Home Made Organic Food & Oil

We Provide Home Made Organic Hair Oil & Organic Food.

Photos from Home Made Organic Food & Oil's post 26/12/2023

তোমাদের যাত্রা শুভ হোক.....

20/12/2023

প্রতিটি মেয়ের একটা করে ঘর থাকুক ৷
যেখান থেকে কেউ তাকে বলবেনা চলে যাও
বের হয়ে যাও ৷

14/12/2023

সস্তা না খুঁজে বিশ্বস্ততা খুঁজুন!
আয়ুর্বেদিক তেলের জন্য
হলি কেয়ার এর উপর আস্তা রাখুন।
হলি কেয়ার আস্তায় শতভাগ।

11/12/2023

তোমাদের যাত্রা শুভ হোক.....

11/12/2023

তোমাদের আজকের যাত্রা শুভহোক....

10/12/2023

চুলের ভিটামিন.....

10/12/2023

আস্তার প্রতীক

09/12/2023

চুলের যত্নে অর্গানিক হেয়ার অয়েলের
বিকল্প কিছু নেই। তাই হলি আপনাদের দিচ্ছে
হোম মেইড অর্গানিক হেয়ার অয়েল।
যারা নেচারাল খুঁজে তাদের জন্য।

07/12/2023

যদি তুমি ভুল ট্রেনে উঠে যাও,
তাহলে পরের ষ্টেশনে নেমে যেও।
দূরত্ব যত বাড়বে অনিশ্চয়তা ও তত
বেড়ে যাবে।
সমস্যা সমাধানে কেমিক্যাল নয়
প্রকৃতির কাছে ফিরে আসুন
হলি কেয়ার অর্গানিক হেয়ার অয়েল
আপনাকে দিবে প্রকৃতির ছোঁয়া.....

Photos from Home Made Organic Food & Oil's post 07/12/2023

বিভিন্ন ধরনের গাঁদাফুল হলি
কেয়ার অর্গানিক হেয়ার অয়েল
এর অন্যতম একটি উপাদান।
এটি চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে
সহায়তা করে।

Photos from Home Made Organic Food & Oil's post 03/12/2023

মেথি

মেথিতে প্রচুর পরিমানে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে| এছাড়াও এতে ভিটামিন সি, লৌহ এবং লিকিথিন আছে যা চুলে পুষ্টি যোগায় ও শক্তিশালী করে|

ওটস

আরো একটি প্রাকৃতিক হেয়ার মাস্ক, যাতে ভিটামিন বি ভরপুর আছে এবং যেটা চুলের আদ্রতা বজায় রেখে চুলকে আরো প্রাণবন্ত করে| আর এর ব্যাকটেরিয়াবিরোধী বৈশিষ্ট্য মাথার ত্বক পরিষ্কার ও চুলকানি প্রশমিত করে|

অ্যালোভেরা জেল

অতিরিক্ত আদ্রতা চুলকে শুষ্ক করে দেয়| অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যা আদ্রতা বজায় রেখে চুলকে ভেতর থেকে সজীব রাখে।

শিকাকাই

শিকাকাই এর ছত্রাক বিরুদ্ধ বৈশিষ্ট মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি দূর করে, ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে এবং গভীর থেকে চুলের পুষ্টি যোগায়।

ডিম

চুলের প্রায় আশি শতাংশ কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি যা চুলের স্থিতিস্থাপকতা, শক্তি এবং বুনোট নির্ধারণ করে| এই জন্য প্রোটিনে ভরপুর ডিম একটি চমৎকার উপাদান ঘরোয়া মাস্ক তৈরিতে।

02/12/2023

প্রিয়নবি যেভাবে চুল পরিপাটি করতেন
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য ন্যায় ও আদর্শের স্বীকৃত উজ্জ্বল দৃষ্টান্ত। সর্বাবস্থায় প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করার নির্দেশনাও রয়েছে। আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা করেন, ‘অবশ্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ।

