Learn With Nayim
ফ্রিল্যান্সিং সম্পর্কে জানুন Hello, friends hope everyone is doing well. Welcome to our page.
I am Mostafa Reza Nayim, I am an affiliate marketer and I am studying computer science and technology. On this page, I will share with you my freelancing career and computer science content for the past four years and I have many other social platforms that you can find here.
অতি শীঘ্রই ১৩০ এর উপরে চলে যাবে । 😵💫
যেখানে বুস্টিং/এডস রান করতে ডলার রেট প্রায় ১৪০।
তাহলে চিন্তা করা যায়,১৩০ হলে ডলারের রেট কত পড়বে!!
২০টি অটোমেটিক বজ্রপাত রিসিভার ডিভাইস এবং ৮০০টি ফিক্সড রড থাকার কারণে মক্কায় অবস্থিত আবরাজ আল বাইত টাওয়ারে প্রচুর বজ্রপাত আঘাত হানে। আশেপাশের প্রায় সব বজ্রপাত টেনে নেয় এই টাওয়ার।
কালেক্টেড 😳
তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।কারণঃ-
১- নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হয় যার অর্থ "ভাল ছেলে" কারণ যখন তার বাবা-মা বৃদ্ধ হয়, তখন তারা তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়।
২-"নেকড়ে" কখন ও তার স্বাধীনতার সাথে আপোষ করে না এবং কারও দাস হয় না, যখন সিংহ সহ প্রতিটি প্রাণীকে প্রশিক্ষণের মাধ্যমে বস করা যায়, কিন্তু নেকড়েকে করা যায়না।
৩-নেকড়ে কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে মহিলা নেকড়ের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যতিত অন্য কারো সাথে সম্পর্ক করেনা। এবং স্ত্রী নেকড়েও তার অংশীদার নেকড়ের অনুগত থাকে।
জ্ঞান গৃহ
😀
হোয়াইটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা এনেছে ফেইসবুক কর্তৃপক্ষ।
মেসেঞ্জার কলে যেভাবে স্কিন শেয়ার দিয়ে অপর পাশের ব্যক্তিকে ডিভাইসের সম্পূর্ণ স্কিন দেখানো যায় সেভাবে হোয়াটসঅ্যাপেও ফিচারটা এড করা হয়েছে।😱
আমাদের জন্মলগ্ন থেকে জীবদ্দশা পর্যন্ত আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি দুঃশ্চিন্তা ও নিঃস্বার্থভাবে ভালোবাসেন যিনি তিনি আর কেউ নন, তিনি আমাদের জন্মদাত্রী মা। মায়ের জন্য হোক প্রতিটি দিন। আমাদের সুখে-দুঃখে ছায়ার মত থাকা মানুষটির মুখে হাসি ফোটাতে বেশি কিছু প্রয়োজন নেই, তার চাহিদাও বেশি নয়। আজ এই মা দিবসে এই প্রতিজ্ঞা হোক সেই মাকে ভালো রাখার। বিশ্ব মা দিবসে প্রতিটি মা’র প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা। সুস্থ, সুন্দর থাকুক প্রতিটি মা।
🤜ছবির ব্যক্তিটি হলেন মার্কিন টিভি উপস্থাপক বব সিরত!
১৯৮২সালে ইলেক্ট্রনিক্স প্রদর্শনী মেলা তে তোলা বিখ্যাত এই ছবিতে তার দুইহাতে এবং সামনে যে ডিভাইসগুলো দেখা যাচ্ছে ,
এর সবগুলোই এখন আমাদের পকেটের ভেতর একটি মাত্র ছোট্ট ডিভাইসে চলে এসেছে।
🤜আজকের স্মার্টফোন কতটা পাওয়ারফুল এবং অনেক ফিচার এ ভরা, তা একসময় ছিলো কল্পনার বাইরে!! 🔥🔥
মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কৃতজ্ঞ হওয়া এবং তুষ্ট থাকা।
শ্রদ্ধা মেধা থেকে আসে,
বয়স থেকে নয়
লক্ষ্য পূরণ করা খুবই সহজ । শুধু সময়ের সঠিক ব্যবহার এবং ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে।
𝙄 𝙢𝙪𝙨𝙩 𝙗𝙚 𝙒𝙞𝙣,𝙄 𝙢𝙪𝙨𝙩 𝙗𝙚 𝙍𝙞𝙜𝙝𝙩,𝙄 𝙢𝙪𝙨𝙩 𝙗𝙚 𝙇𝙞𝙠𝙚𝙙, 𝙄 𝙢𝙪𝙨𝙩 𝙗𝙚 𝘾𝙤𝙢𝙛𝙤𝙧𝙩𝙖𝙗𝙡𝙚.
