Mr & Mrs Meow
Our main target is your satisfaction. We provide you the best and unique product's.
আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
Mr & Mrs Meow পেইজে আপনাকে স্বাগতম।
চট্টগ্রাম এর দম্পতি, কাজ করছি পাঁচ মিশালী পন্য নিয়ে।
★চট্টগ্রাম এরিয়া তে হোম-সার্ভিস দেওয়া হয়।
★সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারী দেওয়া হয়।
Mr & Mrs Meow এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
#মাত্র_৪০০_টাকায়_বগুড়ার_বিখ্যাত_বারকি_দই
(বাটি ছাড়া ৮৫০-৯০০ গ্রাম)।
#রমজানে_পুরো_চট্টগ্রাম_শহরে_ফ্রি_ডেলিভারি।
আমরা বগুড়ার শেরপুর এর নিজস্ব কারখানা থেকে খাঁটি বগুড়ার গরুর দুধের তৈরি করা মজাদার বারকি দই সমগ্র চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। আমাদের এই দই শেরপুরের সেরা #বারকি দই।
এই দইয়ের স্বাদ এতটাই মজাদার যে খাওয়ার পর ভুলে যাওয়া কঠিন।
🍁অর্ডার নিশ্চিত করতে আপনার মোবাইল নাম্বার ও ঠিকানা দিন ইনবক্সে।
🧊 বাটি সহ দইয়ের ওজন ১৬০০-১৫০০ গ্রাম।
🧊 শুধুমাত্র দইয়ের ওজন ৮৫০-৯০০ গ্রাম।
📞প্রয়োজনে:
01836-202865
🔰চেনা বামুনের পইতার প্রয়োজন হয় না🔱
💥আপনারাই আমাদের অনুপ্রেরণা✊.
✌️Thanks✌️
#কাবলি_বুট
পবিত্র মাহে রমজানে আপনার শরীরকে সতেজ ও চাঙা রাখার জন্য নিয়মিত খেতে পারেন: ✔️কাবলি বুট।
হজম এবং পেটের জন্য খুবই ভালো এই ছোলা। এমন কি যাঁরা ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত, তাঁরা কাবলি ছোলার স্যালাড খেলে উপকার পাবেন ইন শ আল্লাহ। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে কাবলি চনার জুড়ি মেলা ভার ৷
স্যালাড হোক কিংবা বিয়ে বাড়ির মেন্যু- সব কিছুতেই যেন কাবলি ছোলার উজ্জ্বল উপস্থিতি।সাধারণ ছোলার তুলনায় একটু বড় মাপের এই ছোলা। সেই সঙ্গে দারুণ পুষ্টিকর। আর এতে রয়েছে প্রচুর ফাইবারও। ফলে বোঝাই যাচ্ছে, হজম এবং পেটের জন্য খুবই ভালো এই ছোলা।
কাবলি বুট আমাদের থেকেই কেনো কিনবেন.?
👉 নিজস্ব তত্ত্বাবধানে খুব যত্ন সহকারে পরিষ্কার করে প্যাকেজিং করা হয়।
👉২৪ ঘণ্টা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি।
প্রাইস লিস্ট:(কেজি)
-কাবলি বুট ৪০০৳
অর্ডার প্রক্রিয়া:
⚜️আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে পণ্যের নাম,পরিমাণ,আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের পেজে ইনবক্স💬 করুন।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ
📞 +880 18362-02865
📞 +880 17790-29325
#খেজুরেরগুড়
✅শীতের সাথে খেজুরের গুড়ের অজানা এক সম্পর্ক রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম। আর পিঠার জন্যে অপরিহার্য উপাদান হচ্ছে খেজুর গুড় ও পাটালি। শীতকালের ভাপা পিঠা, দুধ চিতই, নারিকেল নাড়ু,চিতই পিঠা,সন্দেশসহ আরো নানা রকম লোভনীয় খাবারের জন্য আমরা অপেক্ষায় থাকি কবে খেজুরের গুড় পাওয়া যাবে। পাওয়া গেলেও তা খাঁটি ও স্বাস্থ্যসম্মত কি'না.?
আমরা আপনার পারিবারের আয়োজনকে পরিপূর্ণ করতে শতভাগ খাঁটি খেজুরের গুড় তৈরী ও সরবরাহ করছি।
আমাদের নিজস্ব গাছের খেজুরের রস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরী খাঁটি খেজুরের গুড় বানিয়ে সারাদেশে ডেলিভারী দিচ্ছি।
খেজুর গুড় আমাদের থেকেই কেনো কিনবেন.?
