছে অনেকের মধ্যে অদ্বিতীয়।

* সঠিক ডাক্টিলিটি স্থাপনাকে করে সর্বোচ্চ ভূমিকম্প সহনীয়।
* সর্বাধুনিক থার্মোমেকানিকাল ট্রিটমেন্ট এই স্টীলকে দিয়েছে সুপার বেন্ডেবিলিটি।
* পারফেক্ট রিব দেয় হাই বন্ড স্ট্রেংথ।

যা দেখে কিনবেনঃ
* রডের গায়ে SARM /SUPREME/B500DWR,
* স্কয়ার বারের গায়ে SARM - SUPER,
* এঙ্গেলের গায়ে SARM - XCEL লেখা দেখে কিনুন।

15/06/2020

করোনা রোগীদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে ভাটিয়ারীর সীমা গ্রুপ =======

সীতাকুণ্ডের বানুরবাজারস্থ সীমা গ্রুপের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন রিফিল করে দেওয়া হচ্ছে। সীমা গ্রুপ বৈশ্বিক এই মহামারীতে করোনা রোগীদের পাশে দাঁড়িয়ে মানব কল্যাণে এগিয়ে আসে #পারভেজ_উদ্দীন_সান্টু ভাই ভাটিয়ারীর পক্ষ হতে যে মহৎ দৃষ্টান্ত দেখিয়েছেন তার জন্য আল্লাহর দরবারে #মরহুম_সফি_সাহেব এর আত্নার মাগফিরাত কামনা ও তাহার পরিবার বর্গের সকলের সুস্থতা কামনা করছি।অক্সিজেনের জন্য ফ্যাক্টরী ম্যানেজার মোহাম্মদ সামশুদ্দীন সাহেবের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নং-01678-060179

29/02/2020

ভালো রড কিভাবে চিনবেন???
রডের গায়ে 500W বলতে কি বুজায়?
72গ্রেড/ 60 গ্রেডের রড় বলতে কি বুজায়?
What does 400W500W mean on rod?
MS = mild steel ( medium carbon steel )
**রড ৩ ধরনের হয়ে থাকে **
1, low carbon steel
2, medium carbon steel
3, high carbon steel
**রডের Grade বলতে কি বুঝায়?**
রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি কে রডের গ্রেড বলে।
**72 Grade স্টীল বলতে কি বুঝায়?**
72 গ্রেডের স্টীল বলতে রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি 72 ksi কে বুঝায়।
রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল * 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কম্পানি ধরে রডের শক্তি নির্নয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেংগে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।
**রডের গায়ে লেখা থাকে**

