বহ্নিশিখা

বহ্নিশিখা

বহ্নিশিখা - চট্টগ্রাম ভিত্তিক সৃজনশীল প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম।

Photos from বহ্নিশিখা's post 11/05/2024

বহ্নিশিখা চট্টগ্রামকে পরিবর্তন করার একটা উদ্যোগ, এই কাজে শুরু থেকে পাশে ছিল বেশ কিছু মানুষ Sreya, Godhuli, Moonshine, Mahua, Joyeta, Dip To, প্রিয়ন্তী, Pritam, Aditya, Tisha , Namia Sultan Ohi, Arnob , ওরা সবসময়ই আমার এই উদ্যোগকে সমর্থন করেছে, আইডিয়া দিয়েছে। আর Joy Chowdhury দাদা তো সবসময়ই প্রেরণা দিয়েছেন আমাদেরকে।
শুরুতে কেবল সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে শুরু হলেও, এর মাধ্যমে বেশকিছু সামাজিক দায়িত্ব পালনের ভাবনাও আমাদের মধ্যে জাগ্রত হতে থাকে, কিন্তু আমাদের সকলের উচ্চ মাধ্যমিকের ব্যস্ততা, আর্থিক ফান্ড এবং সর্বোপরি জায়গার অভাব আমাদের উদ্যোগকে একটু স্তিমিত করে ফেলেছিল। একটা সুযোগ খুঁজছিলাম, কিভাবে আমাদের ভাবনা প্রশাসন পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেই সুযোগটা পেলাম NGS Cement চাঁটগাইয়া আইডিয়া কন্টেস্ট এর মাধ্যমে। এই সুন্দর আয়োজনের জন্য Chittagong Live কে কৃতজ্ঞতা জানাই।
আজ বহ্নিশিখাঃ সোশ্যাল হাব প্রজেক্টটি সেরা ২৫ আইডিয়া হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে, এবং এই আইডিয়াটি সিটি কর্পোরেশনে জমা দেয়া হবে প্রশাসনের বিবেচনার জন্য। এই সাফল্য আমাদের সকলের।
পরের রাউন্ড নিয়েও আমরা আশাবাদী। তবে আমরা খুশি আমাদের ভাবনাগুলো শেষমেশ একটু হলেও আলোর মুখ দেখছে।
পরের পর্বের জন্য আপনাদের সকলের আশির্বাদ কামনা করছি।

23/08/2023

কবিতা- আরশিনগর । Srijato Bandyopadhyay
গান- আমি সবার জন্য গাই । Farzana Wahid Shayan
এই পৃথিবী আজ একটা বিশ্বগ্রাম হয়ে উঠলেও ধর্ম, জাত, বিশ্বাসের ভেদে কারণে সহিংসতা, হত্যা কমেনি। আধুনিক মানুষ হয়েও আমরা ধর্মের নামে সহিংসতায় মেতে উঠছি, হোলি খেলছি নিজের ভাইয়ের রক্তে। সাধারণ মানুষের আবেগ বা ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু মুনাফালোভীরা ধর্মের নামে ধ্বংস করছে সব।
২২ শে আগস্ট, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবসে রোদ্দুরের নিবেদন শ্রীজাত-এর কবিতা আরশিনগর। আবহে যুক্ত করেছি প্রিয় শিল্প সায়ানের গান "আমি সবার জন্য গাই"।
চলুন মানুষ হই ...
ভিডিও এর better experience এর জন্য - https://youtu.be/XxeeoykJLSU
আমি সবার জন্য গাই -
https://youtu.be/u3zPgpxRfyc

14/06/2023

শুভ জন্মদিন কমরেড।
জন্মদিনের লাল সেলাম জানাই বিপ্লবী মহানায়ক চে গুয়েভারাকে ।

25/05/2023

আজ ১১ই জ্যৈষ্ঠ , এইদিনে জন্মেছিলেন এক সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা বাবরি দোলানো মহান পুরুষ । যিনি বাঙ্গালিকে "বিদ্রোহী" করে তুলেছিলেন ।
এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর এক হাতে রণতূর্য ধারণ করে নাড়িয়ে দিয়েছিলেন অত্যাচারীর ভিত।
আজকের এই দিনে জাতীয় কবিকে জানাই শত কোটি প্রণাম।