তিনি বেশির ভাগ সময় বাবরি চুল রাখতেন। আর তা পরিপাটি করে রাখাও জরুরি ছিল। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল পরিপাটি করে রাখা সম্পর্কে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমি হায়েয (ঋতুবতী) অবস্থায়ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার চুল (কেশ) পরিপাটি করতাম।’ (মুয়াত্তা মালেক, বুখারি, নাসাঈ, দারেমি, ইবনে হিব্বান, মিশকাত)

প্রিয়নবির কেশ বিন্যাস
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। আর তিনি কেশ বিন্যাস (চুল পরিপাটি) ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। (মুসলিম, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ)

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিসের মাধ্যমে তাঁর কাজের সৌন্দর্যের বর্ণনা প্রকাশ পেয়েছে। তিনি ডান দিক থেকে কাজ শুরু করতেন। তাছাড়া যে সব কাজে সৌন্দর্য, মর্যাদা বৃদ্ধি পায় তা ডান দিক থেকে শুরু করা উত্তম। সৌন্দর্য ও শালিনতা প্রকাশে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথার ডান দিক থেকে চুল বিন্যাস তথা পরিপাটি করা শুরু করতেন।

তবে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার (ঘনঘন) কেশ বিন্যাস তথা চুল পরিপাটি করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে-হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন (বারবার) কেশ বিন্যাস (চুল পরিপাটি) করতে নিষেধ করেছেন।’ (মুসনাদে আহমদ, ইবনে হিব্বান, নাসাঈ, আবু দাউদ

পরিশেষে...ব্যক্তি সৌন্দর্য নয় বরং বাহ্যিক চলাফেরায় উদ্ভট, উসকু-খুসকু চলাফেরা একেবারেই ঠিক নয়; তাই অঙ্গ সজ্জায় পরিপাটি থাকা ইসলামের সৌন্দর্য। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে শারীরিক সৌন্দর্য ও সৌজন্যবোধ বজায় রাখাও জরুরি।

মুসলিম উম্মাহর উচিত চাল-চলন, চলাফেরা, পোশাক-পরিচ্ছদ পরিধান ও সৌন্দর্য বিন্যাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।

30/11/2023

আস্তায় এবং নির্ভরতাই

28/11/2023

হেয়ার এক্সপার্ট রা আপনার চুলের যত্ন নেবে বলে লাইন ধরেছে। কাল থেকে পৌছে যাবে আপনার বাসায়।

Photos from Home Made Organic Food & Oil's post 28/11/2023

চুলের যত্নে নির্ভর যোগ্য অর্গানিক হেয়ার অয়েল।

Photos from Home Made Organic Food & Oil's post 27/11/2023

সাবিলা নূর বলেন।
সুন্দর চুল হলো রুপের অহংকার!
তাই আমি চুলের যত্নে অর্গানিক হেয়ার অয়েল এর বিকল্প দেখিনা। সূত্র প্রথম আলো।

27/11/2023

Make change quietly....

Photos from Home Made Organic Food & Oil's post 27/11/2023

এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো।

যারা ভালো করো নাই তারা পড়াশোনা খ্যামা দিয়া বিদেশ যায়া কাম কাজ করার ট্রাই করো। বা দেশে যেকোনো ব্যাবসা করো। পাঁচ বছর পর উপরের ক্যাটাগরিকে চাকরি দিতে তোমারে লাগবে।

যারা মাঝামাঝি রেজাল্ট করছো তোমাদের জ্ঞান দেয়ার সামর্থ্য নাই। কারণ তোমরা বেশিরভাগ যায়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। ঐটা একটা স্ক্যাম। বেকার বানানোর কারখানা। যে ছেলেটা ইন্টারের পর টেকনিকাল কোনো কাজ শিখে আয় রোজগার কর‍তে পারতো সেই ছেলেটাও নামের লগে অনার্স ডিগ্রি লাগানোর লোভে ন্যাশনাল ইউনিভার্সিটি নামে স্ক্যামিং মেশিনে ঢুকে পড়বে।

