BD JOB MCQ

This page is all about job exam mcq video tutorial.

bcs preliminary mcq exam preparation, bank job mcq exam preparation, primary School teacher job mcq exam preparation, bank job mcq exm perparation etc.

09/07/2023
Photos from BD JOB MCQ's post 17/06/2023

১৭-৬-২০২৩ অনুষ্ঠিত #বাংলাদেশ_নৌবাহিনী এর #বিভিন্ন পদে আসা প্রশ্নের সমাধান।

Photos from BD JOB MCQ's post 17/06/2023

17-6-23 অনুষ্ঠিত #পোস্টমাস্টার_জেনারেল_পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর #পোস্টাল_অপারেটর পদে আসা প্রশ্নের সমাধান।

Photos from BD JOB MCQ's post 16/06/2023

তারিখ : ১৬.০৬.২৩ এর #ফিল্ড_স্টাফ পদে আসা প্রশ্নের সমাধান।

Photos from BD JOB MCQ's post 16/06/2023

পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনা -এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
পোস্টাল অপারেটর || তারিখ : ১৬-৬-২৩
ধন্যবাদ অগ্রদূত - Agradut

16/06/2023

# # #৭+১২+১৭+………… ধারার ৩০ টি পদের সমষ্টি কত? (পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। ১৬/০৬/২৩ পোস্টম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন।)

ক) ২২৪৫ খ) ২৩৮৫
গ) ২৪২৮ ঘ) ২৫২৯
সমাধান :
দেওয়া আছে,
প্রথম পদ a = 7
সাধারণ অন্তর d = 12-7= 5
পদ সংখ্যা n = 30
আমরা জানি, n পদের সমষ্টি= n/2{2a+(n-1)d}
= 30/2{2×7+(30-1)5}
=15×(14+29×5)
= 2385
উত্তর : খ) ২৩৮৫

Photos from BD JOB MCQ's post 16/06/2023

পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চলে চট্টগ্রাম নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
পোস্টম্যান || তারিখ : ১৬-৬-২৩
ধন্যবাদ অগ্রদূত - Agradut

16/06/2023

বিগত বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার আসা গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর

১. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উ: অষ্ট্রিক
২. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা কবে করা হয়?
উ: ১৭ এপ্রিল ১৯৭১
৩. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উ: পাল বংশ
৪. ঢাকার প্রাচীন নাম কি?
উ: জাহাঙ্গীরনগর
৫. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
উ: স্যার সৈয়দ আহমদ খান
৬. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
উ: ১০ এপ্রিল
৭. বাংলাদেশে সর্বপ্রথম কবে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়?
উ: ২০ ডিসেম্বর ১৯৭১
৮. স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্বরূপ ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল কত সালে?
উ: ১৯৭২ সালে
৯. রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা?
উ: ইউনাইটেড রাশিয়া
১০. বঙ্গাব্দ ইংরেজি কোন সনে প্রবর্তিত হয়?
উ: ১৫৮৪ সনে
১১. নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে?
গ) জীবনঢুলী
১২. উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
খ) ৩৮তম অক্ষরেখা
১৩. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
গ) বিশ্ব ব্যাংক
১৪. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
গ) ১ জুলাই ২০১৫
১৫. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
খ) ২২৩টি
১৬. কম্বোডিয়ার মুদ্রার নাম কি?
উ: রিয়াল
১৭. কোন দেশের সমুদ্র সীমা নেই?
উ: ভুটান
১৮. জাতীয় শিশু দিবস কোনটি?
উ: ১৭ মার্চ
১৯. পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে?
ক) ইউরেনিয়াম
২০. পলাশীর যুক্ত কত সালে সংঘটিত হয়?
উ: ১৭৫৭ সালে
২১. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
উ: ভিটামিন সি
২২. নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক?
উ: পাকিস্তান
২৩. ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি?
উ: ৬ দফা
২৪. ভারত-বাংলাদেশ যৌথবাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উ: ৬ ডিসেম্বর ১৯৭১
২৫. নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট নয়?
উ: শের শাহ
২৬. ১৯৫৭ সালে সংঘটিত সিপাহী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত পার্ক কোনটি?
উ: বাহাদুরশাহ পার্ক
২৭. কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
উ: মুহাম্মদ বিন তুঘলক
২৮. মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়?
উ: ২৮ ডিসেম্বর, ২০২২ সালে
২৯. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উ: সোনারগাঁও
৩০. আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
উ: ৮ মার্চ
সাধারণ জ্ঞান ||