👉 নিজস্ব তত্ত্বাবধানে খুব যত্ন সহকারে বানানো হয়।
👉 আমাদের খেজুরের গুড় ১০০% খাঁটি।
👉 কোন প্রকার ক্যামিকাল ও রং ব্যবহার করি না।
👉 আমাদের খেজুরের গুড় কড়া জালে প্রস্তুত করা হয়।
👉২৪ ঘণ্টা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি।
প্রাইস লিস্ট:(কেজি)
_ফুয়েল পাটালী গুড়-৩৫০৳
_ চাকা পাটালী গুড়-২৮০৳
_ঝোলা গুড়(দানা)-৩৩০৳
_ঝোলা গুড়(তরল)-৩২০৳
অর্ডার প্রক্রিয়া:
⚜️আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে পণ্যের নাম,পরিমাণ,আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের পেজে ইনবক্স💬 করুন।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ
📞 +880 18362-02865
📞 +880 17790-29325
৭-৯ কেজি রস জ্বাল দিয়ে ১ কেজি গুড় বানাতে হয়। প্রতি কেজি রসের দাম ৫০-৬০ টাকা হলেও গুড়ের ন্যুনতম দাম কোনোভাবেই ৩৫০ টাকার কম হতে পারেনা, ভাবাটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রকৃত চিত্র একটু আলাদা।
ব্যাখ্যা করার চেষ্টা করছি-সারারাত হাঁড়িতে জমা হওয়া খেজুর গাছের রস সাধারনত ভোরে নামানো হয়। তখন সেই রস কেউ গাছের নিচে বসে ফ্রি খায়, মানে রসের আশেপাশে কেউ থাকলে গাছিরা এক গ্লাস অফার করেন সাধারন ভদ্রতা হিসেবেই। কেউ জগে করে ৪০/- কেজি হিসেবে কিনে নিয়ে বাসায় যান। আর কিছু ফেরিওয়ালা মাটির দুইটা কলসি ভর্তি করে রস নিয়ে জনবহুল এলাকায় যান ১৫/- গ্লাস বিক্রি করার জন্য, মানে ৬০/- কেজি। ঐ অতিরিক্ত ২০ টাকা সেই ফেরিওয়ালার মুনাফা। রসের প্রারম্ভিক দাম আসলে সেই ৪০ টাকাই।
আচ্ছা, এখন আসি সেই ফেরিওয়ালার কাছে। আপনারা কখনও দুপুরে বা বিকেলে কোনো রসঅলাকে দেখেছেন বাজারে রস বিক্রি করতে বা কাউকে দেখেছেন সেই রস কিনে খেতে? দেখার কথা না। কারন খেজুরের রসটা গাছ থেকে নামানোর ২-৩ ঘন্টা পরই ঘোলা ঘোলা হয়ে খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। তখন সেই রস মূল্যহীন। ফ্রি দিলেও কেউ আর খাবেনা। দামের খেলাটা শুরু হয় এখান থেকেই। উত্তরবঙ্গে যত খেজুর গাছ, আর অত খেজুর গাছ থেকে যত রস নামে, আর সেটার ওপরে যত মানুষের জীবিকা নির্ভর করে গুড়ের কনসেপ্ট শুরু সেখান থেকে। শত শত কেজি রস নামানো একজন গাছি (যিনি গাছ থেকে রস সংগ্রহ করেন ও গুড় বানান) কাঁচা রস হিসেবে বিক্রি করতে পারেন খুব অল্প রসই। কারন একটু পরেই ঘোলা হয়ে যায় জন্য কেউই এই কাঁচা রস বেশি কিনতে পারেননা। রস ঘোলা হয়ে গেলে ফেলে দেয়া ছাড়া আর কিছুই করার থেকেনা একজন গাছির। অতিরিক্ত রস সংরক্ষণ করার একটাই উপায়, গুড় বানানো। পাতলা লালি গুড়, একটু গাঢ় ঝোলা গুড়, আরেকটু ঘন দানাদার গুড় আর সবচেয়ে শক্ত গুড় পাটালি গুড় যেটা ইটের মত। পাতলা গুড়ের চেয়ে পাটালি গুড় বানাতে একটু বেশি রস দরকার হয় বলে দামও ২০ টাকা বেশি ধরেন গাছি। সিম্পল!
