Fisherfolk

আপনার ব্যস্ত জীবন সহজ করার প্রচেষ্টায় সর্বোচ্চগুনগত মানের মাছ সরবরাহে প্রতিজ্ঞাবদ্ধ

24/01/2023

মায়ের হাতের রান্না।

পস্তো রুই।

উপকরণ ও পরিমানঃ

১। মাছঃ- ২ কেঃজি.
২। তৈলঃ- ৩০০ গ্রাঃ ও ভাজার তৈল আলাদা হবে চাঃ এর কাপ এর ১ কাপ .
৩। পিঁয়াজঃ- ২ টা মাঝারি সাইজ.
৪। আদা ও রশুন বাটাঃ- আদা (চাঃ চাঃ ১ টা) রশুন (চাঃ চাঃ ১ টা).
৫। কাজু বাটাঃ- ১ টেঃ চাঃ.
৬। পোস্ত বাটাঃ- ১ টেঃ চাঃ.
৭। টমেটোঃ- ৩ বা ৪ টা.
৮। মরিচের গুড়াঃ- ১ টেঃ চাঃ.
৯। হলুদের গুড়াঃ- ১ ১/২ টেঃ চাঃ.
১০। ধনিয়ার গুড়াঃ- ১ টেঃ চাঃ.
১১। জিরার গুরাঃ- ১ ১/২ টেঃ চাঃ.
১২। লবণঃ- (স্বাদ মতো).
১৩। চিনিঃ- ১/২ চাঃ চাঃ.
১৪। কাঁচা মরিচঃ- ৪ টা.

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে মাছ গুলাকে লবণ মেখে ভাল করে ধুয়ে নিতে হবে ও মাছের গন্ধ চলে যাওয়ার জন্য ১টা লেবু চিপে দিয়ে ধুয়ে নিলে গন্ধ চলে যাবে।
তারপর সামান্য হলুদ ও লবণ মেখে হাল্কা ফ্রাই করে নিতে হবে. এখন ১টি প্যাঁনে তৈল গরম হলে তাতে আদা ও রশুন বাটা দিয়ে ভালভাবে ভেজে ব্রাউন হলে কষাতে হবে হাল্কা পানি দিয়ে কষাতে হবে যাতে আদা ও রশুনের গন্ধ চলে যাই. এখন টমেটো গুলাকে কেটে তৈলে দিয়ে কষিয়ে একবারে পেস্ট করে ফেলতে হবে. তারপর হলুদ, ধনিয়ে, জিরা দিয়ে এমন ভাবে কষাতে হবে সাথে হাল্কা পানি ব্যাবহার করা যাবে, যেন মসলার গন্ধটা চলে যায়।
এখন কাজু বাটা ও পোস্ত বাটা দিয়ে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ও হালকা পানি দিয়ে কষিয়ে যখন মসলার উপর তৈল ভেসে উঠবে তখন মাছ গুলো দিয়ে ১ কাপ পানি দিয়ে ভালভাবে নেরে চেড়ে লবণটা টেস্ট করে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে, ১০-১৫ মিনিট রান্না করার পর আবার ও লবণটা টেস্ট করে চুলা বন্ধ করে দিবেন. এটাতে পানি প্রয়োজন হলে একটু বাড়িয়ে দেওয়া যাবে এটা কে কিভাবে খেতে পছন্দ করে তার উপর নির্ভর করে.