আগামীকাল থেকে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় ২০ লাখ শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং দোয়া রইল।
No compromise 🫵
আজকের বিরল হাইব্রিড সূর্যগ্রহণ😯😯
ছবি: ইন্টারনেট হতে সংগৃহিত
❝ বিদ্যা*নন্দ আর As sunnah Foundation এর পার্থক্য কী জানেন?
বিদ্যা*নন্দ একটা এলাকা নির্দিষ্ট করে। এরপর সেখানকার গুটি কয়েক গরীব মানুষকে এক বেলা খাওয়ায়। এরপর ছয়মাস আর সেই এলাকায় যায় কিনা সন্দেহ আছে। কিন্তু একবেলা খাওয়ানোর ছবি অনলাইনে ছয় মাস ধরে পোস্ট করে টাকা ঠিকই তোলে।
আর আস সুন্নাহ ফাউন্ডেশন নির্দিষ্ট এলাকায় যায়। এরপর গরীবদের লিস্ট করে। পুরুষের হাতে তুলে দেয় রিকশা, মেয়েদের জন্য সেলাই মেশিন, ব্যবসায়ীর জন্য টঙের দোকান। বিদ্যা*নন্দের দেওয়া এক বেলার মাছ মাংসে ঐ এক বেলাই পেট চলে। কিন্তু আস সুন্নাহ ফাউন্ডেশনের ঐ একবেলার দানে সারাবছর সংসার চলে।
বিদ্যা*নন্দ সারাজীবন এভাবে অমুক এলাকায় একবেলা আর তমুক এলাকায় একবেলা খাওয়ালেও কোন লাভ নেই। অনলাইনে যে শিশুর পেট ভরার ছবি দেখে এতো খুশি হন। খবর নিয়ে দেখুন সেদিন বিকাল থেকেই শিশুটি না খেয়ে থেকেছে। কারন বিদ্যা*নন্দ তো আর দৈনিক তিনবেলা ভাত দিবে না। খাওয়াবে, ফটোসেশন করবে এরপর উধাও।
কিন্তু আসসুন্নাহ ফাউন্ডেশন যে দরিদ্র পরিবারকে রিকশা, সেলাই মেশিন, কর্মের ব্যবস্থা করে দিয়েছে আমি এটা নিশ্চিত বলতে পারি অন্তত না খেয়ে থাকতে হবে না।
আস সুন্নাহ ফাউন্ডেশন বেকারত্ব আর দরিদ্রতাকে মুছে দেওয়ার চেষ্টায় আছে। আর বিদ্যা*নন্দ দরিদ্রতাকে কাজে লাগিয়ে গরীবদের আবেগ বিক্রি করে চলতেছে। এইটাই পার্থক্য। ❞
©
কথাগুলে অসাধারণ 🥀💜
প্রবাদ আছে"পাছে লোকে কিছু বলে"
সামনে চলতে হবে,পিছনে থাকাইতে হবে না 🤭
AI is full fire🤣🤣
স্টিফেন হকিং অলরেডি এই কথা বলে গেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হবে মানব জাতির সর্বশেষ আবিষ্কার। এরপরের আবিষ্কার গুলো AI করবে। আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এর যুগে প্রবেশ করতে যাচ্ছি মাত্র। এখনই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড করলে AI আমাকে প্রোগ্রামিং কোড লিখে দিচ্ছে। খুব দ্রুত সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর জায়গা AI দখল করে নেবে। আসল বিপদ তখন শুরু হবে যখন