এবার সেই গুড়কে প্যাকেটজাত করতে আরো অল্প কিছু টাকা খরচ করেই সেটাকে বিক্রির উপযুক্ত করি আমরা। সবকিছুর পরে মোট খরচের ওপরে যুক্তিসংগত মুনাফা যুক্ত করে গুড়ের চূড়ান্ত মূল্য নির্ধারন করি আমরা।
এখন কে এই মুনাফা কত শতাংশ নির্ধারন করবেন সেটা যার যার বিজনেস ইথিকসের ব্যাপার। কেউ চাইলে ২০০% মুনাফা নির্ধারণ করে ৪০০-৫০০ টাকা কেজিতে গুড় বিক্রি করতেই পারেন। মানুষের টাকারও অভাব নেই, তাদের ক্রেতারও অভাব নেই। কিন্তু এই দাম বাড়ানোতে গুড়ের মান কিন্তু মোটেও আলাদা কিছু হয়ে যায়না। সেই খেজুরের রসই আগুনে জ্বালিয়ে গুড় তৈরি হয় মানুষের হাতেই। দামের পার্থক্য শুধুই মুনাফার পরিমানের ব্যাপার, মানের না কিছুতেই। তবে অনেক সময় স্থান, লোকবলের সংখ্যা, রসের সহজলভ্যতা ইত্যাদি ভেদে লভ্যাংশ বাড়ানো কোনো ব্যাবসায়ীর জন্য যুক্তিসংগত হয়ে থাকতে পারে।
আমি ভোরে উঠে অজ পাড়াগাঁয়ে গিয়ে নিজে চুলার পাশে বসে থেকে চোখের সামনে গুড় বানিয়ে নিই, ভোরের প্রকৃতির কিছু ছবি তুলি, পাখি দেখি, যাওয়া-আসার পথের ধারে শরিষা ফুলের সৌন্দর্য্যের কাছে একটু থামি। আখ ক্ষেত থেকে একটা আখ নিয়ে খেতে খেতে গুড় নিয়ে বাসায় ফিরি। নিজের অর্গানিক একটা হেলদি লাইফও মেইনটেইন করতে পারি। সেটাও আমার মুনাফাই। হয়ত ঠিক বিজনেস না,রাজশাহীর অর্গানিক গুড় সবার কাছে কম টাকায় পৌঁছে দেয়ার এত সহজ উপায় হাতছাড়া করতে চাইনি বলেই গুড়ের দাম বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা এখনও দেখিনা।
১৬ ই ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে FOOD FACTORY CHITTAGONG এ চলছে শীতের বাহারী আয়জনের পিঠার উৎসব। শীতের পিঠার আয়োজন থাকবে ১৭ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত। সবাইকে নিমন্ত্রণ রইলো আমাদের Mr & Mrs Meow স্টলে।
🔴শীতের চাপ নেই,গুড় আপনারা কিভাবে তৈরি করছেন.? গুড় এ বছরের নাকি অনেকেই প্রশ্ন করেছেন.!
✔️ভাইয়া/আপুরা অবশ্যই রাজশাহীর আঞ্চলিক আবহাওয়া সম্পর্কে একটু জেনে যাচাই করে নিবেন। শহরের তুলনায় আঞ্চলিক এলাকা গুলোতে শীতের পরিমাণ অনেক বেশি। যার ফলে গুড় বানানোর কাজ শুরু হয়েছে।
🔴আপনারা যারা জিজ্ঞাস করছিলেন, এবছরের নতুন গুড় কার্যক্রম শুরু হয়েছে কিনা.?
✔️হ্যাঁ, এ বছরের খেজুর গুড়ের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
⚜️একমাত্র আমরা দিচ্ছি অরজিনাল পাটালি ও ঝোলা গুঁড়, অল্প টাকা দিয়ে কিনে প্রতারিত না হয়ে আমদের কাছ থেকে নিয়ে নিন বিশুদ্ধ গুঁড়।
তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন। যে কোনো সময় অর্ডারের জন্য কল অথবা ম্যাসেজ করুনঃ
+880 1836-202865
+880 1608-805367
#খেজুরেরগুড়
#খেজুরের_রস
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
আল্লাহ ব্যাবসা করেছেন হালাল আর সুদ কে করেছেন হারাম।
⭕ভেজাল গুড় কিনে ঠকছেন নাহ তো.?