08/05/2023

তাঁর জন্ম না হলে বাঙালি মনন যেন পিছিয়ে যেত কয়েকশো বছর।
তিনি বাংলা ও বাঙ্গালিকে দিয়েছেন ভাষা, পরিচয় করিয়েছেন হাসি কান্নার সঙ্গে।
বাংলা তথা পৃথিবীর আধুনিকতম কবি এবং গীতিকার তিনিই, যার ভাবনা হাজার বছর পেরিয়েও হয়ে থাকবে প্রাসঙ্গিক।
কবিগুরুর জন্মবার্ষিকীতে তাকে জানাই সহস্র প্রণাম ।

10/03/2023

স্বপ্নেরা খুব বাজে হয় ,
ঘুমুতে দেয় না , থামতে দেয় না ।
আবার প্রায়শই ভেঙ্গে গিয়ে কষ্ট দেয় ,
আসলে কষ্ট টা হয় কেন জানেন?
কারণ স্বপ্নটা দেখতে দেখতে খুব আপন হয়ে যায় ,
আর মনে হয় আমার স্বপ্নের জায়গায় অন্তত
"স্বপ্নে" তো পৌঁছোতে পেরেছি ,
আর হঠাৎ করে আপন কিছু হারিয়ে গেলে কষ্ট কার না হয় ?

কিন্তু আপন মানুষগুলোও যে চিরকাল সঙ্গে থাকে না এটাই তো বাস্তবতা ,
তাই স্বপ্নের সঙ্গে নিজেরও ভেঙ্গে পড়লে চলবে না,
চলুন জীবন সাজাই নতুন স্বপ্নের রঙ্গে ...

25/01/2023

🍂 নামহীন চিঠি 🍂

Written & Edited By Aditya Hazari
Recited By Abrita Gupta with her beautiful voice & marvelous talent of recitation ✨🤍

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

নামহীন কোনো এক চিঠি এসেছিল,
দরজায় কড়া নাড়তেই, স্পর্শে পেলাম 🍁
চিঠির ভাঁজে পরিচিত এক সুগন্ধ ছিল,
খোলা মাত্রই অজানা দুঃখ ছুঁয়ে নিলাম 🍁

চিঠির শুরু,

প্রিয় _____💕

কথোপকথনের ঝড় হাওয়া চলছে,
সে তো রোজ চলে,
আজ চল থামায় সেই আলাপ 🍁
কিছু সময়েরই তো অপেক্ষা,
তারপর নাহয় নতুন শুরুর দৈর্ঘ্য মাপ 🍁
নতুন করেই হাসব আবার,
কইব কথা, গাইব নতুন গান 🍁
হাসিঠাট্টার মাঝেই দুঃখ গুছিয়ে,
জন্মাবে নতুন দুটি প্রাণ 🍁
তোর-আমার অনুরক্তি থাকুক না আড়ালে,
এই কোলাহল বুঝবে না তার মর্ম 🍁
হাসছি না বটে, হাসতে ভুলিনি,
গাইছি না বটে, গাইতে ভুলিনি,
না কইলেই বুঝি হারাবে কথার ধর্ম ⁉️

চিঠির শেষ,

আমি তোকে বড্ড চাই,
চিঠির মতো শেষ হবে না চাওয়া 🍁
ভিন্ন নতুন গল্পে নামহীন সম্পর্কটা,
ইচ্ছে সেই একটাই, ফিরে পাওয়া 🍁

ইতি _____💕

নামহীন কোনো এক চিঠি এসেছিল,
জল দিয়ে চোখে, কন্ঠস্বর কাঁপালো 🍁
চিঠির ভাঁজে স্মৃতি ছাপিয়ে দিয়েছিল,
বেঁধে নিলেই কী মন সব ভুলে গেলো ⁉️