12/06/2023

চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?
ক) দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিঃ
খ) ওয়াসকম টেলিকম লিঃ
গ) গ্রামীণ ফোন টেলিকম লিঃ
ঘ) আদি টেলিকম লিঃ
উত্তর : ক

২. বাংলাদেশে সর্বপ্রথম করে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয়?
ক) ১৯৭১ সালের ২০ ডিসেম্বর
খ) ১৯৭১ সালের ২৬ মার্চ
গ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
উত্তর : ক

৩. স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ ডাক টিকিট প্রকাশ করা হয়েছিলো কত সালে?

ক) ১৯৭২ খ) ১৯৭৩

খ) ১৯৭৪ ঘ) ১৯৭১
উত্তর : ১৯৭২

৪. রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা?

ক) লিবারেল ডেমোক্রেটিক পার্টি
খ) ইউনাইটেড রাশিয়া
গ) সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
ঘ) কমিউনিস্ট পার্টি
উত্তর : খ

৫. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

ক) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
খ) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
গ) ক্রম হ্রাসমান
ঘ) অপরিবর্তিত থাকছে
উত্তর ক্রম হ্রাসমান।

৬. বঙ্গাব্দ ইংরেজি কোন সনে প্রবর্তিত হয়?
ক) ১৯৯২ খ) ১৫৯৮
গ) ১৫৮৪ ঘ) ১৪৮৫
উত্তর : গ

৭. নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে?

ক) চাকা খ) জীবন থেকে নেয়া

গ) জীবনঢুলী ঘ) সূর্য দীঘল বাড়ী
উত্তর : জীবন থেকে নেয়া

৮. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?

ক) অষ্টম খ) নবম
গ) একাদশ ঘ) দ্বাদশ

৯. উত্তর-দক্ষিন কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?

ক) ডুরাল্ড লাইন খ) ৩৮তম অক্ষরেখা
গ) ম্যাজিনো রেখা ঘ) ম্যাকমোহন লাইন
উত্তর : ৩৮তম অক্ষররেখা

১০. কোন দেশের সমুদ্র সীমা নেই?
ক) থাইল্যান্ড খ) ভুটান
গ) ফ্রান্স ঘ) জাপান
উত্তর : খ ভুটান।

Photos from BD JOB MCQ's post 12/06/2023

পোস্টাল অপারেটর নিয়োগ চট্টগ্রাম প্রশ্ন ২০১৯ সমাধান

12/06/2023

সাধারণ জ্ঞান || চাকরির প্রস্তুতি

১. জাতীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান
২. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে- ৭টি
৩. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি- বীর বিক্রম
৪. বাংলা নববর্ষ প্রবর্তন করেন- সম্রাট আকবর
৫. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- প্রাকৃতিক গ্যাস
৬. ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি- Wireless Fidelity
৭. ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি- এডিস
৮. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন- ২৯ তম অধিবেশনে
৯. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১০. ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টর ছিল- ২ নং
১১. বাংলাদেশ এপর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে- ১৩
১২. বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত-৫০
১৩. CUP এর প্রধান অংশ নয় কোনটি- অপারেটিং সিস্টেম
১৪. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে- সাকিব আল হাসান
১৫. জনসংখ্যা ঘনত্বের বিশ্বে শীর্ষ দেশ কোনটি- মোনাকো
১৬. ঐতিহাসিক ছয় দফা দিবস কবে- ৭ই জুন