⚜️পৌষ মাসে ঘরে ঘরে শুরু হয় পিঠা-পুলির উৎসব। এসব পিঠা বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে খেজুরের খাঁটি গুড়। খেজুরের গুড়ের ঘ্রাণ পিঠার স্বাদ বাড়ায়। তবে খাঁটি গুড়ের পাশাপাশি ভেজাল গুড়ও রয়েছে বাজারে। তাই খেজুরের খাঁটি গুড় চেনা খুবই প্রয়োজন।
🔰খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খাবারের স্বাদ ও গন্ধ থাকে অটুট। তবে গুড়ে আদৌ কোনো ভেজাল আছে কিনা তা সহজেই বোঝা যায় কিছু কৌশল মেনে চললেই।
⭕আসুন জেনে নিই কীভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-
১✴️কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।
২✴️গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের। ধার কঠিন হলে গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ।
৩✴️যদি গুড় একটু হালকা তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা সুখকর হবে না।
৪✴️গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন– গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না।
৫✴️সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।
⭕একমাত্র আমরা দিচ্ছি অরজিনাল পাটালি ও ঝোলা গুঁড় , অল্প টাকা দিয়ে কিনে প্রতারিত না হয়ে আমদের কাছ থেকে নিয়ে নিন বিশুদ্ধ গুঁড়।
তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন। যে কোনো সময় অর্ডারের জন্য কল অথবা ম্যাসেজ করুনঃ
+880 1836-202865
+880 1608-805367
#খেজুরেরগুড়
#খেজুরের_রস
আমাদের খেজুরের গুড় বর্তমানে বায়েজিদ এর বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে😍।
#খেজুরের_রস
খেজুরের রস কাঁচা খাওয়া যায়, আবার জ্বাল দিয়ে গুড় তৈরি করেও খাওয়া যায়।
খেজুরের রস খেলে কি উপকারিতা পাওয়া যায়.?
🔅রসে আয়রন বা লৌহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে।
🔅যারা শারীরিক দুর্বলতায় ভোগছেন, কাজ-কর্মে জোর পাচ্ছেন না, খেজুরের রস তাঁদের জন্য দারুণ উপকারী। 🔅খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণসমৃদ্ধ। এতে ১৫ থেকে ২০% দ্রবীভূত শর্করা থাকে।
খেজুরের রস আখের রস থেকেও বেশি মিষ্টি,পুষ্টিকর ও সুস্বাদু। চট্টগ্রাম শহরে অবস্হানরত যারা ভেজালমুক্ত খেজুরের রস পাচ্চেন না, দ্রুত ইনবক্স করুন।
খেজুরের রস প্রতি কেজি ৳২২৫/- (ডেলিভারী চার্জ সহ)।
মিনিমাম অর্ডার- ২ কেজি।
#খেজুরেরগুড়
শীত মানেই খেজুরের গুড়। শীতে প্রকৃতির আশির্বাদ জিভে জল আনা সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের গুড়।
♻️যারা রক্ত শূন্যতায় ভুগছেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে গুড় খুব উপকারি।
♻️গুড় কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে।
♻️ওজন কমাতেও সাহায্য করে খেজুরের গুড়।
♻️রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াড়ে খেতে পারেন গুড়।
♻️গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, এটি ত্বক সতেজ রাখে, ব্রণ দূর করে।
তবে,এই উপকারিতাগুলো তখনই পাই, যখন গুড় হয় খাঁটি। এই ভেজালের ভেতরে আসল গুড় চেনা সত্যি বেশ কঠিন কাজ। হ্যাঁ কঠিন, তবে অসম্ভব তো নয়।
🔴আসুন জেনে নেই, কীভাবে আসল গুড় চিনবেন.?
★কেনার সময় একটু গুড় টেস্ট করে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এই গুড়ে ভেজাল রয়েছে।
★খাঁটি গুড় নরম হবে,গুড়ের ধার দুই আঙুল দিয়ে চাপ দিলে ভেঙ্গে যাবে।
★খাঁটি গুড়ের রং সাধারণত গাঢ় বাদামি হয়। একটু উজ্জ্বল কম হয়। হলদেটে রঙের গুড় হলে বুঝতে হবে অতিরিক্ত রাসায়নিক মেশানো।
★কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়।
⚪সাধারনত এই বিষয়গুলো খেয়াল করলে খাঁটি গুড় সহজেই চেনা যায়। ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে আর ঠকে আসতে হবে না।
অর্ডার প্রক্রিয়া:
⚜️আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে পণ্যের নাম,পরিমাণ,আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের পেজে ইনবক্স💬 করুন।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ
📞 +880 18362-02865
📞 +880 17790-29325
রাজশাহী,কুষ্ঠিয়া,পাবনা গ্রাম গুলোতে সাধারণত শহরের তুলনায় শীতের মাত্রা বেশী থাকে। এজন্যেই এই সময় থেকেই খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করা শুরু হয়ে যায়।
যার কারণে আমরা খেজুরের রস সংগ্রহ করে খাঁটি গুড় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
শতভাগ চিনি মুক্ত, খাঁটি গুড় নিশ্চিত করতে আমাদের সাথে থাকুন।
🔴সারাদেশে ডেলিভারির সুবিধা রয়েছে (সিটি কেন্দ্রিক)।
📞Cell:
01836-202865
01608-805367
ফোঁটায় ফোঁটায় পড়ছে খেজুর রস🤤,
ফোঁটায় ফোঁটায় বিশুদ্ধতা✔️.
