Quick service
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quick service, Fruit & vegetable shop, Chittagong.
কাজুবাদাম
আপনি জেনে অবাক হবেন যে, কাজু বাদামে এত পরিমাণে উপকারিতা।সুস্বাদু কাজু বাদাম প্রচুর পরিমাণে প্রোটিনসহ পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি বীজ। এতসব পুষ্টি উপাদানের কারণে এটির স্বাস্থ্য উপকারিতাও অনেক। হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করার পাশাপাশি ওজন কমাতে, হার্টকে ভালো রাখতে এবং ডায়বেটিস রোগের উপকারেও সহায়তা করে কাজু বাদাম। আসুন জেনে নিই কাজু বাদামের কিছু অসাধারণ উপকারি সম্পর্কে—
১. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
২. ওজন কমায়
৩. হার্টের জন্য উপকারী
৪. ডায়াবেটিস প্রতিরোধ করে
৫. হাড়ের জন্য উপকারী
কিন্তু পুরো বিশ্বেই কাজু বাদাম সাধারণত কাঁচা অবস্থাতেই বেশি বিক্রি হয়ে থাকে। তবে এটি কাঁচা অবস্থায় না খাওয়াই নিরাপদ। কারণ কাঁচা অবস্থায় এতে উরুশিওল নামে একটি বিষাক্ত পদার্থ থাকে এবং এটি মানুষের ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
অর্ডার করতে যোগাযোগ করুনঃ-
01826540734/৷ 01313596766
আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।
★ আল কোরআন ★
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকের অনেক অর্ডার সম্পন্ন করলাম... uddin Ayesha Siddeka Hosain.....
পাইকারি ও খুচরা বিক্রি করা হায়
★ হুম ডেলিভারি কেবলমাত্র চট্টগ্রামের জন্য★
১.কাঠবাদাম
২.কাজুবাদাম
৩.পেস্তা বাদাম
৪.চীনাবাদাম
৫.আখরোট
৬.কিচমিচ
৭.কালো কিচমিচ
৮.চিয়া সিট
৯.পামকিন সিট
১০.খুরমা খেজুর
১১.চেরী
১২আলু বোখরা
১৩.আজুয়া খেজুর
১৪. মরিয়ম, সাফাবি খেজুর ইত্যাদি।
১৫. তিসি
১৬.ত্বীন ফল
১৭. মধু
এক কেজি মিক্সড ড্রাই ফ্রুটস= ১১০০টাকা
পাইকারি ও খুচরা নিতে
যোগাযোগ
01313596766 10826540734
আলহামদুলিল্লাহ, আজকের অর্ডার সম্পন্ন হলো...
তীন ফল, কাজুবাদাম, কাটবাদাম, আজুয়া খেজুর, আলুবোখারা, গোল্ডেন কিসমিস।
পাইকারি ও খুচরা নিতে
যোগাযোগ
01313596766
01826540734
#তীনের_রিচয়
কুরআনে যে তীনের কথা উল্লেখ রয়েছে সেটির বৈজ্ঞানিক নাম Ficus carica। ফাইকাস দলভুক্ত ৮০০ প্রজাতির মধ্যে এই তীন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার আগে স্থান। এটি দেশীয় কাকডুমুর থেকে বড়। স্বাদে সুমিষ্ট, অত্যধিক সুস্বাদু এবং রসালো। এককথায়, স্বাদে, ঘ্রাণে এবং পুষ্টিগুণে সেরা একটি ফলের নাম তীন। তীন গাছ তিন থেকে দশ মিটার পর্যন্ত বড় হয়। ঘন এবং খসখসে পাতায় ভরপুর থাকে। উর্দুতে এর ফলকে আঞ্জির বলা হয়। পৃথিবীর অনেক দেশে এর চাষাবাদ হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি হলো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এর আদি নিবাস মধ্যপ্রাচ্য। সবচেয়ে বেশি চাষ হয় তুরস্কে। বৎসরে তিন লক্ষ টনের বেশি উৎপাদন হয় সেখানে। পরেই আছে মিশর, মরক্কো, আলজেরিয়া, ইরান এবং সিরিয়া।