যদি ভালো বুদ্ধি চাও তাইলে কর্মসংস্থান নাই পাবলিক ইউনিভার্সিটির এমন সাবজেক্টে চান্স পাইলেও পইড়ো না।

ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পইড়া টেকনিকাল কোনো স্কিল ডেভেলপ করো।

সবসময় ন্যাশনাল জিনিস থেইকা দূরে থাকবা। ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি।

আমরা গরীব দেশ। আমাগো লাখ লাখ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, যুক্তিবিদ, দার্শনিক এসবের প্রয়োজন নাই। কয়েকজন হইলেই চলে। আর ঘরে ঘরে অনার্স পাশ আনস্কিলড বেকার থাকারও দরকার নাই।

কোনো সাবজেক্টের ডিমান্ড ক্যামনে বুঝবা?

আগে দেখো, ঐ সাবজেক্ট ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় কিনা। মানে মানুষ টাকা খরচ কইরা ঐ সাবজেক্টে পড়তে রাজি থাকে কিনা।

যে সাবজেক্ট লোকে টাকা খরচ করে পড়বেনা সে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেট ওলারা করে না।

আর যে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেটওলারা করেনা সেইটার ডিমান্ড মার্কেটে নাই।

-ডা.শামসুল আরেফিন

26/11/2023

চুল পড়ার চিন্তায় 'চুল পড়া' আরও বেড়ে যায়! চুল পড়া ঠেকাতে কত কিছুই না করা হয়। কিন্তু চুল পড়লেই তাতে ভয়ের কিছু নেই। প্রতিদিন ১০০টি চুল পড়াকে স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা হয়। তবে এর চেয়ে বেশি চুল পড়া চিন্তার বিষয়; এতে একসময় মাথায় টাকও পড়তে পারে।

26/11/2023

🌳চুল হল নারীর সৌন্দর্য্য, আর এই সৌন্দর্য্যকে ধরে রাখতে তেলের বিকল্প কিছু নেই।
চুলের সকল সমস্যার সমাধান আমার "হলি কেয়ার অর্গানিক হেয়ার অয়েল"। একবার ব্যবহার এর মাধ্যমে ভালো ফলাফল পাবেন আশা করি।
#হলি কেয়ার অর্গানিক হেয়ার অয়েল আপনাকে দিচ্ছেঃ
•চুল পড়া বন্ধ হয়।
•চুল ঘন হয়।
•চুল লম্বা হয়।
•নতুন চুল গজায়।
•খুসকি দূর হয়।
•চুলের আগা ফাটা রোধ করে।
•ড্যামেজ চুলকে রিপেয়ার করে।
•চুল পাকা রোধ করে।
•চুল কালো হয়।

★এইটা ছেলে মেয়েরা সবাই ব্যবহার করতে পারে ইনশাআল্লাহ কাজ হবে।

কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হয়।

অর্ডার করতে এখনই ইনবক্স করুন

25/11/2023

চুলের যত্নে ১৮ টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস:
১. চুল সুরক্ষিত রাখুন
সবসময় চেষ্টা করা উচিত চুলকে সূর্যের আলো, রোদ, বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার। সূর্যের কড়া রোদ, তাপ, ধুলোবালি ইত্যাদি চুলের দুর্দশা ডেকে আনে।
ধীরে ধীরে এরা জমাট বাঁধা শুরু করে চুলের গোড়াতে এবং ফলাফল স্বরূপ শুরু হয় চুল পড়া। তাই এ ঝামেলা গুলো থেকে রেহাই পেতে খোলা আকাশের নিচে রোদ কিংবা বৃষ্টিতে চলাচলের সময় ছাতা অথবা ক্যাপ পড়া উচিত।
এমনকি কাপড় কিংবা ওড়না দিয়ে ঢেকে রাখলেও অনেকাংশেই চুল সুরক্ষিত রাখা সম্ভব।

২. ভেজা চুলকে সাবধানে ট্রিট করুন

ভেজা চুল সবথেকে ভঙ্গুর অবস্থায় থাকে। ভেজা অবস্থায় থাকাকালীন সময়ে চুলের গোড়া থেকে চুল ভেঙে যাওয়া সবচেয়ে সহজ তাই শ্যাম্পু করার সময় চুলে বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়।

এছাড়াও গোসলের পরপরই চুলে চিরুনি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

আরো পড়ুনঃ মেয়েদের জনপ্রিয় হেয়ার স্টাইল!