ক, SARM/500/W/16

SARM= COMPANY NAME

500 = 500 mega pascal বা 500 MPA ,
1MPA= 145 PSI ( pound per square inches ) =( 1ksi ''kilopound per square inch'' = 1000psi )
W= weldable
16= 16mm Rod
500w মানে এটা কত গ্রেডের রড , তা কিভাবে বুঝবো
500*145 = 72500 psi
72500/1000= 72.5 ksi ~72 গ্রেড
আপনার বাড়ী দাড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর । তাই ভালো রড বেচে নিতে ভুলবেন না ।এখন প্রশ্ন হচ্চে যে রড কিনছেন সেটা যে ভালো তা বুঝবেন কি করে ?
ভালো রড চেনার উপায়।
ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। কিন্তু ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য রডের মান নিশ্চিত হয়ে তবে রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 4,5,8,10,12,16,20 ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে 40 গ্রেড, 60 গ্রেড ও 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রডের ব্যবহার বেশি। রড সাধারণ মাইল্ড স্টিল (এমএস) ও এসএস (স্টেইনলেস স্টিল) এ দুই ধরনের হয়।
রডের পরীক্ষা-
★ BSTI সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে
প্রতি রডের সাথেই ট্রেডমার্ক থাকতে হবে
বেন্ড টেষ্ট-
★ 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটি ভাল রড না।
★রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না।
★ ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটা থাকবে না।
★ প্লেইন রডের চেয়ে ডিফর্ম বা খাঁজ কাটা রডগুলো ভালোভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত।’
সাইটের স্টিল সংরক্ষন-
★ শুকনা জায়গায় সংরক্ষন করতে হবে। মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে।
★ এক মাসের বেশি খোলা যায়গায় রাখা যাবে না।
★ যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পুর্বে পরিস্কার করে নিতে হবে.
★ একমাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে।
**ভালো রডের কিছু বৈশিষ্ট থাকে , সেগুলো সাধারন রডে থাকে না , বৈশিষ্টগুলো নিচে দেওয়া হল -***
টেকসই আর মজবুত ঃ
রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) নামে একটা বৈশিষ্ট থাকে ।এটা হচ্চে রডের চাপ সহ্য করার ক্ষমতা ।যে রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) যত বেশি সে রড বাড়ী নির্মানের জন্য তত ভালো ।বর্তমানে বাজারে সবচেয়ে ভালো রডে ৫০০ M.P.A (৭২,০০০ P.S.I ) ইল্ড স্ট্রেংথ থাকে ।
ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষা করার ব্যাপারে ও রড সাহায্য করে । যে রড কিনছেন সেটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট কিনা তা আগে থেকে জেনে নেয়া ভালো ।
ভালো ঝা্লাই উপযোগিতা ঃ
সাধারন রডে ঝালই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ।এদের মধ্যে
একটা হচ্চে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গু্র হয়ে যাবার প্রবনতা । সাধারন রড ঝালাইয়ের পর ঠান্ডা হবার সময় বেকে যেতে পারে । এতে নির্মান কাজের অসুবিধা হয় । রড কিনার সময় অবশ্যই এমন রড বেছে নিবেন যেটাতে এই সমস্যা গুলো নেই ।
এমন রড বেচে নিন যেটাতে কার্বন কনটেন্ট কম আছে, এ ধরনের রড সাইজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায় , যাতে আপনার নির্মানে সময় বাচবে ।
ক্ষয় প্রতিরোধ ক্ষমতাঃ
ভালো রড থার্মো-মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেস এ তৈরি করা হয় ।এ কারনে রডে ক্ষতিকারক টরসোনাল রেসিডিঊয়াল স্ট্রেস (torsional Residual stress) থাকে না । এ ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে ।
ডাক্টিলিটিঃ
আপনার বাড়ী নির্মানে যে কংক্ক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন মজবুত রাখার জন্য আপনার ডাক্টাইল রড প্রয়োজন,ভালো ও ডাক্টাইল রড কংক্ক্রিটে ফাটল ধরতে দেয় না ।আধুনিক কোয়েনচিং আ্যান্ড ট্যাম্পারিং প্রসেস অনুসারে তেরি করা রডে ডাক্টিলিটি বেশি থাকে ।রড কেনার সময় আপনি এটা ও জেনে নিতে পারেন যে রডের কার্বন কনটেন্ট কতখানি , কারন কম কার্বন কনটেন্ট এর রডে বেশি ডাক্টাইল হয় ।
ধারাবাহিকতাঃ
আপনি একেবারে অনেক গুলো রড কিনবেন ,তাই এই সময় খেয়াল রাখা উচিত যে সবগুলো রড ই সমমানের কি না । ভালো রড উৎপাদনের সময় প্রতিবার কোয়েংচিং অ্যান্ড টেম্পারিং (Quenching & Tampering ) প্রসেস একই ভাবে অনুসরন করা হয় ।ফলে রডের উপাদানে ও পরিবর্তন হয় না ।তাই ভালো রডে মানের তারতম্য থাকে না ।
সম্পুর্ন সোজা ঃ
কনস্টাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ । তাই কেনার সময় খৈয়াল রাখতে হবে রড সোজা আছে কি না ।
সাশ্রয়ঃ
আপনার বেচে নেওয়া রডে যদি ইল্ড স্টেংথ ,ডাক্টিলিটি ,আর ঝালাই ক্ষমতা বেশি থাকে , তাহলে নির্মানের সময় আপনার খরচ কমে আসবে , শ্রমিকদের সময় বাচবে ,পরিশ্রম কম হবে ।
১.রড বা লোহা কি?
উওরঃ Cast iron এবং Wrought iron এর মধ্যবর্তী অবস্হাকে রড বা লোহা বলে।
২.রিইনফোর্সমেন্ট শব্দের অর্থ কি?
উওরঃ শক্তিশালী বা জোরদার
৩.কংক্রিট স্টিল কতভাবে ব্যবহার করা হয়?
উওরঃ ২ ভাগে (রিইনফোর্সিং,প্রি-স্ট্রেসিং স্টিল)
৪.মসৃণতার উপর ভিওি করে রডকে কত ভাগে ভাগ করা যায়?
উওরঃ ২ ভাগে(মসৃণ ও অমসৃণ)
৫.R.c.c কাজে রিইনফোর্সমেন্ট হিসাবে কি কি স্টিল ব্যবহার করা হয়?
উওরঃ প্লেইন,ডিফর্মড,টুইস্টেড,স্কোয়ার বার
৬.বিল্ডিং এর হাড় বা বোন কাকে বলে?
উওরঃ রডকে
৭. কার্বনের উপর ভিওি করে স্টিল কত প্রকার?
উওরঃ ২ ভাগে( মাইল্ড, স্টেইনলেস স্টিল)
৮.নিমার্ণ কাজে রড ব্যবহার করা হয় কেন?
উওরঃ টেনসাইল স্ট্রেস সুরক্ষা করার জন্য
৯. ভবন তৈরীতে ও বহুতল ভবন তৈরীতে কোন গ্রেডের রড ব্যবহার করা হয়?
উওরঃ ৬০ ও ৭২.৫ গ্রেড
১১. 16 mm ব্যাসের 50 m রডের ওজন কত?
উওরঃ
w=d^2/162.2*L
16*16/162.2*50
=78.91 kg
১২.ডির্ফম বা টুইস্টেড বার কাকে বলা হয়?
উওরঃ অমসৃণ পৃষ্ঠদেশ বিশিষ্ট বার সমূহকে ডিফর্মড বা টুইস্টেড বার বলা হয়
১৩.এক সুতা সমান কত মিলিমিটার?
উওরঃ ২৫.৪/৮=৩.১৭৫~৩.২ মি.মি
১৪. বিলেট ও স্ক্যাপ স্টিল বলতে কি বুঝায়?
উওরঃ
# যে স্টীল আকরিকের লোহা হতে তৈরী করা হয় তাকে বিলেট স্টিল বলে।
# যে স্টীল অবাঞ্চিত লোহা টুকরা গালিয়ে তৈরী করা হয়,তাকে স্ক্যাপ স্টীল বলে।
১৫. M.s বার চেয়ে ডিফর্ম বারে বন্ধন শক্তি কত % বেশি?
উওরঃ ৪০-৮০%