05/10/2022

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা । অন্তরের পশুবৃত্তির বিসর্জনে সুন্দর হয়ে উঠুক আমাদের জীবন ।

01/10/2022

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শারদ শুভেচ্ছা । সকলের অংশগ্রহনে মঙ্গলময় হয়ে উঠুক মাতৃ আরাধনা ।

25/09/2022

আজ মহালয়া, আজ দেবী গজে চড়ে কৈলাশ থেকে রওনা দিলেন। দেবীপক্ষের আগমনীর এই ক্ষণে সকলকে শারদ শুভেচ্ছা। জগতের আঁধার দূর করে ভুবনমোহিনী মায়ের আরাধনায় শাশ্বত-সুন্দর হয়ে উঠুক আমাদের বসুন্ধরা।
মহিষাসুরমর্দিনী মায়ের তপস্যায় পরাজিত হোক অন্তরের পশুপ্রবৃত্তি। নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়ে দেবীসম নারীগণ পাক তাদের প্রাপ্য সম্মান।
শরতের অরুণ আলোয় জাতি ধর্ম - বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আলোকময় হোক এই দেবীপক্ষ।

15/07/2022

== মূলত দেশের বর্তমান সব মন্দ খবরাখবর, পুরোনো সেই যুগের মানুষদের কাছে কেমনটা অনুভূতি জাগায় তা নিয়েই এই লেখা ==

☯︎ কবিতা ➪ একদিন

☞︎︎︎ খবরের কাগজ বদ্ধ আজ,
দিনলিপিও খোলা হয় নি,
শুনেছি লেখনী টা নাকি অবসর নিয়েছে।।
ভাঙা চারপায়াটা ধূলো জমানো,
মাটি আজ অসহায়,
পাখির ডাকও নিস্তব্ধ,
রেডিও ডাক দিয়েছে।।
জানালার লোহায় জং ধরেছে,
আলো ঘরে ঢুকতে চায় না,
মোমবাতির সহায় আছে,
বেশ তো।।
চশমাটা নিখোঁজ,
খবর নাহয় শোনা যাক,
কথার শহরে বাঁক আসছে না তো।।
সেই একঘেয়ে গল্পটাই চলে রোজ,
আজ এই প্রান্ত,
তো কাল ঐ,
নেই শুধু অন্ত।।
কাঠখোট্টা বিষয়গুলো হাজার কষ্ট চাপে,
একদিন তো বাপু হওয়া যায় ক্লান্ত।।
বিষাক্ত দুনিয়ায় পারদের ওঠা নামা,
বিষাদের কোনো শেষ দেখি না।।
নিউরনের স্নায়ু অস্থিরতার শিকার,
চিত্ত তবু মেলে দিতে চাই ডানা ☜︎︎︎

08/05/2022

বহ্নিশিখার ১ম বর্ষপূর্তি, ঈদ ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বহ্নিশিখার বিশেষ নিবেদন "সঞ্চয়িতা"।
সঙ্গে আছেন-
সঞ্চালনা ও আবৃত্তি - রোদ্দুর অরিত্র
আবৃত্তি- নামিয়া সুলতান ওহী
সংগীত -
মুনশাইন চাকমা
নৃত্য - গোধূলি চৌধুরী

07/05/2022

বহ্নিশিখার ১ম বর্ষপূর্তি, ঈদ ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বহ্নিশিখার বিশেষ নিবেদন সঞ্চয়িতা। চোখ রাখুন বহ্নিশিখার ফেসবুক পাতায় ঠিক রাত ৯.৩০ টায়

21/02/2022

অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস • শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি • বাংলা ভাষার প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩💓

☞︎︎︎ একুশ ☜︎︎︎ 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩

➪ একুশ এক স্মৃতি,
একুশ এক গল্প,
একুশ এক দুঃখ,
একুশ এক হাসি।।
একুশ নিয়ে হাজার কাব্য,
লিখতে ভালোবাসি।।
একুশ এক ভাষা,
একুশ এক প্রত্যাশা,
একুশ এক সাহস,
একুশ এক বিশ্বাস।।
একুশ নিয়ে বাঁচার কথা,
উৎকণ্ঠিত প্রতি নিঃশ্বাস।।
একুশ আমার বাংলা,
একুশ মাতৃভাষা।।
একুশ সবুজেও রক্তিম,
একুশ হলাম আমি,
একুশ এক স্বপ্ন,
শহীদের লেখা আশা।।
ফেব্রুয়ারির একুশ
বিদায় জানিয়েছে তবে।।
ইতিহাস যেন ফিরে আসে বারবার,
বাংলার সেই যোদ্ধারা,
আসবে আবার কবে!?

09/01/2022

☯︎ কবিতা ➪ যাদুর কাঠি

☞︎︎︎ বাবা তোমায় চিঠি লিখছি,
পড়বে কিনা জানা নেই।।
শব্দে শব্দে ক্ষমা বুনছি,
বাক্য হলেই চিঠি দেয়।।
অনুশোচনায় ভরা চিঠি,
দুঃখে ভরা কথা জমানো।।
জানি অনেক বকা দেবে,
উদ্দেশ্য তবুও রাগ কমানো।।
বাবা তোমার যাদুর কাঠি,
হারিয়ে ফেলেছি কবে।।
যখন আমার টান লাগল,
এই যে মনে পড়ল সবে।।
অনেক হলো কেঁদেছি আমি,
খুঁজেছি অনেক তবে।।
মা তখন আমায় ডাকে,
বাবু রে, কী হলো বল।।
আমি বলি, হারিয়ে গেলো তো,
মা বলল, নতুন কিনবি চল।।
আমি বললাম, কাঠি তো পাবো,
যাদু কী থাকবে আগের মতো!
মা তখন চিন্তায় মাথা খাটায় কতো,
অদ্ভুত সব কল্পনা করে যতো।।
আমি এখন ভেবে নিলাম,
আমার তাহলে রক্ষা নেই আর।।
একটু তবে কাঁদবো আমি,
কী আর দেবে চার-পাঁচটা মার।।
আর কিছু লেখার নেই,
শেষ করলাম চিঠি।।
ইতি তোমার বাবাই বলছি,
পাই নি যাদুর কাঠি।।
ভাবছি এক অভিযোগ জুড়ে নিবো,
পাগল আমায় বলে সবাই।।
কথায় কথায় ভয় পেয়ে যায়,
নাকি তোমায় ভাবি তাই!?
এখন তো চিঠি শেষ হলো,
কোনো ডাকবাক্স এই চিঠি নিবে!?
ডাকপিয়ন কখনো চিঠি পাই নি।।
তুমি আছো যেথায়,
আদৌ চিঠিটা সেথায় যাবে কী!? ☜︎︎︎

কবিতার কাহিনিটা হলো আমরা ছোট থেকে সবসময় এটা ভাবি যে বাবাদের কাছে একটা যাদুর কাঠি থাকে,,,আমরা যখন যেটা চাই সেটা এনে দেয়। কবিতায় ছেলেটার বাবা মারা গেছে, তাই ও ভাবছে ও যাদুর কাঠিটা হারিয়ে ফেলেছে।। এখন চিঠি লিখছে তার বাবাকে ক্ষমা চেয়ে।। কিন্তু তার সন্দেহ চিঠিটা আদৌ সেখানে পৌঁছাবে, যেখানে ওর বাবা আছে।।