৩. সঠিকভাবে শ্যাম্পু করুন

বাইরে বের হলে চুলে প্রচুর ধুলোবালু আর ময়লা চুলে জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন ।

শ্যাম্পু করার সময় ভালো করে মাসাজ করে শ্যাম্পু করুন। চুলে বেশি ময়লা থাকলে দুইবার শ্যাম্পু করুন।

সপ্তাহে ৩/৪ দিন ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।



৪. নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন

প্রতিদিন গোসল অথবা চুল ধোঁয়ার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল হয় মসৃন ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।

৫. কন্ডিশনার ব্যবহার করুন তবে সঠিকভাবে

চুলের কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করা উচিত। কন্ডিশনারের কাজই হলো চুলকে মসৃন রাখা যার মানে হলো চুলের গোড়াতে এর কোনো প্রয়োজনই নেই।

তাই কন্ডিশনার ব্যবহার করার সময় তা প্রয়োগ করা উচিত চুলের গোড়া থেকে অন্তত এক ইঞ্চি দূর থেকে।

এছাড়া অতিরিক্ত পরিমানে কন্ডিশনার ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত নাহলে চুল তৈলাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে।

৬. একই ধরণের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন

চুলের যত্ন নেওয়ার সময় একই কোম্পানির অনুরূপ উপাদানে তৈরি প্রোডাক্টস ব্যবহার করা উচিত।

এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার চুলের যত্ন নিতে পারবেন।

অতিরিক্ত হিটের কারণে চুল জ্বলে যেতেও পারে তাই ব্লোয়ার, আয়রন অথবা চুল স্ট্রেটনার যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানতার সাথে তা করা উচিত।

৮. তোয়ালে ব্যবহার করুন আলতোভাবে

অনেকেই চুলকে মোছার সময় খুব চাপ প্রয়োগ করে চুল মুছে থাকে। এতে বারবার ঘর্ষণের ফলে চুল তার সুস্থতা হারিয়ে ফেলে গোড়া থেকে ভেঙে যাওয়ার আশংকায় থাকে।

তাই চুল মোছার সময় যতটা সম্ভব আলতোভাবে তোয়ালে ব্যবহার করা উচিত।

৯. আঁটসাঁট বেণী নয়

ঘুমানোর আগে শক্ত করে বেণী না করাই ভালো। এতে চুল একসাথে থাকবে কিন্তু টানটানে থাকবেনা ফলে ভেঙে যাওয়ার সুযোগ কম।

১০. ভালো বালিশের কভার ব্যবহার করুন

কটন এর কাপড় রুক্ষ হয় যা থেকে তৈরী বালিশের কভারে ঘুমালে চুল ভেঙে যাওয়া একটি দৈনন্দিন ঘটনা হয়ে যেতে পারে।

তাই তা পরিহার করে পাতলা কাপড়ের কভার ব্যবহার করা উচিত।

১১. তেল দিন নিয়মিত

চুলে নিয়মিত তেল ব্যবহারে শক্ত হয় চুলের গোড়া তবে তা যেন আবার অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত তেল ব্যবহার করলে তা মুছে ফেলতে ব্যবহার করতে হবে অতিরিক্ত শ্যাম্পু যা চুলের জন্য ভালো নয়।

১২. হট অয়েল মাসাজ

চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়।

চাইলে এগুলো একসাথে মিক্স করেও চুলে লাগাতে পারেন।

১৩. চুলে টিজিং পরিহার করুন

টিজিং করে চুলের আয়তন বৃদ্ধি করা গেলেও তা চুলের জন্য ভালো নয়। তাই তা পরিহার করাই উচিত।