23/01/2023

Knowledge Is Power -1

কেন রুই মাছ খাবেন?
কারন প্রতি ১০০ গ্রামে রয়েছে

১. ক্যালরি - ৯৭

২. ক্যালসিয়াম( ৬৫০ মিঃগ্রাঃ)-বোনস তৈরিতে খুবই সহায়, হার্টের মাংসপেশি, নার্ভের যথাযথ কার্যকারিতা এর ভূমিকা রাখে।

৩. ভিটামিন এ -যা দৃষ্টিশক্তি বৃদ্ধি ইউমিউনিটি বাড়াইতে এবং রিপ্রোডাকসন সাহায্য করে যা xerophthalmia প্রতিরোধে সহায়।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট -(H202,O2 কোষের DNA ক্ষতি যাবন করে) যা ফ্রী র‍্যাডিকেল প্রশমিত করে যা কান্সার প্রতিরোধ করে।

৫. ভিটামিন সি -ব্লাড ভ্যাসেল,মাসেল বোনস গঠনে সাহায্য করে।এবং Scurvy,Cancer,Common Cold Disease থেকে দূরে রাখে।

৬.মাইক্রোমলিকিউলঃ-বোনের বৃদ্ধি বজাই রাখতে সাহায্য করে।
আয়রন ঃরক্তের হিমোগ্লোবিন বাড়াইতে সাহায্য করে রক্তশূন্যতা কমাতে সাহায্য করে।

৭. ইলেক্ট্রোলাইটসঃ
পটাশিয়াম (২৮৮ মিঃ গ্রাঃ)ঃ হার্টের মাসেল এর কার্যকারিতা রক্ষা করে।
সোডিয়াম (১০১ মিঃ গ্রাঃ)ঃ blood pressure স্বাভাবিক রাখতে এবং পানির ভারসাম্য রক্ষাই সাহায্য করে।

৮. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডঃ
এটি একটি lean fish অর্থাৎ ফ্যাট কম থাকে কিন্তু যথেষ্ট ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা tryacylglecerol (TAG) কমাতে সাহায্য করে, TAG বেড়ে গেলে হৃদরোগের সম্বাবনা বাড়ে। (TAG এর পরিমান 150 mg/dl এর কম রাখার চেষ্টা করুন).

Source: Wikipedia & Mayo Clinic

Want your business to be the top-listed Grocery Store in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chittagong

Other Fish Markets in Chittagong (show all)
bHONEST.com bHONEST.com
K. B Aman Ali Raoad
Chittagong

‘আল্লাহতায়ালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন।’ (সূরা বাকারাহ : আয়াত ২৭৫)।

শুঁটকির ফেরিওয়ালা শুঁটকির ফেরিওয়ালা
Patenga
Chittagong, 4202

একটি বিশ্বস্ত ও নিরাপদ মাছের প্রতিষ্ঠান। এখানে সকল নদী-সমুদ্র,খাল-বিল,পুকুরের মাছ ও শুঁটকি পাবেন।

Fish & Farmer Fish & Farmer
33 No Sadarghat Road
Chittagong

Finest Seafood Delivery Service

Arisha's Baking Shop Arisha's Baking Shop
Chittagong, 4000

Delta Sea Food BD Delta Sea Food BD
Abdul Hamid Road, Sholokbahar, Panchlaish
Chittagong, 4203

আমাদের কাছে রয়েছে সামুদ্রিক মাছের বিশাল কালেকশন। #seafish #deltaseafoodbd #fishmarketbd

CTG FISH CTG FISH
Chittagong

দেশী কিংবা সামুদ্রিক যেকোন ধরনের তাজ?

Ctg Fish bazar Ctg Fish bazar
Chittagong

Ctg Fish Bazar, Your one stop fish market in Chittagong. We Provide All Kind Of Deshi Fish, River Fi

MKN MART MKN MART
Chittagong, SADAR4000

All sea Fish are available hare

Bay-Fishing line Bay-Fishing line
Supreme Sobhan Tower (ground Floor) Khatungonj, Teribazar Road
Chittagong, 4000

“Fresh seafood supplier”

Rupchanda Rupchanda
Chattogram
Chittagong, 4702

We provide Sea Fish at Cheap rate without preservative inside Chottagram. Save time , Get Fresh Sea Fish.

dry fishut dry fishut
Asadgonj
Chittagong, CHITTAGONG

Tanvir's Basket Tanvir's Basket
Chittagong

If U can't come to market & buy fishes,meat,groceries & fruits then I M ready to bring them into your home.