কমান্ড ছাড়াই AI নিজেই সফটওয়্যার তৈরি করবে, এবং নিজের ইম্প্রুভমেন্ট নিজেই করা শুরু করবে (এখনকার AI এর এই সক্ষমতা আছে, ভুল থেকে অথবা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে নিজেকে ইম্প্রুভ করার) । কোয়ান্টাম কম্পিউটার এর সাথে যখন AI যুক্ত হবে, তখন সেটি হবে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যুগের সূচনা। এখন পর্যন্ত আবিষ্কৃত পরীক্ষামূলক মাত্র 53Qbit এর কোয়ান্টাম কম্পিউটার Sycamore যার একটি জটিল ক্যালকুলেশন করতে ২০০ সেকেন্ড লাগে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার এই ক্যালকুলেশন সম্পন্ন করতে লাগবে ১০,০০০ বছর। তাহলে বুঝতেই পারছেন কোয়ান্টাম কম্পিউটার আর AI যুক্ত হলে কি বিপদ ঘটবে, বিজ্ঞানীরা ওই মুহূর্তটির নাম দিয়েছেন Technological Singularity, যখন মেশিনের বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা কে অতিক্রম করবে। আর বুদ্ধিমত্তার সহজাত বৈশিষ্ট্য হলো আধিপত্য বিস্তার এবং তার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ যদি কিছু থাকে তাকে নিশ্চিহ্ন করে দেয়া।
তথ্য সূত্র- https://www.popularmechanics.com/technology/robots/a42612745/singularity-when-will-it-happen/
https://en.m.wikipedia.org/wiki/Sycamore_processor
https://en.m.wikipedia.org/wiki/Technological_singularity
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা "মেটা ভেরিফাইড" নামে নতুন সার্ভিস আনার ঘোষণা দিয়েছে৷ এর মাধ্যেম টুইটারের মতই একজন ব্যবহাকারী চাইলে সরকার প্রদত্ত আইডি, ওয়েবের জন্য মাসিক ১১.৯৯ ডলার অথবা আইওএস এর জন্য মাসিক ১৪.৯৯ ডলার প্রদান করে সাবস্ক্রাইব করলেই ব্লু ব্যাজ লাভ করবেন৷
অবশ্য এই সাবস্ক্রিপশনের মাধ্যেম একজন ব্যবহারকারী ব্লু ব্যাজের পাশাপাশি ফেইক একাইন্ট থেকে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টমার সাপোর্টের সরাসরি এক্সেস পাবেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই সপ্তাহে কেবল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সুবিধা পাওয়া যাবে। ধীরে ধীরে অন্যান্য দেশেও মেটা এই সার্ভিস চালু করবে বলে জানিয়েছে!
৬ দিনের চেষ্টায় ভারতের কর্ণাটকের জঙ্গলে তোলা হয়েছে ব্ল্যাক প্যান্থার এবং চিতাবাঘের অবিশ্বাস্য এই ছবিটি!