Want your business to be the top-listed Engineering Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Sheema Automatic Re Rolling Mills Limited (SARM
Sheema Automatic Re Rolling Mills Limited (SARM
Sheema Automatic Re Rolling Mills Limited (SARM)

Telephone

Address

Chittagong

Other Industrial Companies in Chittagong (show all)
Invent - ইনভেন্ট Invent - ইনভেন্ট
Chittagong

Manufacturer of parking tiles,ss,thai aluminum, gypsum & exclusive decorative items,,

M/S:Shah Alam Bricks Manufacturer-S.B.M M/S:Shah Alam Bricks Manufacturer-S.B.M
Churamani, Satkania-Banskhali Road, Satkania
Chittagong

ALL KINDS OF BRICKS AVAILABLE HERE.

HBD Machinery HBD Machinery
Metro Plaza, 6th Floor, Dewanhat, Chattogram
Chittagong

Wellcome to our HBD Chattogram Office (Metro plaza,6th floor,Dewanhat,Chattogram)

Campvalley Global Ltd. Campvalley Global Ltd.
Chittagong, 4204

Campvalley Global Ltd.

Md ismail Md ismail
Chittagong

HRS Plastics and ELectric HRS Plastics and ELectric
Access Road . Bakalia
Chittagong

HRS plastics making plastic products and ELectric products and selling imported items. mobile. 0184

Aramit Steel Pipes Limited Aramit Steel Pipes Limited
53, Kalurghat Heavy Industrial Estate, Mohara
Chittagong, 4208

Aramit continuous search for new field for diversification of products Aramit group has established

DC MOTOR DC MOTOR
Chittagong
Chittagong, 4315

China Bangla Jute Processing Industries China Bangla Jute Processing Industries
Chittagong Export Processing Zone
Chittagong

Gazi Tyres Chattogram Gazi Tyres Chattogram
Chittagong

টায়ার, টিউব উৎপাদনকারী ও বিক্রেতা।

YIFA Jute & Sisal Products Co.Ltd YIFA Jute & Sisal Products Co.Ltd
FSB. FS 05, West Wing 2nd Floor, CEPZ, Chattogram, Bangladesh
Chittagong, 4200