03/06/2023

প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি

প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে বেশি কথিত ভাষা কোনটি?
উত্তর : ম্যান্ডারিন চায়নিজ।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর : এশিয়া
প্রশ্ন : ভারতের বৃহত্তম স্বাদু পানির হৃদ কোনটি?
উত্তর : উলার লেক।
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন : র‌্যাডক্লিক লাইন দ্বারা কোন দেশগুলোকে পৃথক করা হয়েছে?
উত্তর : ভারত-পাকিস্তান।
প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : নীল নদ।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি?
উত্তর : জিরাফ।
প্রশ্ন : পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি?
উত্তর : সূর্য।
প্রশ্ন : পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর : পূর্ব অ্যান্টার্কটিকা।
প্রশ্ন : ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর : মাউন্ট এভারেস্ট।
প্রশ্ন : ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর : রাজস্থান।
প্রশ্ন : ভূমিতে সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি?
উত্তর : চিতা।
প্রশ্ন : চীনে সাংস্কৃতিক বিপ্লব কে শুরু করেছিলেন?
উত্তর : মাও সে তুং
প্রশ্ন : মৌলের পর্যায় সারণির প্রথম মৌল কোনটি?
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তর : হীরা।
প্রশ্ন : পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি?
উত্তর : আফ্রিকা।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি?
উত্তর : নীল তিমি।
প্রশ্ন : কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়?
উত্তর : সিংহ।
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যটি সবচেয়ে বড়?
উত্তর : আলাস্কা।
প্রশ্ন : আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?
উত্তর : লেক সুপিরি।
প্রশ্ন : আর্জেন্টিনার রাজধানীর নাম কী?
উত্তর : বুয়েনস আয়ারস।

সূত্র : দৈনিক সমকাল।

02/06/2023

প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি
প্রশ্ন : বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি?
উত্তর : নাইট্রোজেন।
প্রশ্ন : কোনটি ম্যানগ্রোভ বন?
উত্তর : সুন্দরবন।
প্রশ্ন : গ্যালিলিও কী?
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
প্রশ্ন : কার্পাস তুলা থেকে কোন তন্তুটি পাওয়া যায়?
উত্তর : অ্যাসবেসটস।
প্রশ্ন : কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
উত্তর : লিথিয়াম।
প্রশ্ন : জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে কী গঠিত হয়?
উত্তর : কালো সোনা।
প্রশ্ন : ‘অ্যাকোয়া রিজিয়া’ বলতে কী বোঝায়?
উত্তর : কনসেনট্রেটিড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রণ।
প্রশ্ন : হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানোকে বলে?
উত্তর : এনজিও প্লাষ্টি।
প্রশ্ন : রক্তে লোহিত কণিকার কাজ কী?
উত্তর : অক্সিজেন বহন করা।
প্রশ্ন : মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর : ফুলকার সাহায্যে।
প্রশ্ন : বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়?
উত্তর : গ্রোথ হরমোন।
প্রশ্ন : কোন শিলার মধ্যে ভাঁজ ভালো দেখায়?
উত্তর : পাললিক শিলা।
প্রশ্ন : নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
উত্তর :যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
উত্তর : বিষুরেখা।
প্রশ্ন : শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?
উত্তর : নাইট্রোজেন।
প্রশ্ন : তামা ও টিনের মিশ্রণে কী হয়?
উত্তর : ব্রোঞ্জ।

23/05/2023
10/05/2023

আঞ্চলিক ভাষায় সুন্দর বাংলা নাটক || বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা

09/05/2023

চাকরি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | সাধারণ জ্ঞান

১. জাতীয় শিশু দিবস কোনটি?
ক) ১৬ মার্চ খ) ১৭ মার্চ
গ) ২৬ মার্চ ঘ) ২৭ মার্চ
উত্তর : খ) ১৭ মার্চ
২. ‘ব্ল্যাক বক্স’ নিচের কোনটিতে ব্যবহৃত হয়?
ক) কম্পিউটার খ) মোবাইল
গ) জাহাজ ঘ) বিমান
উত্তর : ঘ) বিমান
৩. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক) ১০:৬ খ) ১৪:১০
গ) ৮:৫ ঘ) ৮:৬
উত্তর : ক) ১০:৬
৪. জাপানের মুদ্রার নাম কী?
ক) ইয়েন খ) ডলার
গ) ইউয়ান ঘ) রুপি
উত্তর : ক) ইয়েন
৫. কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?
ক) Memory খ) Monitor
গ) CPU ঘ) Disc
উত্তর : গ) CPU
৬. পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে?
ক) ইউরেনিয়াম খ) রেডিয়াম
গ) নিয়ন ঘ) প্লাটিনাম
উত্তর : ক) ইউরেনিয়াম
৭. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক) ১৭৫৮ খ) ১৭৫৭
গ) ১৭৫৯ ঘ) ১৮৫৭
উত্তর : খ) ১৭৫৭
৮. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
ক) ভিটামিন সি খ) ভিটামিন এ
গ) ভিটামিন ডি ঘ) ভিটামিন ই
উত্তর : ক) ভিটামিন সি
৯. নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক?
ক) ভারত খ) পাকিস্তান
গ) বাংলাদেশ ঘ) নেপাল
উত্তর : খ) পাকিস্তান
১০. ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -
ক) সালাম খ) বরকত
গ) রফিক ঘ) শফিউর
উত্তর : খ) বরকত

06/05/2023

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। ইলেক্ট্রিশিয়ান (05-05-2003) || 2023 বাংলা অংশ

1. ‘সাহেব’ শব্দের বহুবাচন কী ?
ক) সাহেবান
খ) সাহেবকুল
গ) সাহেবমন্ডলী
ঘ) সাহেবসমূহ
উত্তর : সাহেবান

2. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ ?
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) দ্বিগু
ঘ) অব্যয়ীভাব
উত্তর : দ্বিগু

3. ‘চাঁদের হাট’ কথাটির অর্থ কী ?
ক) পূর্ণিমা রাত
খ) জোৎস্না
গ) আনন্দের প্রাচুর্য
ঘ) কচিকাঁচার মেলা
উত্তর : আনন্দের প্রাচুর্য

4. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক) তুর্কি
খ) ফারসি
গ) পর্তুগিজ
ঘ) আরবি
উত্তর : আরবি
5. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
ক) রবী + ইন্দ্র
খ) রবী + ঈন্দ্র
গ) রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র
উত্তর : রবি + ইন্দ্র

6. কোন বানানটি শুদ্ধ?
ক) পাষাণ
খ) পাষান
গ) পাসান
ঘ)পাশান
উত্তর : পাষাণ

7. 'দিবসের শেষ ভাগ' এটির সংক্ষেপে কি হবে?
ক) পুর্বাহ্ন
খ) মধ্যাহ্ন
গ) সায়াহ্ন
ঘ) অপরাহ্ন
উত্তর : অপরাহ্ন

8. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক) জগত মোহিনী
খ) বসন্ত কুমারী
গ) কল্পনা
ঘ) মোহনী প্রেমপাস
উত্তর : বসন্ত কুমারী

9. পুকুরে মাছ আছে 'পুকুরে' কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ৭মী
খ) অপাদান কারকে ৭মী
গ) অধিকরণ কারকে ৭মী
ঘ) সম্প্রদান কারকে ৭মী
উত্তর : অধিকরণকারকে ৭মী

10. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ?
ক) কাব্য
খ) প্ৰবন্ধ
গ) নাটক
ঘ) উপন্যাস
উত্তর : উপন্যাস

Photos from BD JOB MCQ's post 04/05/2023

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || কম্পিউটার মুদ্রাক্ষরিক (24-03-2023) এর সমাধান । ধন্যবাদ স্যাট একাডেমিকে।

15/04/2023

Duck Drop on Queens Quay Toronto.
A mother duck showing her duckling's how tough city life can be from day One. Sometimes a little nudge is all you need to overcome what is scaring you