ছবিটি দেখে মনে হচ্ছে একটি চিতাবাঘ দাঁড়িয়ে আছে এবং পিছনে তার ছায়া পড়েছে৷ অবশ্য এটি আদতে এমন কিছু নয়। বরং এটি একটি চিতাবাঘ এবং ব্ল্যাক প্যান্থারের দুর্লভ ছবি। মিথুন নামের এক ফটোগ্রাফার ছয় দিনের প্রচেষ্টায় ভারতের কর্ণাটকের কাবিনি সংরক্ষিত বনাঞ্চলে ছায়া নামের দুর্লভ ব্ল্যাক প্যান্থার এবং ক্লিওপেট্রা নামক চিতাবাঘের ছবিটি তোলেন৷ অবশ্য এখন নয় বরং ২০২০ সালের ছবি এটি। ফটোগ্রাফারের তথ্য অনুযায়ী ছবিটি তোলার সময় এই দম্পতির এক সাথে থাকার ৪ বছর পূর্ণ হয়েছিল৷
নিজের টুইটার একাউন্টে ইলন মাস্ক পোস্ট করে জানান তার শিবা ইনু প্রজাতির পোষা কুকুর ফ্লোকি টুইটারের নতুন সিইও৷ আর ফ্লোকি পূর্বের সিইও পরাগ আগরওয়ালের থেকেও নাকি অনেক ভালো৷
না, বাস্তবে ফ্লোকিকে তিনি নতুন সিইও হিসেবে নিয়োগ দেননি বরং অনেকটা মজার ছলেই নিজের কুকুরকে নিয়ে অনেকগুলো পোস্ট করেছেন৷ পরে এক কনফারেন্সে জানান এই বছরের শেষের দিকেই নতুন সিইও নিয়োগ দেওয়া হবে টুইটারের নতুন সিইওকে৷ অবশ্য কে দায়িত্ব নেবে তা এখনও জানা যায়নি।
যে কোন Difficult Situation এ 2টা State থাকে।
✅ যা হচ্ছে হতে দেওয়া।
✅ সেটাকে Stop করে, Change করতে চেষ্টা করা।
কোন সমস্যা গলার কাঁটা না হওয়া পর্যন্ত আমরা সেটাকে Ignore করতে চাই, সলভ করতে চাই না, তাই সমস্যাটা Control এর বাইরে যেতে থাকে।তাই যেকোনো Difficult Situation এ যদি বলি
"আচ্ছা, Now What?"🤔
মানে, যা হয়েছে; হয়েছে! এখন এটাকে Solve করতে হলে কি করতে হবে?
এরকম Positive Attitude রাখলে দেখবো-
▪️কোন না কোন ভাবে
▪️কারো না কারো কাছে
সেই সমস্যার সমাধান আছে.
Just আমাকে পর্যাপ্ত Effort & Resource ব্যয় করে তার পর্যন্ত পৌঁছাতে হবে।
এভাবে সমস্যার সমাধানের দিকে এগুলে যেকোন সমস্যা সমাধান করা যায়। কিন্তু Decision হীনতায় ভুগলে সেখানে আটকে থাকতে হয়।🙂
Google bard Vs Chatgpt
'বার্ড' নামের একটি বট নিয়ে হাজির হলো Google. google bard পুরোপুরি প্রস্তুত chat gpt এর সাথে বুদ্ধির লড়াইয়ের জন্য। 🤩
🔰আমরা সহযেই অনুমান করতে পারি google bard আমাদের মান সম্মত এবং অত্যন্ত কার্যকর তথ্য সরবরাহ করবে, কারন Google এর আছে অফুরন্ত ডাটা।
🔰আপাতত সাধারন মানুষ এটি ব্যবহার করতে পারছে না কিন্তু কিছু নির্বাচিত ব্যক্তিদের এক্সেস রয়েছে।
✅GOOGLE এর CEO👉 সুন্দর পিচাই একটি ব্লগে কথা গুলো বলেন। ব্লগ লিংক কমেন্টে 👇
গতকাল তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। ইতিমধ্যে 2800 মানুষ মারা গেছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার-পরিজন হারিয়েছেন অনেকে।
তুরস্ক এবং সিরিয়ায় আমাদের ভাই ও বোনদের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন।
১ জনকে সম্পূর্ন ভাবে অনুসরণ করে একটা কাজ করেন তাহলে এইটা কপি।
১০ জনকে অনুসরণ করে কাজটি করেন এইটা হলো রিসার্চ।
পাত্র যত বড় তত বেশি পানি থাকে তার ভেতর। যত বেশি দায়িত্ব নিবেন ততবেশি বড় হওয়ার সুযোগ থাকবে। আপনার ধারণ ক্ষমতা ততই বাড়বে।
শুধু মাত্র তারাই বিপদে পড়ে, যারা সময়ের আগেও চিন্তা করতে পারেনা, সময়ের সাথেও চিন্তা করতে পারে না।
এদেশের বুদ্ধিজীবীদের 'স্বপ্নে দেখা রাজকন্যা'
থুক্কু!!থুক্কু!! কৃষাণী 🤫
ল্যাহেংগা টা কিন্তু সুন্দর আছে! কি বলেন আপনারা?