Location : রাজশাহী
"মানে খাঁটি,স্বাদে সেরা”
খেজুরের গুড় গ্রামের মেঠো পথের গাছ থেকে রস সংগ্রহ ও জ্বাল দেয়া থেকে শুরু করে উন্নত ও স্বাস্থ্যসম্মত ভাবে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পরম যত্নে পৌঁছে যায় আপনাদের কাছে.... 🌿
আপনাদের ভালো কিছু দিতেই আমাদের এই অকৃত্রিম প্রচেষ্টা💚।
প্রিয় গ্রাহক❤️,
খেজুরের খাঁটি গুড় পেতে এখনই ইনবক্স করুন!
খেজুরের গুড় তো খেজুরের গুড়ই।
খেজুরের গুড়ের কোন বিকল্প হয়না। মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে, আপনি পাবেন সেই চিরচেনা স্বাদ, আর গন্ধে ভরে যাবে আপনার মন-প্রাণ। এই মৌসুমে সেরা মানের খাঁটি খেজুরের গুড় পাবেন আমাদের কাছে।
👉ক্যাশঅন ডেলিভারী সুবিধা।
প্রিয় গ্রাহক❤️,
খেজুরের খাঁটি গুড় পেতে এখনই ইনবক্স করুন!
উত্তরের হিমেল হাওয়া এই বছর একটু আগেই শীতের জানান দিয়ে আসছে।
তাই তো আমাদের আয়োজন ইতিমধ্যে শুরু হয়েছে গাছ ঝুরার ও রস নামানোর।
আর বেশি সময় নেই, অল্প কয়েক দিন পরেই খেজুরের (গুড়/রাব/ঝোলা গুড়/লোচা গুড়/লালি গুড়) যেটাই বলুক না কেন বানানো শুরু হবে।
কাস্টমাইজড ডেইরি মিল্ক চকলেট❤️.
কলকাতার এই চকলেট গুলো সত্যিই অসাধারণ এবং মনোমুগ্ধকর ❤️❤️
প্রিয় মানুষকে অল্পতে সন্তুষ্ট করার জন্য একটা বেস্ট আইটেম
প্রি অর্ডার নিচ্ছি
ডেলিভারি: ৬ দিন পর ইনশাআল্লাহ
মিনিমাম অর্ডার: ৩ পিস
Wholsell Available ✔️.
আরও Available ডিজাইন আছে।
ভিতরে Cadbury Dairy Milk (50gm) চকলেট থাকবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Chittagong
4210
Shop No#305, Vip Tower(1st Floor)Kazir Dewri
Chittagong, 4302
CHINA BAZAR BD is a reliable online shop.you can trust us for the best authentic products.This page is focused on Lifestyle content,and the Mind,Body and Soul content.Come to our o...
খাজা টুলস মার্কেট, হোটেল টাওয়ার ইন এর পাশে , জুবলি রোড, চিটাগাং
Chittagong
Committed to building a first-class hardware and electrical tools supplier in Bangladesh
Chittagong
WE ARE MANUFACTURS ,WHOLESALER & RETAILER OF 100% EXPORT QUALITY GARMENTS ITEM.
2nd Floor, 1003, Monsurabad, Double Mooring
Chittagong, 4217
This is our official page. We are providing fashionable clothes and products of our own manufacturing company. Stay with the flow with us.
18no. Reazuddin Road, (Caitanna Goli) Reazuddin Bazar, Chattogram
Chittagong, 4000
All vegetable warehouses and commission agents.
Chittagong
We are providing 100% authentic & original products cause we believe, "Quality is a means not an end"
চাক্তাই পোস্ট অফিস লেন, খাতুনগঞ্জ, চট্রগ্রাম।
Chittagong
Karnofully Traders was established in 2015. It is a sister concern of Khadiza Enterprise (Ltd.). We are always determined to deliver the best supply to You- our honorable customers...
1079, D. T. Road, Edgha, Double Mooring
Chittagong, 1079
ARS.com is a creative and exceptional online shop house in BD. The main goal of our page is to gain customer satisfaction and trust.So we wish you all the support and hope you will...