01/01/2022

বিশের বাইশে ভালো থাকুক সকলে...।

16/12/2021

সবাইকে ৫০তম মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা 💚❤️💚

❥︎ কবিতা ➪ বিজয়ের হাসি হেসে 🇧🇩

☞︎︎︎ আমি বাঙালি,
আমি বাংলার সূর্য দ্যুতি।।
আমি আজকের নীল আকাশ,
আমিই সেই গর্জে ওঠা কালো নভ,
আমাতে নেই কোনো ভীতি।।
সকলে বলি, হয়তো এমনই কিছু,
সবই বাংলার প্রতি অকৃত্রিম প্রীতি।।
আমি বাঙালি,
আমি নির্ভয়, আমি বিদ্রোহী,
আমি গর্বিত, আমি জন্মেছি বাংলায়,
আমি উদ্ধত, আমার স্বরে কথা বাংলায়।।
আমি নাম লিখেছি বাংলায়,
আমি হাসতে শিখেছি বাংলায়।।
সকলে বলি, হয়তো এমনই কিছু,
সবই যে বাংলার বিশ্বাস আর প্রেরণায়।।
এ শুধু আমার-তোমার বাংলা নয়,
যারা বাঁচি বাংলায় গর্ব নিয়ে,
বাংলা তাদের,
বাংলা শুরু যাদের দিয়ে।।
বাংলা তাদের,
যারা লড়েছে বাংলার কথা ভেবে।।
বাংলা তাদের,
যারা রক্ত দিয়েছে বাংলা জিতবে ভেবে।।
বাংলা তাদের,
যারা উদ্দাম, যারা সাহসী,
বাংলা তাদের, যারা প্রতিবাদী।।
তারা বাংলার, বাংলা তাদের,
যারা যুদ্ধে গিয়েছে বাংলাকে ভালোবেসে।।
যারা শুরু দিয়েছে প্রাণের ক্ষয়ে,
শেষ এনেছে বিজয়ের হাসি হেসে।।
আমি বাংলায় ঠাঁই পেয়েছি,
আমি বাংলাকে ভালোবাসতে জানি।।
বাংলার হয়ে বাঁচতে শিখেছি,
আমি বিজয়ের হাসি হাসতে জানি।।
এ যে সবুজ-শ্যামলে ভরা বাঙ্গালির মাতৃভূমি,
যার সমীরণ বাঙালির প্রতি নিঃশ্বাসে।।
এ যে লাল রক্তে রাঙানো বাঙ্গালির বাংলা,
যার মাটি তার সন্তানের রক্তে আছে মিশে।।
এ আমার-তোমার সবার বাংলা,
যারা বাংলাকে আপন করেছে,
বিজয়ের হাসি হেসে ☜︎︎︎

08/10/2021

আগমনীর আগমন বার্তায় দশদিক মুখরিত,
প্রকৃতি ও মেতে উঠেছে নানান সাজসজ্জায়
আকাশে বাতাসে দেবীর মধুর শিঞ্জিনী শোনা যায়
এক অনাবিল আনন্দে প্লাবিত ধরণী
মেতে উঠেছে মাতৃ আরাধনায়🏵️🏵️

জেগে ওঠো মা জেগে ওঠো,
মুছে দাও সকল দুঃখ-গ্লানি,
বিনাশ করো সকল অন্যায়, অবিচার ও দুর্নীতির।

জয় মা দূর্গা 🙏🙏

"জাগো মা" গানে; নৃত্য পরিবেশনায় গোধূলি চৌধুরী

20/09/2021

বাতাসে শরতের আগমনী সুর বেজে গেছে অনেক আগেই।কাশবনের শুভ্রতায় মজেছে সৌন্দর্যপিয়াসীরা।
শরতের আগমনে সকলকে জাগিয়ে তুলতে বহ্নিশিখা আয়োজন করছে ১ম কালচারাল কন্টেস্ট
"শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি"

♣বিভাগসমূহ
▪️গান
▪️নাচ
▪️আবৃত্তি
▪️চিত্রাঙ্কন
▪️ফটোগ্রাফি

পোস্ট করার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে:
১)সুরুচিসম্পন্ন কন্টেন্ট হতে হবে
২)ক্যাপশনের সাথে
এবং সেগমেন্টের নাম উল্লেখ করতে হবে।
কন্টেস্ট চলবে ২১শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর।
গ্রুপ লিংক
https://facebook.com/groups/339236331092567/