On a serious Note:
পদ্ম, ভারতের জাতীয় ফুল, আমাদের টা শাপলা।
ময়ুর, ভারতের জাতীয় পাখি, আমাদেরটা দোয়েল।
ল্যাহেংগা কে আমাদের পোশাক বলে বিগলিত হবার সুযোগ নেই।
এক প্রচ্ছদে এতো কাকতলীয় সংমিশ্রণ! কিভাবে সম্ভব?
কেন আমার দেশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে, আমাদের নিজেদের জিনিসগুলোর জায়গা হয়না? এদেশের বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন?
আপনাদের ভয়টা কিসের?
আমরা পারি না, স্যাটেলাইট বানাই বিদেশি ঋণে বিদেশ থেকে বিদেশিদের দিয়ে,পাঠাই বিদেশিদের দিয়ে।নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাই বিদেশি ঋণে বিদেশিদের দিয়ে,বিশেষজ্ঞ তো দূরের কথা নিজেদের একজন টেকনিশিয়ানও নেই।আমরা সড়ক-সেতু বানাতে পারি না।এমন কী টোলও নিতে পারি না।বিদেশিরা টোল নিয়ে দেয়।কয়লা বিদ্যুৎ কেন্দ্রও নিজেরা বানাতে পারি না,বিদেশিদের দিয়ে বানিয়ে নেই।জনগণের পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্সও নিজেরা দিতে পারি না,বিদেশিদের ডেকে আনতে হয়।
রাজনীতিবিদ ও আমলারা বিমান-রেল-পাটকল…কোনো একটি প্রতিষ্ঠান ঠিকমত চালাতে পারে না।আছে শুধু দাম্ভিকতা।
মানবসম্পদ উন্নয়নে আমাদের সামান্যতম কোনো মনোযোগ নেই,বিনিয়োগ নেই।দেশ নাকি এগিয়ে যাচ্ছে,অথচ শিক্ষা নিম্নমূখী। স্মার্ট,ডিজিটাল কত রকমের গল্প আমাদের।
বি:দ্র: দেশের পরিচালকের বানানো ‘শনিবার বিকেল’ আটকে রাখি,দেশের মানুষ ‘ফারাজ’ দেখে।কারণ ফারাজ বানিয়েছে বিদেশিরা।এখন সিনেমাও বিদেশিদের দিয়ে বানাতে হবে।তা যে শুরু করিনি, তা কিন্তু নয়।
যা ভেবেছিলাম, তাই।
"তোমরা জেনে অবাক হবে যে" লাইনটাও মৌলিক না। এইটাও উনি চুরি করেছেন।
১৯৬৯ সালে সুমতি মোরারজিকে লেখা একটা চিঠিতে ভক্তিবেদান্ত স্বামী "তুমি জেনে অবাক হবে যে" কথাটা প্রথম উল্লেখ করেন।
শুধু গুগল না, ভক্তিবেদান্ত স্বামীও এই লোকের হাত থেকে রক্ষা পায় নি, ভাবা যায়?
হুবহু চুরি আর গুগলের অনুবাদে শিক্ষার্থীরা কী শিখবে?