#তীনের_পুষ্টিগুণ
তীনে আছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-কে, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, কপার, আইরন ইত্যাদি।
এতকিছু উপকারী উপাদান থাকলেও ক্যালরি এবং ফ্যাট নেই বললেই চলে। মোটা হয়ে যাওয়ার চিন্তা ঝেড়ে ফেলে পেটভর্তি খাওয়ার মতো একটি ফল তীন। বড় সাইজের একটি তীনে মাত্র ২ গ্রাম ফ্যাট থাকার কথা খাদ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ডায়েটেড এবং ফিট থাকতে চাইলে তীন সবচেয়ে কার্যকর ফল। আর এন্টিঅক্সিডেন্ট-এর তীনের চেয়ে ভালো ফল আর নেই বললেই চলে।
প্রোস্টেট এবং জরায়ু ক্যান্সারের প্রতিষেধক হচ্ছে তীন। ব্লাড প্রেসার এবং স্নায়ুরোগ কমাতে দারুণ কার্যকর। মায়ের বুকে দুধ উৎপাদনে তীনের জুড়ি মেলা ভার। পাইলসে ভোগা ব্যক্তিরা অসাধারণ ঔষধ হিসাবে তীন খেতে পারেন। গরুর দুধে এলার্জি থাকলে তীন খান। ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে আর চিন্তা করতে হবে না।
ডায়াবেটিক নিয়ন্ত্রণ, হাঁপানি রোগ, শ্বাসকষ্ট, ত্বক সমস্যা, চুলের রোগে তীন সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। গর্ভবতী মহিলাদের এসিডিটি নির্মূল করে তীন। কিডনি, লিভার, ইউরিনারি ব্লাডারের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করে। শরীরের দুর্বলতা দূর করে আনে সজীবতা আর অদম্য শক্তি। তীন ফলের উপকারিতা লেখতে চাইলে শেষ করা কষ্টকর হয়ে যাবে।
আল্লাহর রাসুল (সা.) তীন ফল অনুসারীদের মধ্যে বণ্টন করে দেয়ার সময় বলতেন, ‘এটি খাও, কারণ এতে অনেক রোগের ঔষধ রয়েছে।’
যোগাযোগ
01313596766
01826540734
আলহামদুলিল্লাহ,
আজকে কুমিল্লা, লাকসাম @ইয়াছিন আহমদ ভাইয়ের জন্য এক কাটুন কাজুবাদাম, কাটবাদাম ও মিক্সার পাঠালাম।
#কেন_খাবেন_আলু_বোখারা?
জেনে নিন তার বহু গুনাগুন
জানা-অজানা: কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে বিশ্ব জুড়ে পরিচিত ফলটিকে বাঙালিরা চেনেন আলুবোখারা হিসেবে। সারা বিশ্বে মোট দুই হাজার প্রকারের আলুবোখারা পাওয়া যায়।
ছোট, লম্বাটে ফলটিতে রয়েছে মিনারেল, ভিটামিন ও আঁশ, যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে আলুবোখারায় যথেষ্ট পরিমাণে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন A, B, C এবং E রয়েছে।
আলু বোখারার উপকারিতা প্রাকৃতিক ল্যাক্সোটিভ ও বাধ্যক্য বিরোধী গুণাগুণ যা সারা বিশ্ব জুড়ে বয়স্ক মানুষের কাছে সমাদৃত। তাজা বা শুকনো যেকোনোভাবেই এটি খাওয়া হোক না কেন এই ফলটি তারুণ্য ধরে রাখার অন্যতম একটি খাবার।
আলু বোখারা নার্ভের জন্য খুবই উপকারী। এটি মানসিক চাপ দূরে রাখতেও সহায়তা করে।
গড়ে ১০০ গ্রাম আলুবোখারায় রয়েছে মাত্র ৫০ গ্রাম ক্যালরি, যা ফিগার সচেতনদের জন্যও উপযুক্ত। কোষ্ঠকাঠিন্য দূর করতে আলু বোখারার জুড়ি নেই।
আলু বোখারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