১৪. ঠান্ডা পানি দিয়ে চুল পরিষ্কার করুন

গরম পানির ব্যবহার চুলের জন্য ক্ষতিকর, তাই চুল পরিষ্কারের জন্য সবসময় ঠান্ডা পানি ব্যবহার করুন।

শীতকালে অনেকে চুলে গরম পানি ব্যবহার করে থাকে, এটি হেয়ার ড্যামেজের আশঙ্কা বাড়িয়ে দেয়।

১৫. চুল নিয়মিত ব্রাশ করুন

চুল নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

নিয়ম করে দিনে ২-৩ বার হেয়ার ব্রাশ করা চুলের জন্য উপকারী, রাতে ঘুমানোর আগে চুল ব্রাশ করুন।

১৬. চুলে হেয়ার প্যাক ব্যবহার করুন

চুল ভালো রাখার জন্য ধরন বুঝে হেয়ার প্যাক ব্যবহার করুন। চুল শুষ্ক বা মিশ্র হলে ১০ থেকে ১৫ দিন পরপর, আর তৈলাক্ত হলে ১৫ দিন পরপর চুলে প্যাক লাগান।

ঘরে তৈরী প্যাক চুলের সুরক্ষায় বেশি কার্যকরী ।

১৭. অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট নয়

চুলে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট কখনই ব্যবহার করা উচিত নয়। এতে চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য ব্যাহত হয়।

১৮. স্বাস্থ্যকর খাবার

আপনার স্বাস্থ্য আপনার চুলে প্রতিফলিত হয়। আপনি স্বাস্থ্যকর থাকলে, ভাল থাকবে চুল। তাই সুন্দর চুল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া আবশ্যক।

আর তাই আপনার চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, লোহা এবং প্রোটিন এর মত পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করুন।

বেশি বেশি প্রোটিন জাতীয় শাক-সবজি চুল ভালো রাখতে সহায়তা করে, এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করুন।

সুন্দর চুলের জন্য যে খুব ব্যয়বহুল লাইফস্টাইল অথবা প্রোডাক্টস ব্যবহার করতে হয় এমনটা কখনই নয়। শুধু প্রয়োজন নিয়মিত পরিচর্যা আর প্রয়োজন সঠিক পুষ্টির।

24/11/2023

এখন যার যার কাজে অনেক বেশি ব্যস্ত। প্রতিদিনের লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়েই চুলের যত্ন নিশ্চিত করতে হয়। এত ব্যস্ততার মধ্যে প্রিয় এ অভিনেত্রী কীভাবে চুলের যত্ন নেন, তাই তুলে ধরেছেন। তিনি বলেন, ‘শুটিংয়ের কাজে তো আমাদের প্রায়ই বাসার বাইরে, এমনকি ঢাকার বাইরে থাকতে হয়। আর উৎসবের সময়গুলোতে এই চাপ আরও বেশি। আমি চেষ্টা করি সপ্তাহে দুই-তিন দিন চুলে তেল দিয়ে ম্যাসাজ করতে। শুধু নারকেল তেলে আসলে চুল প্রপার পুষ্টি পায় না। তাই এর সঙ্গে অন্যান্য কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণও লাগে।’