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে সৃজনশীল প্রশ্ন কাঠামোর পরিবর্তনের সমালোচনার মধ্যে অবশেষে সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে থাকা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বছরের শুরুতে এবার প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষামূলক পাঠ্যপুস্তকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
আমাদের সরকার ও শিক্ষাবিদরা ঠিক কোন ধরনের শিক্ষা কার্যক্রম জাতির সামনে আনছে, তা দেখবার জন্য প্রথমেই আমি সপ্তম শ্রেণির পাঠ্য পুস্তকে চোখ বুলানোর চেষ্টা করেছি।
দেশের সুনামধন্য শিক্ষাবিদ, লেখকদের সম্পাদনায় প্রকাশিত বইটি হাতে পাওয়ার পর সত্যি এক ধরনের অস্বস্তিবোধ কাজ করছে। শুরুতে যেভাবে লাইন টু লাইন অনলাইন ওয়েব সাইট থেকে কপি করে বাংলা অনুবাদ করেছে, সেটি দেখার পর মনে হয়েছে, আমরা ঠিক কোন শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিশুদের সামনে তুলে ধরতে যাচ্ছি? আমার চোখ যতটি পৃষ্ঠা নজর দিয়েছে, তার অংশ এইভাবে গুগুল ট্রান্সলেটরে ভাষান্তর করা হয়েছে।
হুবহু মেরে দেওয়া একাডেমিক ভাষায় ‘চৌর্যবৃত্তি’। আর চৌর্যবৃত্তি করে জ্ঞানের বিকাশ মূলত অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল।
আমরা ইচ্ছে করলে টেক্সটবই লিখতে পারি না। এইভাবে হুটহাট ব্ই ছাপিয়ে, ভুলভাল তথ্য ছড়িয়ে আমরা জাতির সর্বনাশটাই করে যাচ্ছি বারবার।
কীভাবে সরকারের একটি ভাল পদক্ষেপ ভেস্তে নেয়া যায়, এই পাঠ্যপুস্তক তার একটি বড় উদারহণ হিসেবে আমার হাতে এসেছে। এদের থামাবে কে?
অবশেষে মাইক্রোসফট অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে তারা 𝐖𝐢𝐧𝐝𝐨𝐰𝐬 𝟖.𝟏-এ আর কোন সাপোর্ট দিবে না।
ইউজাদের 𝐖𝐢𝐧𝐝𝐨𝐰𝐬 𝟏𝟎 ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
আল ইমরান।
এসএসসি: ৩.৫৭
এইচএসসি: ৪.৪
অনার্স: ৩.৬৯
মাস্টার্স: ৩.৯৭
ভূগোল ও পরিবেশ বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।।
ভূগোল ও পরিবেশ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করার আবেদন করেও সুযোগ পাননি। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে বিদেশে ঠেলে দেওয়া হয়েছে।।
বর্তমানে তিনি নাসার একজন গবেষক। 😯
জীবন তো আমাদের এভাবেই কিছু না পাইয়ে দিয়ে অনেক কিছু পাইয়ে দেয়।।
ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি?
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।
কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।
ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।
বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Address
Chittagong
4000
Ali Plaza-2, Chawkbazar, Chattogram
Chittagong, 4203
Trusted online platform by countless students.
Banskhali
Chittagong, 4390
It is an Educational page .if you get a good result in English & other subjects you may join with us
Asian University For Women
Chittagong
A student run platform in AUW which aims to bring the LGBTQ+ community and allies together 🏳️🌈
Bangladesh Refugee Camp
Chittagong, 4750
As a teacher, one must bring out the best in students and inspire them to strive for greatness.
مدرسة مفتاح العلوم تحفيظ القران ودارالايتام سكصرى اميراباد لوهاغارا شيتاغونغ بنغلاديش
Chittagong, 4396
Development of Mosque & Madrasha
Chittagong
مسيرة إلى تعلم اللغة العربية
Chittagong
Assalamoalaikom, This is Holy verse presentation. I have a YouTube channel (Holy Verse presentation)
Dewanhat, Halishohor
Chittagong
রসায়ন শিখি সবচেয়ে সহজভাবে , কম সময়ে ও মজা করে, পরীক্ষা দিবো নিশ্চিন্তে।
Hillview R/A Road#8 Block#B
Chittagong, 4203
"আমাদের লক্ষ্য-পরবর্তী প্রজন্মের জন্য আলিম,হাফিজ,দাঈ ইলাল্লাহ তৈরি করে ইসলামি সমাজ গঠনে অংশীদার হওয়া"