আলু বোখারা সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। আলু বোখারা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ওজন কমানো এবং তা ধরে রাখা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
গবেষণায় দেখা গেছে মানুষ কষ্ট করে ওজন কমানোর পর শিগগিরই তা ফিরে পায়। তবে খাবারের তালিকায় আলু বেখারা যুক্ত হলে মানুষের স্থুলতা শুধু কমবেই না তা ধরে রাখতেও সহায়ক হবে।
যোগাযোগ
Quick service
01313596766
#কালোজিরা
আয়েশা (রা.) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, এই কালিজিরা ‘সাম’ ছাড়া সব রোগের ওষুধ। আমি বললাম, ‘সাম’ কী? তিনি বললেন মৃত্যু। (বুখারি, হাদিস : ৫৬৮৭)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, কালিজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, তবে ‘আস্সাম’ ব্যতীত। আর ‘আস্সা-ম’ হলো মৃত্যু। এর ‘আল হাব্বাতুস্ সাওদা’ হলো (স্থানীয় ভাষায়) ‘শূনীয’ (অর্থাৎ কালিজিরা)। (মুসলিম, হাদিস : ৫৬৫৯)
#কালোজিরায়_কি_আছে
কালোজিরার মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বো-হাইড্রেট ছাড়াও জীবাণু নাশক বিভিন্ন উপাদানসমূহ।কালোজিরার রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।
#ফলাফল
মস্তিষ্ক, চুল, টাক ও দাঁদ, কান, দাঁত, টনসিল, গলাব্যথা, পোড়া নারাঙ্গা বা বিসর্গ, গ্রন্থি পীড়া, ব্রণ, যাবতীয় চর্মরোগ, আঁচিল, কুষ্ঠ, হাড়ভাঙ্গা, ডায়াবেটিস, রক্তের চাড় ও কোলেষ্টরেল, কিডনী, মুত্র ওপিত্তপাথরী, লিভার ও প্লীহা, ঠান্ডা জনিত বক্ষব্যাধি, হৃদপিন্ড ও রক্তপ্রবাহ, অম্লশূল বেদনা, উদরাময়, পাকস্থলী ও মলাশয়, প্রষ্টেট, আলসার ও ক্যান্সার। চুলপড়া, মাথাব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা-দুর্বলতা, নিষ্কিয়তা ও অলসতা, আহারে অরুচি, মস্তিষ্কশক্তি তথা স্মরণশক্তি বাড়াতেও কালোজিরা উপযোগী। কালোজিরার যথাযথ ব্যবহারে দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অজির্ত হয়। কালোজিরার তেল ব্যবহারে রাতভর আপনি প্রশান্তিপর্ন নিদ্রা যেতে পারেন। কালোজিরার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
Quick service
অতঃপর যখন নামায শেষ হলো, তখন ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ্র অনুগ্রহ তালাশ করো আর আল্লাহ্কে খুব স্মরণ করো! এ আশায় যে, সাফল্য লাভ করবে।
//সুরা জুমআ ঃ- ১০//
প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, দ্রুত এগিয়ে যাচ্ছে আমার ব্যবসা।
সত্যি আমার অনেক আনন্দ লাগছিল, আজ জুমার নামাজের পর যখন "মিক্স ফ্রুট" তৈরি হচ্ছিল । ১৮/১৯টি আইটেম দিয়ে তৈরি হচ্ছে" মিক্স ফ্রুট"। এখানে কয়েকটা আইটেম আমরা দিইনা এ কারণে- জা "মিক্স ফ্রুট "এর শাদকে নষ্ট করে দেয়।
যারা আমাকে এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করছে তাদের কথা না বললে নয় Fayshal Ahmed Khan @ Mohammad kamal Latif . Shahrear@Salina Ismail......
আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়... আজকের অর্ডার সম্পন্ন হলো।
চিয়া সিড কী??
কেন খাবেন??
দ্রুত ওজন কমাতে চিয়া সিড আদর্শ খাবার। চিয়া সিড খেলে অনেক্ষন পেট ভরা থাকে, ফ্যাট বার্ন হয়। ২ বেলা চিয়া সিড খেলে এই অতিরিক্ত খিদে লাগা অনুভুতি দূর হয়।
চিয়া সিডের উপকারিতাঃ
👉চিয়া সিডস দ্রুত ওজন কমায়।
স্বরনশক্তি বৃদ্ধি করে।
👉প্রোটিনের চাহিদা মিটায় কারন চিয়া সিডে আছে ওমেগা ৩।
👉ইমিউন সিস্টেম বাড়ায়
👉এনার্জি বাড়ায়।
👉পরিপূর্ণ ঘুম হতে সাহায্য করে।
👉টক্সিন মুক্ত রাখে।
👉ব্লাড সুগার লেভেল নরমাল রাখে।
👉কোলেস্ট্রল ও ব্লাড প্রেসার কমায়।
👉ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
👉হজমে সহায়তা করে।
👉কোষ্ঠকাঠিন্য দূর করে।
👉প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে।
👉চিয়া সিড এ B1, B2, B3 ও বোরন রয়েছে। আর বোরন ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে হাড় শক্ত করে।
👉ত্বক মসৃণ করে। টান টান ভাব আনে।
👉নখ শক্ত করে।
👉চিয়া সিড এ আছে ওমেগা ৩, ফসফরাস, প্রোটিন ও অ্যামিনো এসিড।ওমেগা ৩ মাথার ত্বককে ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। ফসফরাস চলের সঠিক বৃদ্ধি করে আর প্রোটিন ও অ্যামিনো এসিড চুলকে ঘন ও শক্ত করে।
খাওয়ার নিয়মঃ
দ্রুত ওজন কমাতে ১গ্লাস নরমাল পানিতে ২ চামচ চিয়া সিড ভিজিয়ে খালি পেটে খেতে হবে, সকালে ও রাতে। খাওয়ার ৩০ মিনিট আগে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
Quick service
মোবাইলঃ-01313596766
আলহামদুলিল্লাহ, আজকে প্রিয় বড় ভাই Tazuddin এর জন্য ৩২০০টাকার কাজুবাদাম, কাট বাদাম, মরিয়ম খেজুর, কালো কিসমিস, সহিয়া সিড, আলু বকরা, কিসমিস, মধু, আতর।
আমাদের এই পেইজে আপনারা পাবেন কাঠবাদাম,চিনাবাদাম,কিসমিস, চিয়াসীড,কালো জিরা,সব ধরনের খেজুর,আতর,মধু ইত্যাদি 💚
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Chittagong
চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম হিমসাগর(খিরসাপাত)১০০%ফরমালিন মুক্ত ও সোনারগাঁও বিখ্যাত লিচু অর্ডার করুন।
Colonel Hat, CDA R/A
Chittagong, 4217
we are here to provide you the authentic and pure Mango directly collected from Rajshahi's mango gar
Halishahor
Chittagong, 4000
Here you will get pure & fresh food & beverage, fruit & vegetables. I insure your health perfect and peace with family. That will be exclusive but easy to buy a honorable customer ...
24 No. North Agrabad, Muhuripara
Chittagong, 4100
চট্টগ্রামে বিশুদ্ধ ফল সরবরাহকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান; আপনাদের আস্থায় আমরা কৃতজ্ঞ ।
Fokirhat, Bondor
Chittagong, 4200
A house of fresh organic foods and fruits. "Your belives is our capital"
Hathazari Road
Chittagong
All kinds of thai fruit & vegetables,,Extra virgin olive oil.cocunut oil.
Chittagong
If U can't come to market & buy fishes,meat,groceries & fruits then I M ready to bring them into your home.