আমার মা অথবা পরিবারের মুরব্বিরা যাঁরা আছেন, তাঁদের কাছে শুনেছি, নারকেল তেলের পাশাপাশি যদি কিছু কার্যকর প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায় যেমন ব্রাহ্মী, আমলা ও অ্যালভেরা ব্যবহার করা যায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এর প্রমাণ আমি নিজেই পেয়েছি। কারণ, ব্রাহ্মী চুলের যত্নে ব্যবহৃত অনেক পুরোনো একটি উপাদান। উপাদানটি চুলের গোড়ায় বাড়তি পুষ্টি এনে দেয়। ফলে যেটা হয়, চুল পড়া অনেকখানি কমে যায়।’
সাবিলা নূর আরও বলেন, ‘বেশ কিছু উপাদানের মাধ্যমে চুল সহজেই মেনটেইন করেন। কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা দুর্বল চুলে স্বাস্থ্য ফিরিয়ে আনে। যেমন মেথি। উপাদানগুলো চুলকে মজবুত ও সিল্কি করে তোলে। আমি চেষ্টা করি, আমার নারকেল তেলের সঙ্গে এই প্রাকৃতিক উপাদানগুলোও রাখতে। তাই ম্যাসাজের আগে আমি তেলটা হালকা গরম করে নিই।’
শুধু বাইরে থেকে চুলের যত্ন নিয়ে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনা যায় না। সাবিলা নূরও এই কথার সঙ্গে এক মত। ‘একটা ভালো রুটিন মেনে চলতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, যতটুকু সম্ভব চুলকে ড্যামেজের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই চুল হবে ঘন ও সুন্দর। আমি সাধারণত চুল একটু ছোট রাখতে পছন্দ করি। কিন্তু আমার বিশ্বাস, চুল ছোট হোক বা বড়, সুন্দর ঘন চুল হলে সব রকম চুলই দেখতে সুন্দর লাগে।’

সাবিলা মনে করেন, ঠিকমতো যত্ন নিলে সব চুলই সুন্দর লাগে দেখতে। তবে অনেকেই ট্যুরে গেলে একদমই চুলের যত্ন নিতে পারেন না। তাই বাসায় ফেরার পর অনেকটা সময় যায় চুল আগের পর্যায়ে ফিরিয়ে আনতে। এই সমস্যা সাবিলা নূরেরও আছে। তিনি বলেন, ‘প্রতিবার কক্সবাজার থেকে ফেরার পর সমুদ্রের আবহাওয়ায় চুলের যা অবস্থা হয়! ন্যাচারাল কেয়ার নেওয়া শুরু করার পর থেকে একটু ভালো হয়েছে অবশ্য। আসলে চুলের যত্নে শুধু পুষ্টি নয়, প্রয়োজন সুষম পুষ্টি। যার সম্পূর্ণ টুকুই আয়ুর্বেদিক হেয়ার অয়েলে বিদ্যমান।

23/11/2023
23/11/2023

ঈদের আগেই আপনার চুলগুলো হোক আরো বেশি প্রানবন্ত.....

23/11/2023

সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি " হলি কেয়ার" হোম মেইড অর্গানিক হেয়ার অয়েল।
যোগাযোগ what's app 01863-005002

23/11/2023

কারো জন্য নিজেকে থামিয়ে রাখতে নেই।
নিজের দূর্বলতা কখনো প্রকাশ করতে নেই।
নিজেকে প্রকাশ করার এখনি সময়।
হানি সোপ আপনাকে ফিরিয়ে দিবে সে কনফিডেন্স।
সরাসরি মধুর সংমিশ্রণে তৈরি সাবান।
১০০% হালাল।

23/11/2023

পৃথিবীতে শত কোটি মুখ।
কেউ কেউ পড়ে আছে মুখোশ।
কোনটা মুখ কোনটা মুখোশ বুঝা
বড় মুশকিল।
আস্থা এবং নির্ভরতায় "হলি কেয়ার"।
আপনার বিশস্ত প্রতিষ্ঠান।