18/09/2021

দৃষ্টি এখন মায়ের আগমনী পানে...🌼




এই পূজোয় বহ্নিশিখার এক প্রিয় সদস্য জয় চৌধুরী দাদার আরেকটি ছোট্ট নিবেদন❤️

15/09/2021

এই শহর,🌆
যাদুর শহর💖

© দীপ্ত বৈদ্য

15/09/2021

মহাবিশ্বজীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে
নির্ভয়ে ছুটিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুবতারা৷
….কে সে৷ জানি না কে৷ চিনি নাই তারে৷
শুধু এইটুকু জানি, তারি লাগি রাত্রি অন্ধকারে
চলেছে মানবযাত্রী যুগ হতে যুগান্তর পানে,
ঝড়ঝঞ্ঝা-বজ্রপাতে, জ্বালায়ে ধরিয়া সাবধানে
অন্তর প্রদীপ-খানি৷
কে সে, চিনি নাই তারে...৷

কবি গুরুর চরণে আমাদের একটি ছোট্ট নিবেদন-
আবৃত্তি কন্ঠে : জান্নাতুল ফেরদৌস তিশা
সুরে : জয়িতা চৌধুরী
নৃত্য পরিবেশনায়: গোধুলি চৌধুরী

12/09/2021

জাতিস্মর এর " এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো "------গানটি গেয়েছে মহুয়া চৌধুরী।

03/09/2021

দেবীপক্ষের আর বেশি দিন দেরি নেই।
তাই আমাদের প্রিয় জয় চৌধুরী দাদার এই ছোট্ট নিবেদন 🌼🌺🌼

13/08/2021

রবি বন্দনায় আমাদের ছোট বোন চন্দ্রিমা চৌধুরি বাঁধন❤️❤️

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আরশিনগর X আমি গাইছি সবার জন্য
🍂 নামহীন চিঠি 🍂Written & Edited By Aditya Hazari Recited By Abrita Gupta with her beautiful voice & marvelous talent of ...
রবীন্দ্রজয়ন্তী বিশেষ লাইভঃ সঞ্চয়িতা
রবীন্দ্র আয়োজন...
বহ্নিশিখা ঈদ আড্ডা
বর্ষামঙ্গল :: কবিতা :: কন্ঠে- পুনম চৌধুরী
বর্ষার দিনে..
নজরুল জয়ন্তীর আয়োজন- আবৃত্তি- শ্রেয়া শারদীয়া

Category

Telephone

Website

Address

Chittagong

Other Performing Arts in Chittagong (show all)
Sraboni's Voice Sraboni's Voice
Chittagong, 4000

Sraboni Barua is a professional voice over artist from Bangladesh who is working Globally. A vers

কবিতার বাণী কবিতার বাণী
Kumira, Sitakund
Chittagong, 4314

This is Poem Related Page. It's will published Poem, Song and Live Video.

Tuj's Art Tuj's Art
Satkania
Chittagong

RAZAN & mimers RAZAN & mimers
Mehedibag
Chittagong

Twee of color Twee of color
Chittagong

হিজি-বিজি হিজি-বিজি
Ph. D Memer House, 1122
Chittagong, 4208

We Share Arts , Entertainments and Thoughts <3

হাফছীর তুলি Hafsy's Art হাফছীর তুলি Hafsy's Art
Chittagong

তুলির রঙিন ছোঁয়া ফুটিয়ে তোলার ক্ষুদ?

Lyric's Turn Lyric's Turn
Chittagong

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর -রবি ঠাকুর

Gajati69 Gaming Xd Gajati69 Gaming Xd
Chittagong

hudai description er Ma re chudi

Fahmida_Shova Fahmida_Shova
Chittagong

কবিতা হোক পথ চলার পাথেয়...

Royel play Design Royel play Design
Chittagong

এখানে যেখোনো পেইন্টিং পোষ্ট করা যাবে

MR ERROR MR ERROR
Chawkbazar
Chittagong

বড় স্বপনের রাস্তায় স্বকীয় গতির এক চাকা।