14/04/2023

আমি তো নই খুশি | আহমাদ মাযহার #ছড়া #পড়া

14/04/2023

Farmers Raise Millions Of Poultry In The Pasture

14/04/2023

‘এটি একটি পাঁচশত টাকার নোট’-এর সঠিক অনুবাদ কোনটি?
A) This is a five hundred rupee note.
B) This is a five hundred rupees note.
C) This is a five hundred taka note.
D) None of these
Ans : c

‘আমি, তুমি ও সে স্কুলে যাবো’-ইংরেজি অনুবাদ কোনটি?
A) You, he and I will go to school.
B) He, you and I will go to school.
C) I you and he will go to school.
D) You, I and he will go to school.
Ans : a

14/04/2023

ছড়া | আহসান হাবীব | #ছড়া #পড়া #খুঁজি

10/04/2023

বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
ক) আজাদ খ) বঙ্গদর্শন
গ) বেঙ্গল গেজেট ঘ) সমাচার দর্পণ

10/04/2023

বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৩৯ খ) ১৭৮০
গ) ১৮৩৩ ঘ) ১৮২৯

10/04/2023

কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক) আত্মজ খ) তনয়
গ) নন্দন ঘ) শৈল

10/04/2023

’অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) নীর খ) পৃথী
গ) ক্ষিতি গ) অবনী

10/04/2023

‘বসুমতী’ শব্দটির একার্থক কোনটি?
ক) পত্রিকা খ) পার্থিব
গ) সুমতি ঘ) মেদিনী

Want your organization to be the top-listed Government Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আঞ্চলিক ভাষায় বাংলা রোমান্টিক নাটক
Bangla literature MCQ Job Preparation Previous Question #MCQ
Duck Drop on Queens Quay Toronto
Farmers Raise Millions Of Poultry In The Pasture#reels2023 #reelsfb #farmers
Cougar climbs tree for treats.#reelsvideo #reelsfb #cougar #reels2023
juvenile eagle confused about how to protect it's self from the snake. #reelsfb #reelsvideo #Eagles #juvenile #snake
This is so Magical!! #reelsfb #reels2023 #bridsfly #brides #beautiful
Newly-formed natural spring.#reelsvideo #reelsfb #vrial23 #natural
Mommy and her babies.. 😊#reelsvideo #vrial23 #fbreels #trigerlover
Quran found at the bottom of the ocean, SubhanaAllahsurah Al Araf, the story of the floods at the time of Prophet Nuh (a...
Mothers are precious, so beautiful.#vrial23 #reels2023 #reelsvideo #fbreels #motherlove

Category

Telephone

Website

Address

Chittagong
4000

Other Nature Preserves in Chittagong (show all)
8k Naturevel 8k Naturevel
Chittagong, 3820

Always try to capture the best moment of Nature.

Rakib's Photography Rakib's Photography
Chittagong

� Love nature�

Care for Chittagong Care for Chittagong
Chittagong, 4217

Saidul Islam Meheraj Saidul Islam Meheraj
Lakshmipur
Chittagong, 3730

Lm_naturae_Vibes Lm_naturae_Vibes
Chittagong

Assalamualikum 🥰 No beauty shines than a true goodness🥀✨

Provat feri Provat feri
Chittagong

আরো কিছু শ্বাস বাঁচা বাকি, আরো কিছু পথ হাঁটা বাকি, থামবো মোরা দুচোখ ভরে, পৃথিবীটাকে দেখা শেষে!!

Chowdhury Rinku Chowdhury Rinku
Rongipara, Romna Abasik
Chittagong, 4100

a tree/flower planter, gardener.

Sail time Sail time
Chittagong

All is well

Bl∞ming Bl∞ming
Chattogram
Chittagong

it’s @n entertainment blog.

Beauty Queen Sajek Beauty Queen Sajek
Ruilui Para, Sajek Valley, Rangamati
Chittagong, 4420

Sajek Valley the unique travel zone for you.

Suvra Majumdar Suvra Majumdar
Chittagong

Entertainment, travel, happiness