Photos from Home Made Organic Food & Oil's post 23/11/2023
23/11/2023

হান্না ব্রাউনি টেইলর নামে এক মহিলার চুলে ৮৪ দিন ধরে ছিল একটি পাখির বাসা। একটি ছোট পাখি ধীরে ধীরে তার চুলের মধ্যে গড়ে তোলে বাসা। আর এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। তিনি অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের পাখি নিয়ে কাজ করে চলেছেন।
একটি সাক্ষাৎকারে হান্না নিজেই জানিয়েছেন সেই ঘটনার কথা। যে ছোট পাখি তার চুলে গড়ে তোলে বাসা, সেটিকে তিনিই উদ্ধার করে তার ঘরে নিয়ে এসেছিলেন। তার কাহিনীর সঙ্গে সঙ্গে তার চুলের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
সম্প্রতি হান্না সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেই কাহিনী। তিনি জানিয়েছেন একটি ঝড়ে ছোট ফিঞ্চ পাখি তার দলের সবাইকে হারিয়ে ফেলে। সে তার বাসাও খুঁজে পায় না। সেই সময় তাকে ঘরে নিয়ে আসেন।
তিনি একজন ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞের কাছ থেকে জানতে পারেন, ছোট ফিঞ্চ পাখির প্রায় ১২ সপ্তাহের মত সময় লাগবে সবকিছু শিখতে। এই সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ছোট পাখিকে বিশেষ একটি বাক্সে খুব যত্ন সহকারে রাখা হয়। কিন্তু এরপরই ঘটে সেই মজার ঘটনা।
হান্না দেখতে পান যে, তার চুলে একটি ছোট বাসা তৈরি করেছে ওই পাখি। প্রায় ৮৪ দিন ধরে সেই পাখির বাসা তার চুলে ছিল। এরপর ওই ছোট পাখি কিছুটা বড় হয়েই তার দলের সঙ্গে পাড়ি দেয় নিজের আস্তানায়। সূত্র : এনওয়াই পোস্ট, দ্য গার্ডিয়ান।

Want your business to be the top-listed Autos & Automotive Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Make change quietly....

Telephone

Address

Vatiary, Sitakunda, Chattogram
Chittagong
4317

Other Oil Lube & Filter Services in Chittagong (show all)
Oil Expertbd Oil Expertbd
111, B. K Tower (Ground Floor), Lalchand Road, Chowkbazar
Chittagong, 4000

Your Engine Our responsibly We are selling Lubricant Oil (All kind of auto motors) all over the Bangladesh faithfully. We must provide the best Service and Product as well as quic...

Turbo Engine Booster & Carbon Cleaner Turbo Engine Booster & Carbon Cleaner
Chittagong
Chittagong, 4203

Turbo Engine Booster - A Real Engine Booster! Tested and proven to deliver three times more boost t

L**ebd L**ebd
408 DT Road KODOMTOLI
Chittagong, 4100

A newly launched lubricant page. Contact us for all brand lubricant products.

UNION L**E UNION L**E
Chawkbazar
Chittagong, 4303

A quality l**e for all kinds of vehical.

M/S.  Makkah Mobil House M/S. Makkah Mobil House
বাংলাবাজার, ঈশান মহাজন রোড, কনেলহাট, চট্টগ্রাম
Chittagong

ড্ডগুয়

Pertamina Lubricants Sakura Filter Cumilla,BD Pertamina Lubricants Sakura Filter Cumilla,BD
Chittagong

vehicle dealership

MS Zaher & Co. MS Zaher & Co.
302/2, Sheikh Mujib Road, Dewanhut
Chittagong, 4100

We sell automatic Dubai L**e brand lubricant oil for cars, truck also for heavy duty engines.

Masrur Oil Mills Masrur Oil Mills
Nalaoara Bazar Road, Agrabad. Chattogram
Chittagong, 4100

নিজস্ব মিল এ উৎপাদিত, ১০০% খাঁটি রাঙ্গা সরিষার তেল

HPL Superior Lubricant HPL Superior Lubricant
Chittagong, 4203

HPL Lubricants | Advanced Boosted . Technology Premium Quality Engine Oil.

Marine Lubricant Marine Lubricant
Pahartali
Chittagong

A-Z Automobiles A-Z Automobiles
Chattogram
Chittagong, 4202

Lubricant available here

Bismillah Auto Bike Service Center Bismillah Auto Bike Service Center
Bismillah Auto Bike Service Center
Chittagong, 4202

All types of motorbikes are serviced and wash here and all motorbike parts and engine oils are avail